21/12/2020
Oxygen Concentrator :: অক্সিজেন কন্সেনট্রেটর ::
COVID-19 রোগীদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় এবং একমাত্র চিকিৎসা হলো অক্সিজেন। স্বাভাবিক মানুষের অক্সিজেন স্যাচুরেশন (৯৫-১০০) % থাকে। করোনা আক্রান্ত রোগীর স্যাচুরেশন খুব দ্রুত কমতে থাকে। এই অক্সিজেন স্যাচুরেশন ঠিক রাখার জন্য রোগীকে অক্সিজেন সরবরাহ করতে হতে পারে। হসপিটালে স্থান সংকুলান না হওয়ায় যারা বাসায় চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য, আবার যারা হসপিটাল থেকে ফেরত এসেছেন তাদেরও অক্সিজেন এর চাহিদা থাকে। আর এই চাহিদার চমৎকার এবং স্বল্প খরচের সমাধান হলো অক্সিজেন কন্সেনট্রেটর ( Oxygen Concentrator )
অক্সিজেন কন্সেনট্রেটর ডাক্তারের পরামর্শে যে কেউ খুব সহজেই ব্যাবহার করতে পারে। এটা এখন আমাদের ভরসা এবং এটা খুব সহজেই ব্যবহার করা যায় ।বহু মানুষ উপকার পাবে খুব দ্রুত।
কন্সেনট্রেটর ব্যবহারের সুবিধা হলো
১। এটি কোন রিফিল ছাড়াই রোগীকে অক্সিজেন সরবরাহ করতে পারে।
২। ভেন্টিলেটরের মতো শরীরের ভেতরে নল ঢুকানোর প্রয়োজন নেই, Nasal Cannula ব্যবহার করেই অক্সিজেন সরবরাহ করা যায়।
৩। খুব সহজে যেকোন জায়গায় পরিবহনযোগ্য