15/07/2020
HHH টেলিমেডিসিন কি? কিভাবে? কি উপকারিতা? কি মূল্যে? কোন সময়ে? কি বৈধতা? ও কোন ওয়েব সাইটে?
টেলিমেডিসিন হলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর হতে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পরামর্শ সেবা, যেখানে ডাক্তার ও রোগী ফেস-টু-ফেস কথা বলতে পারে ও ডাক্তার নিজেই ই-প্রেসক্রিপসন করেন।
HHH টেলিমেডিসিনের সেবার ধরণ:
১. দেশের ও প্রবাসের যে কোন রোগী ঘরে বসে থেকে বা টাচ্ পয়েন্টে গিয়ে টেলিমেডিসিনের মাধ্যমে রোগীর সাথে বিএমডিসি রেজিষ্টার্ড এমবিবিএস/বিশেষজ্ঞ ডাক্তারের ভিডিও কনসাল্টেশন ও ই-প্রেসক্রিপশন প্রদান যা ক্লাউড সার্ভারে সংরক্ষিত থাকে।
২. থানা স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক সার্টিফাইড ও সর্বাধুনিক টেলিমেডিসিন ইকুইপমেন্ট পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত টেলিমেডিসিন অপারেটরগণ বিএমডিসি রেজিষ্টার্ড এমবিবিএস/বিশেষজ্ঞ ডাক্তারের সহযোগী হিসাবে বাড়ি বাড়ি গিয়ে রোগীদেরকে টেলিমেডিসিন সেবা দিয়ে থাকেন।
৩. সকল জনগণ ও ডাক্তার নিজেই টেলিমেডিসিন ওয়েবসাইটে ফ্রি একাউন্ট খুলতে পারে এবং একই আইডি হতে আলাদা আলাদা রোগীর আইডি তৈরি করে পরিবারের সবাইকে ডাক্তার দেখানো যায়, প্রায় ৯০০ ডাক্তারের মধ্য হতে পছন্দমত ডাক্তার সিলেকশন করা যায়।
HHH টেলিমেডিসিনের উপকারিতা:
১. তাৎক্ষনিক চিকিৎসাসেবা
২. অর্থনৈতিকভাবে সাশ্রয়ী
৩. ঘরে বসেই বিশ্বের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসাসেবা
৪. সময় সাশ্রয়ী ও যাতায়াতের ভোগান্তীহীন চিকিৎসাসেবা, চিকিৎসার জন্য যাতায়াতের প্রয়োজন নাই বলেই করোনার মত সংক্রমনশীল রোগের জীবানু দ্বারা অন্যকে সংক্রমনের সম্ভাবনা মোটেও নাই।
৫. কোন প্রকার হয়রানি ও ঝুকিবিহীন চিকিৎসাসেবা
৬. রোগের উপসর্গ অনুসারে সহজেই বিশেষজ্ঞ ডাক্তার নির্বাচন
৭. ২৪ ঘন্টা চিকিৎসাসেবা
৮. টেলিমেডিসিন দূরর্ব্তী চিকিৎসা ব্যবস্থা হওয়ার কারনে রোগীর টেস্ট ও ঔষধে ডাক্তারের কোন প্রকার কমিশন নাই। যার ফলে প্রয়োজনের অতিরিক্ত টেস্ট ও বেশী বেশী ঔষধ প্রেসক্রাইব করেন না, এবং কি ঔষধ কোম্পানীর চাপে নিম্নমানের দূর্বল ঔষধ লিখেন না।
HHH টেলিমেডিসিনের সেবার মূল্য: গরিবদের জন্য ১০০% ফ্রি, মধ্যবিত্তদের ৬ সদস্য পরিবারের জন্য প্রতি বছর ৬০০ টাকা ও উচ্চবিত্ত ৯০০ টাকা, শিক্ষা ও বানিজ্যিক প্রতিষ্ঠানের সদস্যপ্রতি বাৎসরিক ৫০ টাকা। ভিজিটধারী ডাক্তারের টাকা ই-প্রেসক্রিপশন প্রদান করা মাত্রই রোগীর নিকট হতে কেটে ডাক্তারের ওয়ালেটে যোগ হয়।
HHH টেলিমেডিসিনের সেবার সময়সূচী: সার্বক্ষনিক (২৪/৭), ডাক্তার প্রোফাইলে আলাদা আলাদাভাবে সময় উল্লেখ করা আছে।
সরকারি অনুমোদন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত (স্বারক নং- স্বাঃ অধিঃ/এমআইএস/২০১৮/৯১০ ও তারিখ: ১৮/০৭/২০১৮) একমাত্র প্রাইভেট টেলিমেডিসিন প্রোগ্রাম।
সরকারের সাথে কাজের সম্পৃক্ততা: বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯)-এর ভয়াবহ সংক্রমন রোধে HHH টেলিমেডিসিন শুরু হতেই সক্রিয় ভূমিকা রেখে অবিরামভাবে চিকিৎসা পরামর্শ সেবা দিয়ে আসছে যাতে করে মাননীয় প্রধানমন্ত্রীর কোভিড-১৯-এর সুরক্ষা নীতিমালা শতভাগ নিশ্চিত হয়।সরকারী ওয়েবসাইট লিংক: https://corona.gov.bd/telemedicine
ডাক্তার লিংক: http://hhh.pqsnetwork.com/doctors
HHH টেলিমেডিসিনের ইউজার গাইড লিংক: https://youtu.be/irxYov4-NHA
এ সেবা টি পেতে যোগাযোগ করুন
MD. BAYAZID BASTAMY
Human Health Helpline
Cell: 01739091682
What's app: 01739091682
Imo: 01739091682
Email: mdbayazidbastamy@gmail.com
Or
Visit
pqsnetwork.com
The status of Covid-19 such as confirmed, death rate, caused rate,recovery rate of Coronavirus information(Covid-19) in Bangladesh