28/02/2025
আপনি কি অফিসে দীর্ঘ সময় বসে থেকে ক্লান্ত? সোজা হয়ে বসে থাকতে কষ্ট হচ্ছে?
জেনে নিন কিছু সহজ টিপস-
🪑সঠিকভাবে বসুনঃ
★পায়ের পাতা মাটির সাথে মিশিয়ে রাখুন (পা ক্রস করে বসা এড়িয়ে চলুন)।
★চেয়ারের পিছনে হেলান দিয়ে বসুন, এবং নিচের অংশে সাপোর্ট রাখুন (প্রয়োজনে ছোট বালিশ/কোশন ব্যবহার করুন)।
★ বেশিক্ষণ সামনে ঝুঁকে বসবেন না।
★মেরুদণ্ড সোজা রাখতে চেষ্টা করুন।
🪑নিয়মিত বিরতি নিনঃ
★প্রতি ৩০-৬০ মিনিটে উঠে দাঁড়ান, স্ট্রেচ করুন বা ১-২ মিনিট হাঁটুন।
★২০-২০-২০ নিয়ম অনুসরণ করুন – প্রতি ২০ মিনিট পর, ২০ ফুট দূরের দিকে ২০ সেকেন্ড তাকান যেনো চোখের উপর চাপ কমে।
🪑কাজের ফাকে হালকা ব্যায়াম করুনঃ
★ঘাড় স্ট্রেচ (Neck stretch): ঘাড় ২/৩ বার ডানে এবং ২/৩ বার বাম পাশে ঘুরান।
★কাঁধ (shoulder relaxation) : দুই হাত সামনের দিকে সোজা করে ধরুন, এবার ধীরে ধীরে ঘাড় নিচের দিকে নামান।