Prof. Dr. Bilkis Parvin

Prof. Dr. Bilkis Parvin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prof. Dr. Bilkis Parvin, Medical and health, » Chamber-1: York Hospital Ltd. H-12 & 13, Road-22, Block-K, Banani, Ph: 01992222555 » Chamber-2: Adept Amir Complex, Ka/3/1/C 3rd Floor, Basundhara, Ph: 01706319141, Dhaka.

✨ কাটাছেঁড়া ছাড়াই ল্যাপারস্কপির মাধ্যমে সার্জারি করা হয়। ছোট একটি ছিদ্রের মাধ্যমে ক্যামেরা ও আধুনিক যন্ত্রপাতি প্রবেশ কর...
24/09/2024

✨ কাটাছেঁড়া ছাড়াই ল্যাপারস্কপির মাধ্যমে সার্জারি করা হয়। ছোট একটি ছিদ্রের মাধ্যমে ক্যামেরা ও আধুনিক যন্ত্রপাতি প্রবেশ করিয়ে সার্জারি করা হয়, ফলে রক্তপাত কম, ব্যথা কম এবং সুস্থ হয়ে ওঠাও দ্রুত।

✨ ল্যাপারস্কপির সুবিধা:

💡দ্রুত সুস্থতা ও কম ব্যথা
💡ছোট দাগ যা দ্রুত মিলিয়ে যায়
💡স্বল্প সময়ের মধ্যে বাড়ি ফেরা সম্ভব

🩺 অধ্যাপক ডাঃ বিলকিস পারভীন
এমবিবিএস, ডিজিও, এফসিপিএস (প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ)
প্রফেসর অব গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিকস
প্রাক্তন স্পেশালিস্ট (গাইনী এন্ড অবস)
অ্যাপোলো হাসপাতাল (বর্তমান এভারকেয়ার), ঢাকা
প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক সার্জন এন্ড
ইনফার্টিলিটি স্পেশালিস্ট

👉 পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

✅ বিশেষায়িত স্বাস্থ্য সেবা সেবা সমূহঃ
⏩ সকল প্রকার গাইনি চিকিৎসা।
⏩ ল্যাপারোস্কপি
⏩ ইনফার্টিলিটি
⏩ সিজারিয়ান ডেলিভারি
⏩ ব্যাথামুক্ত নরমাল ডেলিভারি
-
⏩ চেম্বারঃ-১
ইয়র্ক হাসপাতাল লিমিটেড।
বাড়িঃ- ১২ এবং ১৩, রোডঃ-২২
ব্লকঃ-কে, বনানী, ঢাকা-১২১৩
রবি, মঙ্গল, বৃহস্পতি
বিকেল ০৫ঃ৩০ থেকে রাত ০৮ঃ৩০ পর্জন্ত
📞 ফোনঃ 01992 222 555, 01992 222 777
Web: https://yorkhospitalbd.org/doctor/prof-dr-bilkis-parvin/
শুক্রবার ও সরকারী ছুটির দিন বন্ধ

আপনাকে এবং আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ঈদের এই পবিত্র দিনে আপনার জীবন পূর্ণ হোক আনন্দ, সুখ, ও সমৃদ...
16/06/2024

আপনাকে এবং আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ঈদের এই পবিত্র দিনে আপনার জীবন পূর্ণ হোক আনন্দ, সুখ, ও সমৃদ্ধিতে। আল্লাহ্‌ আপনার সমস্ত প্রার্থনা কবুল করুন এবং আপনার জীবনে সুখ ও শান্তি নাজিল করুন। ঈদ আপনার জীবনে বয়ে আনুক অফুরন্ত খুশি ও আনন্দ।
ঈদ মোবারক!

হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান।
28/05/2024

হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান।

বন্ধ্যাত্ব এবং ল্যাপারোস্কোপিক সার্জারি সহ যে কোনো গাইনোকোলজিক্যাল চিকিৎসার জন্য আমাদের চেম্বারে যোগাযোগ করুন। অধ্যাপক ড...
14/05/2024

বন্ধ্যাত্ব এবং ল্যাপারোস্কোপিক সার্জারি সহ যে কোনো গাইনোকোলজিক্যাল চিকিৎসার জন্য আমাদের চেম্বারে যোগাযোগ করুন।

অধ্যাপক ডাঃ বিলকিস পারভীন
এমবিবিএস, ডিজিও, এফসিপিএস (প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ)
প্রফেসর অব গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিকস
প্রাক্তন স্পেশালিস্ট (গাইনী এন্ড অবস)
অ্যাপোলো হাসপাতাল (বর্তমান এভারকেয়ার), ঢাকা
প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক সার্জন এন্ড
ইনফার্টিলিটি স্পেশালিস্ট
চেম্বার-১
ইয়র্ক হাসপাতাল লিঃ
বাড়িঃ ১২,১৩, ব্লক-কে
বনানী, ঢাকা-১২১৩
শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি ( বিকেল ০৫ঃ৩০ থেকে রাত ০৮ঃ৩০ পর্জন্ত)
ফোনঃ ০১৯৯২২২২৫৫৫, ০১৯৯২২২২৭৭৭
চেম্বার-২
লাইফ লাইন ডায়গনস্টিক লিঃ
এডাপ্ট আমির টাওয়ার (৩য় তলা)
বসুন্ধারা রোড, যমুনা ফিউচার পার্ক
ঢাকা-১২২৯,
শনি, সোম, বুধ ( সন্ধ্যা ০৭ টা থেকে রাত ৯ টা পর্জন্ত)
ফোনঃ ০১৭০৬৩১৯১৪১, ০১৭০৬৩১৯১৪২

আসুন পুরানো বছরকে বিদায় জানিয়েনতুন বছরকে ভালোবাসার সাথে স্বাগত জানায়।শুভ নববর্ষ
14/04/2024

আসুন পুরানো বছরকে বিদায় জানিয়ে
নতুন বছরকে ভালোবাসার সাথে স্বাগত জানায়।
শুভ নববর্ষ

ঈদ আপনার ও আপনার পরিবারের জীবনে সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসুক। আল্লাহ আপনাদের সব স্বপ্ন পূরণ করুক এবং আপনাদের কাজগুলি...
10/04/2024

ঈদ আপনার ও আপনার পরিবারের জীবনে সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসুক। আল্লাহ আপনাদের সব স্বপ্ন পূরণ করুক এবং আপনাদের কাজগুলি সফল করুক। ঈদ মোবারক!

25/03/2024
গাইনি সমস্যা! নারীদের জন্য গোপন না রাখাই ভালঅধিকাংশ নারীই জানেন না যে, তার সাথে যে সমস্যাটি হচ্ছে সেটি আসলে কী। একটু মিল...
22/03/2024

গাইনি সমস্যা! নারীদের জন্য গোপন না রাখাই ভাল

অধিকাংশ নারীই জানেন না যে, তার সাথে যে সমস্যাটি হচ্ছে সেটি আসলে কী। একটু মিলিয়ে নিন দেখি। নিচের সমস্যাগুলোর কোনোটা আপনার সাথে ঘটছে নাতো?

১। সাদাস্রাবে অস্বাভাবিকতা

২। অতিরিক্ত মূত্রত্যাগ

৩। বিনা কারণে রক্তপাত বা অতিরিক্ত রক্তপাত

৪। শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ব্যথাবোধ করা এবং পরবর্তীতে রক্তপাত

৫। অসম্ভব ব্যাক পেইন

উপরোক্ত যে কোন একটি সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

অধ্যাপক ডাঃ বিলকিস পারভীন
এমবিবিএস, ডিজিও, এফসিপিএস (প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ)
প্রফেসর অব গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিকস
প্রাক্তন স্পেশালিস্ট (গাইনী এন্ড অবস)
অ্যাপোলো হাসপাতাল (বর্তমান এভারকেয়ার), ঢাকা
প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক সার্জন এন্ড
ইনফার্টিলিটি স্পেশালিস্ট
চেম্বার-১
ইয়র্ক হাসপাতাল লিঃ
বাড়িঃ ১২,১৩, ব্লক-কে
বনানী, ঢাকা-১২১৩
শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি ( বিকেল ০৫ঃ৩০ থেকে রাত ০৮ঃ৩০ পর্জন্ত)
ফোনঃ ০১৯৯২২২২৫৫৫, ০১৯৯২২২২৭৭৭
চেম্বার-২
লাইফ লাইন ডায়গনস্টিক লিঃ
এডাপ্ট আমির টাওয়ার (৩য় তলা)
বসুন্ধারা রোড, যমুনা ফিউচার পার্ক
ঢাকা-১২২৯,
শনি, সোম, বুধ ( সন্ধ্যা ০৭ টা থেকে রাত ৯ টা পর্জন্ত)
ফোনঃ ০১৭০৬৩১৯১৪১, ০১৭০৬৩১৯১৪২

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ৮২ লাখের বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ...
04/02/2024

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ৮২ লাখের বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। বিশেষত প্রতিবছর বিশ্বে সাড়ে ১০ কোটি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। আশঙ্কার খবর হলো, ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বের।
নারীদের ক্ষেত্রে তিন ধরনের ক্যানসারের রোগী বেশি দেখা যায়। সেগুলো হলো—সার্ভিক্যাল বা জরায়ু মুখের ক্যানসার, ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসার এবং স্তন ক্যানসার। তাঁর মতে, দেশে নারীরা জরায়ু মুখের ক্যানসার ও স্তন ক্যানসারে বেশি মারা যাচ্ছেন।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) কাকে বলে?মহিলাদের মধ্যে হরমোনের ভারসাম্যহীনতার কারণে সৃষ্ট একগুচ্ছ উপসর্গের সমষ্টিকে...
20/01/2024

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) কাকে বলে?
মহিলাদের মধ্যে হরমোনের ভারসাম্যহীনতার কারণে সৃষ্ট একগুচ্ছ উপসর্গের সমষ্টিকে বলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যাকে ছোট করে পিসিওএস বলা হয়। এটি সাধারণত 18-35 বছর বয়সী প্রজনন বয়সের সময়ের মধ্যে যে মহিলারা আছেন তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। রোগটির একটি বিশিষ্ট উপসর্গ থেকে এর নামের উৎপত্তি হয়েছে। আক্রান্ত রোগিণীর অন্তত একটি ওভারি বা ডিম্বাশয়ে 12 বা তার বেশি ফলিকল তৈরি হয় (সবসময় নয়), এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন (এফ এস এইচ) ও লিউটিনাইজিং হরমোন (এল এইচ) প্রভৃতি হরমোনের মাত্রায় পরিবর্তন দেখা যায়।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি?
এই রোগের উপসর্গগুলি হল

এমেনোরিয়া যার অর্থ হলো ঋতুস্রাব না হওয়া।
অনিয়মিত ঋতুস্রাব।
হারসাটিজম যার অর্থ হলো দেহে ও মুখে অতিরিক্ত লোমের উপস্থিতি।
পিম্পল বা ব্রণ।
গর্ভধারণের সমস্যা।
স্থূলত্ব, যাতে পেটে চর্বিসঞ্চয়ের সম্ভাবনা থাকে।
পেরিফেরাল ইনসুলিন প্রতিরোধ।
বন্ধ্যাত্ব।
রোগীর পরিবারে মাসিকসংক্রান্ত সমস্যা, , বন্ধ্যাত্ব, স্থূলত্ব এবং মেটাবলিক সিনড্রোম বা ডায়াবিটিসের ইতিহাস থাকতে পারে। অথবা, রোগী অতিরিক্ত রক্তপাত বা দীর্ঘস্থায়ী ঋতুস্রাবের অভিযোগ করতে পারে।

এর প্রধান কারণগুলি কি?
পিসিওএস রোগটির জিনগত প্রবণতা দেখতে পাওয়া যায়, এবং বাবা ও মা দুজনের থেকেই অটোজমাল ডমিনেন্ট জিন হিসাবে এটি পরবর্তী প্রজন্মে বাহিত হয়। রোগীদের শরীরে অধিক মাত্রায় এন্ড্রোজেন (পুরুষ হরমোন) উপস্থিত থাকে, বিশেষত টেস্টোস্টেরন। এই হরমোনগুলি ডিম্বাণুচক্রের বিন্যাসে ব্যাঘাত ঘটায় এবং বিভিন্ন উপসর্গের সৃষ্টি করে। হরমোনগুলির ফলে ফলিকলের বিকাশ বাধাপ্রাপ্ত হয়। এই অপরিণত ফলিকলের জন্যই ডিম্বাশয়কে দেখে মনে হয় তা তরলপূর্ণ সিস্টে ভর্তি।

কিভাবে একে নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি?
এই রোগটি নির্ণয়ের জন্য পুঙ্খানুপুঙ্খ চিকিৎসার ইতিহাস সংগ্রহ ও শারীরিক পরীক্ষার দরকার। ল্যাবরেটরি পরীক্ষার মধ্যে আছে থাইরয়েডের ক্রিয়ার পরীক্ষা; এফএসএইচ, প্রোলাক্টিন এবং এলএইচ মাত্রা; টেস্টোস্টেরন ও রক্তশর্করার মাত্রা। এগুলির আগে, আল্ট্রাসোনোগ্রাফীর মত নন-ইনভেসিভ ইমেজিং প্রক্রিয়া ব্যবহার করা যেতে পারে। ডিম্বাশয়ে সিস্টগুলির উপস্থিতি দেখতে লাগে অনেকটা মুক্তোর মালার মত।
এর চিকিৎসা হল রোগীকে আরো স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহী করে তোলা। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ওজনহ্রাস, নিয়মিত শরীরচর্চা প্রভৃতি পরিবর্তনের মাধ্যমে হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। এছাড়াও চিকিৎসক হরমোন থেরাপির নির্দেশ দিতে পারেন। প্রাকডায়াবিটিস অথবা ইনসুলিন প্রতিরোধের ক্ষেত্রে মেটফর্মিন জাতীয় ইনসুলিন সেনসিটাইজিং ওষুধও সাহায্য করে।

অধ্যাপক ডাঃ বিলকিস পারভীন
এমবিবিএস, ডিজিও, এফসিপিএস (প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ)
প্রফেসর অব গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিকস
প্রাক্তন স্পেশালিস্ট (গাইনী এন্ড অবস)
অ্যাপোলো হাসপাতাল (বর্তমান এভারকেয়ার), ঢাকা
প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক সার্জন এন্ড
ইনফার্টিলিটি স্পেশালিস্ট
চেম্বার-১
ইয়র্ক হাসপাতাল লিঃ
বাড়িঃ ১২,১৩, ব্লক-কে
বনানী, ঢাকা-১২১৩
শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি ( বিকেল ০৫ঃ৩০ থেকে রাত ০৮ঃ৩০ পর্জন্ত)
ফোনঃ ০১৯৯২২২২৫৫৫, ০১৯৯২২২২৭৭৭
চেম্বার-২
লাইফ লাইন ডায়গনস্টিক লিঃ
এডাপ্ট আমির টাওয়ার (৩য় তলা)
বসুন্ধারা রোড, যমুনা ফিউচার পার্ক
ঢাকা-১২২৯,
শনি, সোম, বুধ ( সন্ধ্যা ০৭ টা থেকে রাত ৯ টা পর্জন্ত)
ফোনঃ ০১৭০৬৩১৯১৪১, ০১৭০৬৩১৯১৪২

বিশেষায়িত সেবা সমুহঃ » জরায়ু অপারেশন » জরায়ু টিউমার » ওভারির টিউমার » গাইনীর অন্যান্য রোগের অপারেশন অন্যান্য সেবা সমুহঃ...
22/11/2023

বিশেষায়িত সেবা সমুহঃ
» জরায়ু অপারেশন
» জরায়ু টিউমার
» ওভারির টিউমার
» গাইনীর অন্যান্য রোগের অপারেশন
অন্যান্য সেবা সমুহঃ
» গর্ভধারনের পূর্ববর্তী পরামর্শ ও চিকিৎসা সেবা
» ব্যাথামুক্ত নরমাল ডেলিভারি
» প্রসব পরবর্তী পরামর্শ ও চিকিৎসা সেবা
» গর্ভপাতের চিকিৎসা ও প্রতিকার
» বন্ধ্যাত্ব ও মাসিক জনিত সমস্যা
» গর্ভবতী মায়ের জটিলতা যেমনঃ উচ্চ রক্তচাপ, খিঁচুনি, ডায়াবেটিস
» জরায়ুর ইনফেকশন, জরায়ু মুখের ঘা, জরায়ুর পলিপ ও জারায়ু নিচে নেমে যাওয়া।

অধ্যাপক ডাঃ বিলকিস পারভীন
এমবিবিএস, ডিজিও, এফসিপিএস (প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ)
প্রফেসর অব গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিকস
প্রাক্তন স্পেশালিস্ট (গাইনী এন্ড অবস)
অ্যাপোলো হাসপাতাল (বর্তমান এভারকেয়ার), ঢাকা
প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক সার্জন এন্ড
ইনফার্টিলিটি স্পেশালিস্ট

চেম্বার-১
ইয়র্ক হাসপাতাল লিঃ
বাড়িঃ ১২,১৩, ব্লক-কে
বনানী, ঢাকা-১২১৩
শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি ( বিকেল ০৫ঃ৩০ থেকে রাত ০৮ঃ৩০ পর্জন্ত)
ফোনঃ ০১৯৯২২২২৫৫৫, ০১৯৯২২২২৭৭৭

চেম্বার-২
লাইফ লাইন ডায়গনস্টিক লিঃ
এডাপ্ট আমির টাওয়ার (৩য় তলা)
বসুন্ধারা রোড, যমুনা ফিউচার পার্ক
ঢাকা-১২২৯,
শনি, সোম, বুধ ( সন্ধ্যা ০৭ টা থেকে রাত ৯ টা পর্জন্ত)
ফোনঃ ০১৭০৬৩১৯১৪১, ০১৭০৬৩১৯১৪২

প্রতি দশ জনে একজন ডায়াবেটিস রোগী।নিম্নলিখিত উপসর্গ গুলি হঠাৎ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিনঃ» ধীরে গতিতে ক্ষতস্থান নিরাময় ...
14/11/2023

প্রতি দশ জনে একজন ডায়াবেটিস রোগী।
নিম্নলিখিত উপসর্গ গুলি হঠাৎ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিনঃ
» ধীরে গতিতে ক্ষতস্থান নিরাময়
» তীব্র তৃষ্ণা
» অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা
» দ্রুত হারে ওজন হ্রাস
» অপ্রীতিকর গন্ধের অনুভূতি
» হাতে এবং পায়ে ঝিনঝিন
» চুলকানি
» মূত্রনালীতে সংক্রমণ
» ঝাপসা দৃষ্টি
» মেজাজ পরিবর্তন
» মাথাব্যথা
» মাথা ঘোরা
» বগল এবং ঘাড়ের কাছে কালচে ছাপ

Address

» Chamber-1: York Hospital Ltd. H-12 & 13, Road-22, Block-K, Banani, Ph: 01992222555 » Chamber-2: Adept Amir Complex, Ka/3/1/C 3rd Floor, Basundhara, Ph: 01706319141
Dhaka
1229

Telephone

+8801992222777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prof. Dr. Bilkis Parvin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram