
14/05/2025
#বিশ্বের_সবচেয়ে_গরিব_প্রেসিডেন্ট_মুজিকা_মারা_গেছেন
উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা‘পেপে’ নামে পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি বলছে, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ে শাসন করা সাবেক এই গেরিলা তার পরিমিত জীবনযাপনের কারণে বিশ্বের সবচেয়ে 'গরিব প্রেসিডেন্ট' হিসেবে পরিচিত ছিলেন।
প্রেসিডেন্ট হিসেবে তিনি খুব সাধারণ জীবনযাপন করেছিলেন, তিনি ভোগবাদের সমালোচনা করতেন এবং সামাজিক সংস্কার নিয়ে কাজ করেছিলেন। এতে মুজিকা লাতিন আমেরিকা ও এর বাইরেও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন।
মাত্র ৩৪ লাখ বাসিন্দার দেশ উরুগুয়ের প্রেসিডেন্টে হলেও তার বৈশ্বিক জনপ্রিয়তা ছিল কল্পনাতীত।
তাঁর একটি বিখ্যাত উক্তি :
❤️ “আমি গরিব নই। গরিব সেই, যে অনেক কিছু চায় কিন্তু কিছুতেই সন্তুষ্ট নয়।” ...... হোসে ‘পেপে’ মুজিকা, উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট❤️