Are You Fool

Are You Fool ARIF ibn KALAM ibn JALIL ibn KARIM.

21/01/2024

Study Tour-2024
Government Titumir College
Department of Zoology
Batch-26

Edit – Md. Ariful Islam, Md. Arif Hasan



10/12/2023

17k civilians died in this massacre!

Oh allah, please help .

25/11/2023

মহাকাশের ছোট একটি ধারনা ..

পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান Apollo 11. যেটি সেকেন্ডে চলে ১১ কিঃ মিঃ বেগে,মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে , ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃ মিঃ বেগে ৷
এবার মনে করি , যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাইতে Apollo 11 দিয়ে যেতে চায় , তাহলে তার সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর !!
সবচেয়ে কাছের তারকার কথা বলা হয়েছে।
Can you imagine, মহাকাশ কত বড়।

11/11/2023

উসমানীয় খেলাফতে সম্পদের সুষম বণ্টন ব্যবস্থা ছিল।

05/11/2023

"বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে?
যখন আমার সবচেয়ে বড় শত্রু নিজের নফস।"
–ইমাম ইবনে তাইমিয়্যাহ (রঃ)

12/10/2023

সেদিন আবার ঐ ভদ্রলোকের সাথে দেখা হলো।
কুশল বিনিময় করে সাম্প্রতিক কথাবার্তায় এলাম। তাকে জিজ্ঞেস করলাম,

আচ্ছা ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের কার পক্ষে থাকা উচিত?

নিরপেক্ষ।
কেন, নিরপেক্ষ কেন?

উমমম, আচ্ছা ইউক্রেনের উপর রাশিয়া আগ্রাসন চালিয়ে ছিল না?

হ্যাঁ, রাশিয়া চেয়েছিল ইউক্রেন দখল করতে।

ওকে। তুমি জানো যে আমাদের তিনপাশেই ভারত। আমরা স্বাধীন হলেও তারা যদি আমাদের উপর কর্তৃপক্ষের নির্দেশমতে আগ্রাসন চালায় তখন আমাদের কি হবে! কারন, ভারত কিন্তু ইসরায়েলকে সমর্থন করেছে।

তো! তারা তো এই ইস্যু ছাড়াও যখন তখন আগ্রাসন চালাতে পারে।

হুম, সেটা যেন না করা হয় সেইজন্যই তো আমরা উপঢৌকন পাঠাই। আমার বাবারও নিয়ম এটা, যার সাথে পারবোনা তাকে উপহার পাঠাবো তার মন ধরে রাখতে।

বঙ্গাব্দের বারো মাসের নামকরণ*********************বঙ্গাব্দের বারো মাসের নামকরণ করা হযেছে নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনে ব...
19/09/2023

বঙ্গাব্দের বারো মাসের নামকরণ
*********************
বঙ্গাব্দের বারো মাসের নামকরণ করা হযেছে নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি করে । যেমন :
• বৈশাখ - বিশাখা নক্ষত্রের নামানুসারে
• জ্যৈষ্ঠ - জ্যেষ্ঠা নক্ষত্রের নামানুসারে
• আষাঢ় - উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নামানুসারে
• শ্রাবণ - শ্রবণা নক্ষত্রের নামানুসারে
• ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নামানুসারে
• আশ্বিন - অশ্বিনী নক্ষত্রের নামানুসারে
• কার্তিক - কৃত্তিকা নক্ষত্রের নামানুসারে
• অগ্রহায়ণ (মার্গশীর্ষ) - মৃগশিরা নক্ষত্রের নামানুসারে
• পৌষ - পুষ্যা নক্ষত্রের নামানুসারে
• মাঘ - মঘা নক্ষত্রের নামানুসারে
• ফাল্গুন - উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নামানুসারে
• চৈত্র - চিত্রা নক্ষত্রের নামানুসারে

সম্রাট আকবর প্রবর্তিত তারিখ-ই-ইলাহী-র মাসের নামগুলো প্রচলিত ছিল পারসি ভাষায়। যথা : ফারওয়াদিন, আর্দি, ভিহিসু, খোরদাদ, তির, আমারদাদ, শাহরিযার, আবান, আযুর, দাই, বহম ও ইসক্নদার মিজ।

Food chain. ক্ষুধার জ্বালা কেউ সইতে পারে না।
22/08/2023

Food chain.

ক্ষুধার জ্বালা কেউ সইতে পারে না।

16/08/2023

বঙ্গবন্ধুর লাশ সিঁড়িতে পরে ছিলো সাড়ে তিন ঘন্টা , গোসল হয়েছিলো ৫৭০ সাবান দিয়ে, কাফন হয়েছিলো রিলিফের মার্কিন কাপড় দিয়ে।
মেজর সাহেব স্থানীয় মৌলভীকে ডেকে আনার সংবাদ দিলে আমি চলে আসি। মেজর জিজ্ঞাসা করলেন, আপনি কি এখানকার মৌলভী? উত্তরে বললাম, জ্বি হ্যা। এরপর তিনি আমাকে লাশের জানাজার নামাজ পড়ার নির্দেশ দেন।মেজর সাহেবকে জিজ্ঞাসা করলাম, কার জানাজার ব্যবস্থা করবো?
মেজর উত্তরে বললেন, শেখ মুজিবের ।
তখন আমি ইংরেজীতে বললাম- ডেড বডি অব শেখ মুজিব?
উত্তর দিলো- হ্যা।
মেজর সাহেব আমাকে বলেছিলেন কফিনসহই জানাজা পড়ে মাটি দিতে। যদিও আমি তা চাইছিলাম না।
মেজর সাহেবকে বললাম- আই মাষ্ট সী দ্য ডেড বডি।
মেজর সাহেব বললেন, ডু ইউ নট বিলিভ আস?
আমি বললাম- আই বিলিভ ইউ, বাট ওয়ান্ট টু সি ফর মাই স্যাটিসফেকশন।তারপর মেজর কফিনের তালা খুলে দেওয়ার নির্দেশ দেন, ২-৩জন্য সৈন্য তা খুলে দেয়। প্রথমেই দেখলাম মুখ রক্তাক্ত। কফিনের বাহিরে অবশ্য কোন রক্তটক্ত ছিলো না।
তারপর মেজর সাহেবকে বলি, ওনাকে তো গোসল দেয়া হয়নি। বিনা গোসলে কোন মুসলমানের জানাজা পড়ার জায়েজ নেই। মেজর জিজ্ঞাসা করেন, বিনা গোসলে মুসলমানের জানাজা হয় না?
বললাম, হয়, কেবল মাত্র শহীদের বিনা গোসলে জানাজা করা যায়।তবে সম্ভব হলে তাও গোসল করানো উচিত। মেজর তারপর লাশের গোসলের নির্দশে দিলেন।সময় দিলেন ২ মিনিট।আমি পুনরায় বললাম, গোসল করাতে আমার ক'জন লোক লাগবে। তিনি আমাকে বললেন, সর্বাধিক ৮জন নিতে পারেন।

- মৌলভী শেখ আব্দুল হালিম

Collected

15/08/2023

ঘন কালো রেশমি চুল কি শুধুই সৌন্দর্যের প্রতীক? নাকি এর পেছনে আছে কোনো জৈবিক প্রয়োজন? আদিমকালে মানুষের গায়ে ঘন চুল ছিল। মানুষ যত বুদ্ধিমান হলো গায়ের ঘন চুল চিন্তার বিষয় হয়ে দাঁড়াল। গরমে গায়ের বড় বড় লোম হয়ে উঠল যন্ত্রণার বিষয়। সময়ের সঙ্গে কমতে শুরু করল মাথার চুল বাদে গায়ের অন্য অংশের লোমের ঘনত্ব। এসব লোমে বাসা বাঁধা পরজীবী প্রাণীর উৎপাতও কমে গেল। তাহলে আর মাথায় চুল রাখা কেন? এটার অবশ্য গুরুত্ব আছে। দুই পায়ে ভর দিয়ে হাঁটলে সূর্যের অতিবেগুনি রশ্মি মাথার ওপরই সরাসরি পড়ে। তাই মাথার চুল মানুষকে অতিবেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে দেয়। প্রচণ্ড গরমে অ্যাপোক্রিন ঘর্মগ্রন্থি থেকে ঘাম বেরিয়ে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক ও শীতল থাকে। এসব ঘর্মগ্রন্থি থেকে আবার ফেরোমনও নিঃসৃত হয়। লোম বা চুলের আশপাশের ঘর্মগ্রন্থি থেকে নিঃসৃত ফেরোমন আটকা পড়ে আর বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে সাহায্য করে।

অন্যান্য প্রাইমেট দলের সদস্যদের মতো মানুষের শরীরে অত লোম না থাকলেও লোমকূপের সংখ্যা কিন্তু অন্য সদস্যদের সমান। অর্থাৎ লোম গজানোর জন্য লোমকূপ আছে। কিন্তু লোম কালের বিবর্তনে হারিয়ে গেছে।

–বিজ্ঞানচিন্তা

13/08/2023

হর – Denominator

লব – Numerator

Animal defeats Technology!
02/08/2023

Animal defeats Technology!

02/08/2023

নফস কষ্ট বরদাস্ত করতে একদমই নারাজ!

সে চায় আমোদ প্রমোদের স্রোতে নিজেকে সর্বদা ভাসিয়ে রাখতে, সাময়িক আনন্দকে দীর্ঘ মেয়াদি কষ্টের উপর সবসময় প্রাধান্য দেয় সে। হারাম কাজের সাময়িক উত্তেজনায় সে আপনাকে বারবার গোনাহতে লিপ্ত করাতে চায়।

যদি তার কথা ক্রমাগত শুনতে থাকেন তাহলে আপনি চিরস্থায়ী ভাবে ধ্বংস হয়ে যাবেন। তাই; হয় আপনি নফসকে নিয়ন্ত্রণ করুন না হয় নফস-ই আপনাকে নিয়ন্ত্রণ করবে।

আর নফসের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তি দিনশেষে নিজেকে জাহান্নামের নিকৃষ্ট কিট হিসেবে আবিষ্কার করবে!

ইমাম ইবনে তাইমিয়্যাহ (রঃ) বলেন,
"বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে?
যখন আমার সবচেয়ে বড় শত্রু নিজের নফস।"

- সংগৃহীত

02/08/2023

আমরা জাতি হিসাবে বরাবরই কনফিউজড।

আমরা কি চাই তা জানিনা, আর কি চাইনা তাও জানি না।

আমরা পজিটিভ থেকে নেগেটিভ বের করি, আর নেগেটিভ থেকে পজিটিভ বের করি।

আমাদের কি করা উচিত সেটা জানিনা, আর কি করা উচিত নয় সেটাও জানিনা।

আমাদের অবস্থান কোথায় সেটা বুঝছি না, আমাদের কোথায় যেতে হবে তাও বুঝছি না।

দেড় শতকের টেস্ট ইতিহাসেই ঘটেনি এমন কিছু আর!
02/08/2023

দেড় শতকের টেস্ট ইতিহাসেই ঘটেনি এমন কিছু আর!

28/07/2023

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْت

"কুল্লু নাফছিন জা ইকাতুল-মাওত"

"প্রত্যেক প্রাণিকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।"

🖤🌼🥀

25/07/2023

বল, ‘আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম বস্তুর সংবাদ দেব? যারা তাকওয়া অর্জন করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি’। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।

যারা বলে, ‘হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম। অতএব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন’।

যারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারী।

আল্লাহ সাক্ষ্য দেন যে, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই, আর ফেরেশতা ও জ্ঞানীগণও। তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

সূরা আল ইমরান, আয়াত ১৫-১৮

Address

Dhaka

Telephone

+8801307549353

Website

Alerts

Be the first to know and let us send you an email when Are You Fool posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Are You Fool:

Share