Nutritionist Barnali Mostafa

Nutritionist Barnali Mostafa Personalized Nutrition & Lifestyle Specialist
Farazy Hospital Ltd. CCTD (BUHS), CND ( BIRDEM)
BSc, MSc.

in Food & Nutrition

Appointment:
(Online)Whatsapp - 01533598737
(Offline)Phone - 09606990000

গ্লাস দিয়ে রোদ আসলেই ভিটামিন ডি পাওয়া যায় না!সূর্যের আলো গ্লাস বা কাপড়ের মাঝে দিয়ে গায়ে লাগলেই ভিটামিন ডি তৈরি হবে -এটা ...
23/09/2025

গ্লাস দিয়ে রোদ আসলেই ভিটামিন ডি পাওয়া যায় না!

সূর্যের আলো গ্লাস বা কাপড়ের মাঝে দিয়ে গায়ে লাগলেই ভিটামিন ডি তৈরি হবে -এটা একটা প্রচলিত ভুল ধারণা।

ভিটামিন ডি উৎপাদন হবার জন্য প্রয়োজন হয় সূর্যের আলোর UV-ray সরাসরি ত্বকে পড়া। এবং সামান্য তাপ লাগা।

সরাসরি সানলাইট না পরলে ভিটামিন ডি উৎপাদন হবেনা। পাতলা কাপড়/ গ্লাসের ভেতর দিয়ে কড়া রোদ আসলেও না।

আর আপনি যদি ত্বকের সব জায়গায় sunscreen ব্যবহার করেন তাহলে তো আরও না!

ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য শর্ত মেইনটেইন করে রোদে থাকা লাগে। আলো লাগলেই হয়ে যাবে বিষয়টা মোটেই এমন নয়।

বর্ণালী মোস্তফা মুনা
নিউট্রিশনিস্ট এন্ড লাইফস্টাইল স্পেশালিষ্ট।

কোলাজেন সাপ্লিমেন্ট?যদি ঘুম-খাওয়া, লাইফস্টাইল ঠিক না থাকে—কোন লাভ নেই।ক্যালসিয়াম সাপ্লিমেন্ট? ভিটামিন D আর ম্যাগনেসিয়...
20/09/2025

কোলাজেন সাপ্লিমেন্ট?
যদি ঘুম-খাওয়া, লাইফস্টাইল ঠিক না থাকে—কোন লাভ নেই।

ক্যালসিয়াম সাপ্লিমেন্ট?
ভিটামিন D আর ম্যাগনেসিয়াম না থাকলে কাজে আসবে না।

প্রোটিন পাউডার?
মাসল এর চর্চা না করলে মাসল হবে না।

মাল্টিভিটামিন?
যদি জাঙ্ক ফুড-চিনি খাওয়া কমানো না যায়—শুধুই দামী প্রস্রাব হবে!

আয়রন সাপ্লিমেন্ট?
ভিটামিন C ছাড়া শোষণই হবে অর্ধেক।

ওমেগা-৩ ক্যাপসুল?
রেগুলার ফাস্ট ফুড আর ভাজা পোড়া খেলে ইনফ্লেমেশন কমবে না বরং বাড়বেই।

বি-কমপ্লেক্স ট্যাবলেট?
যদি ঘুম ঠিক না থাকে, ক্রনিক স্ট্রেস থাকে,খুব একটা কাজে দিবে না।

ওজন কমানোর জুস/ড্রিংক?
কোনো লাভ নেই। খাওয়া, ঘুম, ব্যায়াম থেকেই মিলবে আসল সমাধান।

সাপ্লিমেন্ট হোক বা “ওজন কমানোর জুস” এগুলো কোনোটাই ম্যাজিক এর মতো কাজ করবে না।
লাইফস্টাইল পরিবর্তনই হলো আসল থেরাপি, বাকি সব তো সাপোর্টিং রোল মাত্র!

নিউট্রিশনিস্ট বর্ণালী মোস্তফা মুনা
নিউট্রিশনিস্ট এন্ড লাইফস্টাইল স্পেশালিষ্ট।

Guest Trainer হিসেবে আমন্ত্রণ পেয়েছিলাম শ্রদ্ধেয় Shirajam Munira আপু এবং Nutrilearnbd থেকে।ইন্টার্ন নিউট্রিশনিস্ট দের জন...
18/09/2025

Guest Trainer হিসেবে আমন্ত্রণ পেয়েছিলাম শ্রদ্ধেয় Shirajam Munira আপু এবং Nutrilearnbd থেকে।

ইন্টার্ন নিউট্রিশনিস্ট দের জন্য সময়োপযোগী নলেজ এবং সায়েন্স এর সাথে নলেজ এর কানেকশন কে মাথায় রেখে টপিক রাখা হয়েছিলো 'Low-Carb diet & Insulin Resistance basics'।

খুবই ভালো লেগেছে নিউট্রিলার্ণ টিম এর ভবিষ্যৎ নিউট্রিশনিস্টদের নিয়ে সময়োপযোগী চিন্তা এবং দূরদর্শিতা দেখে।

আরও ভালো লেগেছে ইন্টার্নদের আগ্রহী মুখ গুলো দেখে। তারা এতো সুন্দর ভাবে পুরো সেশন জুড়ে একটিভ ছিলেন, একজন ট্রেইনার হিসেবে এই বিষয়টাই মনে প্রশান্তি এনে দেয়।

সায়েন্স প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সময় বদলাচ্ছে, বদলে গেছে আমাদের লাইফস্টাইল।

শুধুমাত্র একাডেমিক নলেজ এখন আর পর্যাপ্ত নয় সঠিকভাবে সুস্থতা নিশ্চিত করার জন্য।

তাই নিউট্রিশন সেক্টরের সবাইকে অনুরোধ করবো, আপডেটেড নলেজ গুলো জানার চেষ্টা করুন। ভবিষ্যতে তাতে শুধু আমাদের উপর ভরসা করে আসা রোগীদের নয়, আমাদের নিজেদেরও উপকার হবে।

মন থেকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা Dietitian Shirajam Munira আপু এবং টিম এর জন্য।

'আমার বাচ্চা এখনও ঠিক মতো কথা বলতে পারেনা' - বর্তমানে অনেক মা বাবাদের মুখেই এমন কমপ্লেন শুনা যায়, যখন অন্যান্য স্বাভাবিক...
16/09/2025

'আমার বাচ্চা এখনও ঠিক মতো কথা বলতে পারেনা' - বর্তমানে অনেক মা বাবাদের মুখেই এমন কমপ্লেন শুনা যায়, যখন অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের তুলনায় তার সন্তান দেরিতে কথা বলে।

এটাকে বলে Speech Delay. বর্তমানে যা বেশ কমন ঘটনায় পরিণত হচ্ছে।

কিন্তু এমনটা কেনো হয়?

খেয়াল করে দেখুন সে কি মোবাইল বা টিভির সাথে বেশি সময় কাটায় কিনা। নাকি আপনি ই তাকে শান্ত রাখার জন্য, খাওয়ানোর জন্য হাতে ভিডিও বা কার্টুন দিয়ে দেন?

ভাবুন তো—আপনার বাচ্চা কথা বলা শিখছে, দুনিয়াকে চেনার প্রথম ধাপে। এই সময়টায় মস্তিষ্কের ‘Critical window of development’।
কিন্তু আপনি যদি ভাবেন, “ স্ক্রিন দিলে চুপচাপ বসে থাকবে”, তাহলে সেই স্ক্রিনটাই হয়ে উঠতে পারে তার বিকাশের জন্য সবচেয়ে বড় বাধা!

গবেষণায় দেখা গেছে—৫ বছরের নিচে অতিরিক্ত স্ক্রিন টাইম মস্তিষ্কের White matter tracts-এর গঠনকে ধীর করে দেয়!

এই White matter হলো আসলে মস্তিষ্কের ‘Communication highway’।
এখানেই তৈরি হয় নতুন নিউরাল কানেকশন, যা ভাষা, স্মৃতি, মনোযোগ আর শেখার ক্ষমতা নিয়ন্ত্রণ করে।

ফলাফল?
Speech delay – বাচ্চারা শব্দ শিখতে দেরি করে, বাক্য গঠন করতে পারে না।

Poor executive function – মনোযোগ ধরে রাখতে পারে না, এক কাজ থেকে অন্য কাজে সরে যায়।

Delayed social skills – বন্ধুদের সাথে খেলতে গিয়ে যোগাযোগে সমস্যা হয়, চোখে চোখ রেখে কথা বলতে অসুবিধা হয়।

Behavioral issues – অতিরিক্ত স্ক্রিন বাচ্চাদের মুড রেগুলেশন খারাপ করে, ফলে তারা সহজে বিরক্ত, খিটখিটে বা হাইপারঅ্যাকটিভ হয়ে ওঠে।

ভবিষ্যতে এর প্রভাব আরো স্পষ্ট হয়—
✔️ স্কুলে ফোকাস ধরে রাখা কঠিন হয়।
✔️ লার্নিং স্লো হয়ে যায়।
✔️ সঠিকভাবে সামাজিক সম্পর্ক গড়তে না পারার কারণে তারা অনেক সময় একাকী হয়ে পড়ে।
✔️ আত্মবিশ্বাস কমে যায়।

অর্থাৎ, আজ আমরা যেটাকে সাময়িক ‘শান্তি’ ভেবে বাচ্চার হাতে স্ক্রিন তুলে দিচ্ছি, সেটাই ভবিষ্যতে ওর শেখা, ফ্রেন্ডশিপ, এমনকি ক্যারিয়ারে পর্যন্ত প্রভাব ফেলতে যাচ্ছে!

সমাধান কী?

- ২ বছরের নিচে একেবারেই স্ক্রিন নয়।
- ২-৫ বছরের মধ্যে দিনে সর্বোচ্চ ১ ঘণ্টা, তাও প্যারেন্টাল গাইডেন্সে।
- শিশুকে বই পড়া, খেলনা দিয়ে খেলা, আঁকা, গল্প বলা, পাজল মিলানো আর খোলা জায়গায় দৌড়ঝাঁপে যুক্ত করতে হবে।

কারণ শিশুদের আসল শেখা হয় বাস্তব জগতে, পারস্পরিক সম্পর্ক থেকে—কোনো ভার্চুয়াল স্ক্রিনে নয়।

আপনার শিশুর ভবিষ্যত কেমন হবে সেটা আসলে অনেকটাই আপনার চয়েস!

বর্ণালী মোস্তফা মুনা
নিউট্রিশনিস্ট এন্ড লাইফস্টাইল স্পেশালিষ্ট।

ঘনঘন হজমে সমস্যা বা ibs জনিত সমস্যা যাদের আছে, তাদের জন্য জীবনটা আসলেই অনেক কঠিন হয়ে পরে।কারণ আমাদের পেট আর ব্রেইন আসলে ...
15/09/2025

ঘনঘন হজমে সমস্যা বা ibs জনিত সমস্যা যাদের আছে, তাদের জন্য জীবনটা আসলেই অনেক কঠিন হয়ে পরে।

কারণ আমাদের পেট আর ব্রেইন আসলে একটা আরেকটার সাথে সরাসরি কানেক্টেড।

পেট ভালো না থাকলে মন মেজাজ প্রায় সময়ই খিটখিটে থাকবে।
আবার অতিরিক্ত স্ট্রেস, টেনশন আবার হজমকে দিন দিন নষ্ট করে ফেলবে।

এর পেছনে কোনো বৈজ্ঞনিক ব্যাখ্যা কি আছে?

অবশ্যই আছে।

আমাদের পেটে ভালো ব্যকটেরিয়ার তুলনায় যদি খারাপ ব্যকটেরিয়ার গ্রোথ বেশি হয়ে যায় তখনই হজমে গন্ডোগল শুরু হয়।

এখন ভালো ব্যকটেরিয়া কেনই বা কমে যাবে আর খারাপ গুলো কেন বেড়ে যাবে?

উত্তর সিম্পল।

আমাদের
-বাজে ফুড চয়েস,
-ফাস্ট ফুড এবং প্রসেস্ড ফুড বেশি খাওয়া
-ডায়েটে ন্যাচারাল ফুড এর ঘাটতি,
-ভালো ফাইবার না খাওয়া,
-অতিরিক্ত স্ট্রেস,
-রাতে ঠিক সময়ে না ঘুমানো

এখন অনেকেই মনে করেন আমি তো রেস্টুরেন্টে বেশি খাই না। মাসে ২-৩ দিন খেলে এমন কি প্রবলেম হয়ে যাবে?

বাট আপনি যে প্রতিদিন 'চা' এর সাথে 'টা' হিসেবে
বিস্কুট - চানাচুর - চিপস- পাস্তা- পাউরুটি - সিঙ্গারা - ছমুচা
খেয়ে যাচ্ছেন, পেট এর গুড ব্যকটেরিয়া গুলো এগুলোকে তাদের খাবার হিসেবে গ্রহণ করতে পারেনা।

বরং শাক সবজি থেকে পাওয়া ভালো ফাইবার (যা কিনা গুড ব্যকটেরিয়ার খাবার) এর অভাবে তারা দিন দিন সংখ্যায় কমতে থাকে।

আর ওদিক দিয়ে জয়জয়কার হতে থাকে ব্যাড ব্যকটেরিয়া সম্প্রদায়ের।

ফলাফল যা হবার তাই হয়।

-ঘন ঘন পেট খারাপ/ আমাশয় হওয়া
-কোষ্ঠকাঠিন্য হওয়া
-সবসময় পেট ফেঁপে থাকা
-গ্যাস হওয়া
-পেটে অস্বস্তি বোধ হওয়া
- মেজাজ খিটখিটে থাকা
- ক্লিয়ার ভাবে চিন্তা ভাবনা না করতে পারা
- মানসিক অশান্তি

এই ধরনের সমস্যায় যদি আপনিও ভুগে থাকেন, তাহলে এখনই উপযুক্ত সময় - আপনার খাদ্যাভ্যাস আর লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনার!

বর্ণালী মোস্তফা মুনা
নিউট্রিশনিস্ট এন্ড লাইফস্টাইল স্পেশালিষ্ট

এপয়েন্টমেন্ট -
অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য whatsapp এ টেক্সট করুন 01533-598737 এই নাম্বারে।

#হজম

ডায়েট কোনো শাস্তি না, এটা আপনার নিজের সাথে করা এক সুন্দর চুক্তি। আপনারই ভবিষ্যতের জন্য করা ইনভেস্টমেন্ট! ভয় নয়—পজিটিভ ভা...
14/09/2025

ডায়েট কোনো শাস্তি না, এটা আপনার নিজের সাথে করা এক সুন্দর চুক্তি। আপনারই ভবিষ্যতের জন্য করা ইনভেস্টমেন্ট!

ভয় নয়—পজিটিভ ভাবনা নিয়েই শুরু করুন, তাহলেই জার্নিটা হবে সহজ আর ফলাফল হবে নিশ্চিত!

বর্ণালী মোস্তফা মুনা
নিউট্রিশনিস্ট এন্ড লাইফস্টাইল স্পেশালিষ্ট।

#সুস্থজীবন

ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে কি শরীর দুর্বল হয়ে যায়? – মিথ বনাম বাস্তবতাআমাদের পূর্বপুরুষ রা হাজার হাজার বছর ধরে ছিলো Hu...
09/09/2025

ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে কি শরীর দুর্বল হয়ে যায়? – মিথ বনাম বাস্তবতা

আমাদের পূর্বপুরুষ রা হাজার হাজার বছর ধরে ছিলো Hunter-Gatherer। তখন ভাত-রুটি-পাউরুটি বা কার্বোহাইড্রেট ছিল না প্রতিদিনের মেনুতে। তারা কুইক ফিক্স Breakfast cereals খেতো না।

কৃষি বিপ্লব (Agricultural Revolution) আসার পর ধীরে ধীরে শস্য এসেছে, আর Industrial Revolution এর পর খাবার হয়ে গেছে Super Available। এখনকার মতো প্রতিদিন সকালে গরম ভাত বা রুটি খাওয়া? তখন এসব কারও কল্পনাও ছিলো না।

বরং, তখনকার মানুষকে শিকার করতে হতো, গাছ বেয়ে ফল আনতে হতো, মাইলের পর মাইল হাঁটতে হতো। আর এসবের অনেকটাই করতে হতো Empty Stomach এ, মানে ফাস্টিং অবস্থায়।

যদি ফাস্টিং তাদেরকে দুর্বল করে দিত, তাহলে তারা কি এভাবে টিকে থাকতে পারত?

মিথ –
"ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে শরীর দুর্বল হয়ে যায়।"

বাস্তবতা –
ফাস্টিং আমাদের শরীরের একটি প্রাকৃতিক সিস্টেম।

শরীর এভেইলেবল ফুয়েল সোর্স পেলে সেটা কাজে ব্যবহার করবে। আর এভেইলেবল খাবার না পেলে শরীর Stored Fat-কে জ্বালানি হিসেবে ব্যবহার করবে।

আল্লাহ আমাদের শরীরকে এতোটাও ননীর পুতুল করে তৈরি করে দেননি, যে ২-৩ বেলা খাবার না পেলেই কেউ কোলাপ্স করবে। তিনি শরীরকে ওভাবেই তৈরি করেছেন যাতে খাবার এভেইলেবল না থাকলেও নিজ উদ্যোগে সে শক্তি তৈরি করে নিতে পারে স্টোরেজ এ থাকা কাঁচামাল থেকে।

আমরা যখন ফাস্টিং অবস্থায় থাকি তখন কি হয়?

- রক্তের সুগার আর ইনসুলিন নিচে নামে, তখন Fat burning mode অন হয়।

- Growth hormone বাড়ে, ফলে মাংসপেশি ভাঙে না বরং সুরক্ষিত থাকে। তবে হ্যাঁ, আপনি যদি পর্যাপ্ত প্রোটিন ইনটেক না করা হয় তখন মাসল ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

- ফ্যাট বার্নিং অবস্থায় বডিতে Ketone বডি তৈরি হয়, যেটা মস্তিষ্কের জন্য সুপারফুয়েল হিসেবে কাজ করে।

জি, মস্তিষ্কের প্রাইমারি ফুয়েল গ্লুকোজ। তবে প্রয়োজন এর সময় গ্লুকোজ না পেলে সে ketones কে ফুয়েল হিসেবে কাজে লাগাতে পারে।

আর ফাস্টিং এ শরীর দুর্বল হয় না, বরং Energy-efficient survival mode এ কাজ করে। এজন্যই Hunter-gatherer দের ক্ষুধার্ত হয়েও শিকার করতে পারা সম্ভব ছিল।

তাহলে এখনকার দিনে দুর্বলতা কেন আসে?

কারণ এখন আমরা খাবারের সাগরে ডুবে থাকি। খাবার হয়ে গেছে too much available।

আমাদের কাজ (physical activity) ঠিকই কমেছে, কিন্তু খাওয়া বেড়েছে।

বিশেষ করে ভাত-রুটি-চিনি বা refined carbs— এগুলো আমাদের শরীরকে বারবার Sugar spike এবং insulin spike এর সাথে পরিচয় করায়। শরীর অভ্যস্ত হয়ে যায় বার বার সহজেই Easy glucose supply পেয়ে।

ফলে শরীর stored fat use করতে ভুলে যায়, আর খাবার মিস হলেই দুর্বল লাগে। কারণ সে তো জানেনা কিভাবে ফ্যাট ভেঙে এনার্জি তৈরি করবে!

তাহলে বুঝলেন?
আসল সমস্যা ফাস্টিং না, আসল সমস্যা হলো অতিরিক্ত Carbohydrate বা শর্কারা জাতীয় খাবারে dependency।

ফাস্টিং করলে শরীর দুর্বল হয় না, বরং শরীর আবার নিজের আসল সিস্টেমে ফিরে যায়। দুর্বলতা আসে modern lifestyle থেকে— কম কাজ + বেশি কার্বস।

মান্ধাতার আমলের জ্ঞ্যান নিয়ে বসে থাকবেন না।
নিজের জন্য Smarter Lifestyle Choice নিতে শিখুন। কারণ দুনিয়ার সাথে তাল মিলিয়ে তো আপনাকেই চলতে হবে তাই না?

বর্ণালী মোস্তফা মুনা
নিউট্রিশনিস্ট এন্ড লাইফস্টাইল স্পেশালিষ্ট।

শেষ কবে মন খুলে হেসেছেন? কবে ফুড় ফুড়ে মুডে দিনটা পার করেছেন? ভাবুন তোআমাদের চারপাশে সবকিছু এত ফাস্ট। বিশেষ করে শহরে। কাজ...
08/09/2025

শেষ কবে মন খুলে হেসেছেন? কবে ফুড় ফুড়ে মুডে দিনটা পার করেছেন?

ভাবুন তো
আমাদের চারপাশে সবকিছু এত ফাস্ট। বিশেষ করে শহরে। কাজের ডেডলাইন, বিল, নোটিফিকেশন এর জঞ্জালে যেন সুখটা বিলাসী পণ্যে পরিণত হয়েছে।

কিন্তু যা আমরা অনেকেই ভাবি না, সুখের একটা অংশ কিন্তু লুকানো আছে আমাদের খাবার প্লেটেই।

গাট হেলথ নিয়ে তো কম বেশি শুনেছেন তাই না?

আমাদের পেট শুধু হজমের মেশিন না। এখানে থাকে ট্রিলিয়ন সংখ্যক ক্ষুদ্র ব্যাকটেরিয়া—যাদের একত্রে বলে gut microbiome।

> এরা হজমে সাহায্য করে
> ভিটামিন তৈরি করে
> ইমিউন সিস্টেম মজবুত করে
> সবচেয়ে বড় ব্যাপার—এরা ব্রেইনের সাথে সরাসরি যোগাযোগ রাখে।

জানলে অবাক হবেন - আমাদের ব্রেইন মূলত গাট কে নয়, গাটই ব্রেইনকে বেশি প্রভাবিত করে।

খেয়াল করলে দেখবেন পেটে কোনো সমস্যা হলে মন মেজাজ ও ভালো থাকে না। সারাদিন কেমন বিষন্ন লাগে।

প্রবাদেরই তো আছে - 'পেট ঠিক তো সব ঠিক।'

গাটের ব্যাকটেরিয়া গুলো মূলত সেরোটোনিন (happy hormone) ও ডোপামিন (reward hormone) তৈরি করতে সাহায্য করে।

গাট অসুস্থ হলে স্ট্রেস, ডিপ্রেশন, এমনকি ঘুমের সমস্যা পর্যন্ত বাড়তে পারে কয়েক গুণ।

অর্থাৎ, আপনার মুড শুধু মাথার ভেতর তৈরি হয় না—বরং পেটের ভেতর থেকেই এর কার্যকলাপ শুরু হয়।

কিছু মুড বুস্টিং খাবার হলো -

✔ ইলিশ, সারডিন, বাদাম, তিসি → ব্রেইন শান্ত রাখে, মুড সুইং কমায়, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি থাকার কারণে।

✔ ডার্ক চকলেট, গ্রিন টি, বেরি → অ্যান্টিঅক্সিডেন্ট + ডোপামিন বুস্টার, কারণ এতে থাকে পলিফেনলস।

✔ দই, কেফির, ফারমেন্টেড খাবার (কিমচি, সয়ারক্রাউট) → গাট মাইক্রোবায়োমকে ব্যালান্স রাখে, এতে থাকা প্রোবায়োটিকস।

✔ ডিম, মুরগি, কুমড়ার বীজ → শরীরে সেরোটোনিন তৈরিতে সহায়তা করে। এতে থাকা ট্রিপটোফ্যান এর কারণে।

✔ পালং, কলমি, লেটুস → এদের মধ্যে থাকা ফোলেট ডিপ্রেশন রিস্ক কমায়।

✔ কলা - ন্যাচারাল শুগার + ভিটামিন B6 → এনার্জি ও মুড লিফটার

✔ গাজর ও রঙিন সবজি – বিটা ক্যারোটিন ও ভিটামিন C → অ্যান্টি-ইনফ্লেমেটরি, ব্রেইন কুল রাখে।

এন্ড খাবার এর পাশাপাশি দরকার
Mindfulness & Positive Thinking!

শেষ কথা হলো

সুখ কোনো Insta ফিল্টার নয়, কোনো Netflix ড্রামাও না।
সুখ আসলে প্রতিদিনের লাইফস্টাইল চয়েস যার মধ্যে খাবার প্লেটটা অনেক বড় ভূমিকা রাখে।

আপনার গাটকে যতটা খুশি রাখবেন, ব্রেইন আপনাকে হ্যাপিনেস এর দিকে ততটাই এগিয়ে যাবে।

বর্ণালী মোস্তফা মুনা
নিউট্রিশনিস্ট এন্ড লাইফস্টাইল স্পেশালিষ্ট।

শুভ সকাল এভরিওয়ান! আপনাদের সকালটা কিভাবে শুরু হয়?
08/09/2025

শুভ সকাল এভরিওয়ান!
আপনাদের সকালটা কিভাবে শুরু হয়?

05/09/2025

এলার্মিং...!

“আমি মাংস বেশি খাই না বাবা, ফ্যাট হয়ে যাবো তাই …”গত পরশু আমার খালা আমাকে বলছিলেন।কথাটা শুনে আমি হাসলামও, আবার খারাপও লা...
04/09/2025

“আমি মাংস বেশি খাই না বাবা, ফ্যাট হয়ে যাবো তাই …”
গত পরশু আমার খালা আমাকে বলছিলেন।

কথাটা শুনে আমি হাসলামও, আবার খারাপও লাগলো।
কারণ উনি যেটা ভাবছেন—এটা আসলে অনেক বাঙালিরই ধারণা।

আজও পর্যন্ত যেই আমরা এটাই শিখতে পারলাম না যে - কোনটা প্রোটিন, কোনটা ফ্যাট। কোনটা খেলে কি হবে?

কোনো ভাবে সবাই এটাই শিখসে-
মাংস = ফ্যাট
ডিম = ফ্যাট
ভাত = শক্তি

কিন্তু এই প্রোটিন এর ঘাটতি হলে যে শরীর ঠিক মতো সচল থাকবে না, তা কিভাবে বুঝাবেন?

যেগুলো নিয়ে আমরা ভাবি না -

প্রথমত, প্রোটিন Muscle তৈরি করে, যেটা শরীরের Engine এর মতো।
আপনি খাবার থেকে যেই এনার্জি গ্রহণ করেন ওগুলো খরচ করবে কে?? Engine তাই না?

এখন আপনার বডিতে যদি মাংসপেশি ই না থাকে তাহলে আপনি যে খাবার খাচ্ছেন, তার কতটুকুই বা আসলে খরচ হচ্ছে। বাড়তি টুকু তো ফ্যাট হয়ে জমে যাচ্ছে শরীরে।

যারা বলেন শরীরে শক্তি পাই না কাজ করার, আপনারা কি মাসল গুলোকে কাজে লাগান?

ঘরের কাজ কর্মে আসলে মাসল অতটাও ব্যবহার হয় না যতটা আমরা মনে করি। হ্যাঁ, যদি আগের কালের মা খালাদের মতো ধান পাড়ান, দূর থেকে ভারি পানির কলস টেনে আনা নেওয়া করেন, যাঁতা পিষেন তাহলে বিষয়টা ভিন্ন হবে।

কিন্তু এমন না হয়ে থাকলে অবশ্যই আপনার প্রতিদিন এমন কিছু শারীরিক কসরত বা ব্যায়াম করতে হবে যাতে সব মাংসপেশি গুলো একটিভ থাকে।

'মেশিন না চালালে যেমন জং ধরে যায়, মাংসপেশির জন্যেও বিষয়টা তাই'।

আপনি চালালে সে চলবে, শক্তি পাই না বলে বসে থাকলে কখনওই গায়েবি শক্তি চলে আসবে না!

আর এর পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার অনেকক্ষণ পেট ভরা রাখে। তৃপ্তি বেশি দেয়। তাই ভাত, রুটি, মিষ্টি খাবার বারবার খাওয়ার প্রবণতা কমে।

উল্টো দিকে Simple Carbs যেমন - সাদা ভাত, সাদা আটা/ময়দার রুটি কিংবা যেকোনো খাবার, নুডুলস, বিস্কুট, চানাচুর, সেমাই, পায়েস, সুজি, চিনি এগুলো যত বেশি খেয়ে ফেলবেন ততো অভ্যাসের জালে আটকা পড়তে থাকবেন।

আর এছাড়া প্রোটিন হরমোন ব্যালান্স ও ঠিক রাখে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
আমাদের বডির প্রতিরক্ষা বাহিনীর এন্টিবডি এন্টিজেন তৈরি হয় কি দিয়ে?

ঠিক ভেবেছেন,এই প্রোটিন দিয়েই।

তাহলে আপনি ভালো প্রোটিন না খেলে কি সুস্থ থাকতে পারবেন?

এখন ভাবুন তো—
আমাদের বাঙালি স্বভাব কী?
➡️ এক টুকরো মাংস,২ টুকরা আলু ঝোল দিয়ে ২ থালা ভাত খেয়ে শেষ করা।

মানে প্রোটিন বা সবজি শুধু “সাইড আইটেম” হিসেবেই থেকে যায়।

কিন্তু আসলে হওয়ার কথা ছিল উল্টো।
প্লেটে বেশি জায়গা জুড়ে থাকবে শাকসবজি, মাছ বা ডিম-মাংস, আর ভাত বা শর্করা থাকবে একদম অল্প।

কিন্তু কেমন করে যেন আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে—
“ভাত মানেই এনার্জি। কম খেলে শরীর চলবে কী করে?”

বাট সায়েন্স তো অন্য কথা।
ভাতের মতো simple carb শরীরে খুব দ্রুত এনার্জি দেয়, আবার তাড়াতাড়ি শেষও হয়ে যায়।
ফলাফল →
😴 অল্প সময়েই ক্লান্তি
😡 mood swing
🤤 বারবার ক্ষুধা

অন্যদিকে, প্রোটিন আর গুড ফ্যাট ধীরে ধীরে এনার্জি ছাড়ে, অনেকক্ষণ পেট ভরা রাখে, আর muscle কে সক্রিয় রাখে।
শর্করা খাবেন, তবে রিফাইন্ড বা পরিশোধিত না। খাবেন - ফুল ফাইবার লাল চাল, লাল আটা (খুব বেশি ইচ্ছে হলে), রাগী আটা, যব, মিষ্টি আলু, খোসা সহ ছোলা।

তাহলে আসল শিক্ষা কি দাড়ালো—

> মাংস বা ডিম মানেই ফ্যাট নয়।

আর খাওয়ার নিয়ম কি?
খাবার প্লেটে বেশি মাংস, মাছ, ডিম, ডাল, সবজি রেখে—ভাত রাখতে হবে একদম কম। আর ভাত বা রুটি জাতীয় খাবারটা খেতে হবে খাওয়ার শেষ দিকে। এমনটা কেনো? সেটা আরেকদিন বলবো।

বর্ণালী মোস্তফা মুনা
নিউট্রিশনিস্ট এন্ড লাইফস্টাইল ডিজিজ স্পেশালিষ্ট
এশিয়া জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর।

01/09/2025

দুঃখের বিষয় হলো আমাদের দেশের একাডেমিক এডুকেশন সিস্টেম এ এখনও শুধু 'ক্যালরি কাউন্ট' কেই সমাধান হিসেবে দেখানো হয়।

কিন্তু আমরা এটা বুঝি না যে ক্যালরি কাউন্টিং কোনো ভাবেই 'পূর্ণাঙ্গ সমাধান' নয়!

Without thinking about the Hormonal responses, without thinking about the sugar and insulin spikes, we will not be able to find a sustainable solution for any of the Metabolic Diseases.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Barnali Mostafa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram