11/09/2025
আলহামদুলিল্লাহ। বাবুটা তার আব্বু আম্মুকে আবার নিয়ে এসেছে তার খেলার সাথীর জন্য। ২০২৩ সালে তার বাবা মা আইভিএফ করেন এবং ফলশ্রুতিতে প্রথম ভ্রুন ট্রান্সফার করে তার জন্ম হয়। ইতিমধ্যে আমরা তার মায়ের গর্ভে আবারো ব্লাস্টোসিস্ট ভ্রুন দিয়েছি। গতকালও এমন একজন দম্পতি দ্বিতীয় বার কনসিভ করলেন তাদের দুই বছরের পুরনো ভ্রুন দিয়েই।
⁉️আইভিএফ এর জন্য সঠিক বয়স কত??
✅✅এই ব্যাপারটা আমার মতে আপেক্ষিক। যার অল্প বয়সে(১৭-১৮ তে) বিয়ে হয়েছে তার যদি দশ বছরেও বাচ্চা না হয় তাইলে সরাসরি আইভিএফ করা ভালো। যে তবে বয়স ৩০+ হলে বাচ্চা নেওয়ার ব্যাপারে খুব সিরিয়াস থাকা উচিত। ডিম্বাণু রিজার্ভ কমে যাচ্ছে কিনা খেয়াল রাখা উচিত। অবশ্যই বয়স ৩৫ হওয়ার আগে ফ্যামিলি কম্পলিট করা উচিত।
⁉️বেশি বয়সে বাচ্চা নিলে সমস্যা কি?
✅✅বয়স বেশি হলে( ৩৭+) ডিম্বানুর কোয়ালিটি খারাপ থাকে। সকল রিসার্চ বলে এই সময়ে কনসিভ পরবর্তী জটিলতা তথা গর্ভপাত, বাচ্চাত জন্ম ত্রুটি, প্রিমেচিউর বাচ্চা হওয়ার ঝুঁকি অনেক গুন বেশি থাকে।
📛📛এছাড়া এমন অনেক মেয়েই আছে যাদের ডিম্বানু ৩০+ হলেই শেষ হয়ে যায়। যাকে আমরা বলি premature ovarian Failure. 😥
বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের প্রত্যেক চিকিৎসক, স্টাফ আপনাদের মুখে হাসি ফোটাতে প্রাণ উজাড় করে চেস্টা করছেন।
একসময় সন্তানহীন দম্পতিদের স্বপ্ন পূরণ ছিল অনেকের কাছে অসম্ভব এক কল্পনা। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে র অত্যাধুনিক ল্যাব, অভিজ্ঞ ডাক্তার, এবং আন্তর্জাতিক মানের প্রটোকল ব্যবহারের ফলে হাজারো পরিবার নতুন জীবন উপহার পেয়েছে।
বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,এম্ব্রায়োলজিস্ট, ডাক্তার,নার্স সহ সকল স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই যার যার অবস্থান থেকে আন্তর্জাতিক মানের আইভিএফ সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।
ডা মো রফিকুল ইসলাম ভুঁইয়া
ম্যানেজিং ডিরেক্টর
বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লি:
০১৮৯৪৮৭৭৮০৪
০১৯৭৫০০৯৭৯৬