Dr.irfan's homoeopathy

Dr.irfan's homoeopathy A life line to better health

26/06/2025

আজ থেকে শুরু হওয়া এইচ এস সি আলীম এবং সমমানের পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইলো

জরুরী সতর্কতা: আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা  COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও...
12/06/2025

জরুরী সতর্কতা:
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:

i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।
✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।
✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।
(জনস্বার্থে কপি পেস্ট )

19/04/2025

ডিএইচএমএস পরিক্ষায় উত্তীর্ণদের ডা.ইরফানস হোমিওপ্যাথির পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা

🍀 এমন কতগুলো রোগ আছে যেগুলো সার্জিক্যাল ক্যাটাগরির অন্তর্ভুক্ত। কিন্ত তা হোমিওপ্যাথিক মেডিসিন সেবনের মাধ্যমেই বিনা অপারে...
24/11/2024

🍀 এমন কতগুলো রোগ আছে যেগুলো সার্জিক্যাল ক্যাটাগরির অন্তর্ভুক্ত। কিন্ত তা হোমিওপ্যাথিক মেডিসিন সেবনের মাধ্যমেই বিনা অপারেশনে ভাল হওয়ার সমূহ সম্ভবনা রয়েছে। মূলত এই সকল রোগ সমূহ নিয়েই আলোচনা করবো।

🍀 ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব

🍀 আজকের আলোচনার বিষয় হলো (hemorrhage)
----‐---------------------------------------------------------------------- হ্যমোরেজ 🩸🍀
----------------------

🍀 প্রথমে জানবো (hemorrhage)হ্যমোরেজ কি?

রক্তক্ষরণের মেডিকেল টার্ম হলো হ্যমোরেজ। প্রায়ই অতিরিক্ত রক্তক্ষরণকেই হ্যমোরেজ বলে। মূলত ক্ষতিগ্রস্ত রক্তনালী থেকে রক্তপাত হওয়াকেই হ্যমোরেজ বলা হয়ে থাকে।
বিভিন্ন কারণে শরীরের ভিতরে এবং বাহিরে রক্তপাত হতে পারে। রক্তক্ষরণের ধরণ ছোট বড় হতে পারে।
যেমন-ক্ষত থেকে রক্তপাত হওয়া থেকে শুরু করে মস্তিষ্কে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে।

♦️ কখন চিকিৎসকের পরামর্শ নিবেন?

আপনি যদি বাহ্যিক রক্তপাত বন্ধ করতে না পারেন অথবা অভ্যন্তরীণ রক্তপাতের সন্দেহ করেন তবে অবিলম্বে চিকিৎসকের সরনাপন্ন হওয়া উচিত।

🍀 type of hemorrhage (হেমোরেজ এর ধরণ)
-----------------------------------‐---‐-----------‐---------------

🩸Depending of the duration of hemorrhage:

১. একিউট হেমোরেজ (acute hemorrhage): হঠাৎ ঘটে। যেমন- পোর্টাল হাইপার টেনশনের কারণে esophageal variceal bleeding.

২.ক্রোনিক হ্যমোরেজ (chronic hemorrhage): একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে।যেমন- hemorrhoids/piles অথবা chronic duodenal ulcers,tubercluous ulcer of the ileum,diverticular disease.

🔺️ Depending on the nature of bleeding:

1. External hemorrhage: revealed hemorrhage ex epis taxis, Haematuria

2. Internal hemorrhage: conceled hemorrhage, ex spelinic rupture
Ruptured ectopic gestation
Liver laceration

🩸 cause of hemorrhage( রক্তক্ষরণের কারণ):
-----------‐------------------------------------------------------
১.মাল্টিপল ট্রমা
২.লাংস,লিভার,স্পিলিন অথবা প্রোস্টেট গ্লান্ড ইনজুরী
৩.সার্জিক্যাল অথবা অবস্ট্রাক্টিভ ইমার্জেন্সি
৪.এনিউরিজম
৫.হাইপার টেনশন
৬.স্পিকটিসিমিয়া
৭.ওয়াইড স্প্রেড কার্সিনোমা
৮.ব্লিডিং ডিসঅর্ডার

🩸 Symptoms of hemorrhage( লক্ষণ)
--------------------‐----------‐----------‐---‐---------
১.হঠাৎ,মারাত্মক মাথাব্যাথা
২.অত্যাদিক দুর্বলতা,হাত পায়ের অসাড়তা( সব সময়ই এক পাশে হয়ে থাকে)
৩.বমি বমি ভাব অথবা বমি হওয়া
৪.দৃষ্টি শক্তির পরিবর্তন
৫.কথা বলতে বা বোঝতে অসুবিধা হওয়া
৬.খিচুনী ইত্যাদি।

♦️হ্যমোরেজ এর হোমিওপ্যাথিক চিকিৎসা:

হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, হ্যমোরেজ এর চিকিৎসায় অনেক হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ ভিত্তিক ব্যাবহৃত হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল, কার্বোভেজ,একোনাইট,ফেরাম,ল্যাকেসিস,আর্নিকা,
চায়না, ফসফরাস,সিকেলকর, হ্যামামেলিস,সেবাইনা ইত্যাদি ।

🍀হোমিওপ্যাথিক চিকিৎসা নিন,সুস্থ থাকুন🍀

চিকিৎসার জন্য যোগাযোগ করুন
01741-559062
ওয়াটসএপ-01912-354144

ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফান
ডিএইচএমএস(ঢাকা)
পিডিটি(হোম) প্রথম স্থান
বিএইচএমএস (ঢা:বি) অন কোর্স
চিকিৎসক রেজিস্ট্রেশন নাম্বার-৩২৭৩২

ডা.মোহাম্মদ জসিম উদ্দিন,বাংলাদেশে প্রচলিত সকল ট্রিটমেন্ট সিস্টেমের উপরেই তিনি শিক্ষা লাভ করেছেন,তিনি এলোপ্যাথিক সিস্টেমে...
14/11/2024

ডা.মোহাম্মদ জসিম উদ্দিন,বাংলাদেশে প্রচলিত সকল ট্রিটমেন্ট সিস্টেমের উপরেই তিনি শিক্ষা লাভ করেছেন,তিনি এলোপ্যাথিক সিস্টেমে এম বি বি এস ডিগ্রি অর্জন করেন সাভার এনাম মেডিকেল থেকে,এরপর পর্যায়ক্রমে ইউনানী,আয়োর্বেদিক,এবং হোমিওপ্যাথির উপর ডিউএমএস,ডিএএমএস এবং ডিএইচএমএস অর্জন করেন।এছাড়াও তিনি মাদ্রাসা থেকে কামিল এবং আইইউবি থেকে এমপিএইচ সম্পন্ন করেন। তিনি একজন হোমিও প্রেমিক হিসেবে হোমিওপ্যাথি প্রাকটিস করেন। তিনি বৈষম্য "বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ" এর সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক। তাকে আমরা "বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ" আসন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠনে সিলেট বিভাগের চিকিৎসক প্রতিনিধি হিসেবে মনোনীত করেছি। এমন একজন গুণীজনকে সিলেট বিভাগ থেকে হোমিওপ্যাথিক চিকিৎসক প্রতিনিধি নির্বাচিত করলে উনার মাধ্যমে হোমিওপ্যাথরা উপকৃত হবে বলে মনে করি।

ধন্যবাদান্তে
ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফান
কেন্দ্রীয় সমন্বয়ক(অর্থ, দপ্তর ও ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত)

ডা.মোহাম্মদ লোকমান,বাংলাদেশের হোমিওপ্যাথিক জগতের এক অনন্য নাম,বাংলাদেশে হোমিওপ্যাথির জীবন্ত কিংবদন্তি যিনি হোমিওপ্যাথির ...
14/11/2024

ডা.মোহাম্মদ লোকমান,বাংলাদেশের হোমিওপ্যাথিক জগতের এক অনন্য নাম,বাংলাদেশে হোমিওপ্যাথির জীবন্ত কিংবদন্তি যিনি হোমিওপ্যাথির প্রচার প্রসারে শ্রম,মেধা এবং অর্থ অকাতরে বিলিয়ে দিয়েছেন।যিনি নিজেকে হোমিওপ্যাথির জন্য উৎসর্গ করেছেন। যিনি প্রতি মুহূর্তে হোমিওপ্যাথির উন্নয়নের জন্য চিন্তা করেন।এই দেশের হোমিওপ্যাথির উন্নয়নের জন্য গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় স্থাপনের স্বপ্ন দেখেন। তিনি বিগত অনেক বছর ধরেই হোমিওপ্যাথির উন্নয়নের আন্দোলন সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করেছেন। তিনি একজন সহজ,সরল অমায়িক মানুষ। বাংলাদেশে তিনিই একমাত্র ব্যাক্তি যিনি দেশের অবহেলিত,চিকিত্সা বঞ্চিত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছানোর লক্ষ্যে সম্পূর্ণ নিজ উদ্বেগে এবং নিজস্ব অর্থায়নে ৬৪ জেলার মধ্যেই মানবাধিকার হোমিও দাতব্য চিকিৎসালয় স্থাপনের স্বপ্ন দেখেন।এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের ৪০ জেলায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মানবাধিকার হোমিও দাতব্য চিকিৎসালয় পরিচালনা করে থাকেন। হোমিওপ্যাথিক কমিউনিটির উন্নয়নে বাংলাদেশে হোমিওপ্যাথিক খাতের বৈষম্য ও দূর্নীতি দূরীকরণের লক্ষ্যে গড়ে ওঠা সংগঠন "বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ" এর কেন্দ্রীয় সমন্বয়ক সার্বিক( মহাসচিব)। আমরা "বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ" উনাকে ডিএইচএমএসদের প্রতিনিধি হিসেবে আসন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এ দেখতে চাই। আমরা মনে করি এমন একজন সৎ,যোগ্য এবং মানবিক ব্যাক্তি ডিএইচএমএসদের অভিবাবক মনোনীত হলে সমগ্র হোমিওপ্যাথিক কমিউনিটির উন্নয়নে সূদূরপ্রসারি ভূমিকা পালন করবেন।

ধন্যবাদান্তে
ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফান
কেন্দ্রীয় সমন্বয়ক(অর্থ, দপ্তর ও ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত)

15/10/2024

এইচ এস সি/আলিম এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। একই সাথে সকলের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করি।

আজকে আলোচনা করবো এডিনয়েড বৃদ্ধি নিয়ে।এডিনয়েড কি?Adenoid:এডিনয়েড বলতে লিম্ফেটিক টিস্যুর বৃদ্ধিকে বুঝায়।যেটি নাকের পিছনে ...
31/07/2024

আজকে আলোচনা করবো এডিনয়েড বৃদ্ধি নিয়ে।

এডিনয়েড কি?
Adenoid:এডিনয়েড বলতে লিম্ফেটিক টিস্যুর বৃদ্ধিকে বুঝায়।যেটি নাকের পিছনে এবং গলার সংযোগস্থলে অবস্থিত।এটি শরীরের ইমিউম সিস্টেমের একটি অংশ এবং এটি শিশুদের সংক্রমণের বিরোদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

এডিনয়েড ছোট বাচ্ছা এবং শিশুদের জন্য ইনফেকশন ফাইটার হিসেবে কাজ করে কিন্তু শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে এটির গুরুত্ব কমে যায় তখন শরীরের অন্যান্য অংশ দ্বারা জীবানুর বিরুদ্ধে লড়াই করে।এডিনয়েড সাধারণত পাঁচ বছর বয়সের পরে সংকুচিত হয় এবং কিশোর বয়সে প্রায় অদৃশ্য হয়ে যায়।

 শরীরে এডিনয়েডের ভূমিকা কি?

যেসব ভাইরাস এবং ব্যাক্টেরিয়া নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে এডিনয়েড তাদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।এডিনয়েড সাধারণত ৫-৭ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় তারপরে সংকুচিত হয়।কিশোর বয়সে অদৃশ্য হয়ে যায়।এডিনয়েড শুধুমাত্র শিশুদের কিশোর বয়সে পৌছা পর্যন্ত প্রয়োজন হয়।এই সময়ে অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রমন ও রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট পরিপক্ষ হয়।

 কেন এডিনয়েড বড় হয়?
বারবার আপার রেসপাইরেটরী ট্র্যাকের সংক্রমণ এবং নাকের এলার্জির কারণে এডিনয়েড বড় হতে পারে।নাকের মধ্য দিয়ে জীবানু শরীরের স্তরে প্রবেশ করলে এডিনয়েড তাদের দ্রুত আটকায় এবং তাদের বিরোদ্ধে লড়াই করে পরাজিত করে।এই প্রক্রিয়ায় এডিনয়েড সাময়িকভাবে ফোলে যায়।সময়ের সাথে সাথে,এই ফোলা কমে যায় এবং এডিনয়েড পূনঃরায় সঠিক আকারে ফিরে আসে।যদি সংক্রমণের পুনরাবৃত্তি ঘটে, এডিনয়েড একটানা ফোলে থাকার কারণে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনা।তাই স্থায়ীভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়।

 এডিনয়েডের কারণঃ
এডিনোডাইটিস ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে হতে পারে,যেমন-স্ট্রেপ্টোকক্কাস ব্যাক্টেরিয়া।এবং এটি অসংখ্য ভাইরাসের সংক্রমণের কারণে ও ঘটতে পারে।

 এডিনয়েড বৃদ্ধির লক্ষণ সমূহঃ
• অবরোদ্ধ নাক। • কানের সমস্যা। • ঘুমের সমস্যা।
• নাক ডাকা। • গলা ব্যাথা। • গলায় গ্লান্ডের ব্যাথা।
• নাক দিয়ে শ্বাস নিতে সমস্যা। • কান আঠালো আথবা অটাইটিস মিডিয়ার ইফিউশন,মধ্যকর্ণে তরল তৈরী হয় যার কারণে কানে সমস্যা হয়। • ফাটা ঠোঁট এবং শুকনো মুখ।
• খাবার গিলতে সমস্যা। • নিদ্রাহীনতা।

 এডিনয়েড নির্ণয়ের জন্য পরিক্ষাঃ
এন্ডোস্কপিঃ নাক বা গলা দিয়ে একটি ছোট নমনীয় আলোকিত ক্যামেরা সহ টিউব ঢুকানো হয়।এন্ডোস্কপির সময় একজন ডাক্তার ভিডিও স্কিনে নাসারন্ধ্র এবং এডিনয়েড দেখতে পান।
কম্পিউটেড টমোগ্রাপি(সিটি স্ক্যান)-একটি সিটি স্ক্যানার একাধিক এক্স-রে নেয় এবং কম্পিউটার সাইনাস,নাসাল ক্যাভিটি,এডিনয়েডের বিশদ চিত্র তৈরী করে।
ম্যাগনেটিক রেজুন্যান্স ইমেজিং(এম আর আই)-একটি এম আর আই স্ক্যানার উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক ব্যাবহার করে কম্পিউটারে নাসারন্ধ্র,সাইনাস,এবং এডিনয়েড এর বিস্তারিত চিত্র তৈরী করে।

আমার প্রিয় শিক্ষক যার তত্ত্বাবধানে পিডিটি(হোমিওপ্যাথিক মেডিসিন) এ-র উপর উচ্চতর এক বছর মেয়াদী প্রশিক্ষণ গ্রহন করেছি। হোমি...
15/12/2023

আমার প্রিয় শিক্ষক যার তত্ত্বাবধানে পিডিটি(হোমিওপ্যাথিক মেডিসিন) এ-র উপর উচ্চতর এক বছর মেয়াদী প্রশিক্ষণ গ্রহন করেছি। হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ এস আলী (এমবিবিএস,ডিএইচএমএস ও বিএইচএমএস)স্যার বার্ধক্য জনিত কারনে অদ্য সকাল ৯.৩০ মিনিটে যশোর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন-ইন্না-লিল্লাহ হে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। Dr.irfan's homoeopathy র পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
মহান আল্লাহ স্যারকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করুন।,আমিন।

ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফান
ডি এইচ এম এস ঢাকা
পিডিটি (হোমিওপ্যাথিক মেডিসিন) প্রথম স্থান
বি এইচ এম এস (ঢা:বি)অধ্যায়নরত
রেজিস্ট্রেশন নাম্বার-32732

20/09/2023

ডেঙ্গুর ঘরোয়া ট্রিটমেন্ট

সকল ডাক্তার একপ্লাটফর্মে এসে হাতে কলমে শিখবো ও শেখাবো এটাই আমাদের উদ্দেশ্য ………✅ আপনি ডাক্তারদের ফোরামে থেকে হাতে কলমে শি...
05/09/2023

সকল ডাক্তার একপ্লাটফর্মে এসে হাতে কলমে শিখবো ও শেখাবো এটাই আমাদের উদ্দেশ্য ………
✅ আপনি ডাক্তারদের ফোরামে থেকে হাতে কলমে শিখতে ও জটিল রোগীর সাপোর্ট নিতে চান? তাহলে লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুনঃ https://hdhealth.org/dr-reg/
✅ সুবিধা সমুহঃ
১. এমন একটি ব্যানার আপনার চেম্বারে লাগানো থাকলে এলাকায় প্রচার হবে এ ডাক্তার একা নয়। প্রয়োজনে তিনি মেডিকেল বোর্ড গঠন করে রোগীকে উন্নত চিকিৎসা দিতে পারেন। আপনার রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে।
২. অন্য ডাক্তাররাও আপনাকে সাথে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করতে পারবে।
৩. আপনার ব্যর্থ রোগীদের সাপোর্ট দেওয়ার জন্য নিজের ইচ্ছামতো ডাক্তারকে সঙ্গে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করতে পারবেন। এর ফলে হাতে কলমে শিক্ষা ও সফলতা দুটাই হবে।
৪. নবীন ডাক্তারগন হাতে কলমে শিক্ষা গ্রহণ করার জন্য এ প্রোগ্রামে যুক্ত হওয়া অবশ্যই প্রয়োজন।

14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক উজ্জ্বল নক্ষত্রের পতন

Address

Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Dr.irfan's homoeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.irfan's homoeopathy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram