Mukta Dental Care

Mukta Dental Care The Complete Dental Solution

Please join the following Youtube Channel for your teeth update by Dr. M A Nur Hossain Shrabon
28/07/2021

Please join the following Youtube Channel for your teeth update by Dr. M A Nur Hossain Shrabon

Share your videos with friends, family, and the world.

Regularly keep your teeth clean for be happy everyday
28/07/2021

Regularly keep your teeth clean for be happy everyday

Teeth Scaling and Root Planing

25/09/2020

কিভাবে মুখ ও দাঁতের যত্ন নেবেন
সুস্থ সবল দেহের জন্য দাঁত ও মাড়ি তথা মুখের স্বাস্থ্য ভালো রাখা একান- প্রয়োজন। দাঁত ও মুখের ভেতরের স্বাস্থ্যকে অবহেলা করে নিরোগ জীবন আশা করা যায় না।
মুখ ও দাঁতের যত্নে করণীয় উপদেশ, সবার জন্য সাধারণ উপদেশ:
০ প্রতিদিন সকালে এবং রাতে ঘুমাবার আগে টুথপেস্ট ও ব্রাশ দিয়ে ওপরের দাঁত ওপর থেকে নিচে এবং নিচের দাঁত নিচ থেকে ওপরের দিকে এবং দাঁতের ভেতর দিকেও মাজবেন।
০ ফ্লুরাইড দেয় যে কোনো টুথপেস্ট দাঁতের জন্য উপকারী। দু-তিন মাস অন-র টুথপেস্ট ও ব্রান্ড বদলাবেন, কারণ বিভিন্ন পেস্টে বিভিন্ন ধরনের উপাদান থাকে।
০ যেসব জায়গা ব্রাশ দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় সেসব জায়গায় ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন।
০ কয়লা, গুল, টুথ পাউডার, ছাই, মাটি, গাছের ডাল ইত্যাদি ব্যবহার নিষেধ।
০ অত্যধিক পান-সুপারি খাবেন না- এতে দাঁত ক্ষয় হয়ে যায়।
০ বিড়ি-সিগারেট খাবেন না- এতে মুখ ও দাঁতের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
০ বিশেষ বিশেষ খাদ্য যেমন-পাউরুটি, বিস্কুট, কেক, টফি লজেন্স, আইসক্রিম ইত্যাদি খাওয়ার পর উত্তমরূপে দাঁত পরিষ্কার করবেন।
০ ঘুমানোর আগে এবং খাবারের মাঝে কখনো বিস্কুট, কেক, টফি লজেন্স খাবেন না, আর খেলেও ভালো করে দাঁত পরিষ্কার করে ফেলবেন।
০ হাঁ করে ঘুমানোর অভ্যাস হলে তা পরিহার করবেন, কারণ হাঁ করে ঘুমানোর ফলে মুখে ও দাঁতের রোগ বেড়ে যায়।
মা ও শিশুদের জন্য উপদেশ:
০ মায়ের দুধ শিশুদের শরীর ও দাঁতের আদর্শ খাদ্য। যেসব মা শিশুদেরকে ফিডার দিয়ে দুধপান করান, তারা একই নিপল দীর্ঘদিন ব্যবহার করবেন না। ঘুমের মধ্যে শিশুদেরকে কোনোক্রমেই ফিডার দেবেন না; দিলে দাঁতের মারাত্মক ক্ষতি হবে। দেড় থেকে দুই বছরের শিশুদেরকে ফিডার ছাড়িয়ে পেয়ালায় দুধপান করার অভ্যাস করান।
০ সময়মতো আপনার ছেলে-মেয়েদের দুধের দাঁত ফেলে দেবেন। নচেত স্থায়ী দাঁত বাঁকা-ত্যাড়া হওয়ার আশঙ্কা থাকে।
০ শিশু-কিশোর-কিশোরী যদি কোনো কারণে আঙুল চোষার অভ্যস্থ হয় সে ক্ষেত্রে ওই অভ্যাস রোধ করতে হবে। অপরাগতায় ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। নতুবা দাঁত আঁকা-বাঁকা, উঁচু নিচু ও অসামঞ্জস্যপূর্ণ হবে। এ ছাড়া মুখের ও চোয়ালের স্বাভাবিক গঠন ব্যাহত ও বেমানান হতে পারে এবং মুখশ্রীর গঠন ব্যাহত হতে পারে।
০ আঁশালো ও শক্ত খাদ্য যেমন-গাজর, পেঁয়ারা, আমড়া, আখ, আনারস, নাশপাতি, আপেল, নারকেল ইত্যাদি দাঁত ও মাঢ়ি সুস্থ থাকতে সাহায্য করে। উপরন- চোয়ালের স্বাভাবিক গঠনে সহায়তা করে।
০ লেবু, আমলকী, কমলা, টমেটো ও বিভিন্ন ধরনের শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন থাকে। ভিটামিন সি দাঁতের ও মাড়ির জন্য উপকারী।
০ গর্ভকালীন মায়েরা টেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক খাবেন না। কারণ এটি শিশুর দাঁতের মারাত্মক ক্ষতি করে। শিশু জন্মানোর পরেও শিশুকে ওই জাতীয় অ্যান্টিবায়োটিক ১২ বছর পর্যন্ত দেবেন না। কারণ এতে স্থায়ী দাঁতের ক্ষতি হবে।
প্রতিরোধ: দাঁত নষ্ট হয় শুধু আমাদের বদ অভ্যাস এবং অনিয়মিত দাঁত পরিষ্কার করার কারণে। তবে এ কথা সত্য যে, সবারই রোগ প্রতিরোধ করার ক্ষমতা সমান থাকে না। যারা নিয়মিত দাঁতের যত্ন করেন ও দাঁত নিয়মিত পরীক্ষা করান তারাই ভাগ্যবান। বছরে অন্তত: দু’বার একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে মুখ ও দাঁত পরীক্ষা করানো ভালো। কারণ দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় নির্ণয় করা গেলে চিকিৎসা (ফিলিং) করিয়ে দীর্ঘদিন দাঁতটি বাঁচানো সম্ভব। তেমনি মাঢ়ির রোগ (দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া) ও প্রাথমিক অবস্থায় ধরা পড়লে স্কেলিং করালে দাঁত নড়ে না বা ফেলে দিতে হয় না। যাদের দাঁত ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে তাদের মনে রাখা উচিত দেহের কোনো অংশের যত্ন নেয়ার দরকার বা প্রয়োজন ফুরিয়ে যায় না। অস্বাভাবিক দাঁতকে যে ভাবেই হোক চিকিৎসা করিয়ে টিকিয়ে রাখাই শ্রেয়। আজকাল চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে দন্ত-চিকিৎসার প্রয়োগ ও প্রসার অনেক গুণে বেড়ে গেছে।

তাই একটি মূল্যবান দাঁতকে ফেলে দেয়ার আগে একটু ভেবে দেখা দরকার নয় কি?

25/09/2020

স্কেলিং (Scaling) কী ও কেন?
স্কেলিং কী ও কেন? (What's Scaling & Why?)

আমরা জানি দন্তক্ষয় /tooth decay/dental caries সম্পর্কে, যার সূচনা হিসেবে দাঁতের গোড়ায় লেগে থাকা খাদ্যকণা ও খাদ্যকণা একসময় বিভিন্ন প্রক্রিয়ার ফলে জমে শক্ত হয়ে পাথর (Calculus) হয়ে যাওয়া দায়ী। এই পাথরে আবার আরো বেশি করে খাবার জমে জমে আরো বড় হয়ে যায়; যার ফলে মাড়িতে প্রদাহ (Inflammation of gum) হয়, দাঁতের চারপাশের অংশে প্রদাহের (Periodontitis) সৃষ্টি হয়। দাঁতের মাড়ি নীচের দিকে নেমে যায়, একসময় দাঁতের ভিত্তি দুর্বল হয়ে দাঁত নড়তে শুরু করে, অনেক সময় সেই দাঁত আর রাখা সম্ভব হয় না। এই দাঁতের গোঁড়ার পাথর ব্রাশ করে পরিষ্কার করা সম্ভব নয়; আর তাই একজন ডেন্টিস্ট এর মাধ্যমে স্কেলিং (Scaling) করে নেয়ার প্রয়োজন হয়।

পূর্বে হাত দিয়ে হ্যান্ড স্কেলারের মাধ্যমে দাঁতের মাড়ি থেকে পাথর পরিস্কার করা হতো, কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আবিস্কার আল্ট্রাসোনিক স্কেলার মেশিনের সাহায্যে স্কেলিং করা হয়; যা সম্পূর্ণ নিরাপদ ও ব্যাথামুক্ত পদ্ধতি।

কখন বুঝবেন স্কেলিং (Scaling) করে নিবেন?
-- আপনার মাড়ি থেকে কী রক্ত পড়ে?
-- মুখে দুর্গন্ধ হয়?
-- বিগত ৬ মাস আগে কী স্কেলিং করিয়েছিলেন? না করলে এখনি করে নিতে পারেন।

সাধারনত বছরে দুইবার স্কেলিং (Scaling) করে নিতে হয়।

মাড়ি থেকে রক্ত পড়া , মুখের দুর্গন্ধ দূর করা ও সজীব হাসি, প্রাণবন্ত দাঁত টিকিয়ে রাখতে হলে আর বিকল্প নেই।
তাই স্কেলিং করে নিন, সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করুন, ডেন্টাল ফ্লস ব্যাবহার করুন ।

সুস্থ্য থাকুন, নীরোগ থাকুন।
ধন্যবাদ।

25/09/2020

সামনের ফাঁকা দাঁতের চিকিৎসা
ছোটবেলার ফোকলা দাঁতের হাসি মায়ের মনকে আনন্দে ভরিয়ে তোলে। কিন্তু পরিণত বয়সে যখন নিজেকে সেই ফোকলা দাঁতের অনুভূতি নিয়ে হাসতে হয় তখন আর কষ্টের সীমা থাকে না।
আমাদের মুখে প্রাপ্তবয়স্কদের ৩২টি স্থায়ী দাঁত থাকে। প্রতিটি দাঁতের আকৃতি ভিন্ন ভিন্ন ধরনের হলেও মুখের ভেতরে তা সুবিন্যস্তভাবে থাকে। একের পর এক দাঁত সাজানো থাকলেও কোনো কোনো ক্ষেত্রে ২ দাঁতের মাঝে কিছুটা ফাঁকা থাকতে পারে। পেছনের দিকের দাঁতের মাঝে ফাঁকা থাকার কারণে খাদ্য আটকে নানা রকম সমস্যা দেখা দিলেও সৌন্দর্যের দিক দিয়ে খুব একটা সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু এ ফাঁকাটি যদি আমাদের সামনে দুটো দাঁতের মাঝখানে হয় তবে তা সৌন্দর্য রক্ষায় বড় একটা খুঁত হিসেবে দেখা দেয়।
আমাদের ওপরের মাড়ির সামনের যে দুটো দাঁত অপেক্ষাকৃত একটু বড় অনেকটা চারকোনার মতো, সেই দুটো দাঁতের মাঝে কারো কারো বেলায় একটি বিশেষ ফাঁকা লক্ষ করা যায়। জন্মগতভাবেই এ ত্রুটি চোখে পড়ে। এ ধরনের ফাঁকাকে ডেন্টাল সার্জনরা ডায়াস্টিমা বলে থাকেন।
ডায়াস্টিমা প্রকৃতিগতভাবে স্থায়ীভাবে তাদের একটি সমস্যা। কিন্তু এর জন্য বস্তুত কেউই দায়ী নয়। সমস্যা থাকলে তার সমাধান নিশ্চয়ই আছে। ডেন্টাল সার্জনরা খুবই নিয়মতান্ত্রিক ও সহজ কিছু চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এ সমস্যার সমাধান দিয়ে থাকেন।
ডেন্টাল সার্জনরা ডায়াস্টিমা সমস্যা সমাধানে বেশকিছু চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকেন। এর মধ্যে একটি হলো অর্থোডোনটিক চিকিৎসা পদ্ধতি। যেখানে ব্রেসেস নামক বন্ধনীর সাহায্যে এ বিশেষ ফাঁকা জায়গা কমিয়ে আনা যায়। এটি একটু ব্যয়বহুল। তবে পোরসেলিন ভেনিয়ার অপেক্ষাকৃত স্বল্পমূল্যের চিকিৎসা পদ্ধতি। যাকে ইনস্ট্যান্ট অর্থোডোনটিক চিকিৎসা বলা হয়।
অন্যান্য উন্নত দেশের তুলনায় আমাদের দেশের দুটো পদ্ধতির ব্যয় কম হলেও সবচেয়ে স্বল্পমূল্যের পদ্ধতিটি হলো কনভেনশনাল ক্রাউনব্রিজ। এটি খুবই চমৎকার একটি পদ্ধতি। অনেক সময় এটি পোরসেলিন ভেনিয়ার থেকে বেশি কার্যকর।
ডায়াস্টিমার সমস্যার সমাধান এখন আপনার হাতের নাগালে। তাই সৌন্দর্যহীনতার সঙ্গে সঙ্গে আপনি যেন ব্যক্তিত্বহীনতায় আক্রান্ত না হয়ে পড়েন সে জন্য অভিজ্ঞ একজন ডেন্টাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারেন।

04/09/2020

We are providing you for complete Dent care

Address

Surganj, Nobabganj
Dhaka
1325

Telephone

+8801918452958

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukta Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram