Royal Honey

Royal Honey This a unique product provider which brand as Royal Honey.

We committed to serve you the best raw honey which collected from world heritage & largest mangrove forest Sundarban. রয়েল হানি মূলতঃ সুন্দরবনের চাকভাঙ্গা মধু।
জেনে রাখুন, শুধুমাত্র সুন্দরবনের চাকভাঙ্গা মধু ডিপফ্রিজে রখলেও জমাট বেধে কঠিন হয়না।

 #বিশ্বের_সবচেয়ে_গরিব_প্রেসিডেন্ট_মুজিকা_মারা_গেছেনউরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা‘পেপে’ নামে পরিচিত ছিলেন। তার ব...
14/05/2025

#বিশ্বের_সবচেয়ে_গরিব_প্রেসিডেন্ট_মুজিকা_মারা_গেছেন

উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা‘পেপে’ নামে পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ে শাসন করা সাবেক এই গেরিলা তার পরিমিত জীবনযাপনের কারণে বিশ্বের সবচেয়ে 'গরিব প্রেসিডেন্ট' হিসেবে পরিচিত ছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে তিনি খুব সাধারণ জীবনযাপন করেছিলেন, তিনি ভোগবাদের সমালোচনা করতেন এবং সামাজিক সংস্কার নিয়ে কাজ করেছিলেন। এতে মুজিকা লাতিন আমেরিকা ও এর বাইরেও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন।

মাত্র ৩৪ লাখ বাসিন্দার দেশ উরুগুয়ের প্রেসিডেন্টে হলেও তার বৈশ্বিক জনপ্রিয়তা ছিল কল্পনাতীত।

তাঁর একটি বিখ্যাত উক্তি :
❤️ “আমি গরিব নই। গরিব সেই, যে অনেক কিছু চায় কিন্তু কিছুতেই সন্তুষ্ট নয়।” ...... হোসে ‘পেপে’ মুজিকা, উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট❤️

মেজর জেনারেল অধ্যাপক এইচ আর হারুন (অব.) ধানমন্ডিস্থ সেন্ট্রাল হাসপাতাল লিঃ, ল্যাব এইড স্পেশালাইজ্ড হাসপাতাল, এর সিনিয়র ক...
31/08/2024

মেজর জেনারেল অধ্যাপক এইচ আর হারুন (অব.) ধানমন্ডিস্থ সেন্ট্রাল হাসপাতাল লিঃ, ল্যাব এইড স্পেশালাইজ্ড হাসপাতাল, এর সিনিয়র কনস্যালট্যান্ট ইউরোলজিস্ট হিসেবে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও তিনি মাসে দু’বার কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা প্রদান করেন। উক্ত হাসপাতালের তিনি একজন উদ্যোক্তা পরিচালক ও সিনিয়র উপদেষ্টা। চৌদ্দগ্রাম ডায়াবেটিক সমিতি’র উপদেষ্টা ও সেবার মান উন্নয়ন ও আনুসঙ্গিক বিষয়ে সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি। তিনি স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন (Health & Wellbeing for All) এর ভাইস চেয়ারম্যান। এছাড়াও প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য নিজ এলাকায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সেমিনারের আয়োজন করেন। দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে তিনি শিশুসহ সব বয়সের মহিলা ও পুরুষের ইউরোলজী রোগের উপর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করেন। সামাজিক জীবনে তিনি বহু সমাজ সেবামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত।
• যে সকল ইউরোলজিক্যাল রোগসমূহের চিকিৎসা দেওয়া হয়
০১. কিডনিতে পাথর ( )
০২. হাইড্রোনেফ্রোসিস ( ),
০৩. কিডনি টিউমার ( )
০৪. সুপ্রারেনাল টিউমার ( )
০৫. ইরোথেলিয়াল টিউমার ( )
০৬. মুত্রথলির ক্যান্সার ( )
০৭. মুত্রথলি ও মুত্রনালিতে পাথর ( )
০৮. প্রস্টেট গ্লান্ড এর টিউমার ( ) প্রস্টেট ক্যান্সার
০৯. ইউরোলজিক্যাল জন্মগত অসুখ
যেমন: হাইপোসপেডিয়াস,
১০. অন্ডকোষের টিউমার
( ) ও অন্যান্য রোগসমূহ ( )
১১. শিশুদের ইউরোলজিক্যাল রোগ সমূহ ( )
১২. বিভিন্ন ধরনের ইউরিনারী ফিস্টুলা
(যেমন : )
১৩. পুরুষ বন্ধ্যাত্ব ( )
১৪. যৌনরোগ সমূহ (পুরুষ ও মহিলা)
১৫. মাইক্রোসার্জারী :
(a)
(b)
১৬. (ছিদ্র করে কিডনির পাথর অপারেশন),
১৭. লেজারের সাহায্যে পাথর ও প্রস্টেট এর চিকিৎসা,

১৮. মেয়েদের ইউরোলজিক্যাল রোগ সমূহ ( )
১৯. মুত্রনালীর রোগসমূহ ( )
২০. যে কোন বয়সের প্রসাবের ইনফেকশন ( )
২১. পেনাইল ইমপ্লান্টস (Pe**le Implants) : পেনাইল প্রস্থেসিস স্থাপনের মাধ্যমে যৌন ক্ষমতা ফিরে পাওয়া।
ইউরোলজিক্যাল সার্জন মেজর জেনারেল অধ্যাপক ডাঃ এইচ আর হারুন এর কাছে আপনার যেকোন ইউরোলজিক্যাল সমস্যায় স্বাস্থ্য পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন,
চেম্বার - সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, বাড়ী # ২, সড়ক # ৫, গ্রীণ রোড, #ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন : ০১৩২১-২১৩৯৬৩, ০১৩২১-২১৩৯৬৪, ০২৪১০৬০৮০০, ০২৪১০৬০৮০১, ০২৪১০৬০৮০২, ০২৪১০৬০৮০৩, ০২৪১০৬০৮০৪ এভাবে ০২৪১০৬০৮১৯ পর্যন্ত যেকোন নম্বরে ফোন করতে পারেন। সিরিয়ালের জন্য অনুগ্রহ পূর্বক সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে ফোন করুন)
আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
: 01717472264 Saifullah Al Mamun (PS)
নিচে কিছু টেলিভিশন প্রোগ্রামের লিংক দেওয়া হলোঃ আশা করি অনেকের উপকারে আসবে, ইনশাল্লাহ।
মূত্রনালীর সমস্যা | Doctor's On Call | 09 April 2023 | Jamuna TV
https://youtu.be/C_AImFXLjGc
অন্ডকোষের রোগ ও চিকিৎসা | সুস্থ থাকুন প্রতিদিন | 4 September 2021 | Channel 24
https://youtu.be/PMTVTgv2hjU
কিডনি রোগ নিয়েও সুস্থ থাকা যায় | সুস্থ থাকুন প্রতিদিন | Channel 24
https://www.youtube.com/watch?v=aayV0zxEEOk&t=1409s
কিডনি ক্যান্সার: উপসর্গ ও চিকিৎসা | সুস্থ থাকুন প্রতিদিন | Channel 24
https://youtu.be/Y0ecVgPLsvI
মনের খবর টিভি,, যৌনরোগ কতরকম?
http://surl.li/awssx
স্থুলতা সংক্রান্ত মূত্রনালির জটিলতা
https://www.facebook.com/harunurology/videos/882024280592365/?__tn__=%2CO-R
লজ্জা বা অবহেলা যেন না হয় ক্ষতির কারণ
https://www.facebook.com/harunurology/videos/315527527971938/?__tn__=%2CO-R
পুরুষ বন্ধ্যাত্ব ও পারিবারিক সচেতনতা
https://www.facebook.com/harunurology/videos/192036293965146/?__tn__=%2CO-R
মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) | ATN Bangla
https://www.youtube.com/watch?v=zOkqeTcqO8U&t=95s
মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) | ATN Bangla
https://www.youtube.com/watch?v=pPEDXRmYAg4
করোনা এবং করণীয় । মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) ATN Bangla Program
https://www.youtube.com/watch?v=HYK6fFTJF_Q
করোনায় কিডনি রোগীর চিকিৎসা | ডাক্তার আছেন আপনার পাশে | NTV
https://youtu.be/DjO5VD0j0yA
ইউরোলজি_সমস্যা_ও_সচেতনতা | স্বাস্থ্য প্রহর EP 170 | SATV
https://youtu.be/WIq3_n5af6A
বাংলাদেশ অনকোলজি ক্লাব - মার্চ, ১২, ২০২০
https://www.youtube.com/watch?v=lWnMAoF4vdI

Sab Yaad Rakha jayega by Aamir aziz। সব মনে রাখা হবে। আমির আজিজের কবিতা।
31/07/2024

Sab Yaad Rakha jayega by Aamir aziz। সব মনে রাখা হবে। আমির আজিজের কবিতা।

মূল কবিতা - সব ইয়াদ রাখা জায়েগা কলমে - আমির আজিজ বাংলা অনুবাদ - কবির হুমায়ুন কণ্ঠ - শামসুদ্দিন শাফি বিপ্লব

উলঙ্গ রাজানীরেন্দ্রনাথ চক্রবর্তীসবাই দেখছে যে, রাজা উলঙ্গ, তবুওসবাই হাততালি দিচ্ছে।সবাই চেঁচিয়ে বলছে; শাবাশ, শাবাশ!কারও ...
12/07/2024

উলঙ্গ রাজা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী

সবাই দেখছে যে, রাজা উলঙ্গ, তবুও
সবাই হাততালি দিচ্ছে।
সবাই চেঁচিয়ে বলছে; শাবাশ, শাবাশ!
কারও মনে সংস্কার, কারও ভয়;
কেউ-বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে;
কেউ-বা পরান্নভোজী, কেউ
কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক;
কেউ ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে
পড়ছে না যদিও, তবু আছে,
অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়।
গল্পটা সবাই জানে।
কিন্তু সেই গল্পের ভিতরে
শুধুই প্রশস্তিবাক্য-উচ্চারক কিছু
আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ
স্তাবক ছিল না।
একটি শিশুও ছিল।
সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু।
নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়।
আবার হাততালি উঠছে মুহুর্মুহু;
জমে উঠছে
স্তাবকবৃন্দের ভিড়।
কিন্তু সেই শিশুটিকে আমি
ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না।
শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো
পাহাড়ের গোপন গুহায়
লুকিয়ে রেখেছে?
নাকি সে পাথর-ঘাস-মাটি নিয়ে খেলতে খেলতে
ঘুমিয়ে পড়েছে
কোনো দূর
নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়?
যাও, তাকে যেমন করেই হোক
খুঁজে আনো।
সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে
নির্ভয়ে দাঁড়াক।
সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে
জিজ্ঞাসা করুক:
রাজা, তোর কাপড় কোথায়

ULANGA RAJA written by Nirendranath Chakrabarty recited by MUNMUN MUKHERJEEpage :https://facebook.com/munmun.mukherjee15whtsapp Contact :+917864922...

আপনার বাবাকে দূর্নীতি বিরোধী টিকা দিন...........
09/07/2024

আপনার বাবাকে দূর্নীতি বিরোধী টিকা দিন...........

জরুরী প্রয়োজনে শেয়ার করে আপনার টাইমলাইনে জমা রাখতে পারেন।
09/07/2024

জরুরী প্রয়োজনে শেয়ার করে আপনার টাইমলাইনে জমা রাখতে পারেন।

যদি কোন সন্দেহ থাকে গুগল করে নিন। কোকাকোলা কোম্পানীর দুজন মালিকই ইসরাইলের নাগরিক একজনের নাম  David (Dudi) Wertheim (63% ...
10/06/2024

যদি কোন সন্দেহ থাকে গুগল করে নিন।

কোকাকোলা কোম্পানীর দুজন মালিকই ইসরাইলের নাগরিক একজনের নাম David (Dudi) Wertheim (63% ‍শেয়ার) ও অপরজন Drorit Wertheim (37% শেয়ার)।

Search Keyword in Google: Coca-Cola share holder in israel
বিস্তারিত কমেন্টে............

The two owners of the Coca-Cola Company are Israeli citizens, one named David (Dudi) Wertheim (63% share) and the other Drorit Wertheim (37% share).
If in doubt, Please google it.

26/04/2024

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Royal Honey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Royal Honey:

Share