23/04/2025
মানবদেহের জন্য যেমন হিমোগ্লোবিন অপরিহার্য, ঠিক তেমনি উদ্ভিদের জন্য ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন বহন করে, আর ক্লোরোফিল সূর্যের আলো শোষণ করে খাদ্য তৈরি করে। বিস্ময়ের বিষয় হলো—এই দুই অতি গুরুত্বপূর্ণ অণুর গঠনে রয়েছে আশ্চর্যজনক মিল! হিমোগ্লোবিনে থাকে আয়রন, আর ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম, তবে বাকি গঠন প্রায় একরকম। নীচের ছবিটি দেখলেই এই মিলটা পরিষ্কার বোঝা যাবে।