16/04/2023
PRP therapy করে আরেকটি আশ্চর্যজনক সাফল্য অর্জন করেছেন BSMMU এর REI বিভাগের ডায়নামিক চেয়ারম্যান অধ্যাপক জেসমিন বানু ম্যাডাম ।
রোগী ৩৫ বছর বয়সী ছিলেন যার BOH এবং একাধিক গর্ভপাতের কারনে Dilatation & Curratage করতে হয় । এরপর থেকে বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য এবং মাসিক রেগুলার করার জন্য বিভিন্ন চিকিৎসকের সরনাপন্ন হন কিন্তু কোন সফলতা আসে নাই। পরবর্তীকালে তিনি দেড় বছর ধরে secondary amenorrhoea ডেভেলপ করেছিল । তারপর তিনি অধ্যাপক জেসমিন বানু ম্যাডাম এর ফলোআপে আসেন । পরবর্তী চিকিৎসায় Progesterone Challenge টেস্ট এবং Estrogen & Progesterone challenge করার পরেও মাসিক হয় নাই তখন S. FSH (day-2): 15.5 IU/L এবং S. AMH(Day-2): 0.5 ng.dI পাওয়া যায় । তিনি ডায়াগনসিস করে secondary amenorrhoe এর কারন হিসাবে Intrauterine adhesion with poor ovarian রিজার্ভ সনাক্ত হয় । পরবর্তীতে পর্যায়ে ২টা ওভারি তে AFC count ৩ টা পাওয়া যায়। তখন অধ্যাপক জেসমিন বানু ম্যাডাম Laparoscopy, ovarian PRP & Hysteroscopy with Endometrial PRP করেন । পরবর্তী চক্র থেকে মাসিক শুরু হয় এবং রোগিণী আল্লাহ্র রহমতে গর্ভধারণ করতে সক্ষম হন । গর্ভাবস্থায় ১৬ তম সপ্তাহে McDonald suture দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি আল্লাহ্র রহমতে সুস্থ সন্তানের মা হয়েছেন।
এইভাবে আমরা ওভারি ও জরায়ুতে PRP Therapy এর মাধ্যেম বন্ধ্যাত্বের সফল চিকিৎসা ও সুফল পেতে পারি ।
বন্ধ্যাত্ব চিকিৎসায় সফলতা
অধ্যাপক ডাঃ জেসমিন বানু
চেয়ারম্যান
রিপ্রোডাক্টিভ এণ্ডোক্রাইনোলজী এণ্ড ইনফাটিলিটি বিভাগ
বি এস এম ইউ, শাহবাগ, ঢাকা
এম বি বি এস (ঢাকা), এম এস ( গাইনী এন্ড অবসঃ)
বি এস এম এম ইউ
ট্রেইনিং ইন ইনফাটিলিটি এবং ART ম্যানেজমেন্ট(ভারত)
এবং গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপি সার্জারি (ভারত)
সিরিয়ালের জন্যঃ ০১৮১৭৩৩১০১৬
রোগী দেখার সময়ঃ শনিবার থেকে বুধবার
সন্ধ্যাঃ ৬ টা হতে রাত ১০ টা
বন্ধঃ বৃহস্পতিবার ও শুক্রবার
নরমাল ডেলিভারিকে উৎসাহিত করুন৷