
28/08/2025
িনলে_বাজার_করার_টাকা_থাকে_না
এমন পরিবারের সংখ্যা একেবারে কম নয়।।
দি দিন ঔষধের দাম বেড়েই চলছে, লাগামহীন ভাবে।
এটা নিয়ে উচ্চমহলে কোন কথা হয় কিনা, আমার জানা নেই।
গ্যাস্ট্রিকের ( এন্টি আলসারেন্ট)১ টা ট্যাবলেটের দাম ৭ টাকা থেকে ১২ টাকা, যা কিছুদিন আগেও অর্ধেকের কাছাকাছি ছিল।
কমন এন্টিবায়োটিক গুলোর ১ ট্যাবলেটের দাম ৪০ টাকা থেকে ৯০ টাকা। যার দাম কিছুদিন পরপরই বাড়ছে।
ব্যথা নাশক একটা ট্যাবলেটের দাম ১৫ টাকা থেক ৬০ টাকা। জাস্ট একটু খোঁজ নিয়ে দেখুন কতদিন পরপর এর দাম বাড়ানো হচ্ছে? কিছুদিন আগে এর দাম কত ছিল??
একটা প্যারাসিটামলের পাতা ১০/১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০/৪০ টাকা।।
যেসব রোগীদের ঘরে ভাত না থাকলেও সারাজীবন ঔষধ রাখতে হবে....তাদের কি অবস্থা হচ্ছে??
যেমন-
*রেনাল ডিজিজ - কিডনি রোগী
*কার্ডিয়াক ডিজিজ - উচ্চ রক্তচাপ, হার্ট ফেইলুর
এমআই ও অন্যান্য
*রেসপিরেটরি- এজমা বা শ্বাসকষ্ট, সিওপিডি ও
অন্যান্য।
*ডায়াবেটিস
*স্ট্রোক
*প্যারালাইসিস
*ক্রনিক ইনফেকশন
*আইবিএস
*ক্রনিক মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার।
*ক্রনিক লিভার ডিজিজ।
এগুলো ছাড়াও, প্রায় প্রতিটি পরিবারে সারাবছর এবং প্রায় সবসময়ই কেউ না কেউ অসুস্থ হয়। একজন সুস্থ হয় তো আরেকজন অসুস্থ হয়।
ধরি, ৫ জনের একটা পরিবারে যদি ১ জন লোকও অসুস্থ হয়, তাহলে ঐ পরিবার ১ জনের জন্য ১ সপ্তাহে কত টাকা ব্যয় করে।
খুবই সাধারণ (জ্বর ও কাশি) একটা রোগ--
১/ tab, Antibiotic
দিনে দুইবার, ৫০×২×৭= ৭০০ টাকা
২/ tab, Paracetamol plus
দিনে তিনবার
৩×৩×৭= ৬৩ টাকা
৩/ Tab, Antihistamine
রাতে, ১ টা করে
৮×৭ = ৫৬ টাকা
৪/ কাশির সিরাপ
=১০০ টাকা
৫/ গ্যাস্ট্রিকের ( এন্টিআলসারেন্ট)
দিনে দুই বার
১২×২×৭= ১৬৮
৬/ একটা ভিটামিন
দিনে দুইবার
৮×২×৭= ১১২ টাকা
মাত্র ১ জনের, ৭দিনের ঔষধের দাম, কম করে
ধরেও = ১১৮৯ টাকা।।
যারা আর্থিক ভাবে অসচ্ছল, যাদের নুন আনতে পানতা ফুরায়, তাদের জন্য এটা কেমন কষ্ট হতে পারে??
তাহলে যাদের সারাবছর ঔষধ কিনে খেতে, তাদের অবস্থা কি??
সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রাখতে ঔষধের দাম। এটা অসম্ভব কিছু নয়।।
যারা আসলেই সাধারন মানুষের সেবা করতে চান, তারা বিষয়টা নিয়ে কথা বলুন।
(চিকিৎসা ব্যবস্থার অন্যান্য বিষয় গুলো নিয়ে অনেকেই কথা বলে, এদিকে ঔষধের দাম হুহু করে বাড়ছে, কেউ সেদিকে নজর দেয় না)
ডা: আমিনুর রহমান
নিউরোসার্জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
আওয়াজ তুলুন।। শেয়ার করুন।।