 
                                                                                                    20/02/2025
                                            ❌ ধানে নিষিদ্ধ যেসব কীটনাশক
🚫 ধানের পোকা দমনে যে সমস্ত গ্রুপের কীটনাশক ব্যবহার করা যাবে না- 
     • আলফা- সাইপারমেথ্রিন
     • ল্যামডা- সাইহেলোথ্রিন
     • ডেলটামেথ্রিন
     • ফেনভালারেট
    •সাইপারমেথ্রিন
⚠️ কেন নিষিদ্ধ⁉️
   ১.  এ সমস্ত গ্রুপের কীটনাশক ব্যবহারে পোকার
            পুনরাবির্ভাবযেমন-(Resurgence) ঘটে।
   ২. ক্লোরপাইরিস এর সাথে উপরে উল্লেখিত যে 
       কোন গ্রুপের মিশ্রণ ধানের পোকা দমনের 
       জন্য ব্যবহার করা যাবে না। 
যেমন- বিউটি, ক্যারাটে, কারফু, সাবসাইড, মিক্সার, ডেয়ার, এটম, কেনভস, সুপারফাস্ট, বর্ডার, দূর্বার, নাইট্রো ও আলটিমা ইত্যাদি। এগুলা ধানে নিষিদ্ধ, এসব কীটনাশক ধানের বন্ধু পোকা মেরে ফেলে।
✅ কৃষকভাইরা না বুঝে ধান ক্ষেতে নাইট্রোসহ
       অনুমোদনহীন কীটনাশক ব্যবহার করছে। 
      নাইট্রো কীটনাশক-ফল, শাকসবজি, পাট, 
      তুলা ফসলের পোকা দমনের জন্য সুপারিশ 
      করা। 
✅ ধানের জন্য অনুমোদনহীন এসব কীটনাশক 
      ব্যবহারে পরবর্তীতে পোকা পুনরায় আবির্ভাব 
      হবে যা ধান ফসলের জন্য হুমকি।
তথ্যসূত্র- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
সময়োচিত কৃষি বিষয়ক পরামর্শ পেতে Shaheen Agro Chemicals    Industry  পেজটি অনুসরণ করুন।
 #নিষিদ্ধ  #কীটনাশক  #ধান  #চাষ  #পদ্ধতি  #জৈব  #পুষ্টি  #সিলভার_শুট  #পিঁয়াজ_পাতার_গল  #কৃষকদের_অর্থনৈতিক_ক্ষতি_থেকে_রেহাই_পেতে_এই_তথ্যগুলো_জানা_জরুরী  #পিজিআর  #হরমোন  #সার  #রোগ  #কৌশল                                                      
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  