Homeopathic Solution by Dr. Mayesha Afroz Bithi

Homeopathic Solution by Dr. Mayesha Afroz Bithi “Providing safe, natural, and personalized homeopathic care to restore balance and well-being.

Your journey to a healthier, happier life starts here.”

📍 Consultations available online and in person.
📞 Contact us today for more details!

Shout out to my newest followers! Excited to have you onboard!Jahidul Islam Zahid, Dr-Arif Uddin, Nazma Akter Shimu, Tan...
23/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Jahidul Islam Zahid, Dr-Arif Uddin, Nazma Akter Shimu, Tania Tabassum, Md. Ariful Islam Fahim, Tahmina Nishi, Sathia Sathi, Golam Kibria, Md Hayat, Dr-Muniruzzaman Zibon, চৈতী গোপ, Shohan Gazi, Fatema Antora, Arefin Hridoy, MD Siyam Rana, Jalal Ahamed, ডাঃ মোঃ মোজাহিদ মিয়া, Tanzila Nur, Kanis Mustafia Azad, Misses Harun, Shahriyar Najim Joy Shaon, Ummay Mimi, JF Jui, Md Sohel Rana, Shamsun Nehar, Sh*thila Sarkar Shuchana, Taslima Akter, Aysha Akter, Adol Insan, Zennat Tasmia, Sabiha Afrin Shefa, Umme Habiba Munnujan, Mahmudul Hasan Murad, Meher Afroj Tina

 #ওভারিয়ান_টিউমার /  ওভারিয়ান টিউমার হল ডিম্বাশয়ে (o***y) অস্বাভাবিক কোষের বৃদ্ধি, যা নন-ক্যানসারাস (benign) বা ক্যানসা...
20/01/2025

#ওভারিয়ান_টিউমার /

ওভারিয়ান টিউমার হল ডিম্বাশয়ে (o***y) অস্বাভাবিক কোষের বৃদ্ধি, যা নন-ক্যানসারাস (benign) বা ক্যানসারাস (malignant) হতে পারে। এটি মহিলাদের মধ্যে বর্তমানে প্রায়ই পরিলক্ষিত হচ্ছে।

বর্তমানে ওভারিয়ান টিউমার নিয়ে উদ্বেগের মূল কারণ হলো এই রোগের প্রাথমিক অবস্থায় লক্ষণগুলো অস্পষ্ট থাকে এবং অনেক সময় তা অবহেলিত হয়। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে সচেতনতার অভাব ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এই ওভারিয়ান টিউমার নন-ক্যান্সারাস(Benign),
ক্যান্সারাস(Malignant ), বর্ডারলাইন(Borderline) -(যা ক্যান্সারাস এবং নন-ক্যান্সারাস টিউমারের মধ্যে সীমান্তে থাকে)প্রকারভেদের হয়।

এটি সাধারণত বয়স (মেনোপজের পর ঝুঁকি বেশি), পারিবারিক ইতিহাস, হরমোনের ভারসাম্যহীনতা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS), পূর্বে স্তন বা ওভারিয়ান ক্যানসারের ইতিহাস কারণসহ বিভিন্ন কারণে হতে পারে।

তলপেটে ব্যথা বা চাপ, পেট ফুলে যাওয়া বা ভারী অনুভব, খাবারের পরে দ্রুত পেট ভরে যাওয়া, মাসিকের অনিয়ম, মলত্যাগ বা প্রস্রাবে সমস্যা, ওজন কমে যাওয়ার মত কিছু সাধারণ লক্ষণ প্রকাশ পায়।

ওভারিয়ান টিউমারে হোমিওপ্যাথির অবদান
ওভারিয়ান টিউমার, বিশেষত নন-ক্যানসারাস (benign) টিউমার, হোমিওপ্যাথি চিকিৎসায় একটি উল্লেখযোগ্য ক্ষেত্র।

হোমিওপ্যাথি রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ অনুযায়ী চিকিৎসা করে। ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে পেট ব্যথা, অনিয়মিত মাসিক, এবং হরমোনের ভারসাম্যহীনতা লক্ষ্য করে ওষুধ নির্ধারণ করা হয়। হোমিওপ্যাথি টিউমারের আকার ছোট করতে এবং শরীরের সঠিক ভারসাম্য ফিরিয়ে আনতে কার্যকর হতে পারে। এটি অস্ত্রোপচার ছাড়াই টিউমার নিয়ন্ত্রণের সম্ভাবনা তৈরি করে।
ক্যানসারাস টিউমারের সহায়ক চিকিৎসা:
কেমোথেরাপি বা রেডিয়েশনের ফলে সৃষ্ট রোগীর শারীরিক ও মানসিক স্বস্তি আনতে হোমিওপ্যাথি ব্যবহার করা যেতে পারে। এটি কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে সাহায্য করে।

ওভারিয়ান টিউমার চিকিৎসায় হোমিওপ্যাথি একটি প্রাকৃতিক, নিরাপদ এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি। এটি রোগীর জীবনযাত্রার মান উন্নত করতে এবং টিউমারের উপসর্গ নিয়ন্ত্রণে রাখতে এবং সম্পূর্ণ নিরাময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

 #পোস্টটি_পড়ার_অনুরোধ_রইল🙏🙏আমাদের হোমিওপ্যাথি সিস্টেমের সাথে কি মিল রয়েছে? আমরা যুগে যুগে যে পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছি সেই...
18/01/2025

#পোস্টটি_পড়ার_অনুরোধ_রইল🙏🙏
আমাদের হোমিওপ্যাথি সিস্টেমের সাথে কি মিল রয়েছে? আমরা যুগে যুগে যে পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছি সেই পদ্ধতির সাথে এই গবেষণার মিল আছে কি না প্রশ্ন রইল সকলের কাছে???

বহুদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন ড. বিটা হালাসি।

তিনি পেশায় ক্রোয়েশিয়ান ভাইরাস বিশেষজ্ঞ। টিউমার ঠেকাতে বাম স্তন কেটে বাদ দেওয়া হয় তাঁর। কিন্তু সেখানে আবার দানা বাঁধে টিউমার। এমনটা ৩য় বারের মতো ঘটে তাঁর সাথে। 'কেমো' সমাধান নয়। আর কোনো পথ খোলা না পেয়ে নিজে নিজেই ভাইরোথেরাপির (ওভিটি) সিদ্ধান্ত নেন তিনি।

এই প্রক্রিয়ায় ভাইরাসের ডিএনএ কিছুটা পরিবর্তন করে সেগুলো অসুস্থ দেহে প্রবেশ করানো হয়। এরা নির্দিষ্ট টিউমার কোষকে টার্গেট করে ধ্বংস করে। ফলে এদেরকে ভাইরাস-অস্ত্রও বলা চলে। ড. বিটা নিজেই ভাইরাসের জৈবিক পরিবর্তন করে তা নিজের দেহে পুশ করেন। অদ্ভুতভাবে সেরেও ওঠেন তিনি।

অনকোলাইটিক ভাইরোথেরাপি (ওভিটি) চিকিৎসাবিজ্ঞানে এখনও খুব বেশি প্রচলিত নয়। বেশিরভাগ ওভিটি এখনও ক্লিনিকাল ট্রায়ালেই সীমাবদ্ধ। সেখানে নির্দিষ্ট নিয়মের পথে না গিয়ে, এভাবে নিজের ওপর প্রয়োগ করায় বিতর্কের শিকার হন ড. বিটা। এমনকি তাঁর গবেষণাপত্র বহু জার্নাল থেকে 'রিজেক্ট' করা হয়।।

 #ওভারিয়ান_সিস্ট /  #ডিম্বাশয়ের_সিস্টওভারিয়ান সিস্ট হল ডিম্বাশয়ে (ওভারি) তরল পদার্থে ভরা এক ধরনের থলি বা পকেট। এটি সাধার...
16/01/2025

#ওভারিয়ান_সিস্ট / #ডিম্বাশয়ের_সিস্ট

ওভারিয়ান সিস্ট হল ডিম্বাশয়ে (ওভারি) তরল পদার্থে ভরা এক ধরনের থলি বা পকেট। এটি সাধারণত ক্ষতিকারক নয় এবং অনেক সময় নিজে থেকেই সেরে যায়। তবে কিছু ক্ষেত্রে এটি জটিলতা তৈরি করতে পারে।

নারীরা অনেক ধরনের সিস্টে আক্রান্ত হয়ে থাকেন। যেমন– ফাংশনাল সিস্ট, পলিসিস্টিক (পিসিওএস) সিস্ট, অ্যান্ডমেট্রিওটিক সিস্ট, ডারময়েড সিস্ট এবং সিস্ট এডোনোমা। তবে একাধিক সিস্টকে একত্রে পলিসিস্ট বলা হয়। ছোট ছোট সিস্ট পুঁতির মালার মতো ওভারি বা ডিম্বাশয়কে ঘিরে রাখে। এই সিস্টের জন্য ওভারির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।�
অনেক সময় ওভারিয়ান সিস্ট কোনো লক্ষণ দেখায় না। তবে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা দিতে পারে:

• তলপেটে ব্যথা বা ভার অনুভব।

• অনিয়মিত মাসিক।

• গ্যাস বা পেট ফাঁপার অনুভূতি।

• বমি বমি ভাব।

• তলপেটে চাপ বা ফুলে থাকা।

• প্রস্রাবে চাপ বা সমস্যা।

এই ওভারিয়ান সিস্ট / ডিম্বাশয়ের সিস্ট বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে হরমোনজনিত সমস্যা,প্রজনন স্বাস্থ্যজনিত সমস্যা , অতিরিক্ত ওজন বা স্থূলতা, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম(PCOS)। এছাড়া অনিয়ম সেক্স লাইফ, দেরিতে বিয়ে বা দেরিতে সন্তান নেওয়ার কারণেও এ সমস্যা দেখা দিতে পারে।
কিছু সিস্ট কোনোধরণের সমস্যা না করেই একাই ঠিক হয়ে যায় যেমন: ফাংশনাল সিস্ট।তবে প্যাথলোজিকাল সিস্ট অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যার মধ্যে বন্ধ্যাত্ব, সিস্ট ফেটে যাওয়া (Rupture), ওভারি পাকিয়ে যাওয়া (Ovarian Torsion) , ওভারিয়ান ক্যান্সার এর মতো সমস্যা দেখা দিতে পারে।
তাই ওপরের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হোমিওপ্যাথিতে ওভারিয়ান সিস্টের ভূমিকা :

ওভারিয়ান সিস্ট / ডিম্বাশয়ের সিস্ট সমস্যা হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরভাবে নিরাময় করা সম্ভব। হোমিওপ্যাথিক চিকিৎসা রোগের মূল কারণের ওপর কাজ করে এবং দীর্ঘস্থায়ী সমাধান প্রদান করে। এটি শরীরের প্রাকৃতিক রোগপ্রতিরোধ ক্ষমতাকে জাগ্রত করে, যার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই রোগ নিরাময় হয়। ওভারিয়ান সিস্টের কারণে বন্ধ্যাত্বের ঝুঁকি থাকলে হোমিওপ্যাথি ডিম্বাশয়ের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করতে পারে।

তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা ও পরামর্শ নিয়ে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলি।

✍ Mayesha Afroz Bithi , Final Year, BHMS- Bachelor of Homeopathic Medicine & Surgery, Dhaka University (DU).

 #লিউকোরিয়া ( )/  #সাদা_স্রাব /  #যোনি_স্রাব:লিউকোরিয়া (Leukorrhea) বা সাদা স্রাব বা যোনি স্রাব হলো নারীদের একটি সাধারণ ...
15/01/2025

#লিউকোরিয়া ( )/ #সাদা_স্রাব / #যোনি_স্রাব:

লিউকোরিয়া (Leukorrhea) বা সাদা স্রাব বা যোনি স্রাব হলো নারীদের একটি সাধারণ গাইনোকলজিক্যাল সমস্যা, যা যোনি থেকে সাদা বা হলুদ রঙের স্রাব হিসেবে প্রকাশ পায়। এটি সাধারণত শারীরিক পরিবর্তনের কারণে হতে পারে, তবে যদি এটি অতিরিক্ত হয়, দুর্গন্ধযুক্ত বা দীর্ঘস্থায়ী হয়, তবে এটি বিভিন্ন সমস্যার ইঙ্গিত দিতে পারে।

লিউকোরিয়া / সাদা স্রাব / যোনি স্রাব যদি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হয় বা এর সঙ্গে চুলকানি, দুর্গন্ধ, বা ব্যথা থাকে, তবে এটি অস্বাভাবিক এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শারীরবৃত্তীয় পরিবর্তনের কারণ ছাড়া আরও অনেক কারণে লিউকোরিয়া বা সাদা স্রাব বা যোনি স্রাব হতে পারে। যেমন: ব্যাকটেরিয়াল সংক্রমণ ( Bacterial infection ) , ছত্রাক সংক্রমণ (Fungal Infection ), যৌনবাহিত রোগ (STD)-গনোরিয়া, ক্ল্যামিডিয়া, ট্রাইকোমোনিয়াসিস। এছাড়া যোনি প্রদাহ (Vaginitis), সার্ভিসাইটিস (Cervicitis), পেলভিক ইনফ্লেমিটরি ডিজিজও (PID) এই সাদা স্রাব বা লিউকোরিয়ার জন্য দায়ী। আরও রয়েছে পুষ্টিজনিত কারণ, অস্বাস্থ্যকর জীবনযাপন , মানসিক আশান্তি ও ক্লান্তি , জরায়ুর টিউমার , হরমোনাল কন্ট্রাসেপ্টিভের ব্যবহার , মেনোপজের সময় হরমোনের পরিবর্তন।

লিউকোরিয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসার অবদান

লিউকোরিয়া বা যোনি থেকে সাদা স্রাবের সমস্যা হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরভাবে নিরাময় করা সম্ভব। হোমিওপ্যাথিক চিকিৎসা রোগের মূল কারণের ওপর কাজ করে এবং দীর্ঘস্থায়ী সমাধান প্রদান করে। এটি শরীরের প্রাকৃতিক রোগপ্রতিরোধ ক্ষমতাকে জাগ্রত করে, যার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই রোগ নিরাময় হয়।

লিউকোরিয়া বা যোনি থেকে স্রাব বা সাদা স্রাব নারীদের মধ্যে একটি সাধারণ সমস্যা। এটি স্বাভাবিক বিষয় হলেও, যখন স্রাব বেশি হয়, দুর্গন্ধযুক্ত হয়, বা এর সঙ্গে অন্যান্য উপসর্গ দেখা দেয়, তখন এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। অনেক নারী এই সমস্যায় ভোগেন, কিন্তু লজ্জা বা সংকোচের কারণে সময়মতো চিকিৎসা নিতে দ্বিধাবোধ করেন। লিউকোরিয়া কোনো লজ্জার বিষয় নয়; এটি যেকোনো নারীর জীবনের স্বাভাবিক পরিবর্তনের একটি অংশ। চিকিৎসা না নিলে জটিলতা বাড়তে পারে:
লিউকোরিয়ার অবহেলা জরায়ু, ডিম্বাশয় বা প্রজনন স্বাস্থ্যে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। লিউকোরিয়া নিয়ে সংকোচ করবেন না। এটি আপনার স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজনন ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে।
তাই সচেতনতা, সাহস এবং সঠিক চিকিৎসাই এই সমস্যার সমাধান। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন এবং জীবনের প্রতিটি ধাপে আত্মবিশ্বাসী থাকুন।

লিউকোরিয়ার জন্য হোমিওপ্যাথি একটি নিরাপদ, কার্যকর এবং দীর্ঘমেয়াদী সমাধান। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে এই সমস্যার সম্পূর্ণ নিরাময় সম্ভব।

✍ Mayesha Afroz Bithi , Final Year, BHMS- Bachelor of Homeopathic Medicine & Surgery, Dhaka University (DU).

Address

Wasa Road, West Shewrapara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeopathic Solution by Dr. Mayesha Afroz Bithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram