Victoria Hospital & Digital Daigonstic Center

Victoria Hospital &  Digital Daigonstic Center Health services

08/03/2024
আপনি কি বেবির গলায় নাড়ি প্যাচানো বা নিউকাল কর্ড নিয়ে চিন্তিত?যখন মার্তৃগর্ভে শিশুর ঘাড়ের চারপাশে আম্বিলিকাল কর্ড বা নাড়...
27/08/2022

আপনি কি বেবির গলায় নাড়ি প্যাচানো বা নিউকাল কর্ড নিয়ে চিন্তিত?

যখন মার্তৃগর্ভে শিশুর ঘাড়ের চারপাশে আম্বিলিকাল কর্ড বা নাড়ি প্যাচিয়ে থাকে তখন আমরা একে নিউকাল কর্ড (Nuchal cord) বা গলায় নাড়ি প্যাচানো আছে বলে থাকি। যখনই আল্ট্রা করে জানতে পারি বেবির গলায় নাড়ি প্যাচানো আছে তখনই আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। এই অবস্থায় করণীয় জানতে আজকের পোস্টে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো।

প্রথমই জেনে নেই আম্বিলিকাল কর্ড কী ও এর কাজ কি।আম্বিলিকাল কর্ড গর্ভস্থ শিশুর জন্য একটি লাইফ লাইন। শিশুর পেট থেকে প্লাসেন্টা পর্যন্ত ছুটে যাওয়া এই কর্ডে সাধারণত তিনটি রক্তনালী থাকে এবং এটি প্রায় ২১ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এটি বিকাশমান ভ্রূণকে অক্সিজেন, রক্ত ​​এবং পুষ্টি সরবরাহ করে থাকে। যাহোক, পরবর্তীকালে গর্ভাবস্থায় অনেক মহিলাই শিশুর গলায় নাড়ি প্যাচিয়ে যায় কি না এবং প্রসবের সময় তা সমস্যার সৃষ্টি করে কি না তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

গর্ভবতী মায়েরা স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। আশ্চর্যজনকভাবে নিউকাল কর্ড বা গলায় নাড়ি প্যাচানো অত্যন্ত কমন ঘটনা এবং গর্ভাবস্থায় বা জন্মের সময় এটি বেশির ভাগক্ষেত্রেই কোন সমস্যার সৃষ্টি করে না। বিভিন্ন রকম স্ট্যাডি থেকে দেখা যায় যে, প্রসবকৃত ২০ থেকে ৩০ শতাংশ বেবিরই গলায় নাড়ি প্যাচানো থাকে।আমেরিকান জার্নাল অব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিতে ২০১৮ সালের একটি গবেষণা পত্র প্রকাশিত হয়, যা থেকে জানা গেছে যে, বেশিরভাগ সময়ই নাড়ি প্যাচানো সত্ত্বেও বেবির বিকাশে কোন সমস্যা হয় না।

গর্ভস্থ শিশু অনবরত এলোপাতাড়ি নড়াচড়া করে, আর এই
এলোমেলো নড়াচড়াই নিউকাল কর্ডের প্রধান কারণ। এছাড়া অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত দীর্ঘ আম্বিলিকাল কর্ড এবং অতিরিক্ত অ্যামনিওটিক তরল বা পলিহাইড্রামনিওস।
অধিকাংশ সময় নিউকাল কর্ড সাধারণত জন্মের সময় আবিষ্কৃত হয়, তবে বর্তমান সময়ে আল্ট্রাসাউন্ড ফলোআপ বৃদ্ধি পাওয়ায় রোগীরা গর্ভাবস্থায়ই জেনে যাচ্ছেন তার বেবির গলায় নাড়ি প্যাচানো আছে কি না। এক বা একাধিক প্যাঁচ থাকতে পারে। গর্ভাবস্থায় এই প্যাচ খোলার কোন উপায় নেই। কিন্তু যখন শিশুটি এই নিউকাল কর্ড নিয়ে জন্মগ্রহণ করে, তখন আপনার ডাক্তার জানেন এই ক্ষেত্রে তাঁর করণীয় কী। এ নিয়ে আপনার দুশ্চিন্তার তেমন কোন কারণ নাই।

শিশুর নিউকাল কর্ড কখন বিপজ্জনক?
যদি কর্ডটি ঘাড় বা শরীরের অন্য অংশে লুপ করে থাকে, তখন জরায়ু সংকোচনের সময় প্যাচানো কর্ডে রক্ত ​​প্রবাহ হ্রাস পেতে পারে এবং শিশুর হৃদস্পন্দন কমে যেতে পারে। প্রসবের আগে যদি শিশুর শরীরে রক্ত ​​প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন স্টিলবার্থ হতে পারে।

২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে যে, নিউকাল কর্ডযুক্ত বেশিরভাগ শিশুর গলায় একটি মাত্র লুপ ছিল। সৌভাগ্যবশত, বেবির বৃদ্ধির সমস্যা, ষ্টীল বার্থ বা কম APGAR স্কোরের ঝুঁকি বৃদ্ধিতে নিউকাল কর্ডের কোন ভুমিকা পাওয়া যায় নি।

বেশিরভাগ সময়ই আমরা জানি না যে একটি শিশুর নিউকাল কর্ড আছে কি না, তাই এটি রুটিন যে শিশুর ডেলিভারির সময় বেবির মাথা চলে আসার সাথে সাথে আপনার চিকিৎসক নিউকাল কর্ড আছে কি না তা খোঁজেন। সাধারণত কর্ড লোজ ভাবে গলায় প্যাচিয়ে থাকে এবং শিশুর মাথার উপর দিয়ে তা সহজেই বের করে আনা যায়। কখনো কখনো তা খুব শক্ত ভাবে গলায় প্যাচিয়ে থাকে, তখন আপনার গাইনকোলজিস্ট কর্ডটিকে ক্লামড করে কর্ডটিকে বেবি থেকে কেটে আলাদা করে ডেলিভারি সম্পূর্ণ করেন।

মনে রাখবেন, নিউকাল কর্ড বা গলায় নাড়ি প্যাচানো একটি সাধারণ ঘটনা এবং এ কারণে সৃষ্ট জটিলতা খুবই বিরল
Appointment এর জন্য
Dr Shefat Hossain Ratna

গর্ভাবস্থায় একাধিক বার আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে কোন ঝুঁকি বা পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে কি?৪০ বছরেরও বেশি সময় ধরে ...
25/08/2022

গর্ভাবস্থায় একাধিক বার আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে কোন ঝুঁকি বা পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে কি?

৪০ বছরেরও বেশি সময় ধরে গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড স্ক্যান ব্যবহৃত হয়ে আসছে, যার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি নিরাপদ, এবং আপনার গর্ভে শিশুর ভাল বিকাশ ঘটছে কি না তা নিশ্চিত করার জন্য পুরো গর্ভকালীন সময়ে একাধিক বার আল্ট্রাসাউন্ড স্ক্যানিং করার প্রয়োজন হয়ে থাকে।
Dr Shefat Hossain Ratna

ডেলিভারির উপযুক্ত সময়। আমরা যারা গর্ভবতী বা বেবি নেওয়ার প্রস্তুতি নিচ্ছি তারা চিন্তিত থাকি কত সপ্তাহে  ডেলিভারি করাবো সে...
24/08/2022

ডেলিভারির উপযুক্ত সময়।

আমরা যারা গর্ভবতী বা বেবি নেওয়ার প্রস্তুতি নিচ্ছি তারা চিন্তিত থাকি কত সপ্তাহে ডেলিভারি করাবো সেটা নরমাল বা সিজার যা হোক না কেন, তাই না? আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

একটি সিংগেল সুস্থ স্বাভাবিক প্রেগন্যান্সি শেষ মাসিকের প্রথম দিন (LMP) থেকে ই ডি ডি (EDD) পর্যন্ত গড়ে প্রায় ২৮০ দিন (৪০ সপ্তাহ) স্থায়ী হয়ে থাকে। প্রথম থেকেই প্রতি সপ্তাহে বেবির বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হতে থাকে। এই ডেভেলপমেন্ট আপনার বেবি জন্মগ্রহণ করার পূর্ব পর্যন্ত হয়ে থাকে। ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে ডেলিভারি হলে তাকে প্রিম্যাচুর ডেলিভারি বলে। এতে বেবি শ্বাস কষ্ট জনিত সমস্যা, লিভার জনিত সমস্যায় ভুগতে পারে, এমনকি সেরিব্রাল পলসির ( CP) ঝুঁকি থাকে। বর্তমানে এই ধরনের ডেলিভারি সাধারণত কোন মেডিকেল কারণ (medical cause) ছাড়া করা হয় না।

২০১৩ সালের আগ পর্যন্ত গর্ভাবস্থার ৩৭-৪২ সপ্তাহের মধ্যে যে কোন সময়ে ডেলিভারিকে টার্ম ডেলিভারি বলা হত। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, ৩৯ সপ্তাহ পর্যন্ত বেবির ফুসফুস ও মস্তিষ্কের উল্লেখযোগ্য বিকাশ ঘটে। তাই সুস্থ ও ঝুঁকি মুক্ত প্রেগন্যান্সিতে ডেলিভারির জন্য ৩৯ সপ্তাহ পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে সব চেয়ে সুস্থ সবল বেবি হওয়ার সম্ভাবনা থাকে বলে বিবেচনা করা হয়।

আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ান এন্ড গাইনকোলজিস্টস (ACOG) ও সোসাইটি ফর ম্যাটার্নাল-ফিটাল মেডিসিন (SMFM) টার্ম প্রেগ্ন্যান্সিসমুহকে নিন্মলিখিত ভাবে সংজ্ঞায়িত করেছেন।
* আর্লি টার্ম ( Early term): যদি বেবি ৩৭ সপ্তাহ ০ দিন থেকে ৩৮ সপ্তাহ ৬ দিনের মধ্য জন্মগ্রহণ করে।
* ফুল টার্ম (Full term): যদি বেবি ৩৯ সপ্তাহ ০ দিন থেকে ৪০ সপ্তাহ ৬ দিনের মধ্যে ডেলিভারি হয়।
* লেইট টার্ম (Late Term): যেখানে বেবি ৪১ সপ্তাহ ০ দিন থেকে ৪১ সপ্তাহ ৬ দিনের মধ্যে জন্ম নেয়।
* পোস্ট টার্ম (Post term) : ৪২ সপ্তাহ ০ দিনের পর বেবি ডেলিভারি হয়ে থাকলে।

টার্ম সংক্রান্ত এই সকল সংজ্ঞা সমূহ আপনাদের সবার জানা উচিত। এতে আপনি আপনার গাইনকোলজিস্টের সাথে আলোচনা করে আপনার ও আপনার বেবির মংগলার্থে ডেলিভারির জন্য সব চেয়ে ভাল সময়টা বেচে নিতে পারবেন।

Written by:
Dr. Shefat Hossain Ratna

গর্ভাধারণের আগে এবং গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন খাবেন।আপনার গর্ভধারণের আগে এবং  গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহ প্রতিদিন ফল...
23/08/2022

গর্ভাধারণের আগে এবং গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন খাবেন।

আপনার গর্ভধারণের আগে এবং গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহ প্রতিদিন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া অত্যন্ত জরুরি।
ফলিক অ্যাসিড স্পাইনা বাইফিডা সহ নিউরাল টিউব ডিফেক্টস নামে পরিচিত জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে সাহায্য করে।
আপনি যদি গর্ভধারণের আগে ফলিক অ্যাসিড গ্রহণ না করে থাকেন তবে গর্ভবতী হওয়ার সাথে সাথেই আপনার এটি শুরু করা উচিত।

সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন যাতে ফোলেট (ফলিক অ্যাসিডের প্রাকৃতিক রূপ) আকারে এই ভিটামিনটি (Vit-B9) থাকে। একটি স্বাস্থ্যকর গর্ভাবস্থার জন্য শুধুমাত্র খাদ্য থেকে প্রয়োজনীয় ফোলেট পাওয়া কঠিন, এজন্যই সাপ্লিমেন্ট হিসাবে ফলিক অ্যাসিড ট্যাবলেট গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

যদি আপনার গর্ভাবস্থার নিউরাল টিউব ত্রুটি (স্পাইনা বাইফিডা বা এনেনসেফালি) হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে আপনাকে ফলিক অ্যাসিড উচ্চ মাত্রায় (৫ মিলিগ্রাম/ দিন) গ্রহণ করতে হবে। আপনি ১২ সপ্তাহের গর্ভবতী না হওয়া পর্যন্ত আপনাকে প্রতিদিন এটি গ্রহণ করতে হবে।

নিউরাল টিউব ত্রুটির উচ্চ ঝুঁকিসমূহঃ
* আপনার বা আপনার স্বামীর নিউরাল টিউব ত্রুটি আছে।
* আপনার বা আপনার স্বামীর নিউরাল টিউব ত্রুটির পারিবারিক ইতিহাস রয়েছে।
* আপনার পূর্বের প্রেগ্ন্যান্সিতে নিউরাল টিউব ত্রুটি হয়েছিল।
* আপনার ডায়াবেটিস আছে।
* আপনি মৃগী রোগের ঔষধ সেবন করেন।

এটি এখন প্রমাণিত যে অঙ্গ গঠনের গুরুত্বপূর্ণ সময়কালে (প্রথম ১২ সপ্তাহ) গর্ভবতী মাকে পর্যাপ্ত ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিলে নিন্মলিখিত সমস্যাগুলো থেকে বেবি রক্ষা পেতে পারেঃ
* নিউরাল টিউব ত্রুটিগুলির সংঘটন এবং পুনরাবৃত্তি
* জন্মগত হার্টের ত্রুটি
* বাধাগ্রস্ত মূত্রনালীর অসঙ্গতি
*অঙ্গের ঘাটতি।
* ঠোঁট কাটা, তালু কাটা
* জন্মগত হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস।

ফলিক এসিডের অপ্রতুলতার কারনে প্রি-টার্ম ডেলিভারি, এব্রাবশিও প্ল্যাসেন্টি, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি কম হতে পারে।

কাজই প্রত্যেক মাকে প্রেগ্ন্যান্সি পরিকল্পনা করার সাথে সাথে ফলিক এসিড সাপ্লিমেন্ট শুরু করতে হবে এবং তা কম পক্ষে গর্ভধারণের প্রথম ১২ সপ্তাহে পর্যন্ত নিয়মিত চালিয়ে যেতে হবে।
Dr Shefat Hossain Ratna

PCOS ও ওভুলেশন সমস্যা নিয়ে ৫ বছর পরে কনসিভ করা সম্ভব আলহামদুলিল্লাহ Victoria Hosptal রোগী মাত্র ৪ মাস চিকিৎসা নিয়ে কনসিভ...
23/08/2022

PCOS ও ওভুলেশন সমস্যা নিয়ে ৫ বছর পরে কনসিভ করা সম্ভব

আলহামদুলিল্লাহ Victoria Hosptal রোগী মাত্র ৪ মাস চিকিৎসা নিয়ে কনসিভ করেছেন

তার বিয়ে হয়েছে ৫ বছর। তিনি প্রাইমারী ইনফার্টিলিটি রোগী।তার PCOS ও হরমোনের সমস্যা ছিল। এ অবস্থায় তিনি আমার কাছে চিকিৎসা নিতে আসেন।মাত্র ৪ মাস চিকিৎসা নিয়ে কনসিভ করেছেন ।আপনারা সবাই তার সন্তানের জন্য দুআ করবেন ।

ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে মা হবার তৌফিক দিবেন।আমিন
Dr Shefat Hossain Ratna

বন্ধ্যাত্ব কোন অভিশাপ নয়, অন্যান্য রোগের মত একটা রোগ। সঠিক পরামর্শ ও সময়ে চিকিৎসা, দিতে পারে আপনাকে মা/ বাবা হওয়ার সুখ। ...
20/08/2022

বন্ধ্যাত্ব কোন অভিশাপ নয়, অন্যান্য রোগের মত একটা রোগ।
সঠিক পরামর্শ ও সময়ে চিকিৎসা, দিতে পারে আপনাকে মা/ বাবা হওয়ার সুখ।
দীর্ঘ ১৫বছরের অভিজ্ঞতা ও সফলতার শীর্ষে রয়েছে
এই বিষয়ে কি একবার সিদ্ধান্ত নেয়া যাবে না, উনার সাথে কথা বলে?

হসপিটালে অসংখ্য নিঃসন্তান দম্পত্তির মুখে হাসি ফুটিয়েছেন।
এখনো মানবতার সেবায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজই সিরিয়াল নিন,দেশের বাইরে চিকিৎসা নেয়ার আগে একবার উনার এপয়েটমেন্ট নিন,দীর্ঘ 9 বছর পর সন্তানের মুখ দেখলেন বন্ধ্যা দম্পতি। সেই দম্পতিকে তারা কেমন আনন্দিত তাদের সন্তানের মুখ দেখে এবং দেখে আসি সেই সন্তানটাকে দীর্ঘ নয় বছরের পর যে সন্তানটি পৃথিবীর আলোর মুখ দেখেছে।

Dr Shefat Hossain Ratna
https://www.facebook.com/fbnews24official/videos/2279071872245183/

ফিটাল গ্রোথ স্ক্যান (Fetal Growth Scan) কি, কখন এবং কেন করা প্রয়োজন।ফিটাল গ্রোথ স্ক্যান হ'ল এক প্রকার আল্ট্রাসাউন্ড স্ক্...
20/08/2022

ফিটাল গ্রোথ স্ক্যান (Fetal Growth Scan) কি, কখন এবং কেন করা প্রয়োজন।

ফিটাল গ্রোথ স্ক্যান হ'ল এক প্রকার আল্ট্রাসাউন্ড স্ক্যান যা গর্ভধারণের ২৪ সপ্তাহের পর হতে প্রসবের পূর্ব পর্যন্ত যে কোন সময় শিশুর বৃদ্ধি ও সুস্থতা নির্ধারণ করতে করা হয়ে থাকে। এটি এক বা একাধিক বার করা যেতে পারে (প্রয়োজন অনুসারে)।
উচ্চ ঝুঁকিপূর্ণ বেবির ক্ষেত্রে বৃদ্ধির প্রকৃতি এবং অনাগত শিশুর সুস্থতা জানার জন্য সিরিয়াল গ্রোথ স্ক্যান করা যেতে পারে ২৮ -৩২-৩৬ সপ্তাহে। তবে সব কিছুই নির্ভর করে স্ক্যানের প্রয়োজনীয়তা ও গুরুত্বের উপর। বেশির ভাগ ক্ষেত্রে প্রথম ফিটাল গ্রোথ স্ক্যানটি গর্ভাবস্থার ২৮ সপ্তাহ থেকে ৩২ সপ্তাহের মধ্যে করার পরামর্শ দেওয়া হয়। কালার ডপলারসহ দ্বিতীয় গ্রোথ স্ক্যানটি EDD অর্থাৎ প্রসবের নির্ধারিত তারিখের কাছাকাছি ৩৬ থেকে ৪০ সপ্তাহের মধ্যে করা হয়ে থাকে।

কেন ফিটাল গ্রোথ স্ক্যান (Fetal Growth Scan) করা প্রয়োজন?
গর্ভাবস্থায় ফিটাল গ্রোথ স্ক্যান করার কারণগুলির মধ্যে রয়েছে:
* আপনার পেট প্রত্যাশার চেয়ে ছোট বা বড় পরিমাপ হলে।
* আগের গর্ভাবস্থার জটিলতা।
* গর্ভকালীন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ।
এছাড়া ৩৬-৪০ সপ্তাহে নিন্মলিখিত বিষয়গুলোগুলো জানতে গ্রোথ স্ক্যানের সাহায্য নেওয়া হয়।
* নাভির অবস্থান জানতে
* অ্যামনাইওটিক তরলের পরিমাণ পরিমাপ করতে
*প্লাসেন্টার অবস্থান এবং পরিপক্কতা পরীক্ষা করতে
* শিশুর অবস্থান এবং ওজন সম্পর্কে জানতে
* শিশুর সুস্থতা এবং হার্টবিট পরীক্ষা করতে
* পূর্বের সিজারিয়ান স্কারের ইন্টিগ্রিটি ও পুরুত্ব (scar thickness) মূল্যায়ন করতে।

এছাড়া গর্ভবতী মা'কে তৃতীয় ত্রৈমাসিকের অতিরিক্ত একটি স্ক্যান করানো হতে পারে যদিঃ
* বাচ্চার নড়াচড়া বুঝতে না পাড়েন
* শিশুটি ব্রিচ, তির্যক বা ট্রান্সভার্স অবস্থানে থাকে
* মা একাধিক বাচ্চা বহন করলে
* অ্যামনাইওটিক তরলটির পরিমাণ কম হলে।
* শিশুটি তার গর্ভকালীন বয়সের জন্য প্রত্যাশার চেয়ে ছোট বা বড় মনে হলে।
Dr Shefat Hossain Ratna

গর্ভাবস্থায় প্রথম (আল্ট্রা) প্রেগ্ন্যান্সি প্রোফাইল (Early Pregnancy profile) কখন, কেন করাবেন?অধিকাংশ চিকিৎসক গর্ভাবস্থা...
17/08/2022

গর্ভাবস্থায় প্রথম (আল্ট্রা) প্রেগ্ন্যান্সি প্রোফাইল (Early Pregnancy profile) কখন, কেন করাবেন?

অধিকাংশ চিকিৎসক গর্ভাবস্থার ৬ থেকে ৯ সপ্তাহের মধ্যে প্রথম প্রেগ্ন্যাসি প্রোফাইল করতে বলেন। ভ্রূণের প্রথম হৃদস্পন্দন ৫ থেকে ৬ সপ্তাহে সনাক্ত করা যায়।

এই সময়ে নিন্মুক্ত কারণে আল্ট্রাসনোগ্রাম করা প্রয়োজনঃ
* গর্ভাবস্থা নিশ্চিত করার জন্য।
* ভ্রূণের হৃদস্পন্দন (হার্টবিট) জানতে
* শিশুর গর্ভকালীন বয়স নির্ধারণ করে সম্ভাব্য প্রসব সময় (EDD) ঠিক করা
* একাধিক গর্ভাবস্থা ( Twin/Triplet/Quadruplet) জানতে এবং প্লাসেন্টা, জরায়ু, ডিম্বাশয় সম্বন্ধে বিস্তারিত পরীক্ষা করতে
* এক্টোপিক গর্ভাবস্থা নির্ণয় করতে (যখন ভ্রূণ জরায়ুতে সংযুক্ত থাকে না)
* ভ্রূণের যে কোনও অস্বাভাবিক বৃদ্ধির সন্ধান করতে।
* মোলার প্রেগন্যান্সি, ফেনটম প্রেগন্যান্সি (pseudocyesis) ইত্যাদির সম্ভাবনা বাতিল করতে।
* ইনকম্পিট গর্ভপাত (incomplete abortion), মিসড এবরশন (missed abortion) নির্ণয় করতে।
Written by:

Dr Shefat Hossain Ratna

গর্ভাবস্থায় একাধিক বার আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে কোন ঝুঁকি বা পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে কি?৪০ বছরেরও বেশি সময় ধরে ...
17/08/2022

গর্ভাবস্থায় একাধিক বার আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে কোন ঝুঁকি বা পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে কি?

৪০ বছরেরও বেশি সময় ধরে গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড স্ক্যান ব্যবহৃত হয়ে আসছে, যার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি নিরাপদ, এবং আপনার গর্ভে শিশুর ভাল বিকাশ ঘটছে কি না তা নিশ্চিত করার জন্য পুরো গর্ভকালীন সময়ে একাধিক বার আল্ট্রাসাউন্ড স্ক্যানিং করার প্রয়োজন হয়ে থাকে।

Dr Shefat Hossain Ratna

D&C করার পর সফল গর্ভধারণের সম্ভাবনা আছে কি ?আপনার শরীরের নিজকে নিরাময় করার আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে। যার মানে হলো D&C করা...
14/08/2022

D&C করার পর সফল গর্ভধারণের সম্ভাবনা আছে কি ?

আপনার শরীরের নিজকে নিরাময় করার আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে। যার মানে হলো D&C করার ইতিহাস থাকলেও ভবিষ্যতে আপনার সুস্থ গর্ভধারণের সম্ভাবনার তেমন কোন ক্ষতি হবে না।

আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস & গাইনোকোলজিস্টস (ACOG) অনুসারে, অব্যক্ত পুনঃ বেবি নষ্ট হওয়া (Unexplained recurrent pregnancy loss) (কোনও কারণ ছাড়াই দুই বা ততোধিক গর্ভপাত হলে) মহিলাদের মধ্যে প্রায় ৬৫ শতাংশ পরবর্তী কন্সিভে সফল প্রেগ্ন্যান্সির আশা করতে পারে।

একটি স্ট্যাডি তে দেখা গেছে যে, যে সব মহিলারা D &C করেছিলেন তাদের প্রায় ৯০ শতাংশ মহিলা প্রেগ্ন্যান্সির চেষ্টা শুরুর এক বছরের মধ্যে গর্ভবতী হয়েছিলেন।

বেশিরভাগ গাইনকোলজিস্ট / চিকিৎসক D&C পরে গর্ভবতী হওয়ার চেষ্টা করার আগে তিনটি মাসিক চক্র অপেক্ষা করার পরামর্শ দেন। এই সময়ের মধ্যে পরবর্তী বাচ্চাকে সমর্থন করার জন্য জরায়ু নিজকে প্রস্তুত করে। তবে আপনার গর্ভপাত বা গর্ভাবস্থার অবসান কত তাড়াতাড়ি হয়েছিল তার উপর নির্ভর করে, আপনার চিকিৎসক কম বা বেশি সময় অপেক্ষা করার পরামর্শ দিতে পারেন।

গর্ভপাতের পর যখন ঔষধ খাওয়ার পরও আপনি ঠিক হন না, তখন ডি & সি করা হয়ে থাকে। কাজই জরায়ু শুধু প্রস্তুত হলেই হবে না, আপনাকে মানসিকভাবেও সুস্থ হয়ে ওঠতে হবে পরবর্তী কন্সিভের আগে। যদি এবং যখন আপনি মনে করবেন যে, আপনার শরীর এবং মন উভয়ই প্রস্তুত, তখন আপনি আবার গর্ভবতী হওয়ার চেষ্টা শুরু করতে পারেন।
Dr Shefat Hossain Ratna

Address

Titas Road
Dhaka

Telephone

+8801820115260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Victoria Hospital & Digital Daigonstic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram