Radiant Homeo Center

Radiant Homeo Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Radiant Homeo Center, Medical and health, 53/1 Habib complex on ground floor , kaptan Bazar, Wari, Dhaka.

বাংলাদেশের একটি সুপরিচিত হোমিওপ্যাথি কেন্দ্র।
আমাদের কাছে পাবেন অর্জিনাল জার্মানী, সুইজারল্যান্ড, ইন্ডিয়ান সহ সকল আমদানিকৃত অর্জিনাল সীল ফাইল হোমিওপ্যাথি মেডিসিন।

21/05/2025

"আমরা'ই শেষ জেনারেশন!
যাদের কাছে একজন সহজ সরল মা আছে, যাদের কোনো সোশ্যাল মিডিয়া নেই!'❤️‍🩹😊

অফারটি শুধু মাএ ১০ দিনের জন্য পরে আমরা আর এই দামে দিতে পারবো না দুঃখীত।👉আমরা জানি আপনি প্যাকেজ গুলোর কার্যকারিতা দেখে খু...
20/05/2025

অফারটি শুধু মাএ ১০ দিনের জন্য পরে আমরা আর এই দামে দিতে পারবো না দুঃখীত।

👉আমরা জানি আপনি প্যাকেজ গুলোর কার্যকারিতা দেখে খুশি হবেন।

👉এই প্যাকেজের মেডি'সিন গুলো ১০০% কোয়ালিটি সম্পন্ন।

👉আমরা আপনাদের কাছে আমাদের সেরা সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি।

👉আমদানিকৃত অর্জিনাল সীল প্যাক প্রোডাক্ট গুলো আপনার অর্ডার নিশ্চিত করার পর আপনার নিকট দ্রুত পৌছানোর জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা ও নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

🩺আপনি চাইলে আমাদের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার এর সাথে আপনার সমস্যা গুলো নিয়ে আলোচনা করেও সেবা নিতে পারবেন।

👉আমরা প্রতিটি কার্যদিবস ছাড়াও ছুটিরদিন গুলোতে অসংখ্য রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকি।
🤲আলহামদুলিল্লাহ্‌ আল্লাহর রহমত ও আমাদের চিকিৎসা সেবা এবং নিবিড় পর্যবেক্ষণে অনেকেই সুস্থ হয়েছে ও হচ্ছে।

👉এছাড়াও আপনার যেকোনো শারীরিক সমস্যা সমাধানের জন্য পরামর্শ করতে পারেন।

চেম্বারঃ রেডিয়েন্ট হোমিও সেন্টার।
বাংলাদেশ হোমিও মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
এর বিপরীত পাশে,
হাবিব কমপ্লেক্স ওয়ারী,
দক্ষিন সাইডের নিচতলা,
জয়কালী মন্দির, ঢাকা।

আমাকে অনেক কেউ প্রশ্ন করে কখন ওজন মাপলে ঠিক আসবে তাই এখানে সব ডিটেইলস এ বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে😊ওজন ...
17/05/2025

আমাকে অনেক কেউ প্রশ্ন করে কখন ওজন মাপলে ঠিক আসবে তাই এখানে সব ডিটেইলস এ বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে😊

ওজন মাপার আছে নির্দিষ্ট সময়, আছে নির্দিষ্ট নিয়ম। সেগুলো মেনেই মাপতে হবে ওজন।

🌿ওজন মাপার সঠিক সময়
ওজন মাপার সব থেকে ভালো সময় হলো সকালে ঘুম থেকে ওঠার পর পেট খালি অবস্থায়। কোনো খাবার, পানি ও পানিজাতীয় কিছু মুখে না দিয়েই (চা, কফি, জুস) ওজন মাপতে হবে। আরও একটি বিষয় মেনে চলতে পারেন, তা হলো টয়লেট সেরে নেওয়া। এভাবে ওজন মাপলে আপনার ওজন একেবারে সঠিক আসবে। কারণ, সারা রাত না খেয়ে থাকায় আপনার পেটে তখন বাড়তি কিছু থাকার সম্ভাবনা নেই। তাই শুধু শরীরের ওজনই পাওয়া যাবে এই সময়ে।

🌿ভারী কাপড় না পরা
ওজন মাপার সময় ভারী বা অতিরিক্ত কাপড় পরলে সঠিক ওজন বুঝতে পারবেন না। এমনকি পায়ে জুতা পরেও ওজন মাপা যাবে না। খালি পায়ে মাপাই ভালো। এতে শরীরের একটা সঠিক ওজনের ধারণা পাবেন।

🌿একই দিন ও সময়ে মাপা
ওজন যখন মন চাইল তখনই মাপা ঠিক নয়। দরকার একটি নির্দিষ্ট দিন ও সময়। সপ্তাহে একবার একটি নির্দিষ্ট দিন বেছে নিন। এই সময়টা হওয়া উচিত সকালে, এরপর সময়ও নির্দিষ্ট করে নিন। প্রতি সপ্তাহের একই দিনে একই ক্ষণে ওজন মাপতে থাকুন। এতে সঠিক ধারণা পাবেন। ওজন মাপার যন্ত্র বারবার পরিবর্তন করা যাবে না। প্রতিবার একই যন্ত্র ব্যবহার করতে হবে। ভিন্ন যন্ত্রে ওজনে পার্থক্য হতে পারে।

🌿ব্যায়ামের পর নয়
অনেকেই ব্যায়াম করার পর ওজন মেপে দেখেন। এতে ভুল ওজন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কারণ, ব্যায়ামের পর শরীরের পেশি বিশ্রাম পায়, ফলে ওজন বেশি দেখাতে পারে। দরকার হলে ব্যায়ামের আগে মাপা যেতে পারে।

🌿পিরিয়ডের সময় ও পিরিয়ড এর ২-৩ দিন আগে ওজন মাপা নয়
নারীদের পিরিয়ডের সময় ওজন মাপলে তা সঠিক না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, এই সময়ে নারীদের শরীরের হরমোনে অনেক ধরনের পরিবর্তন ঘটে। ফলে ওজনেও তারতম্য দেখা দেয়।

🌿যন্ত্র সমতলে রেখে ওজন মাপার যন্ত্রটি যদি মোটা কার্পেট বা পাপোশের ওপর রেখে ওজন মাপেন, তাহলে ভুল ওজন দেখাতে পারে। তাই একেবারে সমতল মেঝেতে যন্ত্রে রেখেই ওজন মাপুন। এতে সঠিক ওজন বুঝতে পারবেন।

🌿প্রতিদিন ওজন মাপার দরকার নেই।সপ্তাহে একবার ওজন মাপলেই যথেষ্ট। তাহলে আপনি আপনার নিজের প্রগ্রেস-টা বুঝতে পারবেন।
ঘন ঘন ওজন মাপলে হতাশ হওয়া ছাড়া উপায় নেই। বেশি দেড়ী করে মাপলে আবার আপনি প্রগ্রেস বুঝতে পারবেন না। কোনো সপ্তাহে ভুল হলে, ওজন কম কমলে পরের সপ্তাহে আপনি ট্র‍্যাকে ফিরতে পারবেন।
এজন্য সপ্তাহে একদিন উপরিউক্ত নিয়ম অনুযায়ী ওজন মাপবেন।

স্টুডেন্টদের কথা মাথায় রেখে প্রাইজ নির্ধারন করা হয়েছে।স্মৃতিশক্তির সমস্যা, খিটখিটে ভাব এবং সিদ্ধান্তহীনতার জন্য এটি একটি...
12/05/2025

স্টুডেন্টদের কথা মাথায় রেখে প্রাইজ নির্ধারন করা হয়েছে।
স্মৃতিশক্তির সমস্যা, খিটখিটে ভাব এবং সিদ্ধান্তহীনতার জন্য এটি একটি কার্যকর প্রতিকার। 🌿

মনযোগের সমস্যা, কাজে ফোকাস এর অভাব, আবেগগত পরিবর্তন যাই হোক না কেন, এই প্রতিকার মনকে পরিষ্কার করতে সাহায্য করতে পারে। যদি মানসিক স্বচ্ছতার প্রয়োজন হয়, তাহলে এটি আপনাকে সাহায্য করতে পারে।

পৃথিবীব্যাপি সুনামধন্য জার্মানির সেরা হোমিওপ্যাথি কোম্পানির মে'ডিসিন তাও পাইকারি দামে🌿👉এই প্যাকেজের মেডি'সিন গুলো ১০০% ক...
19/04/2025

পৃথিবীব্যাপি সুনামধন্য জার্মানির সেরা হোমিওপ্যাথি কোম্পানির মে'ডিসিন তাও পাইকারি দামে🌿

👉এই প্যাকেজের মেডি'সিন গুলো ১০০% কোয়ালিটি সম্পন্ন।

👉আমরা আপনাদের কাছে আমাদের সেরা সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি।

👉আমদানিকৃত অর্জিনাল সীল প্যাক প্রোডাক্ট গুলো আপনার অর্ডার নিশ্চিত করার পর আপনার নিকট দ্রুত পৌছানোর জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা ও নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

🩺আপনি চাইলে আমাদের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার এর সাথে আপনার সমস্যা গুলো নিয়ে আলোচনা করেও সেবা নিতে পারবেন।

👉আমরা প্রতিটি কার্যদিবস ছাড়াও ছুটিরদিন গুলোতে অসংখ্য রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকি।
🤲আলহামদুলিল্লাহ্‌ আল্লাহর রহমত ও আমাদের চিকিৎসা সেবা এবং নিবিড় পর্যবেক্ষণে অনেকেই সুস্থ হয়েছে ও হচ্ছে।

👉এছাড়াও আপনার যেকোনো শারীরিক সমস্যা সমাধানের জন্য পরামর্শ করতে পারেন।

চেম্বারঃ রেডিয়েন্ট হোমিও সেন্টার।
বাংলাদেশ হোমিও মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
এর বিপরীত পাশে,
হাবিব কমপ্লেক্স ওয়ারী,
দক্ষিন সাইডের নিচতলা,
জয়কালী মন্দির, ঢাকা।

🟠🟡Alopecia aereata ( এলোপেশিয়া এরিয়াটা)অনেকে চেম্বারে এসে বলেন টাক ( কোন এক ধরনের কাল্পনিক প্রানী) চুল নিয়ে গিয়েছে বা তে...
19/04/2025

🟠🟡Alopecia aereata ( এলোপেশিয়া এরিয়াটা)

অনেকে চেম্বারে এসে বলেন টাক ( কোন এক ধরনের কাল্পনিক প্রানী) চুল নিয়ে গিয়েছে বা তেলাপোকা চুল নিয়ে গিয়েছে।আসলে এটা তেমন কোন ঘটনা না।এই রোগকে বলা হয় Alopecia arereata

কেন হয়❓❓

➡️একই পরিবারে কারো হলে অন্য কারো হওয়ার সম্ভাবনা থাকে
➡️ মানসিক চাপ
➡️দ্রুত কখনো কখনো ২/৩ দিনের মধ্যে মাথার কোন কোন জায়গার চুল ঝড়ে যায়
➡️ রক্তে অতিরিক্ত এলার্জি,থাইরয়ডাইটিস বা অন্য কোন রোগ হলে

দ্রুত চিকিৎসা নিলে এই রোগ ভাল হয়।

আর কোন সময় খবর না থাকলেও, পহেলা বৈশাখে অনেকেই শখ করে পান্তা ভাত খান।এর ভাতের নাম হচ্ছে Fermented Rice.যে কোন ফার্মেন্টেড...
13/04/2025

আর কোন সময় খবর না থাকলেও, পহেলা বৈশাখে অনেকেই শখ করে পান্তা ভাত খান।

এর ভাতের নাম হচ্ছে Fermented Rice.

যে কোন ফার্মেন্টেড ফুডের মত এই পান্তা ভাতের একটা গুণ হচ্ছে, এতে থাকা গুড গাট ব্যাটেরিয়া (প্রোবায়োটিক)। অর্থাৎ যাদের হজমে সমস্যা, তাদের জন্য একটা ভালো অপশন।

আরেকটা গুণ হচ্ছে, নরমাল ভাতের চেয়ে এর গ্লাইসেমিক্স ইনডেক্স একটু কম। অর্থাৎ, এইটা ধুপ করে আপনার ব্লাড সুগার বাড়ায় না, আবার ধাপ করে কমায় না। একটা স্টেডি এনার্জি দেয়।

যাদের ভাত খাবার কিছুক্ষণ পরেই এনার্জি ড্রপ করে, তাদের জন্য এটা ভাতের চেয়ে বেটার অপশন।

আমাদের সবার উচিত গাজাবাসীর জন্য নামাজ পড়ে বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে দাড়িয়ে কি জবাব দিবো আমরা😭
06/04/2025

আমাদের সবার উচিত গাজাবাসীর জন্য নামাজ পড়ে বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে দাড়িয়ে কি জবাব দিবো আমরা😭

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে ২৭/০৩/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার হইতে ০৪/০৩/২০২৫ ইং রোজ শুক্রবার পর্যন্ত আমাদের চেম্বার ও অনলাইন...
26/03/2025

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে ২৭/০৩/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার হইতে ০৪/০৩/২০২৫ ইং রোজ শুক্রবার পর্যন্ত আমাদের চেম্বার ও অনলাইন সার্ভিস বন্ধ থাকবে এবং ০৫/০৪/২৫ ইং রোজ শনিবার হইতে যথারীতি সকল কার্যক্রম শুরু হবে।

আপনাদের সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

ধন্যবাদান্তে
Radiant Homeo Center🌿

LIVT   SBL'S ( Liver Tonic )MADE IN INDIA  (SBL)কার্যকারিতা : বর্ধিত ও ফ্যাটি লিভার, জন্ডিস, হেপাটাইটিস, অম্লতা, কোষ্ঠকা...
14/03/2025

LIVT SBL'S ( Liver Tonic )
MADE IN INDIA (SBL)
কার্যকারিতা : বর্ধিত ও ফ্যাটি লিভার, জন্ডিস, হেপাটাইটিস, অম্লতা, কোষ্ঠকাঠিন্যে সহায়তা করে ।বিষাক্ত পদার্থ থেকে লিভারের সুরক্ষা সহজতর করে জন্ডিস, বমি বমি ভাব, বমিভাবের ক্ষেত্রে উপকারী
ক্ষুধা না থাকার ক্ষেত্রে ত্রাণ সরবরাহ করতে সহায়তা করে ।সব ধরনের জন্ডিস ও লিভারের বিভিন্ন সমস্যায় কার্যকর। ক্রনিক হেপাটাইটিস- বি ভাইরাস প্রতিরোধ ও প্রতিষেধক হিসেবে ও লিভার সিরোসিসে ও লিভার কে সুস্থ ও স্বাভাবিক রাখতে অত্যন্ত কার্যকরী।
✅ ওষুধটিতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
✅ ১০০% অরিজিনাল কার্যকরী মেডিসিন।
✅ সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করা হয়।

02/03/2025

Radiant Homeo Center চেম্বারঃ দুপুর ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চেম্বার খোলা থাকবে।

Calcaria phos একটি নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক ঔষধ 🌿🏵️ বাচ্চাদের মেরুদন্ড শক্ত করে। 🏵️ হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে।🏵️ পিঠের...
01/03/2025

Calcaria phos একটি নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক ঔষধ 🌿

🏵️ বাচ্চাদের মেরুদন্ড শক্ত করে।
🏵️ হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে।
🏵️ পিঠের ব্যথা কমায়।
🏵️হাড়ের স্বাস্থ্য বৃদ্ধি করে।
🏵️দৈহিক উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে।

#দোকানে এসে প্রডাক্ট নিলে সর্বনিন্ম প্রাইজ (হোলসেল) রাখা হবে ইনশাআল্লাহ যদি একটাও নেন।

চেম্বারঃ রেডিয়েন্ট হোমিও সেন্টার।
বাংলাদেশ হোমিও মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
এর বিপরীত পাশে,
হাবিব কমপ্লেক্স ওয়ারী,
দক্ষিন সাইডের নিচতলা,
জয়কালী মন্দির, ঢাকা।

Address

53/1 Habib Complex On Ground Floor , Kaptan Bazar, Wari
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 12:00
Tuesday 09:00 - 12:00
Wednesday 09:00 - 12:00
Thursday 09:00 - 12:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 12:00
Sunday 09:00 - 12:00

Telephone

+8801894447999

Alerts

Be the first to know and let us send you an email when Radiant Homeo Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Radiant Homeo Center:

Share