11/08/2025
বর্তমানে খোস পাঁচড়া,খুঁজলি বা স্কাবিস রোগের পাদুর্ভাব বহুগুন বেড়ে গিয়েছে। আসুন জেনে নেই, কি করলে আমরা স্ক্যাবিস মুক্ত থাকতে পারি
🦠 স্ক্যাবিস কী?
স্ক্যাবিস একটি চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র পরজীবি (mites) দ্বারা হয়। এটি খুব সংক্রামক এবং একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে ঘন শারীরিক সংস্পর্শে।
🔍 লক্ষণসমূহ:
✔ তীব্র চুলকানি (বিশেষ করে রাতে)
✔ হাতের আঙুলের ফাঁকে, কবজি, কোমর, নাভির চারপাশে, যৌনাঙ্গ ও স্তনের আশেপাশে লাল ফুসকুড়ি বা দানা
✔ ছোট ছোট ফোঁড়া বা গর্তের মত দাগ
স্ক্যাবিস শরীরের কোন অংশে হয়?
⭐স্ক্যাবিসের কারণে ছোট ছোট র্যাশ বা গোটা শরীরের নির্দিষ্ট কিছু স্থানে বেশী দেখা যায়,যেমন-আঙুলের ফাঁকে, হাতের কবজি,বোগল, স্তনের নিম্নাংশ,নাভি,যৌনাঙ্গ ইত্যাদি স্থানে দেখা দিতে পারে।
⭐স্ক্যাবিস শিশু, কিশোর, বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই হতে পারে।
⭐অনুন্নত দেশগুলোতে এ রোগের প্রকোপ বেশি হয়।
⭐স্ক্যাবিসের অতি পরিচিত উপসর্গ চুলকানি, বিশেষ করে রাতে চুলকানির তীব্রতা বেড়ে যায়। আক্রান্ত স্থানে লাল ক্ষুদ্র ফুসকরি মত দেখা যায়।
⭐একজনের হলে পরিবারের বা একসাথে যারা থাকে,তারা সকলেই সংক্রমিত হয়।
স্ক্যাবিস প্রতিরোধে করণীয় এবং চিকিৎসাঃ
⭐ স্ক্যাবিস নিরাময়যোগ্য একটি রোগ। আক্রান্ত হওয়ার শুরুতেই ডাক্তারের পরামর্শ মত চিকিৎসা নিলে রোগটি থেকে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব।
⭐ডাক্তার প্রয়োজন অনুযায়ী যথাযথ ক্রিম(পারমিথ্রিন/ক্রোটামিটন জাতীয়), লোশন,ট্যাবলেট, সাবান ইত্যাদি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
⭐চিকিৎসা সাধারণত পরিবারের সবাই বা একই জায়গায়/
রুমে বসবাসকারী সবাইকে একই সাথে নিতে হয়।
⭐ চিকিৎসা পূর্ণাঙ্গ না হবার পূর্বে বন্ধ করে দিলে অথবা পরিবার/একই জায়গায় বসবাসকারী সবাই একই সাথে চিকিৎসা গ্রহণ না করলে, আবার চুলকানি বা ফুসকুড়ি দেখা দেয়।
✅ তাই পূর্ণাঙ্গ সুস্থ হবার পূর্বে চিকিৎসা বন্ধ করা যাবে না এবং একই জায়গায় বসবাসকারী সবাইকে একই সাথে চিকিৎসা গ্রহণ করতে হবে।
প্রতিরোধ:
স্ক্যাবিস প্রতিরোধে জন্য কয়েকটি সাবধানতা অবলম্বন করা যেতে পারে:
⭐ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।
⭐পরিষ্কার বিছানা ও কাপড় ব্যবহার ব্যবহার করা।
⭐থাকার জন্য গন হলরুম গুলো এড়িয়ে যাওয়া।
⭐১৫০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় কাপড় ধোয়া(রুগীর প্রয়োজন ক্ষেত্রে)
⭐ঘনবসতিপূর্ণ জায়গা যেমন শিশু সদন, এতিমখানা, জেলখানা, হাসপাতাল এড়িয়ে চলা, পরিধেয় বস্ত্র ভাগাভাগি করে ব্যবহার না করা।
⭐জনসচেতনতা তৈরি করা।
পরামর্শ :
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ,
★ডা. ফেরদৌস হায়দার
লেজার ও ডার্মাটোসার্জন
📍 চেম্বার ১:
সালাম মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ভৈরব, কিশোরগঞ্জ
📞 ০১৬৮০-০০১৭৩৫
📍 চেম্বার ২:
ফাতেমা (রা.) মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল,খরমপট্রি , কিশোরগঞ্জ
📞 ০১৭৯০-৯০৫৪৫৪