Exclusive Tea

Exclusive Tea We Provide best healthy tea.

অতিরিক্ত ও'জন,মে'দ,ভু'ড়ির কারনে আপনি কি চিন্তিত।অতিরিক্ত ও'জন ফি'ট্ ও ঝরঝরে রাখতে সাহায্য করে আমাদের স্লিমিং টি প্রোডাক্...
16/02/2023

অতিরিক্ত ও'জন,মে'দ,ভু'ড়ির কারনে আপনি কি চিন্তিত।
অতিরিক্ত ও'জন ফি'ট্ ও ঝরঝরে রাখতে সাহায্য করে আমাদের স্লিমিং টি প্রোডাক্ট।
Natural Super slimming Tea
সঠিক সময়ে ও'জন কমিয়ে নিজেকে রাখুন রোগমুক্ত সম্পূন্য ফি'ট্ এবং দীর্ঘাজীবি।
এতে আছে ১০০% প্রাকৃতিক উপাদান।
কোন side effect ছাড়া।
১ মাসে ৮-১০ কেজি ওজন কমাবে।

বিস্তারিত জানতে পেইজের ইনবক্স এ মেসেজ করুন অথবা কল করুন পেইজে দেয়া নাম্বার এ.....

পরিসংখ্যান বলছে,তাকে দেখে হাহা রিএক্টের সংখ্যা দ্রুত কমে আসছে। দ্রুত কমে আসছে তুচ্ছতাচ্ছিল্য- উপহাস করা কমেন্টের সংখ্যাও...
30/01/2023

পরিসংখ্যান বলছে,
তাকে দেখে হাহা রিএক্টের সংখ্যা দ্রুত কমে আসছে। দ্রুত কমে আসছে তুচ্ছতাচ্ছিল্য- উপহাস করা কমেন্টের সংখ্যাও ! সে এগিয়ে যাচ্ছে, আমরা মেনে নিচ্ছি! মেনে নিতে বাধ্য হচ্ছি, কেননা সে অযোগ্যতার উপর ভর করে যোগ্য হয়ে উঠছে, সে শূন্যের উপর দাড়িয়ে অসংখ্য সংখ্যা লিখছে।

অদূর ভবিষ্যতে আপনার বিশ্ববিদ্যালয়ে মোটিভেশান স্পিকার হিসেবে সে দাড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে যদি বলে বসে,
"হিরো আলম পারলে, আপনিও পারবেন!"
শুনে অবাক হবেন?

বিরুদ্ধ তুফান স্রোতে সাঁতরে কিভাবে নিজের স্বপ্নজয়ের পথে অক্লান্তভাবে ছুটতে হয় তা তিনি দেখাচ্ছেন, শেখাচ্ছেন!

আপনার একটি পোস্টে একটি বিরূপ কমেন্ট নিয়ে তর্ক বিতর্ক হলে সারাদিন আপনার শরীর রাগে গিজগিজ করে, আপনি একটি কাজে দু-তিনবার ফেল মারলেই হতাশা চলে আসে, আপনাকে নিয়ে আশপাশের কেউ কটুক্তি করলেই বিরক্তি আসে,থেমে যেতে ইচ্ছে করে। সেখানে এই মানুষটা কি করছে? আগুন নাহ? জাস্ট আগুন নাহ?
সব পুড়িয়ে দিচ্ছে! 💪🔥

তার প্রচেষ্টাকে আপনার সম্মান জানাতেই হবে, আজ না হয় পরশু, স্বইচ্ছায় অথবা বাধ্য হয়ে। কিন্তু সম্মান আপনাকে জানাতেই হবে!

নিরন্তর শুভকামনা.....
আশরাফুল আলম (হিরো আলম)
Hero Alom

29/01/2023

মিল্কশেকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এই ভিটামিন শরীরে রো'গ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন,,, বি৬ রয়েছে। এসব উপাদান গুলো হজ'ম ক্ষমতা বাড়াতে বাড়াতে সাহায্য করে।

এটি আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর করে, আপনার হর'মোন কে ব্যালেন্স করে আপনার ও"জন বৃদ্ধিতে সহায়তা করবে।

👉👉বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা পেইজে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন ।

আমাদের মিল্ক শেক প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক ও বিভিন্ন ফলফলাদি ও পুষ্টিকর যেমন - বাদাম, শাল দুধ, কালোজিরা, চকলেট, কোক...
21/01/2023

আমাদের মিল্ক শেক প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক ও বিভিন্ন ফলফলাদি ও পুষ্টিকর যেমন -
বাদাম, শাল দুধ, কালোজিরা, চকলেট, কোকো পাওয়ার, গাজর, কাজুবাদাম কাটবাদাম ও মাশরুম সহ ৫০+ বিভিন্ন উপাদান রয়েছে যা শরীরের প্রতিটি অঙ্গের জন্য কাজ করে এবং নিখুঁত স্বাস্থ্য বজায় রাখে।

যার ফলে ওজন বৃদ্ধি করে আপনাকে আরো বেশি স্মার্ট ও ফিট রাখতে পারবেন।

আলহামদুলিল্লাহ।আমাদের প্রডাক্ট সেবন করার পর কাস্টমারের দেওয়া রিভিউ।আপনাদের সঠিক সেবা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য ❤️
20/01/2023

আলহামদুলিল্লাহ।
আমাদের প্রডাক্ট সেবন করার পর কাস্টমারের দেওয়া রিভিউ।
আপনাদের সঠিক সেবা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য ❤️

চিক'ন রোগা স্বা'স্থ্য স্থায়ীভাবে মোটা করুন, বিশ্বমানের কোয়ালিটি সম্পুর্ন ফুড সাপ্লিমেন্ট সেবন করে নিজেকে আরও আকর্ষণীয় ও ...
14/01/2023

চিক'ন রোগা স্বা'স্থ্য স্থায়ীভাবে মোটা করুন,
বিশ্বমানের কোয়ালিটি সম্পুর্ন ফুড সাপ্লিমেন্ট সেবন করে নিজেকে আরও আকর্ষণীয় ও স্বা'স্থ্যবান করে গড়ে তুলুন ন্যাচারালি,

বিস্তারিত জানতে আজই ইনবক্সে আসুন

11/01/2023

আপনি কি অতিরিক্ত চি'ক'ন স্বা"স্থ্য সমস্যা'য় ভুগছেন?
আর- নয় দুশ্চিন্তা
বিশ্ব"মানের সে'বা নিন ঘরে বসেই
বিস্তারিত জানতে ইনবক্স এ মেসেজ করুন
অথবা পেইজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন
01837216373
ধন্যবাদ। আসসালামু আলাইকুম

ব্যায়াম কিংবা ডা"য়েট এর ঝামেলা ছাড়াই নিজেকে ফি,ট করে তুলুন।।বেবির আম্মুদের জন্য সেরা সুখবর কোন প্রকার জুট ঝামেলা ছাড়াই অ...
09/01/2023

ব্যায়াম কিংবা ডা"য়েট এর ঝামেলা ছাড়াই নিজেকে ফি,ট করে তুলুন।।

বেবির আম্মুদের জন্য সেরা সুখবর কোন প্রকার জুট ঝামেলা ছাড়াই অতিরিক্ত মে, দ ছাটাই করুন খুব সহজেই।।

সাইন্সল্যাবের অনুমোদন প্রাপ্ত সম্পুর্ন সা"ইড এফে'ক্ট ছাড়াই।।
দেশের যে কোন প্রান্তে হোম ডেলিভারিতে পন্য গ্রহন করুন।
বিস্তারিত জানতে Send message অপশনে ক্লিক করুন অথবা ফোন দিন পেইজে দেয়া নাম্বারে

08/01/2023

সুস্থ থাকার দোয়াঃ

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ.

হৃদরোগ কি, কেন হয়?হৃদপিণ্ড অকার্যকর বা হার্ট ফেইলিওর বেশ জটিল একটি সমস্যা। হার্ট যখন তার কাজ ঠিকঠাকমতো করতে পারে না,তখন ...
06/01/2023

হৃদরোগ কি, কেন হয়?

হৃদপিণ্ড অকার্যকর বা হার্ট ফেইলিওর বেশ জটিল একটি সমস্যা। হার্ট যখন তার কাজ ঠিকঠাকমতো করতে পারে না,তখন হার্ট ফেইলিওর হয়। হার্টে ফেল করলে হৃৎপিন্ড সংকোচনের মাধ্যমে রক্ত বের করতে পারে না ফলে ফুসফুস, পা এবং পেটে পানি জমে যায়। হার্ট ফেইলুর হঠাৎ করে হতে পারে আবার ধীরে ধীরে হতে পারে।

হৃৎপিন্ড প্রতি মিনিটে ৬০ থেকে ১০০ বার সংকোচন-প্রসারনের মাধ্যমে দেহের প্রতিটি কোষে বিশুদ্ধ রক্ত ও খাদ্যকণা পৌঁছে দেয়। একই সঙ্গে দেহের দুষিত রক্তকে বিশুদ্ধ করণের জণ্য ফুফুসে সরবরাহ করে। দেহের প্রতিটি আঙ্গের বেঁচে থাকার জন্য হৃৎপিন্ডকে সুস্থভাবে বেঁচে থাকতে হয়। নিজের প্রয়োজনীয় রসদ হৃৎপিন্ড নিজস্ব তিনটি করোনারি আর্টারির মাধ্যমে নিয়ে থাকে। হৃৎপিন্ড তার কাজ ঠিকমতো করতে না পারাকেই হার্ট ফেইলুর বলা হয় যা সহজভাবে হার্ট ফেল নামে পরিচিত।

হার্ট ফেলের কারণ

শসা একটি উপকারি খাবার। এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার। এখন সারা বছর বাজারে শসা পাওয়া যায়। শসা শরীরের জন্য...
06/01/2023

শসা একটি উপকারি খাবার। এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার। এখন সারা বছর বাজারে শসা পাওয়া যায়। শসা শরীরের জন্য খুব ভালো। বেশির ভাগ রোগের ক্ষেত্রেই রোগীরা শশা খেতে পারেন, তার কারণ শশার খাদ্য ও পুষ্টিগুণ। শুধু রূপচর্চায় নয়, শরীরকে ভেতর থেকে ঠিক রাখতে শশা নিয়মিত খাওয়া দরকার।

কেন খাবেন শশা?

১) কিডনির পাথর-
শশার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে। নিয়মিত শশা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা হয়। ইউরিনারি, ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যার সমাধানে বেশ সাহায্য করে শশা।

২) জল শূন্যতায়-
শরীরে জলের চাহিদা মেটাতে শশা খুবই উপকারী। একটি শশায় প্রায় ৯৫ শতাংশ জল থাকে। দুর্বলতা কাটিয়ে দ্রুত সতেজ করে তোলে।

৩) রক্তচাপ নিয়ন্ত্রণে-
শশায় আছে প্রচুর ভিটামিন সি, ম্যাগনিসিয়াম, সিলিকা, পটাসিয়াম ও আঁশপদার্থ। এগুলি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। শশার উপাদান উচ্চ এবং নিম্ন রক্তচাপ দু’ই নিয়ন্ত্রণ করে। হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার করে।

৪) ওজন হ্রাসে-
এতে উচ্চমাত্রায় জল থাকে। নিম্নমাত্রায় ক্যালরি থাকে। ফলে দেহের ওজন কমাতে আদর্শ এটি।

৫) হজমে-
কাঁচা শশা চিবিয়ে খেলে ভালো হজম হয়। এরেপসিন নামক অ্যানজাইমের জন্য দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য দূর হয়। আলসার, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী।

৬) রূপচর্চায়-
স্বাস্থ্য রক্ষার সঙ্গে ত্বক এবং চুলের জন্যও সমানভাবে উপকারী। এগজিমা সারাতে ও আটকাতেও বিশেষ উপকারী শশা।

৭) চোখের যত্নে-
শশা গোল করে কেটে চোখের পাতার ওপর রাখলে যেমন চোখের পাতায় জমে থাকা ময়লা অপসারিত হয়, তেমনি চোখের জ্যোতি বাড়ায়। এমনকি চোখের প্রদাহ প্রতিরোধক উপাদানও থাকে এতে। ছানি পড়া আটকায়।

৮) চুল ও নখের জন্য-
শশায় থাকা খনিজ চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে। এ ছাড়া সালফার ও সিলিকা চুল বৃদ্ধিতে সাহায্য করে।

৯) মাথাব্যথায়-
সকালে ঘুম থেকে ওঠার পর যে মাথাব্যথা হয়, শরীরে অবসাদ আসে তা শশার উপাদান সমূহ যেমন – ভিটামিন বি ও সুগার এ সব দূর করে। ঘুমাতে যাওয়ার আগে কয়েক টুকরো শশা খেলে ঘুম থেকে ওঠার পরের এই সমস্যা দূর হয়।

১০) গেঁটেবাত-
প্রচুর পরিমাণে সিলিকা থাকে এতে। গাজরের রসের সঙ্গে শশা রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা কমে। গেঁটেবাতের ব্যথা কমে। আর্থ্রাইটিসের ব্যথাও উপশম করে।

আপনি কি মে' দ ভু' ড়ি ও'জন নিয়ে চিন্তিত?আর নয় অহেতুক দুশ্চিন্তা। আপনাদের জন্য গ্যারান্টি সহকারে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ...
02/01/2023

আপনি কি মে' দ ভু' ড়ি ও'জন নিয়ে চিন্তিত?
আর নয় অহেতুক দুশ্চিন্তা। আপনাদের জন্য গ্যারান্টি সহকারে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরী অর্গানিক টী।🌿
যা বাংলাদেশ Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) কর্তৃক পরীক্ষিত ও অনুমোদিত। তাই নিশ্চিন্তে হয়ে ওঠুন আরো বেশি ফিট, আরো বেশি আকর্ষনীয়।।
বিস্তারিত জানতে বা অর্ডার করতে সেন্ড মেসেজ এ ক্লিক করুন / কল করুন পেইজে দেয়া নাম্বার এ

Address

Gazipur
Dhaka
1701

Alerts

Be the first to know and let us send you an email when Exclusive Tea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Exclusive Tea:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram