
11/08/2025
স্তন ক্যান্সার — নীরব শত্রুর মুখোশ খুলে দেখুন
প্রতিদিনের জীবনে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের সাজাই, কিন্তু কখনো কি ভেবেছি— সেই আয়না হয়তো নীরবে একটি ভয়ঙ্কর বার্তা দিতে চাচ্ছে?
স্তন ক্যান্সার প্রথম ধাপে ধরা পড়লে ৯০% ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। অথচ আমরা অনেকেই নিয়মিত স্ব-পরীক্ষা বা স্ক্রিনিং করিনা, যতক্ষণ না দেরি হয়ে যায়।
🔍 যেসব লক্ষণ অবহেলা করবেন না:
🔹স্তনের আকার বা ত্বকের পরিবর্তন
🔹অজানা গুটি বা শক্ত অংশ অনুভব হওয়া
🔹স্তনবৃন্ত থেকে অস্বাভাবিক স্রাব
🔹ত্বকে দাগ, ভাঁজ বা লালচে ভাব
📅 মনে রাখবেন: প্রতি মাসে একবার নিজে নিজে স্তন পরীক্ষা করুন। ৪০ বছরের পর থেকে নিয়মিত ম্যামোগ্রাম করান।
💬 আপনার সচেতনতা কারো জীবন বাঁচাতে পারে। আজই এই তথ্য আপনার মা, বোন, স্ত্রী, বন্ধু বা সহকর্মীকে জানিয়ে দিন।
🎗️ সচেতন হোন, সুস্থ থাকুন।
ডা. মোঃ এরশাদুল হক
ক্যান্সার বিশেষজ্ঞ
📍রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
#ডাঃএরশাদুলহক