24/11/2024
🍀 এমন কতগুলো রোগ আছে যেগুলো সার্জিক্যাল ক্যাটাগরির অন্তর্ভুক্ত। কিন্ত তা হোমিওপ্যাথিক মেডিসিন সেবনের মাধ্যমেই বিনা অপারেশনে ভাল হওয়ার সমূহ সম্ভবনা রয়েছে। মূলত এই সকল রোগ সমূহ নিয়েই আলোচনা করবো।
🍀 ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব
🍀 আজকের আলোচনার বিষয় হলো (hemorrhage)
----‐---------------------------------------------------------------------- হ্যমোরেজ 🩸🍀
----------------------
🍀 প্রথমে জানবো (hemorrhage)হ্যমোরেজ কি?
রক্তক্ষরণের মেডিকেল টার্ম হলো হ্যমোরেজ। প্রায়ই অতিরিক্ত রক্তক্ষরণকেই হ্যমোরেজ বলে। মূলত ক্ষতিগ্রস্ত রক্তনালী থেকে রক্তপাত হওয়াকেই হ্যমোরেজ বলা হয়ে থাকে।
বিভিন্ন কারণে শরীরের ভিতরে এবং বাহিরে রক্তপাত হতে পারে। রক্তক্ষরণের ধরণ ছোট বড় হতে পারে।
যেমন-ক্ষত থেকে রক্তপাত হওয়া থেকে শুরু করে মস্তিষ্কে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে।
♦️ কখন চিকিৎসকের পরামর্শ নিবেন?
আপনি যদি বাহ্যিক রক্তপাত বন্ধ করতে না পারেন অথবা অভ্যন্তরীণ রক্তপাতের সন্দেহ করেন তবে অবিলম্বে চিকিৎসকের সরনাপন্ন হওয়া উচিত।
🍀 type of hemorrhage (হেমোরেজ এর ধরণ)
-----------------------------------‐---‐-----------‐---------------
🩸Depending of the duration of hemorrhage:
১. একিউট হেমোরেজ (acute hemorrhage): হঠাৎ ঘটে। যেমন- পোর্টাল হাইপার টেনশনের কারণে esophageal variceal bleeding.
২.ক্রোনিক হ্যমোরেজ (chronic hemorrhage): একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে।যেমন- hemorrhoids/piles অথবা chronic duodenal ulcers,tubercluous ulcer of the ileum,diverticular disease.
🔺️ Depending on the nature of bleeding:
1. External hemorrhage: revealed hemorrhage ex epis taxis, Haematuria
2. Internal hemorrhage: conceled hemorrhage, ex spelinic rupture
Ruptured ectopic gestation
Liver laceration
🩸 cause of hemorrhage( রক্তক্ষরণের কারণ):
-----------‐------------------------------------------------------
১.মাল্টিপল ট্রমা
২.লাংস,লিভার,স্পিলিন অথবা প্রোস্টেট গ্লান্ড ইনজুরী
৩.সার্জিক্যাল অথবা অবস্ট্রাক্টিভ ইমার্জেন্সি
৪.এনিউরিজম
৫.হাইপার টেনশন
৬.স্পিকটিসিমিয়া
৭.ওয়াইড স্প্রেড কার্সিনোমা
৮.ব্লিডিং ডিসঅর্ডার
🩸 Symptoms of hemorrhage( লক্ষণ)
--------------------‐----------‐----------‐---‐---------
১.হঠাৎ,মারাত্মক মাথাব্যাথা
২.অত্যাদিক দুর্বলতা,হাত পায়ের অসাড়তা( সব সময়ই এক পাশে হয়ে থাকে)
৩.বমি বমি ভাব অথবা বমি হওয়া
৪.দৃষ্টি শক্তির পরিবর্তন
৫.কথা বলতে বা বোঝতে অসুবিধা হওয়া
৬.খিচুনী ইত্যাদি।
♦️হ্যমোরেজ এর হোমিওপ্যাথিক চিকিৎসা:
হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, হ্যমোরেজ এর চিকিৎসায় অনেক হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ ভিত্তিক ব্যাবহৃত হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল, কার্বোভেজ,একোনাইট,ফেরাম,ল্যাকেসিস,আর্নিকা,
চায়না, ফসফরাস,সিকেলকর, হ্যামামেলিস,সেবাইনা ইত্যাদি ।
🍀হোমিওপ্যাথিক চিকিৎসা নিন,সুস্থ থাকুন🍀
চিকিৎসার জন্য যোগাযোগ করুন
01741-559062
ওয়াটসএপ-01912-354144
ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফান
ডিএইচএমএস(ঢাকা)
পিডিটি(হোম) প্রথম স্থান
বিএইচএমএস (ঢা:বি) অন কোর্স
চিকিৎসক রেজিস্ট্রেশন নাম্বার-৩২৭৩২