Ovulation

Ovulation ওভুলেশন কি?

এই ৫টি পুরুষের বন্ধ্যাত্ব দূর করার উপায় বদলে দেবে জীবন !পুরুষের বন্ধ্যাত্ব দূর করার প্রাকৃতিক উপায় ? ছেলেদের কোন কোন স...
14/07/2025

এই ৫টি পুরুষের বন্ধ্যাত্ব দূর করার উপায় বদলে দেবে জীবন !

পুরুষের বন্ধ্যাত্ব দূর করার প্রাকৃতিক উপায় ? ছেলেদের কোন কোন সমস্যা থাকলে বাচ্চা হয় না ?

পুরুষের বন্ধ্যাত্ব দূর করার উপায়: চিকিৎসা, ঘরোয়া সমাধান ও জীবনযাত্রার টিপস
পুরুষ বন্ধ্যাত্বের সমস্যা বিশ্বব্যাপী ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪০% বন্ধ্যাত্বের জন্য দায়ী পুরুষের শুক্রাণুর স্বল্পতা বা গুণগত সমস্যা। তবে সঠিক চিকিৎসা, জীবনযাত্রার পরিবর্তন ও প্রাকৃতিক উপায়ে এই সমস্যা দূর করা সম্ভব। নিম্নে পুরুষ বন্ধ্যাত্ব থেকে মুক্তি লাভের করার কার্যকর উপায়গুলো বিশদভাবে আলোচনা করা হলো:

বন্ধ্যাত্বের কারণ শনাক্ত করাই এর সমাধানের প্রথম ধাপ। প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে:

ভ্যারিকোসিল : অণ্ডকোষের শিরা ফুলে যাওয়া

হরমোনাল ব্যালেন্স কম বা বেশি হওয়া : যখন টেস্টোস্টেরন , এফএসএইচ এবং এলএইচ হরমোন কমে যায় ।

জেনেটিক সমস্যা : ক্লাইনফেল্টার সিনড্রোম, Y ক্রোমোজোম ডিলিশন।

জীবনযাত্রাজনিত কারণ: ধূমপান, স্থূলতা, স্ট্রেস, তাপ এক্সপোজার।

সংক্রমণ :এপিডিডাইমাইটিস, প্রস্টেটাইটিস।

পুরুষের বন্ধ্যাত্ব দূর করার চিকিৎসা পদ্ধতি ?

১. মেডিকেল ট্রিটমেন্ট:

হরমোন থেরাপি: টেস্টোস্টেরন ইনজেকশন বা ক্লোমিফেন সাইট্রেট ট্যাবলেট।

অ্যান্টিবায়োটিক: যৌনাঙ্গের সংক্রমণ দূর করতে।

সার্জারি: ভ্যারিকোসিল অপসারণ, শুক্রাণু নালীর ব্লকেজ ঠিক করা।
https://infertilityorg.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/

#পুরুষেরবন্ধ্যাত্বদূরকরারপ্রাকৃতিকউপায় #পুরুষেরবন্ধ্যাত্বএরপ্রধানকারণ ?

14/07/2025

বিস্ময়কর তথ্য: পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক?

14/07/2025

বিস্ময়কর তথ্য: পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক?

পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক ? শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার কারণ কী ?

স্বাভাবিকভাবে একজন পুরুষের প্রতি মিলিলিটার বীর্যে ১৫ মিলিয়নের বা ১.৫ কোটি বেশি শুক্রাণু থাকা উচিত। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান, এবং এই মাত্রার নিচে শুক্রাণুর সংখ্যা থাকলে তাকে “অলিগোস্পার্মিয়া” (oligospermia) বা শুক্রাণু কম বলে ধরা হয় ।

একবার বীর্যস্খলনে সাধারণত ২-৫ মিলিলিটার বীর্য নির্গত হয়, অর্থাৎ গড়ে ৩০ মিলিয়ন থেকে ৭৫ মিলিয়ন বা তারও বেশি শুক্রাণু থাকতে পারে। তবে শুধু সংখ্যা নয়, শুক্রাণুর গতিশীলতা (কমপক্ষে ৪০% চলৎশক্তিসম্পন্ন) এবং আকার-আকৃতিও (কমপক্ষে ১২% স্বাভাবিক) প্রজননের জন্য গুরুত্বপূর্ণ।

পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক ? সংক্ষেপে জেনে নিন ?

সংক্ষেপে:

শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা এবং গঠন-তিনটি মানদণ্ডই উর্বরতা নির্ধারণে গুরুত্বপূর্ণ।

প্রতি মিলিলিটার বীর্যে ১৫ মিলিয়নের বেশি শুক্রাণু স্বাভাবিক।

পুরো বীর্য নমুনায় গড়ে ৩০-৭৫ মিলিয়ন বা তারও বেশি শুক্রাণু থাকতে পারে।

পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা কীভাবে পরিমাপ করা হয় ?

পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা পরিমাপ করার জন্য মূলত বীর্য বিশ্লেষণ পরীক্ষা (Semen Analysis Test) করা হয়। এই পরীক্ষার মাধ্যমে বীর্যের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করা হয়। নিচে ধাপে ধাপে এই প্রক্রিয়ার বিবরণ দেওয়া হলো:

১. নমুনা সংগ্রহ

সাধারণত হস্তমৈথুনের মাধ্যমে একটি জীবাণুমুক্ত পাত্রে বীর্য সংগ্রহ করা হয়।

কখনও কখনও বিশেষ কনডম ব্যবহার করে মিলনের সময়ও নমুনা সংগ্রহ করা যেতে পারে

২. পরীক্ষাগারে বিশ্লেষণ

সংগ্রহ করা বীর্য মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয়।

মূলত নিম্নোক্ত পরামিতিগুলো দেখা হয়:

শুক্রাণুর সংখ্যা (S***m Count/Concentration)
শুক্রাণুর সংখ্যা বলতে প্রতি মিলিলিটার বীর্যে কতটি শুক্রাণু আছে, তা বোঝানো হয়। এটি পুরুষের উর্বরতা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সূচক।

সাধারণত, প্রতি মিলিলিটার বীর্যে ১৫ থেকে ২০০ মিলিয়ন শুক্রাণু থাকা স্বাভাবিক বলে ধরা হয়।

যদি শুক্রাণুর সংখ্যা প্রতি মিলিলিটারে ১৫ মিলিয়নের কম হয়, তাহলে সেটিকে কম শুক্রাণু (oligospermia) হিসেবে বিবেচনা করা হয়।

শুক্রাণুর সংখ্যা একেবারেই না থাকলে তাকে azoospermia বলা হয়।

টেবিল: শুক্রাণুর স্বাভাবিক মাত্রা:

আরও জানুনঃ https://infertilityorg.com/পুরুষের-বীর্যে-কতটি-শুক্/

#শুক্রাণু_সংখ্যা #পুরুষেরবীর্যেস্বাভাবিকশুক্রাণুরসংখ্যাকত? #পুরুষের_সমস্যা #শুক্রাণু_বাড়ানোর_উপায়

পুরুষের বীর্যে স্বাভাবিক শুক্রাণুর সংখ্যা কত? ও কীভাবে বাড়াবেন ৭ দিনে!"
05/07/2025

পুরুষের বীর্যে স্বাভাবিক শুক্রাণুর সংখ্যা কত? ও কীভাবে বাড়াবেন ৭ দিনে!"

#শুক্রাণু_সংখ্যা #পুরুষেরবীর্যেস্বাভাবিকশুক্রাণুরসংখ্যাকত? #পুরুষের_সমস্যা #শুক্রাণু_বাড়ানোর_উপায়পুরুষের বীর.....

পুরুষের বীর্যে স্বাভাবিক শুক্রাণুর সংখ্যা কত? ও কীভাবে বাড়াবেন ৭ দিনে!"https://youtu.be/MFXcdgbmqNU?si=HEpeG6lLAOXfaMPb ...
05/07/2025

পুরুষের বীর্যে স্বাভাবিক শুক্রাণুর সংখ্যা কত? ও কীভাবে বাড়াবেন ৭ দিনে!"

https://youtu.be/MFXcdgbmqNU?si=HEpeG6lLAOXfaMPb

#শুক্রাণু_সংখ্যা #পুরুষেরবীর্যেস্বাভাবিকশুক্রাণুরসংখ্যাকত? #পুরুষের_সমস্যা #শুক্রাণু_বাড়ানোর_উপায়

#শুক্রাণু_সংখ্যা #পুরুষেরবীর্যেস্বাভাবিকশুক্রাণুরসংখ্যাকত? #পুরুষের_সমস্যা #শুক্রাণু_বাড়ানোর_উপায়পুরুষের বীর.....

বিস্ময়কর তথ্য: পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক?
04/07/2025

বিস্ময়কর তথ্য: পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক?

পুরুষ বন্ধ্যাত্ব কি ? বীর্যে শুক্রাণু কমে যাওয়ার লক্ষণ কী কী ?

#পুরুষ বন্ধ্যাত্ব কি ? পুরুষ বন্ধ্যাত্বের কারণ কি কি ? শুক্রাণু কমে যাওয়ার ১০টি প্রধান লক্ষণ কি কি ?পুরুষ বন্ধ্যাত্বের কারণগুলো কীভাবে প্রতিরোধ করা যায় ?

#পুরুষ বন্ধ্যাত্ব বলতে বোঝায়, একজন পুরুষের নিয়মিত ও অরক্ষিত যৌন সম্পর্কের পরেও এক বছর ধরে স্ত্রী গর্ভধারণে অক্ষম থাকাকে। এই সমস্যার মূল কারণ হলো বীর্যে শুক্রাণুর সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া, শুক্রাণুর গুণগত মানে সমস্যা, অথবা শুক্রাণুর চলাচলে বাধা সৃষ্টি হওয়া। আধুনিক জীবনযাত্রা, পরিবেশগত দূষণ, হরমোনের ভারসাম্যহীনতা, বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও কিছু অভ্যাস (যেমন ধূমপান, অ্যালকোহল সেবন) পুরুষ বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়। সাধারণত, শুক্রাণুর সংখ্যা কমে গেলে বিশেষ কোনো উপসর্গ দেখা যায় না, তবে দীর্ঘদিন চেষ্টার পরও সন্তান না হলে এবং কখনও কখনও যৌন ইচ্ছা কমে যাওয়া, অণ্ডকোষে ব্যথা বা ফোলা, অথবা বীর্যের পরিমাণ কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

#পুরুষ বন্ধ্যাত্বের কারণ কি কি ?

#পুরুষ বন্ধ্যাত্বের কারণ :

#বাংলাদেশে প্রতি ১০টি দম্পতির মধ্যে ৩টি বন্ধ্যাত্বের সমস্যায় ভোগে, যার ৪০% ক্ষেত্রে কারণ পুরুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১ মিলিলিটার বীর্যে ১৫ মিলিয়নের কম শুক্রাণু থাকলে তা "অলিগোস্পার্মিয়া" হিসেবে ধরা হয়।
শুক্রাণু কমে যাওয়ার ১০টি প্রধান লক্ষণ কি কি ?

#পুরুষ বন্ধ্যাত্বের কারণগুলি নিম্নরূপ:

#ইনফেকশন: প্রজননতন্ত্রের সংক্রমণ (যেমন এপিডিডিমাইটিস, অর্কিটিস, ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, প্রস্টেট প্রদাহ বা এইচআইভি) শুক্রাণুর সংখ্যা হ্রাস করে থাকে।

#ভ্যারিকোসিল: অণ্ডকোষের শিরা বড় হওয়া পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম প্রধান কারণ, যা শুক্রাণুর গুণমান ও উৎপাদন ক্ষমতা কমায়।

#শারীরিক ত্রুটি: জন্মগত সমস্যা যেমন অণ্ডকোষ না নামা (ক্রিপ্টোরকিডিজম) প্রজনন ক্ষমতাকে ব্যাহত করে।

#ক্লাইনফেল্টার সিনড্রোম: অতিরিক্ত এক্স ক্রোমোজোমযুক্ত এই জিনগত ব্যাধি টেস্টোস্টেরন উৎপাদন কমিয়ে শুক্রাণু তৈরিতে বাধা সৃষ্টি করে3।

#অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা: অণ্ডকোষ বা সংশ্লিষ্ট অঞ্চলের অপারেশন (যেমন হার্নিয়া মেরামত) পরবর্তীতে প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।

#প্রজনন নালীর সমস্যা: শুক্রাণু পরিবহনকারী নালীর ব্লকেজ বা জন্মগত অনুপস্থিতি শুক্রাণু প্রবাহে বাধা দেয়। ফলে পুরুষের পুরুষ বন্ধ্যাত্ব রোগ হয়।

#অ্যান্টিবডি: শুক্রাণু-বিরোধী অ্যান্টিবডি (এন্টি-স্পার্ম অ্যান্টিবডি) শুক্রাণুর কার্যকারিতা নষ্ট করে, যা ১০-৩০% পুরুষ বন্ধ্যাত্বের জন্য দায়ী।

#হরমোনের ভারসাম্যহীনতা: পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড বা টেস্টোস্টেরনের অস্বাভাবিক মাত্রা শুক্রাণু উৎপাদন কমিয়ে দেয়।

#ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: টেস্টোস্টেরন থেরাপি, কেমোথেরাপি, অ্যানাবলিক স্টেরয়েড বা নির্দিষ্ট ব্যথানাশক শুক্রাণু উৎপাদনে বিঘ্ন ঘটায়।

#পরিবেশগত কারণ: ভারী ধাতু (সীসা), রাসায়নিক (বেঞ্জিন, কীটনাশক), রেডিয়েশন বা অণ্ডকোষের তাপমাত্রা বৃদ্ধি (ল্যাপটপ ব্যবহার/আঁটোসাঁটো পোশাক) শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়।

#জীবনযাপন পদ্ধতি: ধূমপান, মদ্যপান, মাদক, মানসিক চাপ বা স্থূলতা হরমোনের ব্যালেন্স নষ্ট করে।

#বয়স: ৪০ বছর পর পুরুষের প্রজনন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়

#নীরব লক্ষণ: ৩০% ক্ষেত্রে কোনো শারীরিক কোন উপসর্গ থাকে না।

#যৌন অক্ষমতা: ইরেক্টাইল ডিসফাংশন বা দুর্বল লিবিডো থাকলে ।

#বীর্যের রং ও গন্ধের পরিবর্তন হলে।

#ভ্যারিকোসিল: অণ্ডকোষে ফোলা/ব্যথা (ভ্যারিকোসিলের লক্ষণ) থাকলে।

#চুল পড়া বা স্তন বৃদ্ধি (হরমোনাল ইমব্যালান্স) হলে।

3জীবনযাত্রা: যারা ধূমপান ,মদ্যপান এবং তামাক জাতীয় যে কোন নেশা করলে শুক্রাণু সংখ্যা কমে আসে এবং পাশাপাশি মানসিক দুশ্চিন্তা, টেনশন এবং অতিরিক্ত ওজনের হলে হরমোনের ব্যালেন্স নষ্ট হয় এবং শুক্রাণু সংখ্যা কমে যায়।

https://infertilityorg.com/what-are-4-causes-of-male-infertility/

#পুরুষবন্ধ্যাত্বকি ? #বীর্যেশুক্রাণুকমেযাওয়ারলক্ষণকীকী ?

বিস্ময়কর তথ্য: পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক? #পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক ? শুক্রাণুর সংখ...
04/07/2025

বিস্ময়কর তথ্য: পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক?

#পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক ? শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার কারণ কী ?

#স্বাভাবিকভাবে একজন পুরুষের প্রতি মিলিলিটার বীর্যে ১৫ মিলিয়নের বা ১.৫ কোটি বেশি শুক্রাণু থাকা উচিত। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান, এবং এই মাত্রার নিচে শুক্রাণুর সংখ্যা থাকলে তাকে “অলিগোস্পার্মিয়া” (oligospermia) বা শুক্রাণু কম বলে ধরা হয় ।

#একবার বীর্যস্খলনে সাধারণত ২-৫ মিলিলিটার বীর্য নির্গত হয়, অর্থাৎ গড়ে ৩০ মিলিয়ন থেকে ৭৫ মিলিয়ন বা তারও বেশি শুক্রাণু থাকতে পারে। তবে শুধু সংখ্যা নয়, শুক্রাণুর গতিশীলতা (কমপক্ষে ৪০% চলৎশক্তিসম্পন্ন) এবং আকার-আকৃতিও (কমপক্ষে ১২% স্বাভাবিক) প্রজননের জন্য গুরুত্বপূর্ণ।

#পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক ? সংক্ষেপে জেনে নিন ?

সংক্ষেপে:

#শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা এবং গঠন-তিনটি মানদণ্ডই উর্বরতা নির্ধারণে গুরুত্বপূর্ণ।

#প্রতি মিলিলিটার বীর্যে ১৫ মিলিয়নের বেশি শুক্রাণু স্বাভাবিক।

#পুরো বীর্য নমুনায় গড়ে ৩০-৭৫ মিলিয়ন বা তারও বেশি শুক্রাণু থাকতে পারে।

#পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা কীভাবে পরিমাপ করা হয় ?

#পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা পরিমাপ করার জন্য মূলত বীর্য বিশ্লেষণ পরীক্ষা (Semen Analysis Test) করা হয়। এই পরীক্ষার মাধ্যমে বীর্যের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করা হয়। নিচে ধাপে ধাপে এই প্রক্রিয়ার বিবরণ দেওয়া হলো:

১. নমুনা সংগ্রহ

#সাধারণত হস্তমৈথুনের মাধ্যমে একটি জীবাণুমুক্ত পাত্রে বীর্য সংগ্রহ করা হয়।

#কখনও কখনও বিশেষ কনডম ব্যবহার করে মিলনের সময়ও নমুনা সংগ্রহ করা যেতে পারে

২. পরীক্ষাগারে বিশ্লেষণ

#সংগ্রহ করা বীর্য মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয়।

#মূলত নিম্নোক্ত পরামিতিগুলো দেখা হয়:

#শুক্রাণুর সংখ্যা (S***m Count/Concentration)
শুক্রাণুর সংখ্যা বলতে প্রতি মিলিলিটার বীর্যে কতটি শুক্রাণু আছে, তা বোঝানো হয়। এটি পুরুষের উর্বরতা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সূচক।

#সাধারণত, প্রতি মিলিলিটার বীর্যে ১৫ থেকে ২০০ মিলিয়ন শুক্রাণু থাকা স্বাভাবিক বলে ধরা হয়।

#যদি শুক্রাণুর সংখ্যা প্রতি মিলিলিটারে ১৫ মিলিয়নের কম হয়, তাহলে সেটিকে কম শুক্রাণু (oligospermia) হিসেবে বিবেচনা করা হয়।

#শুক্রাণুর সংখ্যা একেবারেই না থাকলে তাকে azoospermia বলা হয়।

টেবিল: শুক্রাণুর স্বাভাবিক মাত্রা:

৩. ফলাফল বিশ্লেষণ ও মূল্যায়ন

#পরীক্ষার রিপোর্টে উল্লেখ থাকে প্রতি মিলিলিটার বীর্যে মোট শুক্রাণুর সংখ্যা, মোট শুক্রাণুর সংখ্যা, চলমান শুক্রাণুর শতাংশ, স্বাভাবিক আকৃতির শুক্রাণুর হার ইত্যাদি.

#এই রিপোর্ট দেখে চিকিৎসক পুরুষের উর্বরতা ও স্বাস্থ্য সম্পর্কে ধারণা পান এবং প্রয়োজনে চিকিৎসা পরামর্শ দেন।

#উল্লেখযোগ্য বিষয়

#কখনও হোম স্পার্ম টেস্ট কিটও ব্যবহার করা যায়, তবে ল্যাবরেটরি বিশ্লেষণই সবচেয়ে নির্ভরযোগ্য ও বিস্তারিত ফলাফল দেয়।

সংক্ষেপে:
#পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা নির্ণয়ের জন্য বীর্য বিশ্লেষণ পরীক্ষা করা হয়, যেখানে নমুনা সংগ্রহের পর ল্যাবে মাইক্রোস্কোপের মাধ্যমে শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা, গঠনসহ নানা দিক বিশ্লেষণ করা হয়, এবং তার ভিত্তিতে উর্বরতা নির্ধারণ করা হয়।

#বীর্যে শুক্রাণুর সংখ্যা কতটা পরিবর্তিত হতে পারে ?

#পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা স্বাভাবিকভাবেই ব্যক্তি, স্বাস্থ্য, পরিবেশ ও জীবনযাপনের উপর নির্ভর করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। সাধারণত পুরুষের বীর্যে কতটি শুক্রাণু থাকা স্বাভাবিক প্রতি মিলিলিটার বীর্যে ১৫ মিলিয়ন (১.৫ কোটি) থেকে ২০০ মিলিয়ন বা তারও বেশি শুক্রাণু থাকতে পারে। আদর্শভাবে, প্রতি বীর্যপাতের জন্য মোট শুক্রাণুর সংখ্যা ৩৯ মিলিয়নের বেশি হওয়া উচিত।

#শুক্রাণুর সংখ্যা পরিবর্তনের কারণ কি ?

#বয়স: বয়স বাড়ার সাথে সাথে শুক্রাণুর সংখ্যা ও গুণমান কমে যেতে পারে।

#স্বাস্থ্য ও জীবনযাপন: মানসিক চাপ, ধূমপান, অ্যালকোহল, স্থূলতা, অনিয়মিত খাদ্যাভ্যাস, ঘুমের অভাব, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি শুক্রাণুর সংখ্যা কমাতে পারে।

#পরিবেশগত কারণ: দূষণ, রাসায়নিক পদার্থের সংস্পর্শ, অতিরিক্ত তাপ ইত্যাদি শুক্রাণুর মান ও সংখ্যা কমিয়ে দেয়।

#মেডিকেল সমস্যা: হরমোনের ভারসাম্যহীনতা, অণ্ডকোষের রোগ, জেনেটিক সমস্যা, সংক্রমণ, প্রজনননালীর ব্লকেজ ইত্যাদিতে শুক্রাণুর সংখ্যা কমতে পারে।

#পরিসীমা ও পরিবর্তন

#স্বাভাবিক পরিসীমা: প্রতি মিলিলিটার বীর্যে ১৫-২০০ মিলিয়ন শুক্রাণু (অনেক ক্ষেত্রে ৩০-৩০০ মিলিয়নও হতে পারে)।

#নিম্ন স্পার্ম কাউন্ট (Oligospermia): প্রতি মিলিলিটার বীর্যে ১৫ মিলিয়নের কম শুক্রাণু থাকলে।

#শূন্য স্পার্ম কাউন্ট (Azoospermia): বীর্যে কোনো শুক্রাণু না থাকলে।

#গবেষণা অনুযায়ী: ১৯৭৩ থেকে ২০১৮ সালের মধ্যে গড়ে শুক্রাণুর সংখ্যা মিলিলিটারপ্রতি ১০৪ মিলিয়ন থেকে ৪৯ মিলিয়নে নেমে এসেছে, অর্থাৎ সময়ের সাথে উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে।

#একজন সুস্থ পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা ব্যক্তি ও পরিস্থিতি অনুযায়ী ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে, এবং এটি ১৫ মিলিয়ন থেকে ২০০ মিলিয়ন বা তারও বেশি হতে পারে। জীবনযাপন, স্বাস্থ্য, পরিবেশ ও নানা শারীরিক কারণে এই সংখ্যা ওঠানামা করে

https://infertilityorg.com/পুরুষের-বীর্যে-কতটি-শুক্/

পুরুষ বন্ধ্যাত্ব কি ? বীর্যে শুক্রাণু কমে যাওয়ার লক্ষণ কী কী ? #পুরুষ বন্ধ্যাত্ব কি ? পুরুষ বন্ধ্যাত্বের কারণ কি কি ? শ...
27/06/2025

পুরুষ বন্ধ্যাত্ব কি ? বীর্যে শুক্রাণু কমে যাওয়ার লক্ষণ কী কী ?

#পুরুষ বন্ধ্যাত্ব কি ? পুরুষ বন্ধ্যাত্বের কারণ কি কি ? শুক্রাণু কমে যাওয়ার ১০টি প্রধান লক্ষণ কি কি ?পুরুষ বন্ধ্যাত্বের কারণগুলো কীভাবে প্রতিরোধ করা যায় ?

#পুরুষ বন্ধ্যাত্ব বলতে বোঝায়, একজন পুরুষের নিয়মিত ও অরক্ষিত যৌন সম্পর্কের পরেও এক বছর ধরে স্ত্রী গর্ভধারণে অক্ষম থাকাকে। এই সমস্যার মূল কারণ হলো বীর্যে শুক্রাণুর সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া, শুক্রাণুর গুণগত মানে সমস্যা, অথবা শুক্রাণুর চলাচলে বাধা সৃষ্টি হওয়া। আধুনিক জীবনযাত্রা, পরিবেশগত দূষণ, হরমোনের ভারসাম্যহীনতা, বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও কিছু অভ্যাস (যেমন ধূমপান, অ্যালকোহল সেবন) পুরুষ বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়। সাধারণত, শুক্রাণুর সংখ্যা কমে গেলে বিশেষ কোনো উপসর্গ দেখা যায় না, তবে দীর্ঘদিন চেষ্টার পরও সন্তান না হলে এবং কখনও কখনও যৌন ইচ্ছা কমে যাওয়া, অণ্ডকোষে ব্যথা বা ফোলা, অথবা বীর্যের পরিমাণ কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

#পুরুষ বন্ধ্যাত্বের কারণ কি কি ?

#পুরুষ বন্ধ্যাত্বের কারণ :

#বাংলাদেশে প্রতি ১০টি দম্পতির মধ্যে ৩টি বন্ধ্যাত্বের সমস্যায় ভোগে, যার ৪০% ক্ষেত্রে কারণ পুরুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১ মিলিলিটার বীর্যে ১৫ মিলিয়নের কম শুক্রাণু থাকলে তা "অলিগোস্পার্মিয়া" হিসেবে ধরা হয়।
শুক্রাণু কমে যাওয়ার ১০টি প্রধান লক্ষণ কি কি ?

#পুরুষ বন্ধ্যাত্বের কারণগুলি নিম্নরূপ:

#ইনফেকশন: প্রজননতন্ত্রের সংক্রমণ (যেমন এপিডিডিমাইটিস, অর্কিটিস, ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, প্রস্টেট প্রদাহ বা এইচআইভি) শুক্রাণুর সংখ্যা হ্রাস করে থাকে।

#ভ্যারিকোসিল: অণ্ডকোষের শিরা বড় হওয়া পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম প্রধান কারণ, যা শুক্রাণুর গুণমান ও উৎপাদন ক্ষমতা কমায়।

#শারীরিক ত্রুটি: জন্মগত সমস্যা যেমন অণ্ডকোষ না নামা (ক্রিপ্টোরকিডিজম) প্রজনন ক্ষমতাকে ব্যাহত করে।

#ক্লাইনফেল্টার সিনড্রোম: অতিরিক্ত এক্স ক্রোমোজোমযুক্ত এই জিনগত ব্যাধি টেস্টোস্টেরন উৎপাদন কমিয়ে শুক্রাণু তৈরিতে বাধা সৃষ্টি করে3।

#অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা: অণ্ডকোষ বা সংশ্লিষ্ট অঞ্চলের অপারেশন (যেমন হার্নিয়া মেরামত) পরবর্তীতে প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।

#প্রজনন নালীর সমস্যা: শুক্রাণু পরিবহনকারী নালীর ব্লকেজ বা জন্মগত অনুপস্থিতি শুক্রাণু প্রবাহে বাধা দেয়। ফলে পুরুষের পুরুষ বন্ধ্যাত্ব রোগ হয়।

#অ্যান্টিবডি: শুক্রাণু-বিরোধী অ্যান্টিবডি (এন্টি-স্পার্ম অ্যান্টিবডি) শুক্রাণুর কার্যকারিতা নষ্ট করে, যা ১০-৩০% পুরুষ বন্ধ্যাত্বের জন্য দায়ী।

#হরমোনের ভারসাম্যহীনতা: পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড বা টেস্টোস্টেরনের অস্বাভাবিক মাত্রা শুক্রাণু উৎপাদন কমিয়ে দেয়।

#ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: টেস্টোস্টেরন থেরাপি, কেমোথেরাপি, অ্যানাবলিক স্টেরয়েড বা নির্দিষ্ট ব্যথানাশক শুক্রাণু উৎপাদনে বিঘ্ন ঘটায়।

#পরিবেশগত কারণ: ভারী ধাতু (সীসা), রাসায়নিক (বেঞ্জিন, কীটনাশক), রেডিয়েশন বা অণ্ডকোষের তাপমাত্রা বৃদ্ধি (ল্যাপটপ ব্যবহার/আঁটোসাঁটো পোশাক) শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়।

#জীবনযাপন পদ্ধতি: ধূমপান, মদ্যপান, মাদক, মানসিক চাপ বা স্থূলতা হরমোনের ব্যালেন্স নষ্ট করে।

#বয়স: ৪০ বছর পর পুরুষের প্রজনন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়

#নীরব লক্ষণ: ৩০% ক্ষেত্রে কোনো শারীরিক কোন উপসর্গ থাকে না।

#যৌন অক্ষমতা: ইরেক্টাইল ডিসফাংশন বা দুর্বল লিবিডো থাকলে ।

#বীর্যের রং ও গন্ধের পরিবর্তন হলে।

#ভ্যারিকোসিল: অণ্ডকোষে ফোলা/ব্যথা (ভ্যারিকোসিলের লক্ষণ) থাকলে।

#চুল পড়া বা স্তন বৃদ্ধি (হরমোনাল ইমব্যালান্স) হলে।

3জীবনযাত্রা: যারা ধূমপান ,মদ্যপান এবং তামাক জাতীয় যে কোন নেশা করলে শুক্রাণু সংখ্যা কমে আসে এবং পাশাপাশি মানসিক দুশ্চিন্তা, টেনশন এবং অতিরিক্ত ওজনের হলে হরমোনের ব্যালেন্স নষ্ট হয় এবং শুক্রাণু সংখ্যা কমে যায়।

https://infertilityorg.com/what-are-4-causes-of-male-infertility/

#পুরুষবন্ধ্যাত্বকি ? #বীর্যেশুক্রাণুকমেযাওয়ারলক্ষণকীকী ?

সরকারী নিয়ম অনুযায়ী ৯ম গ্রেডের পেনশন ও অনুতোষিক কত ?
27/05/2025

সরকারী নিয়ম অনুযায়ী ৯ম গ্রেডের পেনশন ও অনুতোষিক কত ?

#৯মগ্রেডেরপেনশন #পেনশনহিসাবকরারপদ্ধতি #পেনশনওগ্রাচুইটি হিসাব৯ম গ্রেডের পেনশন ও অনুতোষিক কত পাবেন, দেখে নিন এক ন....

সরকারী নিয়ম অনুযায়ী ৯ম গ্রেডের পেনশন ও অনুতোষিক কত ?https://youtube.com/shorts/oIFBK_XONeA?si=eDEDHN5-uLzMCuq0 #৯মগ্রে...
27/05/2025

সরকারী নিয়ম অনুযায়ী ৯ম গ্রেডের পেনশন ও অনুতোষিক কত ?

https://youtube.com/shorts/oIFBK_XONeA?si=eDEDHN5-uLzMCuq0
#৯মগ্রেডেরপেনশন #পেনশনহিসাবকরারপদ্ধতি #পেনশনওগ্রাচুইটি হিসাব

#৯মগ্রেডেরপেনশন #পেনশনহিসাবকরারপদ্ধতি #পেনশনওগ্রাচুইটি হিসাব৯ম গ্রেডের পেনশন ও অনুতোষিক কত পাবেন, দেখে নিন এক ন....

ল্যাম্পগ্রান্ট কি ? কত মাস সুবিধা পাওয়া যায় ল্যাম্পগ্রান্টের ? https://youtube.com/shorts/nwbzHSQK2j4?si=Q3xdcyHwgOhmiED...
24/05/2025

ল্যাম্পগ্রান্ট কি ? কত মাস সুবিধা পাওয়া যায় ল্যাম্পগ্রান্টের ?

https://youtube.com/shorts/nwbzHSQK2j4?si=Q3xdcyHwgOhmiEDI

#ল্যাম্পগ্রান্টকি ? #ছুটিনগদায়ন #ছুটিনগদায়নভাতাকি

#ল্যাম্পগ্রান্টকি ? #ছুটিনগদায়ন #ছুটিনগদায়নভাতাকিল্যাম্পগ্রান্ট কি ? কত মাস সুবিধা পাওয়া যায় ল্যাম্পগ্রান্টের ? .....

Address

Fulbaria

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801726006594

Alerts

Be the first to know and let us send you an email when Ovulation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ovulation:

Share