Physiotherapy Student Welfare Association

Physiotherapy Student Welfare Association It is a completely non-political, non-profitable, voluntary organisation.

25/11/2025

জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড ২০২৫
বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (BPSU) আয়োজিত
প্রফেশনাল ঐক্যবদ্ধতা, জ্ঞান ও ফিজিওথেরাপি পেশার উৎকর্ষ সাধনে আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে এক অনন্য প্রতিযোগিতা ও উৎসব—

“জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড ২০২৫”
চূড়ান্ত পর্বের ধাপসমূহ

🔹 প্রথম সেগমেন্ট: Round of Elimination & Leaderboard
সেরা ৪০ থেকে ২০ জন নির্বাচিত হবে

🔹 দ্বিতীয় সেগমেন্ট: Less Option More Points
সেরা ২০ থেকে ১০ জন নির্বাচিত হবে

🔹 সর্বশেষ সেগমেন্ট: Rapid Fire
এখানেই নির্বাচিত হবে —
🏆 জাতীয় চ্যাম্পিয়ন
🥈 রানার্স-আপ

স্থান:
ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউট
ড্যাফোডিল টাওয়ার, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা
(লিফটের ৪) অডিটোরিয়াম

তারিখ ও সময়:
📅 ২৮ নভেম্বর, ২০২৫ (শুক্রবার)
🕙 সকাল ১০:০০ টা

প্রোগ্রামে উপস্থিত থাকবেন:

– স্বনামধন্য ফিজিওথেরাপিস্টবৃন্দ
– নির্বাচিত প্রতিযোগীরা
– সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলী
– অতিথি ও আয়োজকবৃন্দ

ভেন্যু স্পন্সর:
🏢 ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউট

এক্সপার্ট প্যানেল / প্রফেশনাল সাপোর্ট :
🏢 ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউট

পৃষ্ঠপোষকতায়:
🎗 ভিশন ফিজিওথেরাপি সেন্টার

মিডিয়া পার্টনার:
📰 মেডি ভয়েস
📰 দৈনিক বজ্র ধ্বনি

Accomodation Partners:
Niribili Girls' Hostel
Bismillah Boys' Hostel

Bangladesh Physiotherapy Students Union - BPSU

15/11/2025

নবী (স.) বলেছেন:

" হে আল্লাহর বান্দারা! চিকিৎসা গ্রহণ করো। নিশ্চয়ই আল্লাহ যে রোগ সৃষ্টি করেছেন তার জন্য চিকিৎসাও সৃষ্টি করেছেন, শুধু বার্ধক্য ছাড়া।"

(সহিহ বুখারি, হাদীস ৫৬৭৮; সহিহ মুসলিম, হাদীস ২২০৪)

15/11/2025

Next⁉️

07/11/2025
02/11/2025

Difference between UMN & LMN lesion.

30/10/2025

🧠 স্ট্রোক কীভাবে চিনবেন? আসুন জেনে নি!

স্ট্রোক মানে হলো মস্তিষ্কে হঠাৎ রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া বা রক্তপাত হওয়া। এতে মস্তিষ্কের কোষ নষ্ট হয়ে যায় এবং শরীরের একপাশ কাজ করা বন্ধ করে দিতে পারে।

🔻স্ট্রোকের সাধারণ লক্ষণ:
** শরীরের এক পাশে দুর্বলতা বা অসাড়তা
** কথা জড়িয়ে যাওয়া বা বোঝাতে অসুবিধা
** এক বা দুই চোখে দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া
** মাথা ঘোরা বা ভারসাম্য হারানো
** হঠাৎ তীব্র মাথাব্যথা

🔻 চেনার সহজ উপায় — FAST Test:
F – Face: মুখ বেঁকে গেছে কি না
A – Arm: এক হাত নামিয়ে ফেলছে কি না
S – Speech: কথা স্পষ্ট হচ্ছে না কি
T – Time: উপসর্গ দেখলে দেরি না করে হাসপাতালে যান

মনে রাখুন:
স্ট্রোক একটি মেডিকেল ইমারজেন্সি। যত দ্রুত চিকিৎসা শুরু করবেন, তত বেশি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। স্টোক এর প্রথম ঘন্টা বলা হয় গোল্ডেন সময়।

17/10/2025

আমাদের NITOR ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে অশালীন আচরণ, শালীনতা বিরোধী কার্যকলাপ এবং প্রতিষ্ঠানের আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ড শুধু শিক্ষার পরিবেশকেই নষ্ট করে না, বরং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও নৈতিক মূল্যবোধকেও ক্ষুণ্ণ করে।

আমরা মনে করি, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভিত্তি হলো শৃঙ্খলা, শালীনতা এবং নৈতিকতা। কিন্তু বর্তমানে কিছু শিক্ষার্থী অনলাইনে অশালীন ভাষা ও অনৈতিক আচরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আচরণবিধি ও নৈতিক নীতিমালা ভঙ্গ করে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর ও উদ্বেগজনক পরিবেশ তৈরি করে।

আমরা শিক্ষার্থী সমাজ হিসেবে ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ, নৈতিক ও শিক্ষাবান্ধব পরিবেশ কামনা করি।
তাই প্রিয় প্রতিষ্ঠানের সুনাম ও শৃঙ্খলা রক্ষার্থে উক্ত কাজের নিন্দা জানাচ্ছি এবং ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষার্থে সকল শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানাচ্ছি।

14/10/2025

📘 Axon Physiotherapy QBank
আজ নিটোর কোর্স কো-অর্ডিনেটর ডা. নজরুল ইসলাম স্যারকে আমাদের বই Axon Physiotherapy QBank উপহার দেয়া হয়েছে।

বইটি তৈরি করা হয়েছে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও সুনির্দিষ্ট করতে। এতে অধ্যায়ভিত্তিক সাজানো প্রশ্ন, গুরুত্বপূর্ণ টপিক, এবং পরীক্ষায় আসা বিষয়গুলোর উপর বিশেষ ফোকাস দেওয়া হয়েছে।

আমাদের উদ্দেশ্য— শিক্ষার্থীরা যেন এক জায়গায় সম্পূর্ণ প্রস্তুতির সুযোগ পান, সময় বাঁচে, আর শেখা হয় আরও আত্মবিশ্বাসীভাবে।

ওমর এম. ইয়াঘি। প্যালেস্টাইনের সন্তান, মুসলিম বিজ্ঞানী ও নোবেলজয়ী।এ বছর কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন ওমর এম...
11/10/2025

ওমর এম. ইয়াঘি। প্যালেস্টাইনের সন্তান, মুসলিম বিজ্ঞানী ও নোবেলজয়ী।

এ বছর কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন ওমর এম. ইয়াঘি, এক গর্বিত মুসলিম ও প্যালেস্টাইনি বংশোদ্ভূত বিজ্ঞানী। তার সঙ্গে পুরস্কারটি ভাগ করেছেন সুশুমু কিতাগাওয়া ও রিচার্ড রবসন। তাদের যুগান্তকারী গবেষণা "Metal–Organic Frameworks" (MOFs) আধুনিক বিজ্ঞানে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

কিন্তু ইয়াঘির গল্প শুধু বিজ্ঞানের নয়। এটি এক বিশ্বাস ও অধ্যবসায়ের গল্প। এক শরণার্থী পরিবারের সন্তান হয়ে, সীমাহীন প্রতিকূলতার মাঝেও তিনি দেখিয়েছেন জ্ঞান, কৌতূহল আর ঈমানের শক্তিই মানুষকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে পারে। আজ তার নাম উচ্চারিত হচ্ছে সারা দুনিয়ায়, আর তার সঙ্গে উচ্চারিত হচ্ছে দুটি গর্বের পরিচয় — একজন মুসলিম, একজন প্যালেস্টাইনি।

ওমর এম. ইয়াঘি প্রমাণ করেছেন, যুদ্ধ নয়, জ্ঞানের আলোই পারে পৃথিবী বদলে দিতে। আর সেই আলো জ্বলে উঠেছে এক মুসলিম বিজ্ঞানীর হাতে।

02/10/2025

🔰মেডিকেলের প্রফ পরিক্ষার ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক অনেক বড় সহায়ক হয়।

✅ বিশাল সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ টপিক আলাদা করা যায়।
✅ বারবার আসা প্রশ্ন গুলো প্র্যাকটিস করে পরীক্ষায় সহজে উত্তর দেওয়া যায়।
✅ অধ্যায়ভিত্তিক সাজানো থাকায় পড়া গুছানো হয়।
✅ সময় বাঁচে, শেষ মুহূর্তের রিভিশনে খুব কাজে লাগে।
✅ উত্তর লেখার ধরন ও পরীক্ষার প্যাটার্ন বুঝতে সাহায্য করে।
✅ আত্মবিশ্বাস বাড়ায়, কারণ আগেই ধারণা থাকে কি আসতে পারে।

👉 সংক্ষেপে, মেডিকেলের কঠিন প্রস্তুতিকে সহজ ও কার্যকর করে তোলে একটি ভালো প্রশ্ন ব্যাংক।

🤎
01/10/2025

🤎

📚✨ কেন আমাদের প্রশ্ন ব্যাংক আপনার জন্য সেরা সহায়ক হবে?

🔹 অধ্যায়ভিত্তিক সাজানো প্রশ্ন
👉 পড়ার সময় আর গুলিয়ে ফেলতে হবে না। প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন একসাথে।

🔹 পরীক্ষায় বেশি আসা টপিক ফোকাস
👉 সময় বাঁচান, প্রস্তুতিতে থাকুন একদম টার্গেটেড।

🔹 সহজে পড়া ও মনে রাখার মতো
👉 সিম্পল ও স্মার্টভাবে সাজানো, যাতে পড়া হয় হালকা আর মনে থাকে দীর্ঘদিন।

🌟 বিশেষ করে যারা ১ম বর্ষে পড়ছেন, তাদের জন্য এটি হবে এক অমূল্য সহায়ক, ইন-শা-আল্লাহ।🔻

📖 "এখন থেকে পড়াশোনার চাপ কম, প্রস্তুতি হবে আরও আত্মবিশ্বাসী ও সাজানো।"

✅ প্রস্তুতি নিন বুদ্ধিমানের মতো, এগিয়ে থাকুন সবার আগে!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physiotherapy Student Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram