22/01/2024
আমাদের রোগীদের, আমাদের কাছে প্রত্যাশা বেশী।
যা আমাদের সামর্থ্য থেকে কিছুটা বেশী। অনেক সময় তার সমাধান আমরা করতে পারি না।
আমাদের সামর্থ্য, যোগ্যতা, পারদর্শিতা ও তাদের সমস্যার ব্যাপারে আরো বেশি আমাদরকে যত্নবান হতে হবে।
বাংলাদেশি রোগীরা কেন চিকিৎসার জন্য বিদেশে যায় ?
আমরা কিভাবে এটি প্রতিরোধ করতে পারি ?
সবারই ভালো নিভূল চিকিৎসা নেওয়ার অধিকার আছে।
চিকিৎসার জন্য, কী কী বিষয়, মানুষকে বিদেশে যেতে বাধা দিতে পারে ?
আমরা জোর করে কাউকে বিদেশে না যাওয়ার জন্য বাধা দিতে পারি না।
কিভাবে নিজেকে একজন রোগী বান্ধব ডাক্তারে রূপান্তর করবেন ?
আপনার চিন্তা চেতনায় রোগীর প্রতি কমিটমেনন্ট, আঁপনার প্রতি রোগীদের আস্হা বাড়িয়ে দিবে।
আমাদের রোগীদের প্রধান প্রধান সমস্যা ভালোভাবে আমাদের শুনতে হবে ও বুঝতে হবে ।
রোগীদর সময় দিতে হবে। রেফারেল ব্যবস্হা আরো উন্নত করতে হবে।
নিজে রোগীর চিকিৎসা বা ব্যবস্হপনা নিয়ে সন্দিহান হলে বা না পারলে দ্রুত সঠিক চিকিৎসকের কাছে রোগীকে রেফার করার ব্যবস্থা করতে হবে।
আমাদের রোগীদের প্রয়োজনীয়তা বুঝতে হবে, সঠিক রোগ নির্ণয় করতে হবে, হালনাগাদ বৈজ্ঞানিক ব্যবস্থাপনা শিখতে হবে, আমাদের পৃথিবীর সবচেয়ে আধুনিক চিকিৎসায় নিজেকে প্রশিক্খিত করতে হবে।
গবেষণায় মনোনিবেশ করতে হবে, নতুন ব্যবহুল চিকিৎসাকে আমাদের গরীব রোগীদের পাওয়ার জন্য লাটসই প্রযুক্তি গ্রহন করতে হবে, যাতে খরচ কমে যায়, গবেষণায় নবীন ডাক্তারদের, নার্সদের এবং টেকনিশিয়ানের উত্সাহিত করতে হবে।
আমাদের নার্স এবং টেকনিশিয়ানের ভালো ও মেধাবীদের রিক্টুট করতে হবে, পরীক্ষায় ২য় ও ৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের দের নিতে হবে। তাদের ভালো কাজের পরিবেশ, বেতন, কাজের প্রতি ডেডিকেটেশন, ভালো ব্যবহার ও আচরণ গত পরিবর্তন, আমাদের স্বাস্হ ব্যবস্থাকে, পাশ্ববর্তী দেশের তুলনায় আরও ভালো করে দিতে পারে ।
যার মাধ্যমে কষ্টে অর্জন করা, কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা বেচে যাবে।
শেষ পর্যন্ত আমাদেরকে একজন, সৎ ভালো মানুষ হতে হবে।
সবার জন্য শুভেচ্ছা।