Elite Piles Health

Elite Piles Health Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Elite Piles Health, Medical and health, Dhaka.

🔰আসসালামু আলাইকুম🔰
আমাদের যাবতীয় সকল মেডিসিন গুলো সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত & ন্যাচারাল অথেনটিক! যা ১০০% কার্যকর & BSTI, BCSIR & Bangladesh Govt. পরীক্ষা ও অনুমোদিত!

🔰আপনাদের সুস্থতা-ই
আমাদের সফলতা..‼️
Elite Piles Health এটা বাংলাদেশ বিসিএস সাইন্সল্যাবের পরিক্ষিত ১ মাত্র প্রডাক্ট এবং বিএসটিআইয়ের অনুমোদিত কোনো সাইড এফেক্ট নেই সম্পুর্ন ন্যাচারাল। যা আপনাকে দিবে স্থায়ী সমধান। ইনশাআল্লাহ ১০০% ভালো রেজাল্ট পাবেন। স্থায়ী রেজাল্ট এর জন্য ২মাস ব্যবহার করতে হবে।

লাইভ বা জীবন্ত খাবারের বৈশিষ্ট্য কি কি!? Piles Health            🥗
28/12/2024

লাইভ বা জীবন্ত খাবারের বৈশিষ্ট্য কি কি!?
Piles Health

🥗

আপনার কি হার্টের সমস্যা ⁉️হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ১০টি খাবার! Elite Piles Health
27/12/2024

আপনার কি হার্টের সমস্যা ⁉️
হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ১০টি খাবার!

Elite Piles Health

09/12/2024

⚠ আপনি কি জানেন, আমাদের পৃথিবীর তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় এখন ০.৮-১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি❓

👉 বাংলাদেশের জন্য এর মানে হচ্ছে আমাদের শিশুরা জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন তাপপ্রবাহ, বায়ু দূষণ এবং বন্যার খুব উচ্চ ঝুঁকিতে আছে, যদিও তারা এই সমস্যার জন্য দায়ী নয়।

নিমপাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে। দেহের চামড়ার ইনফেকশন রোধে ও ব্রণ, চুলকানি ও এলার্জি রোধের ক্ষেত্রে নিমপাতা অনে...
26/11/2024

নিমপাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে। দেহের চামড়ার ইনফেকশন রোধে ও ব্রণ, চুলকানি ও এলার্জি রোধের ক্ষেত্রে নিমপাতা অনেক উপকারি। এছাড়া শরীরের ব্যাথা, কান ব্যাথা, মাথা ব্যাথা, কেঁটে গেলে, পুড়ে গেলে, মচকানো, জ্বর কমাতে নিমপাতা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। নিম গাছের ডাল, পাতা, রস, ফুল, ফল, তেল, বাকল, শিকড় সবই কাজে লাগে। জেনে নেই নিমপাতার অসাধারণ গুনাগুণ ও উপকারিতা সম্পর্কে।

নিমপাতার ভেষজ গুনাগুন ও ব্যবহার :
নিমপাতার ভেষজ গুনাগুন, উপকারিতা জানার আপনার ইচ্ছেকে অভিনন্দন। আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে। ভেষজ গাছের মধ্যে নিমগাছ একটি অন্যতম। এটি আমাদের দেহ ও মনকে সুস্থ রাখে। নিম্নে বিষদ ভাবে বর্ণনা করা হলো : –

কফজনিত বুকের ব্যথা: আমাদের অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা হয়। এ সময় ৩০ ফোটা নিম পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিনে ৩/৪ বার খেতে হবে। এতে বুকের ব্যথা কমে যাবে। সতর্কতাঃ গর্ভবতী, শিশু ও বৃদ্ধদের জন্য এই ঔষধটি নিষেধ।

এইডস (HIV/AIDS): নিম গাছের বাকল হতে আহরিত রস এইডস ভাইরাসকে মারতে সক্ষম। নিম পাতার রস অথবা পুরু পাতা অথবা নিম পাতার চা পান করলে এইডস রোগের কোনো ঝুঁকি থাকে না। নিম গাছের বাকল হতে আহরিত নির্যাস এইডস ভাইরাসকে মারতে সক্ষম। নিম পাতার নির্যাস অথবা পুরু পাতা অথবা নিম পাতার চা পান করলে এইডস উপশম হয়।

উকুন নাশ (Lice removal): বেশির ক্ষেত্রে মেয়েদের মাথায় উকুন হয়। আর উকুন হলে অনেক ক্ষেত্রে মাথায় বিভিন্ন সমস্যা দেখা দেয়। নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগিয়ে ১ ঘন্টা পরে মাথা ধুয়ে ফেললে ২/৩ দিনের মধ্যে উকুন মরে যাবে। অথবা নিমের ফুল বেটে মাথায় মাখলে উকুন মরে যায়।

ব্রণ তাড়ায় (Acne removal): নিমপাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী। ত্বকের সুরক্ষায় নিমপাতার জুড়ি নেই। ব্রণের সংক্রমণ হলেই নিম পাতা গুঁড়ো করে পেস্ট বানিয়ে ব্রণে লাগিয়ে দিন। এতে ভালো ফল নিশ্চিত। নিম পাতা পেষ্ট করে মধুর সাথে মিশিয়ে প্রলেপ দিলে ব্রণ সেরে যায়। যতদিন ব্রণ না শুকোচ্ছে ততদিন পর্যন্ত এভাবে লাগিয়ে যান। মুখের যেকোনো ধরনের ফুসকুড়ি, ডার্ক স্পট এবং দীর্ঘমেয়াদি ঘা দূর করে নিম।

কৃমি (Worms): পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়। পেট বড় হয়। চেহারা ফ্যাকাশে হয়ে যায়। এই জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুঁড়ো দিনে ৩ বার সামান্য গরম পানিসহ খেতে হবে।

অজীর্ণ (Indecent): অনেকদিন ধরে পেটের অসুখ, পাতলা পায়খানা হলে ৩০ ফোঁটা নিম পাতার রস অর্ধেক কাপ পানির সঙ্গে মিশিয়ে সকাল-বিকাল খাওয়ালে উপকার পাওয়া যায়।

খোস পাচড়া (Pacara itch): নিম পাতা সিদ্ধ করে পানি দিয়ে গোসল করলে খোসপাচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়।

বহুমূত্র রোগ (Diabetes): প্রতিদিন ১ টেবিল চামচ নিম পতার রস সকালে খালি পেটে ৩ মাস খেলে ডায়বেটিস থেকে মুক্তি হয়। প্রতিদিন সকালে ১০টি নিম পাতা গুড়া বা চিবিয়ে সেবন করলে ডায়বেটিস ভাল হয়। নিম পাতার রস খেলে ৩০-৭০% ইনসুলিন নেয়ার প্রবণতা কমে যায়।

বসন্ত (Spring Disease): বসন্ত রোগ প্রায় সকলের একবার না একবার হয়ে থাকে। কিছু নিম পাতা ও কাঁচা হলুদের সাথে বেটে বসন্তের গুটিতে দিলে গুটি দ্রুত শুকিয়ে যায়।

রাতকানা (Night Blindness): নিমপাতা রাতকানা রোগ দূর করতে বেশ উপকার করে। নিম ফুল ভাজা খেলে রাতকানা উপশম হয়।

পোকা-মাকড়ের কামড় (Insect bites): পোকা মাকড় কামড়ালে বা হুল ফোটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হয়।

দাঁতের রোগ (Dental Disease): নিমের পাতা ও ছালের গুঁড়ো কিংম্বা নিমের ছাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত মজবুত হয়।

জন্ম নিয়ন্ত্রণে নিম (In neem birth control): নিম তেল একটি শক্তিশালী শুক্রাণুনাশক হিসেবে কাজ করে। ভারতীয় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে, নিম তেল মহিলাদের জন্য নতুন ধরনের কার্যকরী গর্ভনিরোধক হতে পারে। এটি ৩০ সেকেন্ডের মধ্যেই শুক্রানু মেরে ফেলতে সক্ষম।

ব্লাড সুগার (Blood sugar): ব্লাড সুগারের রোজ সকালে খালি পেটে ১৫ থেকে ২০ টি নিম পাতা চিবিয়ে খেলে উপকার হয়। চিবিয়ে খেতে অসুবিধা হলে একই নিয়মে ৫ থেকে ৬ চামচ নিমপাতার রস খেলে একই উপকার হয়।

মাথাধরা (Headache): নিম তেল মাখলে মাথা ধরা কমে যায়। সেই সাথে বেশি করে পানি পান করলে বেশ ভালো উপকার পাওয়া যায়।

চোখের সমস্যা দূর করে (Remove eye problem): কিছু নিম পাতা সেদ্ধ করার পর পানিটুকু ছেঁকে পুরোপুরি ঠাণ্ডা করে নিতে হবে। এরপর সেই পানি দিয়ে চোখ ধুয়ে নিতে হবে। এতে চোখের যেকোনো ধরনের প্রদাহ, ক্লান্তি বা লালচে ভাব দূর হবে।

ক্যান্সার নিরাময় (Cancer Cure): নিমপাতা ক্যান্সারের মতো ভয়ানক রোগের প্রতিকার করে থাকে। নিম তেল, বাকল ও পাতার নির্যাস ব্যবহারে ক্যান্সার-টিউমার, স্কীন ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়।

স্বপ্নদোষ প্রশমন (Nocturnal emission mitigation): নিম ছালের রস ১-২ চা চামচ ১ (এক) গ্লাস পরিমাণ গরুর দুধে মিশিয়ে রাত্রে শয়নকালে সেবন করলে স্বপ্নদোষ প্রশমিত হয়।

কানফোঁড়া সারায় (The Ear Drops): কয়েকটি নিমপাতা গুঁড়ো করে এর সঙ্গে মধু মিশিয়ে নিন। যেকোনো ধরনের কানফোঁড়া সারাতে এই মিশ্রণের কয়েক ফোঁটাই যথেষ্ট।

খোস-পাঁচড়া ও পুরনো ক্ষত (Scabies & old wounds): নিম পাতার সাথে সামান্য কাঁচা হলুদ পিষে নিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ আকারে ৭-১০ দিন ব্যবহার করলে খোস-পাঁচড়া ও পুরনো ক্ষতের উপশম হয়। নিম পাতা ঘিয়ে ভেজে সেই ঘি ক্ষতে লাগালে ক্ষত অতি সত্বর আরোগ্য হয়।

অন্যান্য ত্বকের সমস্যাও দূর করে (And remove other skin problems): নিমপাতা গুঁড়ো করে পেস্ট তৈরি করে তার সঙ্গে হলুদ মিশিয়ে যেকোনো ধরনের খুজলি, একজিমা, রিঙ ওয়ার্ম এবং প্রদাহজনিত ত্বকের রোগ প্রতিকার করা যায়।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় (Increases Immunity): কয়েকটি নিমপাতা চুর্ণ করে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে পান করলে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

বমি (Vomiting): বমি বমি ভাব বা বমি আসতে থাকলে নিম পাতার রস ৫-৬ ফোঁটা দুধ দিয়ে খেলে উপশম হয়।

চোখের ব্যথা (Eye Pain): চোখে চুলকানি হলে নিমপাতা পানিতে দশ মিনিট সিদ্ধ করে ঠাণ্ডা করে নিয়ে। চোখে সেই পানির ঝাপটা দিতে হবে। এতে আরামবোধ করবেন। নিম পাতা সামান্য শুস্ক আদা ও সৈন্ধব লবণ একত্রে পেস্ট করে সামান্য গরম করে একটি পরিস্কার পাতলা কাপড়ে লাগিয়ে তা দ্বারা চোখ ঢেকে দিলে চোখের যন্তনা ও ব্যথা সেরে যায়।

আলসার নিরাময় (Ulcer Healing): নিমপাতার আরেকটি বিশেষ গুন হলো আলসার প্রতিরোধ করা। নিম পাতার নির্যাস ও নিম বীজ হতে নিম্বিডিন নির্যাস খেলে পেপটিক ও ডিওডেনাল আলসার উপশম হয়।

জন্ডিস (jaundice): ২৫-৩০ ফোঁটা নিম পাতার রস একটু মধুর সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

ক্ষত সারায় (Cure wounds): কিছু নিম পাতা বেটে পেস্ট বানিয়ে আঘাতজনিত ক্ষত বা কীটপতঙ্গের কামড়ে সৃষ্ট ক্ষত জায়গায় প্রতিদিন কয়েকবার করে লাগালে তা দ্রুত সেরে যাবে।

খুশকি তাড়ায় (Dandruff) : কিছু নিম পাতা ও পরিমাণ মতো পানি নিয়ে সেদ্ধ করুন। যতক্ষণ না পানি নীল হচ্ছে সে পযন্ত পানি সেদ্ধ করতে হবে। এরপর তা ঠাণ্ডা করে রাখুন। গোসল করার সময় চুল শ্যাম্পু করে ধোয়ার পর এই পানি দিয়ে মাথা পরিষ্কার করুন।

লেবুর শরবত খাওয়ার উপকারিতা:এই গরমে যখন তীব্র দাবদাহে ক্লান্ত, ঠিক তখনই এক গ্লাস লেবুর শরবত হলে প্রাণটা জুরিয়ে যায়। শুধু ...
26/11/2024

লেবুর শরবত খাওয়ার উপকারিতা:

এই গরমে যখন তীব্র দাবদাহে ক্লান্ত, ঠিক তখনই এক গ্লাস লেবুর শরবত হলে প্রাণটা জুরিয়ে যায়। শুধু শরবত হিসেবেই নয়, ওজন কমাতেও অনেকেই সকালে লেবুর শরবত খান। কিন্তু জানেন কি লেবুর শরবত শুধু ওজন কমানো নয়, আরও অনেক উপকার পাচ্ছেন আপনি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার রাখার মতো প্রচুর উপকার করে লেবু। জেনে নিন লেবুর অসাধারণ ১০ উপকারিতা।


১। হজম শক্তি বাড়ায়: লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে। বদহজম, বুক জ্বালার সমস্যাও সমাধান করে লেবু পানি।

২। ক্ষত সারায়: লেবুর মধ্যে থাকা অ্যাবসরবিক অ্যাসিড ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে। হাড়, তরুনাস্থি ও টিস্যুর স্বাস্থ্যা ভাল রাখে।

৩। পেট পরিষ্কার রাখে: শরীর থেকে অপ্রয়োজনীয়, ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে লেবু পানি। ফলে ইউরিনেশন ভাল হয়। লিভার ভাল থাকে।

৪। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: লেবুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা দূর করতে অব্যর্থ। স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। ফুসফুস পরিষ্কার করে হাঁপানি সমস্যার উপশম করে।

৫। ত্বক দাগ মুক্ত রাখে: লেবুতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। ব্যাকটেরিয়া রুখে অ্যাকনে সমস্যার সমাধান করে। রক্ত পরিষ্কার রেখে ত্বকের দাগ ছোপ দূরে রাখে।

৬। এনার্জি বাড়িয়ে মুড ভাল রাখে: লেবু খেলে শরীরে পজিটিভ এনার্জি বাড়ে। উত্কণ্ঠা ও অবসাদ দূরে রেখে মুড ভাল রাখতে সাহায্য করে লেবু।

৭। পিএইচ ব্যালান্স: লেবু শরীরের পিএইচ ব্যালান্স সঠিক রাখতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড মেটাবলিজমের পর ক্ষার হিসেবে কাজ করে। ফলে রক্তের পিএইচ ব্যালান্স বজায় থাকে।

৮। শ্বাস- প্রশ্বাস ভাল রাখে: লেবু ফুসফুস পরিষ্কার রাখার ফলে শ্বাস-প্রশ্বাস তাজা রাখে। খাওয়ার পর লেবু পানি দিয়ে মুখ ধুলে ব্যাকটেরিয়া দূর হয়।

৯। লিম্ফ সিস্টেম: গরম পানিতে লেবু দিয়ে খেলে শরীর হাইড্রেটেড থাকে। শরীরে ফ্লুইডের সঠিক মাত্রা বজায় রেখে কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, রক্তচাপজনিত সমস্যা দূরে রাখে। ঘুম ভাল হয়।

১০। ওজন কমায়: সব শেষে আসি ওজনের কথায়। লেবুতে থাকা পেকটিন ফাইবার খিদে কমাতে সাহায্য করে। সকালে উঠে লেবু দিয়ে গরম পানি খান। সারা দিন কোন খাবার খাবেন, কোনটা খাবেন না তা বেছে নিতে সাহায্য করে লেবু পানি।

26/11/2024

🔰আসসালামু আলাইকুম🔰
আলহামদুলিল্লাহ পেসেন্টের হাজার হাজার রিভিউ & সুস্থতা নিশ্চিত করতে পেরে আমার গর্বিত🤲🏻!

💠 ইনশা-আল্লাহ আমাদের চি'কি'ৎসা'য় মল'দ্বারের সকাল অ'ষ্ঠিত/জটিল রো'গ থেকে মাত্র ৩০ দিনে বি\না-অপা\রেশনে সম্পূর্ণ স্থা\য়ী স\মাধান করুন !
ঔ'ষধ সে\বনের ৫-৭ দিনের মধ্যে যে সব পরিবর্তন লক্ষ করতে পারবেনঃ
✅ম'লদ্বা'রের ব্যা\থা জ্বা\লাপোড়া ভালো হয়ে যাবে ।
✅র'ক্ত পাত সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ।
✅পূ'জ পড়া বন্ধ হয়ে যাবে ।
✅কো\ষ্ঠকাঠিন্য বা ব\দহজম স্বাভাবিক হয়ে যাবে ।
✅ গে\জ-মাং^স পি\ন্ডি ২০-২৫ দিন শুকিয়ে তুলবে।
আলহামদুলিল্লাহ দীর্ঘ ৫ বছর যাবত সুনামের সাথে চি'কি'ৎসা সেবা দিয়ে আসছি।

অ\ভিজ্ঞ চি\কিৎসকের প\রামর্শে মে\ডিসিন নিতে এখনই "ORDER NOW" ক্লিক করুন ⬇️

আপনার খাবারের তালিকায় ভালো কিছু যোগ করতে চাইলে বিটরুট যোগ করতে পারেন। পাবেন একাধিক উপকার। খেতেও মজা। বিট রান্না করে খাওয়...
25/11/2024

আপনার খাবারের তালিকায় ভালো কিছু যোগ করতে চাইলে বিটরুট যোগ করতে পারেন। পাবেন একাধিক উপকার। খেতেও মজা। বিট রান্না করে খাওয়া যায় আবার সালাদ বানিয়েও খওয়া যায়।

আপনার শারীরিক মানসিক স্বাস্থ্য দুটোই ভালো রাখবে এটি।
এবার চলুন বিটরুটেরে উপকারিতাগুলো জেনে নেই।

১. উচ্চ রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ

একটা বয়সের পর নারীদের মনোপজ হয়। শরীর তখন যেমন বেশি পরিমাণে লবণ শোষণ করে খাবার থেকে।

যা রক্তচাপ বাড়িয়ে দেয়। যেখান থেকে শুরু হবে বুক ধড়ফড় করা, মাথাব্যাথা এবং উদ্বেগ। চিকিৎসা না করলেই পড়বেন বিপদে। বিটরুট কিন্তু এইক্ষেত্রে বেশ উপকারি।
গবেষণায় জানা গেছে বিটে রয়েছে নাইট্রেটস, যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয়।
২. জ্বালা পোড়া বা প্রদাহ কমায়

বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালীর প্রদাহ কমিয়ে দেয়। নাইট্রেট ছাড়াও বিটে পাবেন বেটালাইনস। এটি এক ধরনের পিগমেন্ট। বেটালাইনসও রক্তনালীর প্রদাহ কমিয়ে দেয়।

এই দুটো উপাদান মিলেই আপনার শরীরে রোগের ঝুঁকি কমিয়ে দেয়।
৩. হজম শক্তি বাড়ায়

হজমের সমস্যায় ভুগলে বিট খাওয়া শুরু করে দিন। কারণ, আপনার হজম সংক্রান্ত সকল সমস্যা দূর করবে বিট। বিট আঁশ জাতীয় খাবার। আঁশ জাতীয় খাবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য, ডাইভার্টিকুলাইটিস এমনকি কোলন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়।

৪. শারীরিক শক্তি বাড়ায়

বয়সের সাথে সাথে শরীরের শক্তি কমে যায়। শরীরের শক্তি বাড়াতে চাইলে আপনাকে সাহায্য করবে বিট। বিট এমনই একটি সবজি যার বহু গুণ। বুড়ো বয়সে নাতি-নাতনির সাথে দৌঁড়াতে চাইলে খাদ্য তালিকায় বিটরুট যোগ করুন।

৫. মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়

যত দিন যাবে মস্তিষ্কের কর্মক্ষমতা কমতে থাকবে। ভুলে যাবেন সবকিছু। এক কাপ বিট খেলেই কিন্তু বেঁচে যাবেন এই অবস্থা থেকে। বিট মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং ব্লাড সুগার ঠিক রাখে।

৬. ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়

কোলন ক্যান্সারের বিরুদ্ধে বিট খুব ভালো কাজ করে এবং এর ঝুঁকি কমিয়ে দেয়। প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট ও পিগমেন্টের কারণে ধারণা করা হয় লাল বিট কার্সিনোজেনের বিরুদ্ধে কাজ করে যেটি কোলন ক্যন্সারের জন্য দায়ী।

৭. দীর্ঘ-মেয়াদী চোঁখের যত্নে

বিট চোঁখের জন্য খুবই উপকারি। সবুজ বিট কাঁচা অবস্থায় খাওয়া যায়। সিদ্ধ বা পরিপক্ক অবস্থায় এটিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা লুটেইন নামে পরিচিত। লুটেইন বয়স সম্পর্কিত চোঁখের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটিতে উদ্ভিদ উৎপাদিত ফাইটোকেমিক্যাল রয়েছে যা চোঁখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ু টিস্যুগুলির শক্তি এবং সুস্থতা বাড়ায়।

Elite Piles Health

যখন ব্রঙ্কাসে প্রদাহ হয় এবং মিউকাস দিয়ে পূর্ণ হয়ে যায়, তখন তাকে বলে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস হলে শ্বাসকষ্ট, কাশি, কাশির ...
04/10/2024

যখন ব্রঙ্কাসে প্রদাহ হয় এবং মিউকাস দিয়ে পূর্ণ হয়ে যায়, তখন তাকে বলে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস হলে শ্বাসকষ্ট, কাশি, কাশির সাথে বুকে ব্যথা, শরীরের উচ্চ তাপমাত্রা ইত্যাদি লক্ষণ দেখা দেয়।

ধূমপায়ী, অ্যাজমা রোগী, ও দূষিত পরিবেশে বসবাসকারীদের ব্রঙ্কাইটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে।

লক্ষণসমূহ প্রকাশ পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Elite Piles Health
আপনাদের সুস্থতায়,
আমাদের সফলতা...‼️

একটি সুন্দর জীবন-যাপন করতে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি, এধরনের খাবার নিয়মিত অভ্যাস করলে স্বাস্থ্যর উপকারিতা পাওয়া যাবে...
28/09/2024

একটি সুন্দর জীবন-যাপন করতে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি, এধরনের খাবার নিয়মিত অভ্যাস করলে স্বাস্থ্যর উপকারিতা পাওয়া যাবে... ‼️

★ নিয়মিত হেল্থ রিলেটেড আপডেট পেতে আমাদের সাথে থাকুন..!!

Elite Piles Health
আপনাদের সুস্থতায়,
আমাদের সফলতা..‼️

অ'র্শ্ব-পা'ইল'সের  স\মস্যা ⁉️তাহলে কি কি স্বাস্থ্যকর খাবার খাবেন..⁉️[ নিয়মিত হেল্থ রিলেটেড আপডেট পেতে আমাদের সাথে থাকুন....
28/09/2024

অ'র্শ্ব-পা'ইল'সের স\মস্যা ⁉️
তাহলে কি কি স্বাস্থ্যকর খাবার খাবেন..⁉️

[ নিয়মিত হেল্থ রিলেটেড আপডেট পেতে আমাদের সাথে থাকুন..‼️]

Elite Piles Health
আপনাদের সুস্থতায়,
আমাদের সফলতা..‼️

19/09/2024

🔰আসসালামু আলাইকুম🔰
🔝আলহামদুলিল্লাহ পেসে\ন্টের হাজার হাজার রিভিউ ও সুস্থতা আমাদের অনুপ্রেরণা জোগায়🤲🏻..!!
সততা ও বিশ্বস্ততা সাথে দীর্ঘ ৫ বছর ধরে আমরা আপনাদের সেবায় নিয়োজিত!

🔚 কো\নো-কা\টাছেঁড়া, এসি\ড দিয়ে পু\ড়ানো বা ক\বিরাজি চি\কিৎসা করানো থেকে বিরত থাকুন.!

↪️ পা\য়ুপথের সে\নসিটিভ রোগ থেকে মুক্ত করুন সম্পূর্ণ লন্ডন ফর্মূলায়! যা ১০০% কার্যকর & BSTI, BCSIR ও বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত ও পরীক্ষিত।
➡️ কো\ষ্ঠকাঠিন্য-ব\দহজম,
➡️ গে\জ-মাংস পি\ন্ডি,
➡️ র\ক্তপাত-পুঁ\জ পড়া,
➡️ ম\লদ্বারের চারপাশে ফুলা,
➡️ তীব্র ব্যা\থা-জ্বা\লাপোড়া,
⬇️যাবতীয় সমস্যা কে স্থায়ীভাবে সমাধান করুন মাত্র ২০-৩০ দিনে। সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত।

🔛আপনার অ\তিষ্ঠ রোগ কে চিরবিদায় করতে " SEND MESSAGE" বাটনে ক্লিক করুন⬇️⬇️

শসাতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল। যা শুধু আপনার পানিশূন্যতা রোধ করে না, সাথে আপনার রক্তচাপ স্বাভাবিক রাখে এবং...
16/09/2024

শসাতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল। যা শুধু আপনার পানিশূন্যতা রোধ করে না, সাথে আপনার রক্তচাপ স্বাভাবিক রাখে এবং ওজন কমাতেও সহায়তা করে।
তাই খাদ্য তালিকায় শসা যুক্ত করুন, সুস্থ থাকুন।

Elite Piles Health
আপনাদের সুস্থতায়,
আমাদের সুস্থতা...‼️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Elite Piles Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Elite Piles Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram