About GeniusAbacus
𝗔 𝗖𝗲𝗻𝘁𝗿𝗲 𝗳𝗼𝗿 𝗖𝗵𝗶𝗹𝗱𝗿𝗲𝗻'𝘀 𝗪𝗵𝗼𝗹𝗲 𝗕𝗿𝗮𝗶𝗻 𝗗𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗺𝗲𝗻𝘁
(𝙅𝙖𝙥𝙖𝙣𝙚𝙨𝙚 𝘼𝙗𝙖𝙘𝙪𝙨 & 𝘽𝙧𝙖𝙞𝙣 𝙂𝙮𝙢 𝙋𝙧𝙤𝙜𝙧𝙖𝙢) Abacus-based Mind Maths, a proven program, is very popular in more than 115 countries across the globe. The popularity of the program arises out of the various whole brain development benefits that this course offers. For many years, Abacus-based mental arithmetic and brain development course
s have been particularly popular in Singapore, China, and Japan. Multiple training institutes are spread around the region, and everyone is aware of them. In Bangladesh, a few organizations are providing Abacus courses as well. Unfortunately, most abacus institutions in Bangladesh are using old methodologies and curricula to train their children. 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 is significantly unique. To achieve the best outcome in children, it has a completely new approach to train them. We concentrated on developing a new teaching methodology based on Japanese approaches as well as a curriculum tailored to today’s kids. Since 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 believes that students can only master the subject if they have the fundamentals down, learning from us will undoubtedly offer kids an advantage. A child's failure to fully grasp and comprehend the concepts is the main factor in why they lose interest in the program. Our teaching methods at 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 make sure that the children's concepts and learning processes are always transparent and provide clear solutions to all of their challenges. Consequently, the interest is sustained, and the program is also advantageous. 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 is a new-age program for today's children. A section of 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗟𝗮𝗯 called 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 was developed to fill in the gaps and meet the demands of the modern age's learning processes. For children in the age range of 5 to 13 years of age, our new age and innovative curriculum, which is a combination of the digital and physical format of education, address the gaps that exist in the traditional format of Abacus education, also referred to as Mental Maths, Mind Maths, or Mental Arithmetic.
𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞 𝐨𝐟
𝐆𝐞𝐧𝐢𝐮𝐬𝐀𝐛𝐚𝐜𝐮𝐬 𝐚𝐭 GeniusAbacus Lab
🔰𝐓𝐡𝐞 𝐜𝐨𝐮𝐫𝐬𝐞 𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐆𝐞𝐧𝐢𝐮𝐬𝐀𝐛𝐚𝐜𝐮𝐬 refers to the choice and sequencing of course content. This choice of topics and their organization 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐭𝐡𝐞 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐎𝐛𝐣𝐞𝐜𝐭𝐢𝐯𝐞𝐬 (𝐋𝐎) 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐮𝐫𝐬𝐞. Our exclusive curriculum, combined with great workbooks, learning tools and other teaching materials enable Course Instructors (CI) 𝐭𝐨 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞 𝐠𝐫𝐞𝐚𝐭 𝐥𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐞𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞𝐬 𝐚𝐥𝐨𝐧𝐠 𝐰𝐢𝐭𝐡 𝐝𝐞𝐬𝐢𝐫𝐞𝐝 𝐨𝐮𝐭𝐜𝐨𝐦𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐨𝐮𝐫 𝐥𝐢𝐭𝐭𝐥𝐞 𝐥𝐞𝐚𝐫𝐧𝐞𝐫𝐬.
🔻 ℂ𝕠𝕦𝕣𝕤𝕖 𝕃𝕖𝕧𝕖𝕝𝕤: 10 𝑳𝒆𝒗𝒆𝒍𝒔 𝒇𝒐𝒓 40 𝒎𝒐𝒏𝒕𝒉𝒔
1⃣ 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐆𝐞𝐧𝐢𝐮𝐬: For 4-6 year-old kids (Bud Level)
2⃣ 𝐊𝐢𝐝𝐬 𝐆𝐞𝐧𝐢𝐮𝐬: For 6-8 year-old kids (Levels 1-3)
3⃣ 𝐘𝐨𝐮𝐧𝐠 𝐆𝐞𝐧𝐢𝐮𝐬: For 8-10 year-old kids (Levels 4-6)
4⃣ 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐆𝐞𝐧𝐢𝐮𝐬: For 9-11 year-old kids (Levels 7-9)
✅ 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐆𝐞𝐧𝐢𝐮𝐬: 𝗙𝗼𝗿 𝟰-𝟲 𝘆𝗲𝗮𝗿-𝗼𝗹𝗱 𝗸𝗶𝗱𝘀 (𝗕𝘂𝗱 𝗟𝗲𝘃𝗲𝗹)
𝗢𝗯𝗷𝗲𝗰𝘁𝗶𝘃𝗲: This module is to prepare the younger children, aged 4-6 years to embrace the GeniusAbacus Program with ease. It is a module to develop number sense right from childhood as they are trained 𝘂𝘀𝗶𝗻𝗴 𝗖𝗣𝗔 (𝗖𝗼𝗻𝗰𝗿𝗲𝘁𝗲>𝗣𝗶𝗰𝘁𝗼𝗿𝗶𝗮𝗹>𝗔𝗯𝘀𝘁𝗿𝗮𝗰𝘁) 𝗺𝗲𝘁𝗵𝗼𝗱𝘀.
𝗗𝘂𝗿𝗮𝘁𝗶𝗼𝗻: 4 Months (+/- 16 Weeks / 32 Hours of Teaching)
𝗦𝗲𝘀𝘀𝗶𝗼𝗻𝘀: 1 Session of 2 hours in a week (usually on Saturdays)
𝗖𝗼𝗻𝘁𝗲𝗻𝘁𝘀: The module covers the following concepts.
✔ Introduction to Abacus and Numbers
✔ Placement of Numbers on Abacus (Beads to Numbers and Numbers to Beads)
✔ Concept of place values
✔ Addition & Subtraction (2-Digit) up to 10 number rows
✔ Solving practice of 45 arithmetic problems in 10 minutes
𝗗𝗮𝗶𝗹𝘆 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗲 𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺𝗲𝗻𝘁: 15-20 Minutes at home.
𝐒𝐤𝐢𝐥𝐥𝐬 𝐭𝐨 𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩:
✔Cognitive Skills
✔Concentration and Focus
✔Memory Enhancement
✔Visual and Spatial Skills
✔Numerical Understanding
✔Mental Calculation
✔Speed and Accuracy
✔Creative and Critical Thinking Skills
✔Confidence and Self-esteem
𝐏𝐫𝐨𝐜𝐞𝐬𝐬 & 𝐎𝐮𝐭𝐜𝐨𝐦𝐞:
This is a specialized program that ensures practicing Maths in an engaging and fun-loving environment. It connects the naughtiness of children with competitive, challenging, and interesting games (𝒈𝒂𝒎𝒆=𝒎𝒂𝒕𝒉=𝒇𝒖𝒏). In this way, numbers become playing objects for kids and 𝗠𝗮𝘁𝗵𝘀 𝗔𝗻𝘅𝗶𝗲𝘁𝘆/𝗽𝗵𝗼𝗯𝗶𝗮 is eliminated right from childhood. It helps them to perform '𝐌𝐞𝐧𝐭𝐚𝐥 𝐌𝐚𝐭𝐡𝐬' with ease, accuracy, and speed.
👉 𝐓𝐨 𝐤𝐧𝐨𝐰 𝐦𝐨𝐫𝐞, 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 GeniusAbacus Lab!
𝘽𝙚𝙣𝙜𝙖𝙡𝙞 𝙙𝙚𝙨𝙘𝙧𝙞𝙥𝙩𝙞𝙤𝙣:
অ্যাবাকাস-ভিত্তিক মাইন্ড ম্যাথ একটি সুপ্রাচীন ও প্রমাণিত প্রোগ্রাম যা সারা বিশ্বের 115 টিরও বেশি দেশে খুবই জনপ্রিয়। এটার প্রসিদ্ধি মূলত এই কোর্সের মাধ্যমে শিশু-মস্তিষ্কের পূর্ণাঙ্গ বিকাশ ত্বরান্বিত হওয়ার মধ্যে নিহিত।
বহু বছর ধরে অ্যাবাকাস-ভিত্তিক মাইন্ড ম্যাথ এবং শিশু-মস্তিষ্কের পূর্ণাঙ্গ বিকাশের কোর্সগুলি সিঙ্গাপুর, চীন এবং জাপানে বিশেষভাবে জনপ্রিয়। এই কোর্সের জন্য ঐ দেশগুলোতে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে এবং এমনকি সাধারণ মানুষরাও এ সম্পর্কে বেশ সচেতন।
বাংলাদেশে হাতে-গোনা মাত্র কয়েকটি প্রতিষ্ঠান অ্যাবাকাস কোর্স পরিচালনা করছে। দুর্ভাগ্যবশত, বাংলাদেশের অধিকাংশ অ্যাবাকাস প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য পুরনো পদ্ধতি ও পাঠ্যক্রম ব্যবহার করছে। এক্ষেত্রে 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 অনন্য। শিক্ষার্থীদের যথাযথ দক্ষতা অর্জনের জন্য তাদের সঠিক প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করতে এখানে কার্যকরী সব পদ্ধতি ও কৌশল প্রয়োগ করা হয়।
মূলত, আমরা জাপানি পদ্ধতির উপর ভিত্তি করে একটি নতুন ও কার্যকরী শিখন-শেখানো পদ্ধতি প্রয়োগের পাশাপাশি আজকের শিক্ষার্থীদের উপযোগী একটি সঠিক পাঠ্যক্রমের দিকে মনোনিবেশ করেছি। কারণ, একটি সঠিক পাঠক্রম হলো শিক্ষার সঠিক লক্ষ্যে পৌঁছানোর গতিপথ। আমরা সঠিক শিখনের শতভাগ নিশ্চয়তা দেই।
যেহেতু 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 বিশ্বাস করে যে, শিক্ষার্থীরা কেবল তখনই কোনো বিশেষ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে যখন তাদের শিখনের মৌলিক বিষয়গুলি সঠিক থাকে, আমাদের কাছ থেকে শিখলে নিঃসন্দেহে শিশুরা অনেক বেশিই শিখবে ও দক্ষ হবে। একটি শিশুর শিখনের মৌলিক বিষয়গুলি সম্পূর্ণরূপে বুঝতে ব্যর্থতাই হলো অ্যাবাকাস প্রোগ্রামের প্রতি তার আগ্রহ হারানোর অন্যতম প্রধান কারণ।
শিশুদের শেখার প্রক্রিয়া সর্বদা স্বচ্ছ এবং তাদের সমস্ত চ্যালেঞ্জের স্পষ্ট ও সঠিক সমাধান প্রদান করাই 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗔𝗯𝗮𝗰𝘂𝘀-এ আমাদের শিক্ষাদান পদ্ধতি ও কৌশলগুলির মূল উদ্দেশ্য। ফলে, অ্যাবাকাস প্রোগ্রামের প্রতি বরাবরই তাদের আগ্রহ বজায় থাকে এবং এ কোর্স সব শিশুকে তাদের সম্ভাবনার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করতে পারে। 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 হলো আজকের শিশুদের জন্য একটি নতুন যুগের প্রোগ্রাম, যার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী নিজেকে একেকটি ক্ষুদে জিনিয়াস হিসেবে তৈরি করতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।
আধুনিক যুগের শেখার প্রক্রিয়াগুলির চাহিদা পূরণ এবং গ্যাপগুলি পূরণ করার জন্য 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗟𝗮𝗯-এর 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 প্রোগ্রামটি চালু করা হয়েছে। শিক্ষার ডিজিটাল এবং বস্তুগত উপকরণের সমন্বয়ে ৫ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য আমাদের এ যুগোপযোগী এবং উদ্ভাবনী পাঠ্যক্রমটি যথার্থ শিক্ষাদান পদ্ধতি ও কৌশলের মাধ্যমে বাস্তবায়নের ফলে 𝗚𝗲𝗻𝗶𝘂𝘀𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 প্রোগ্রামটি শিশু-মস্তিষ্কের সঠিক বিকাশে বিশ্বের সবচেয়ে বেশি কার্যকরী বলে প্রমাণিত।..................................................................
𝐆𝐞𝐧𝐢𝐮𝐬𝐀𝐛𝐚𝐜𝐮𝐬 প্রোগ্রামের লেভেলসমূহঃ
শিক্ষার্থীদের ইন্দ্রিয়সমূহকে পাঠ গ্রহণের জন্য সক্রিয় করে তোলে এমন সব উপযুক্ত শিক্ষা-উপকরণ ও পাঠ-সহায়ক সামগ্রী ব্যবহারের মাধ্যমে শিখনকে আরও কার্যকরি করে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে এবং শিশু-মস্তিষ্কের সর্বোচ্চ বিকাশের বিষয়টি বিবেচনা করে GeniusAbacus প্রোগ্রামের বিষয়বস্তুর স্তরবিন্যাস (leveling) করা হয়েছে।এ স্তরবিন্যাসটি GeniusAbacus কোর্সের প্রকৃত উদ্দেশ্যকে সফল করতে সহায়তা করে।
কোর্সের স্তরবিন্যাসঃ
GeniusAbacus কোর্সটি প্রধানত চার স্তরবিশিষ্ট। জাপানী পদ্ধতি অনুযায়ী এ চারটি প্রধান স্তরগুলোকে দশটি শাখাস্তরে বিভক্ত করা হয়েছে।
কোর্সের লেভেলসমূহঃ ১০টি লেভেল
কোর্সের সময়সীমাঃ প্রতিটি লেভেল ৪ মাসব্যাপী।
১. লিট্ল জিনিয়াসঃ ৫-৭ বছর বয়সী শিশুদের জন্য (বাড লেভেল)
২. কিডয জিনিয়াসঃ ৬-৮ বছর বয়সী শিশুদের জন্য (লেভেল ১-৩)
৩. ইয়াং জিনিয়িাসঃ ৮-১০ বছর বয়সী শিশুদের জন্য (লেভেল ৪-৬)
৬. সুপার জিনিয়াসঃ ৯-১১ বছর বয়সী শিশুদের জন্য (লেভেল ৭-৯)
𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐆𝐞𝐧𝐢𝐮𝐬 কোর্সের বিস্তারিতঃ
কাদের জন্যঃ
এই লেভেলটি মুলত একেবারে ছোট বাচ্চাদের জন্য।প্রাথমিকভাবে স্কুলগামী শিক্ষার্থীরা অর্থাৎ ৫-৭ বছর বয়সী বাচ্চারা এই লেভেলে ভর্তি হতে পারবে।
সময়সীমাঃ
এই লেভেলটি ৪ মাস মেয়াদি। ± ১৬ সপ্তাহ (মোট ± ৩২ ঘন্টাব্যাপী শিক্ষাদান/প্রশিক্ষণকাল)
ক্লাসের সংখ্যাঃ
প্রতি সপ্তাহে ১ টি ২ ঘন্টাব্যাপী ক্লাস।
বাসায় অনুশীলন:
প্রতিদিন ১৫-২০ মিনিট ওয়ার্কবুক অনুযায়ী বাসায় অনুশীলন করা আবশ্যক। ১০ মিনিট সকালে এবং ১০ মিনিট ঘুমানোর আগে অথবা একেবারে ১৫-২০ মিনিট ঘুমাতে যাওয়ার আগে অনুশীলন করতে হবে। আর, এভাবে বাসায় প্রতিদিন অনুশীলন করা এই কোর্সের শিক্ষার্থীদের জন্য অন্যতম শর্ত।এটা ব্যতীত কোনোভাবেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়।
কি কি বিষয় শেখানো হবেঃ
GeniusAbacus কোর্সের এই 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐆𝐞𝐧𝐢𝐮𝐬 লেভেলটি যেহেতু একেবারে ছোট্ট শিশুদের জন্য, তাই তাদের বয়োসোপযোগী বিয়য়বস্তুই অন্তর্ভূক্ত করা রয়েছে এ কোর্সে।
𝗼 অ্যাবাকাস পরিচিতি
𝗼 কল্পনায় অ্যাবাকাস
𝗼 সংখ্যা-বোধের ধারণা
𝗼 অ্যাবাকাস ও সংখ্যার সম্পর্ক
𝗼 অ্যাবাকাসে সংখ্যার উপস্থাপন
𝗼 সংখ্যাকে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে রুপান্তর
𝗼 ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকে সংখ্যায় রুপান্তর
𝗼 সংখ্যার স্থানীয় মান সম্পর্কে ধারণা
𝗼 ১-অংকের সংখ্যার যোগ-বিয়োগের ধারণা
𝗼 ১-অংকের মানসাংক সমাধানের কৌশল
𝗼 ১-অংকের মানসাংক সমাধানের অনুশীলন
𝗼 ১০টি ১-অংকের সংখ্যা যোগ-বিয়োগের অনুশীলন
𝗼 ২-অংকের সংখ্যার যোগ-বিয়োগের ধারণা
𝗼 ১৫-২০টি ২-অংকের সংখ্যা যোগ-বিয়োগের অনুশীলন
𝗼 ২-অংকের মানসাংক সমাধানের কৌশল
𝗼 ২-অংকের মানসাংক সমাধানের অনুশীলন
𝗼 ৪৫টি অংক মাত্র ১০ মিনিটে করার ধারাবাহিক ও নিয়মিত অনুশীলন
𝗼 ৪৫টি মানসাংক মাত্র ১০ মিনিটে করার ধারাবাহিক ও নিয়মিত অনুশীলন
কোর্সটি কিভাবে করানো হবেঃ
ক্লাসগুলো করানো হবে কেবল অফলাইনে। আপাতত, অনলাইনে করানোর কোনো পরিকল্পনা নেই।
কোর্স করার পরে যেসব দক্ষতা অর্জিত হবেঃ
এ কোর্সটি করার পরে আপনার ৫-৭ বছর বয়সী সন্তানের —
✅জ্ঞানীয় দক্ষতার (𝐂𝐨𝐠𝐧𝐢𝐭𝐢𝐯𝐞 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬) উন্নতি হবে,
✅মনোযোগ ও একাগ্রতা (𝐂𝐨𝐧𝐜𝐞𝐧𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐅𝐨𝐜𝐮𝐬) বৃদ্ধি পাবে,
✅স্মৃতিশক্তি (𝐌𝐞𝐦𝐨𝐫𝐲 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬) বৃদ্ধি পাবে,
✅ভিজ্যুয়াল বা কল্পনা দক্ষতা (𝐕𝐢𝐬𝐮𝐚𝐥 𝐚𝐧𝐝 𝐒𝐩𝐚𝐭𝐢𝐚𝐥 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬) বাড়বে
✅পর্যবেক্ষণ দক্ষতা (𝐎𝐛𝐬𝐞𝐫𝐯𝐚𝐭𝐢𝐨𝐧 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬) বৃদ্ধি পাবে,
✅গাণিতিক দক্ষতা (𝐍𝐮𝐦𝐞𝐫𝐢𝐜𝐚𝐥 𝐔𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝𝐢𝐧𝐠) বাড়বে,
✅মানসাঙ্কের দক্ষতা (𝐌𝐞𝐧𝐭𝐚𝐥 𝐌𝐚𝐭𝐡𝐬) বৃদ্ধি পাবে,
✅দ্রুত ও নির্ভুল উত্তর দেওয়ার দক্ষতা (𝐒𝐩𝐞𝐞𝐝 𝐚𝐧𝐝 𝐀𝐜𝐜𝐮𝐫𝐚𝐜𝐲) বাড়বে,
✅সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তার (𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐚𝐧𝐝 𝐂𝐫𝐢𝐭𝐢𝐜𝐚𝐥 𝐓𝐡𝐢𝐧𝐤𝐢𝐧𝐠 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬) বিকাশ ঘটবে,
✅দ্রুত শিখন দক্ষতা (𝐅𝐚𝐬𝐭 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬) বৃদ্ধি পাবে,
✅আত্মবিশ্বাস (𝐂𝐨𝐧𝐟𝐢𝐝𝐞𝐧𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐒𝐞𝐥𝐟-𝐞𝐬𝐭𝐞𝐞𝐦) বৃদ্ধি পাবে, এবং
✅বুদ্ধিমত্তা (𝐈𝐧𝐭𝐞𝐥𝐥𝐢𝐠𝐞𝐧𝐜𝐞)-কে অনেক উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ।
শিক্ষাদান পদ্ধতি ও শিখন প্রক্রিয়াঃ
‘𝐆𝐞𝐧𝐢𝐮𝐬𝐀𝐛𝐚𝐜𝐮𝐬’ শিশু-মস্তিষ্কের পূর্ণাঙ্গ বিকাশের জন্য একটি বিশেষ প্রোগ্রাম যেখানে শিশুবান্ধব পরিবেশে শিশুর সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করা হয়।এ প্রোগ্রামের কাঙ্ক্ষিত ফলাফল পেতে শ্রেণিকক্ষ এবং বাসায় পর্যাপ্ত অনুশীলনের বিষয়টি নিশ্চিত করতে হয়।আর, এভাবেই একটা সময় অ্যাবাকাস শিশুদের জন্য খেলার বস্তু হয়ে ওঠে এবং শৈশব থেকেই গণিত-ভীতি দূর হয়ে তাদের অন্তরে গণিত-প্রীতির উদয় হয়। ফলে, খুব সহজে, নির্ভুলতা এবং দ্রুততার সাথে জটিল সব মানসাংক সমাধান করার যোগ্যতা অর্জন করে।
‘𝐆𝐞𝐧𝐢𝐮𝐬𝐀𝐛𝐚𝐜𝐮𝐬’ প্রোগ্রামে গণিতের মৌলিক অংশ 𝗔𝗿𝗶𝘁𝗵𝗺𝗲𝘁𝗶𝗰 বা সংখ্যাবিজ্ঞানের উপর ভিত্তি করে 𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 ব্যবহার করে মস্তিষ্কের ব্যায়ামের নানাবিধ সংযোগমূলক এ্যাক্টিভিটিতে শিশুদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পরিপূর্ণ মানসিক ও জ্ঞানীয় বিকাশ ও উৎকর্ষ সাধন করতে সহায়তা করা হয়। মূলত, 'অ্যাবাকাস ও উচ্চতর মানসাঙ্ক' (𝐀𝐛𝐚𝐜𝐮𝐬 𝐓𝐨𝐨𝐥 & 𝐌𝐢𝐧𝐝 𝐌𝐚𝐭𝐡𝐬) ব্যবহার করে মস্তিষ্কের বাম অংশের যৌক্তিক, বিশ্লেষণাত্মক এবং অনুক্রমিক চিন্তার কাজ এবং ডান অংশের কল্পনাশক্তি, স্মৃতিশক্তি ও সৃজনশীল কাজের মধ্যে যথাযথ সমন্বয়ের মাধ্যমে শিশু-মস্তিষ্কের ডান ও বাম অংশের ব্যায়াম একইসাথে করানো হয়; যার ফলে, শিশু-মস্তিষ্কের পরিপূর্ণ বিকাশ ও উৎকর্ষ নিশ্চিত করা সম্ভব হয়।
👉 আপনার সন্তানের মস্তিষ্কের সঠিক বিকাশ শুরু হোক GeniusAbacus-এ❗
✔রেজিস্ট্রেশন চলছে...
Free consultation-এর জন্য কল করুন: 01313-554949
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.facebook.com/GeniusAbacusLab
Favorite quotes
"Today, bring in a child to Abacus,
Tomorrow, take back a Genius." "Beads at play,
Genius on the way!"
"Make your children genius they were born to become." "Discover the genius in your child."