
19/09/2025
❤️ হার্ট অ্যাটাক: যা জানা জরুরি
🔹 হার্ট অ্যাটাক কী?
হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ঘটে যখন হৃদপিণ্ডের কোনো অংশে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে ঐ অংশের পেশী ক্ষতিগ্রস্ত বা মারা যায়।
🔹 উপসর্গ
বুকের মাঝখান বা বাম দিকে চাপ/ব্যথা/চেপে ধরা অনুভূতি
ব্যথা হাত, পিঠ, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়া
শ্বাসকষ্ট
বমি বমি ভাব বা বদহজম
ঠান্ডা ঘাম, মাথা ঘোরা
🔹 ঝুঁকি কারণ
উচ্চ রক্তচাপ
উচ্চ কোলেস্টেরল
ধূমপান
ডায়াবেটিস
স্থূলতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
কম শারীরিক পরিশ্রম
পারিবারিক ইতিহাস
🔹 প্রতিরোধ
✅ ধূমপান ত্যাগ করুন
✅ স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন
✅ নিয়মিত ব্যায়াম করুন
✅ ওজন, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন
✅ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন
🔹 হার্ট অ্যাটাক হলে কী করবেন?
সঙ্গে সঙ্গে জরুরি নম্বরে ফোন করুন
কম ডোজ অ্যাসপিরিন +ক্লপিডোগ্রেন চিবিয়ে খান ৩০০+৩০০ মিলিগ্রাম
দ্রুত হাস্পাতালে পৌছার ব্যাবস্থা করুন
রোগীকে শান্ত রাখুন এবং বিশ্রামে রাখুন ( হাটাবেন না কারন হাটলে ওক্সিজেন শরীরের অক্সিজেন ডিমান্ড বেড়েগিয়ে হার্টের উপর উপর বাড়তি চাপ পড়বে)
👉 মনে রাখবেন, হার্ট অ্যাটাক সময়ের সাথে পাল্লা দিয়ে চলে। দ্রুত চিকিৎসা জীবন বাঁচাতে পারে।
নিয়মিত তথ্য পেতে সাথে থাকুন।
Dr. Akib Mahmud Siam