07/03/2025
কালকে নারী দিবস,একটা নারী বিদ্বেষী honest confession দেই?
"I hate dealing with female patients. i feel exhausted dealing with them"
কেনো বললাম?
কয়েকটা ঘটনা বলি।
স্কিনে প্লেইসমেন্ট ছিলো সাতদিন,এক বাচ্চা রোগীর মা কানতেছিলো "ম্যাডাম একটা সাদা হওয়ার কিরিম লিখে দেন না,মাইয়ার বাপ সারাদিন গালাগালি করে,মাইয়ার গায়ের চামড়া কালো,বিয়ে দেওন যাইবোনা,মাইয়া পালক দিয়া দিবো নাইলে,
আর দ্বিতীয়জন,লুপাস স্কিন ডিজিজ ৮ বছর যাবত বহন করে যাচ্ছেন,কিন্তু হাসপাতালে আসেননাই,কারণ স্বামী চিকিৎসা করাতে চায়না! দ্বিতীয় বিয়ে করবেন, বউ খুজতেছেন ভদ্রলোক,
গাইনীতে এমন রোগী পাইছি,
obstucted labour, বাচ্চা আটকায়ে আছে,নরমাল ডেলিভারী পসিবল না, তাও সি -সেকশন করাবেনা,কারণ আল্ট্রা থেকে জানতে পারছে,মেয়ে বাচ্চা,মেয়ে বাচ্চা তাদের দরকার নাই,এর পেছনে আর investment এর দরকার নাই
সেদিন 2nd degree perineal tear এর এক পেশেন্ট আসছিলো,৮ বছর ধরে রিপেয়ার করে নাই,এখন আসছেন কেনো?কারণ এতোদিন স্বামীর কোনো সমস্যা ছিলোনা,আসতে দেয় নাই,এখন আর ভালো লাগতেছেনা,তাই হাসপাতাল পাঠাইছে,
মোলার প্র্যাগনেন্সি, হিমোগ্লোবিন ২,ICU লাগবে,তাও হায়ার সেন্টারে নিবেনা,এতো টাকা ঢালতে পারবেনা,
high risk pregnancy, বয়স ৪৫, eclampsic,চিকিৎসা করাবেনা,বাড়িতে নিয়ে যাবে,কারণ হাসপাতালে থাকলে বাড়িতে রান্না বান্নার সমস্যা হয়,বাচ্চা নিতেছেন কেনো? আগের ৫ টা মেয়ে,
full term pregnancy,একটা আল্ট্রা নাই,একটা ব্লাডগ্রুপিং নাই,ব্যাথা উঠছে, বাড়িতে টানা হেচড়া করে PPH বাধায়ে হাসপাতালে নিয়ে আসছে,কাজ শেষ, সরকারি হাসপাতাল, সরকারি ডাক্তার বসেই আছে সেবা দেয়ার জন্য,উনাদের আর মাথাব্যাথার দরকার কি? এমন মেন্টালিটির রোগী প্রতিদিন ৫/৭ টা কমন,
রেইপ ভিক্টিম,বেশীলোক জানাজানি করা যাবেনা,পুলিশ কেইস করা যাবেনা,অপরাধী ধামাচাপা দেয়া হয়ে গেছে,সালিশ হইছে,মেয়ের বাপ টাকা পাইসে,দুইপক্ষ খুশি, এখন মেয়ে সুস্থ হইলেই শেষ,
সার্জারিতে
স্বামী গলা টিপ দিসে,দেয়ালে নিয়ে মাথা বাড়ি দিসে,মারছে সারারাত,সকালে রোগী পালায়ে আসছে ডাক্তার দেখাইতে,ঘুষি মারসে,চেয়ার উড়ায়ে মারসে,মাথার চুল কেটে দিছে,হাতে ছ্যাকা দিসে,গরম তেল ঢেলে দিছে,এগুলা তো কমন কেইস,এগুলোর জন্য আলাদা করে কস্ট পাইতে হবে,মনেই আসেনাই কখনো
মেইল ওয়ার্ডে একটা ওষুধ কিনে আনা লাগলে,একটা টেস্ট দিলে,সবাই কো অপারেটিভ,লিখে দেন,নিয়ে আসি টাইপ
আমি ট্রিটমেন্ট দিয়ে খুশি,রোগীও খুশী,ঝামেলা শেষ
কিন্তু ফিমেইল ওয়ার্ডে patient compliance নিয়ে,বিরক্ত হয়নাই, এমন ডাক্তার আমি কখনো চোখে দেখিনাই,কেউ জেনে থাকলে কমেন্ট বক্সে জানায়েন,
এদেশে হাজার হাজার মহিলা ডাক্তার দেখাইতে পারেনা,কারণ তাদের ডাক্তারের কাছে নিয়ে আসার লোক নাই।মেয়ে ডাক্তারদের ডাক্তার বলে একনলেজ করতে পারেনা,কারণ একটা বড় জনগোষ্ঠী এখনো মেয়েদের ডাক্তার ব্যারিস্টারী পড়ায়ে কি হবে?এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে পারেনাই,
মহিলারা তাদের হিস্ট্রি ঠিকঠাকমতো দিতে পারেনা,কারণ তারা তাদের সমস্যা জানেইনা,
সরকারি হাসপাতালের একটা ৫০ টাকার টিকেট কিনে আনা,কোনো একটা মেডিসিন কিনে আনতে যাওয়ার মতো ব্যাসিক ব্যাপারগুলোতেও এরা অন্যের উপর ডিপেন্ডেন্ট,
বছরের পর বছর পিল খাচ্ছে,MI, stroke,obesity বাধাইতেছে,ঠিকমতো না খেয়ে এনিমিয়া বাধাইতেছে,রঙ ফর্সাকারী ক্রিম মেখে স্কিন ডিজিজ বানায়ে ঘুরতেছে,
দেশের সব সরকারি হাসপাতালে ফিমেইল ওয়ার্ডের ৭০% ফিমেইল পেশেন্টের চিত্র এইটা,
এর ব্যতিক্রম কি নাই? অবশ্যই আছে! এবং এগুলো বাকী ৩০-৪০% ভাগ্যবতী পেশেন্টের চিত্র,যেগুলা হাতেগোনা যায়,
এতো শুমারী হচ্ছে,women empowerment,development এর মতো ভারী ভারী শব্দ উচ্চারণ করা হয়,বাট এগুলো মেজারমেন্টের ক্রাইটেরিয়া কী ?আমার মতো,আমাদের মতো well prevailiged মেয়েদের দিয়ে? আমি বা আমরা মতো যে নারীরা উন্নয়নকে রিপ্রেজেন্ট করি, তার
ম্যাক্সিমামই ,মধ্যবিত্ত,উচ্চবিত্ত,উচ্চমধ্যবিত্ত জনগোষ্ঠীর আমরা একটা ওয়েল প্রিভিলাইজড এনভায়রনমেন্ট পাইছি বলেই করি,
বাকী অধিকাংশ নিম্ন,নিম্ন মধ্যবিত্ত, জনগোস্ঠী তাদের একটা ফান্ডামেন্টাল বেসিক রাইট-চিকিৎসা সেবা সম্পর্কেই জানেনা!জানলেও হাসপাতাল পর্যন্ত আসতে পারতেছেনা,আর আসলেও এনাফ সাপোর্ট পাইতেছেনা
সেখানে শুধু আমাকে দিয়ে বা আমার মতো কয়েকজন নারীকে দিয়ে নারীর উন্নয়ন কিভাবে সম্ভব?
যদি আমার পিছনে আরো ৮০% নারী অন্ধকারেই জীবন কাটায়!
এগুলা নিয়ে কথা বলা উচিত,কিন্তু এদেশে কথা হয়,রেইপ রেশিও তে ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশ কতো উন্নত,কিংবাএকজন ইভটিজারকে ফুলের মালা দেয়া হয় পাব্লিকলি,অথচ আমি দায়িত্ব নিয়ে লিখে দিতে পারবো
নিজের ঘরের ফিমেইলদের নিয়ে এদের সচেতনতা শুন্যের কাছাকাছি,অথচ একটা দেশের উন্নয়ন দেশের একটা বিশাল জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে,অবহেলায় রেখে কখনোই সম্ভব না,এই সহজ সত্যটা কেউ মানতে চায়না,থ্রেট হিসেবে নেয়
গত বছর একটা পোস্ট ভাইরাল হইছিলো, আমার মতোই এক ডাক্তার মেয়ের লিখা,সেখানে মেয়েটা লিওনার্ডো ডিক্যাপ্রিওর একটা ফেমাস মুভি "Blood Diamond থেকে একটা ডায়লগ কোট করছিলো,
"Sometimes I wonder will God ever forgive us for what we've done to each other? Then I look around and I realize.
God left this place a long time ago,
(Collected)