Medical Bones Shop

Medical Bones Shop only medical studentদের জন্য study purpose bones দেয়া ও মেডিকেল স্টুডেন্ট যাদের পড়া শেষ তাদের থেকে bones নেয়া হয়। এটি অলাভজনক প্রতিষ্ঠান।

মাশাল্লাহ ❤️
26/12/2025

মাশাল্লাহ ❤️

একদল ডাক্তার আর মেডিকেল Student ,Saint Martin গেছে RFST= Residential Field Site Training এ।সেখানে দ্বীপের নাগরিকদের স্বা...
25/12/2025

একদল ডাক্তার আর মেডিকেল Student ,Saint Martin গেছে RFST= Residential Field Site Training এ।
সেখানে দ্বীপের নাগরিকদের স্বাস্থ্য রিলেটেড তথ্য নথিভুক্ত এবং গবেষণার জন্য। যেটার জন্য ডাক্তারদের অফিসিয়াল ড্রেস White coat পড়া বাধ্যতামূলক। আপনি নিশ্চয়ই half pant পরে গিয়ে কারো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য কালেক্ট করবেন না।
কিন্তু Saint martin এ Half pant পরে চিল করতে যাওয়া বুয়েটের এই ভাইজানের এটা পছন্দ হয় নাই। কেন সাদা এপ্রোন পরছে। তারমতো কেন হাফ প্যান্ট পরে নাই।
শুধু তাই না। পারমিশন না নিয়ে যে কারো ছবি তুলতে হয়
না , বুয়েট থেকে কি সেই ম্যানার ও শিখানো হয় নি?
আবার সে বলেছে এপ্রোন পরা নাকি obsession!
অবশ্য ১৮ হাজার ফলোয়ার নিয়ে যে নিজের Facebook Profile এ নিজেকে Public figure দাবি করে, তার কাছ থেকে এমন বিষ্ঠাপ্রতিম চিন্তাভাবনা মোটেও অস্বাভাবিক কিছু না।
Grow up man! Have some life.
And learn some manners

~ডা. সওগাত এহসান

পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ৮১ বছর বয়সী এক বৃদ্ধা। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন হয়তো ক্যা’ন্সার বা বড় কোনো...
25/12/2025

পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ৮১ বছর বয়সী এক বৃদ্ধা। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন হয়তো ক্যা’ন্সার বা বড় কোনো টিউমার হয়েছে। কিন্তু সিটি স্ক্যান করার পর যা দেখা গেল, তাতে ডাক্তারদের চোখ কপালে ওঠার মত ছিল! পেটের ভেতর টিউমার নয়, ছিল ৫৬ বছর আগের একটি আস্ত শিশু! ঘটনাটি ব্রাজিলের, যেখানে ১৯৬৮ সাল থেকে নিজের অজান্তেই এই মৃ’ত ভ্রূণটি বহন করছিলেন ড্যানিয়েলা ভেরা।

বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘লিথোপেডিয়ন’ বা ‘স্টোন বেবি’। এটা আসলে আমাদের শরীরের একটা অদ্ভুত ডিফেন্স মেকানিজম। জরায়ুর বাইরে কোনো ভ্রূণ মারা গেলে শরীর যদি সেটাকে বের করতে বা মিশিয়ে ফেলতে না পারে, তখন ইনফেকশন ঠেকাতে শরীর নিজেই সেটার চারপাশে ক্যালসিয়ামের শক্ত দেয়াল তৈরি করে ফেলে। অনেকটা সিমেন্টের আস্তরণ বা খোলস তৈরির মতো। ফলে ভ্রূণটি ‘পাথরে’ পরিণত হয় এবং বছরের পর বছর শরীরে সুপ্ত অবস্থায় থেকে যায়।

ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এখন পর্যন্ত এমন ঘটনা ৩০০টিরও কম রেকর্ড করা হয়েছে। গত বছরের ১৪ মার্চে বিরল এই অস্ত্রোপচার করা হলেও দুর্ভাগ্যবশত পরদিনই মা’রা যান ড্যানিয়েলা। মানবদেহ যে কতটা অদ্ভুত আর রহস্যময় হতে পারে, এই ঘটনাই তার জ্বলজ্যান্ত প্রমাণ। (বিজ্ঞান্বেষী)

সূত্র: সিএনএন, দ্য সান

Jebu, the much-admired pet cat of Tarique Rahman, has officially stepped into the social media spotlight with the launch...
25/12/2025

Jebu, the much-admired pet cat of Tarique Rahman, has officially stepped into the social media spotlight with the launch of its own page just hours ahead of the BNP acting chairperson's return to Dhaka.

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ভর্তির নোটিশ 🖤
22/12/2025

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ভর্তির নোটিশ 🖤

22/12/2025

প্রাইভেট মেডিকেল কলেজ (MBBS) – ভর্তির সংক্ষিপ্ত তথ্য(২০২৪-২০২৫) শিক্ষাবর্ষ
মোট খরচ: ২১ লাখ ২৪ হাজার টাকা
(ভর্তি ১৯.৪৪ লাখ + ইন্টার্নশিপ ১.৮০ লাখ)
ইন্টার্নশিপ বেতন: মাসে ১৫,০০০ টাকা (১ বছর)
মাসিক বেতন (ছাত্রকাল): ১০,০০০ টাকা
হোস্টেল/খাবার: আলাদা খরচ
অন্যান্য খরচ: পরীক্ষা, রেজিস্ট্রেশন, বই, কঙ্কাল, স্টাডি ট্যুর, RFST—সব আলাদা
কিস্তিতে পরিশোধ (৩ ধাপে):
১ম ধাপ: ৬০% = ১২,৭৪,৪০০ টাকা (ভর্তির সময়)
২য় ধাপ: ২০% = ৪,২৪,৮০০ টাকা (≈ ১.৫ বছর পর)
৩য় ধাপ: ২০% = ৪,২৪,৮০০ টাকা (≈ ৩.৫ বছর পর)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকর...
19/12/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করেছেন। হলের সামনে ও ভেতরে ‘শহীদ ওসমান হাদী হল’ লেখা ব্যানারও টানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে মুজিব হলের নাম পরিবর্তনের দাবি তোলা হলে অন্য শিক্ষার্থীরাও সেখানে সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ করার প্রস্তাবও উত্থাপন করেন।
মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ বলেন, হলের নাম পরিবর্তনের দাবিতে এর আগেও দুইবার উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। তবে ক্যাম্পাসের প্রশাসনিক জটিলতা ও বিভিন্ন প্রভাবের কারণে তা বাস্তবায়ন হয়নি বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করেই হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুশফিক তাজওয়ার মাহী বলেন, মুজিবের নামে কোনো হল তারা আর চান না। তার দাবি অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ শরিফ ওসমান হাদীর নামে নামকরণ করা হয়েছে।

19/12/2025

ব্রেকিং:

আগামীকালের ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

সৃষ্টিকর্তা, তাকে শহীদ হিসেবে কবুল করে নিন। আমিন।শরিফ ওসমান বিন হাদি (১৯৯৩ - ∞)
18/12/2025

সৃষ্টিকর্তা, তাকে শহীদ হিসেবে কবুল করে নিন। আমিন।

শরিফ ওসমান বিন হাদি (১৯৯৩ - ∞)

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের শিক...
18/12/2025

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্ত। ভর্তি পরীক্ষায় ৯১.২৫ নম্বর পেয়েছেন তিনি।

শান্তর বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। সেখানকার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান। রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ বছর গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।

ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর শান্ত বলেন, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর আশাহত হয়েছিলাম। মনে হয়েছিল আমার হয়তো ঢাকা মেডিকেল কলেজে হবে না। দিনে অন্তত ৮ ঘন্টা পড়ার চেষ্টা করতাম। কখনো কখনো এর চেয়েও বেশি সময় ধরে পড়ালেখা করেছি।

জাহাঙ্গীর আলম শান্ত বলেন, ‘আমি মূলত সকাল থেকে পড়া শুরু করতে পছন্দ করতাম। ভোর পাঁচটা থেকে সকাল ৮-৯টা পর্যন্ত পড়তাম। এই সময়টা মুখস্ত ভালো থাকত। ভর্তি প্রস্তুতি শুরুর এক মাস পর মোবাইল ফোন ব্যবহার বন্ধ রেখেছিলাম। এই সময় মোবাইলটা যে বাসায় থাকতাম ওই বাসার আন্টির কাছে রেখেছিলাম। যখন কাউকে কল করার প্রয়োজন হত, কেবল তখনই মোবাইল নিতাম।’

তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষার হলে প্রশ্ন হাতে নিয়ে একবার পড়েছিলাম। প্রশ্ন পড়ার পর মনে হয়েছিল খুব সহজ। আমি ১০০টি প্রশ্নেরই উত্তর করতে পারব। প্রশ্ন পদ্ধতি নিয়ে খুব একটা দুশ্চিন্তা করিনি। সাধারণ জ্ঞান কিংবা মানবিক গুনাবলী কেমন হবে তা নিয়ে টেনশন করিনি। এগুলো নিয়ে দুশ্চিন্তা যারা করে তাদের পরীক্ষায় ভালো করতে পারে না।’

ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার কৃতিত্ব মাকে দিয়ে শান্ত বলেন, ‘আমার এলাকায় আমার দুইজন বন্ধু ছিল। তাদের ফোন দিলে তারা বলত আমার মা নামাজ পড়ে আমার জন্য দোয়া করছেন। এটি শোনার পর আমার অন্যরকম লাগত। আমার মনে হত আমারা মা-বাবা আমার জন্য দোয়া করতেছেন, আমি তো পারবোই।’

এবারের মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১.৭৯%) জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন।

ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে জাতীয় মেধায় দ্বি...
18/12/2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছেন রাজধানীর হলি ক্রস কলেজের শিক্ষার্থী তাসনিয়া তৌফিক নাবিহা। রাজধানীর হলিক্রস স্কুল এবং হলিক্রস কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন তিনি। বড় হয়েছেন ঢাকাতেই, তবে গ্রামের বাড়ি উত্তরের জেলা রাজশাহীতে। বাবা সরকারি চাকরি করেন এবং মা চিকিৎসক। তিনি একটি মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক। নাবিহা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন। নেই কোনো ফেসবুক অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থাকলেও সেভাবে সক্রিয় থাকেন না। নিজের সাফল্য নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেছেন তাসনিয়া তৌফিক নাবিহা, সাক্ষাৎকার নিয়েছেন নবাব আব্দুর রহিম।

আপনার সাফল্যের পেছনের গল্প শুনতে চাই
আমি এবার প্রথম মেডিকেল পরীক্ষা দিয়েছি। এজন্য অনেক পড়তে হয়েছে। আমি সব সময় বইয়ের প্রতি অনেক বেশি ফোকাস করতাম। এদিক থেকে আমি বেশি ভালো ছিলাম। মূলত আগে থেকেই বইয়ের প্রতি আমার ভালোবাসা ছিল। এজন্য মূল বইভিত্তিক পড়াশোনা বেশি করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নই। ফেসবুকেও কোনো অ্যাকাউন্ট নেই। ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থাকলেও সেভাবে সক্রিয় ছিলাম না।

আপনার পড়াশোনার রুটিন কেমন ছিল?
আমি পরীক্ষা দেওয়া বা ক্লাসকে কখনো পড়াশোনার মধ্যে ধরতাম না। পরীক্ষা বা ক্লাসের বাইরেও পাঁচ থেকে সাত ঘণ্টা পড়াশোনা হত। আর যদি পরীক্ষাসহ ধরি, সেক্ষেত্রে ১০-১১ ঘণ্টা হয়ে যায়।

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে কেমন ফলাফল ছিল?
আমি এসএসসি-এইচএসসি দুইটার জন্যই ভালোই পড়াশোনা করেছি। অনেক ফাঁকিবাজিও করেছি, পড়াশুনাও করেছি। এক্টিভিটিজও ছিল ভালোই। তবে এসএসসি-এইচএসসিতে আমার রেজাল্ট একদম আহামরি অনেক ভালো হয়েছে, তা আমি বলব না। এসএসসিতে ভালো হয়েছিল, এইচএসসিতে একটু কম ভালো হয়েছে। কারণ আমার হাতের পাচ্ছি, চেষ্টা করব হাতের লেখাটা ভালো করার জন্য। এ ছাড়া আরও কিছু ঘাটতি তো ছিলই। তবে এভারেজে চিন্তা করলে রেজাল্ট ভালোই হয়েছে, তবে তা মনঃপূত হয়নি। লেখাটা ভালো না। অনেক বড় সমস্যা এটা। এজন্য আমি ভালোই সাফার করেছি লাইফে। এখন যেহেতু সময় পাচ্ছি, চেষ্টা করব হাতের লেখাটা ভালো করার জন্য। এ ছাড়া আরও কিছু ঘাটতি তো ছিলই। তবে এভারেজে চিন্তা করলে রেজাল্ট ভালোই হয়েছে, তবে তা মনঃপূত হয়নি।

পরবর্তীতে যারা মেডিকেলে ভর্তি হতে চায়, তাদের জন্য কী পরামর্শ দেবেন?
পড়তে হবে, পড়া লাগবে। নিজের যত্ন নিতে হবে। এটা একটা বড় বিষয়। আবার নিজের মন কি চায়, এটার পিছনে একটু টাইম দিয়ে ভাবতে হবে— আমি আদৌ ডাক্তার হতে চাই কিনা। আমার যদি লক্ষ্য থাকে আমি ডাক্তার হব, সেক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবেই আমার মধ্যে একটা ইচ্ছা জাগবে যে আরও বেশি ভালো করা উচিত। তার সাথে এটা ঠিক করে নিতে হবে ‘ড্রিম’ কার? আমার স্বপ্ন কি আমারই, নাকি আমার বাবা-মার চাপিয়ে দেওয়া?

পড়াশোনা অবশ্যই অনেক করতে হবে। এটা কোন মাফ নাই। তবে সেটা করতে গিয়ে নিজেকে ভুলে গেলে চলবে না। নিজেকে নিজে যত্ন নিতে হবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medical Bones Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram