Health Guide Talk

Health Guide Talk Together, let's improve our health! To get the most useful health advice.

15/11/2025

মানসিক চাপ এখন প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে 😔 কিন্তু মনে রাখুন 👉 স্ট্রেস কখনো উপকারে আসে না, বরং শরীর ও মনের ক্ষতি করে।

চাপ কমানোর সহজ উপায়👇

🧘 মেডিটেশন বা প্রার্থনা করুন
🎵 প্রিয় গান শুনুন
🏃 হালকা ব্যায়াম করুন
💬 প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বলুন

চাপকে না, প্রশান্তিকে হ্যাঁ বলুন 💚

14/11/2025

আমরা প্রতিদিন গড়ে ৭-৮ ঘণ্টা স্ক্রিনে থাকি 😳 এর ফলে চোখ, ঘাড়, ঘুম সবকিছুতেই প্রভাব পড়ে।
চেষ্টা করুন👇

✅ প্রতিদিন অন্তত ১ ঘণ্টা ফোন-ফ্রি সময় রাখুন
✅ রাতে ঘুমানোর ৩০ মিনিট আগে ফোন বন্ধ করুন ✅ দিনে বাইরে প্রকৃতিতে সময় কাটান
✅ বই পড়ার অভ্যাস করুন 📚

ডিজিটাল ডিটক্স মানে মানসিক রিফ্রেশ!🌿

10/11/2025

আবহাওয়ার পরিবর্তনে ত্বকে চুলকানি, ফুসকুড়ি বা ইনফেকশন হওয়া খুব সাধারণ সমস্যা 😣

চর্মরোগ প্রতিরোধে করণীয়👇

✅ প্রতিদিন পরিষ্কার পোশাক পরুন
✅ বেশি ঘামলে দ্রুত গোসল করুন
✅ অন্যের তোয়ালে বা রেজর ব্যবহার করবেন না
✅ হালকা গরম পানিতে গোসল করুন

ত্বকের যত্ন নিন, কারণ সুন্দর ত্বকই আত্মবিশ্বাসের প্রতীক ✨

06/11/2025

ফুসফুসই আমাদের জীবনের অক্সিজেন ট্যাংক 🌬️ তাই তার যত্ন নেওয়া মানে নিজের আয়ু বাড়ানো।

✅ ধূমপান বন্ধ করুন , এটি ফুসফুসের সবচেয়ে বড় শত্রু
✅ প্রতিদিন সকালে গভীর শ্বাস নিন ৫–১০ মিনিট
✅ দূষিত এলাকায় মাস্ক ব্যবহার করুন
✅ বাসায় জানালা খুলে বাতাস চলাচল নিশ্চিত করুন

“সুস্থ ফুসফুস মানেই হালকা নিঃশ্বাস, হালকা জীবন
💚

05/11/2025

ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়, বরং জীবনযাপন বদলানোর সুযোগ 💚

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন👇
✅ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
✅ ভাজাপোড়া ও চিনি কম খান
✅ নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করুন
✅ পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি রাখুন

“ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন, জীবনকে নয়!” 🍎

28/10/2025

হাড় দুর্বল হয়ে যাওয়া বা অস্টিওপরোসিস একটি “নীরব ঘাতক” কারণ শুরুতে বোঝা যায় না!

হাড় শক্ত রাখতে করণীয়👇
✅ প্রতিদিন সূর্যের আলোতে ১৫ মিনিট হাঁটুন
✅ ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খান (দুধ, দই, টফু, শাকসবজি)
✅ ধূমপান ও অতিরিক্ত চা/কফি এড়িয়ে চলুন
✅ ব্যায়াম করুন

“Strong bones, strong life.” 💪

26/10/2025

প্রকৃতিতেই লুকিয়ে আছে আমাদের স্বাস্থ্যের গোপন রহস্য 🌿

💡 সহজ কিছু হার্বাল উপায়👇
🍯 মধু ও লেবুর পানি গলা ব্যথা কমায়
🥛 হলুদ দুধ ঘুম ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
🧄 রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
🫖 আদা চা সর্দি/কাশিতে দারুন কার্যকর

তবে মনে রাখবেন 👉 অতিরিক্ত নয়, পরিমিত ব্যবহারই নিরাপদ 💚

23/10/2025

শরৎকাল মানেই ত্বকের পরিবর্তন! 🍂
ত্বক শুষ্ক, খসখসে হয়ে যাওয়া ঠেকাতে ঘরোয়া যত্ন নিন👇

💧 প্রচুর পানি পান করুন
🧴 ময়েশ্চারাইজার ব্যবহার করুন
🥑 ভিটামিন E ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খান
🌤️ বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন

“ত্বকের যত্নই আত্মবিশ্বাসের প্রথম ধাপ!” ✨

20/10/2025

দীর্ঘ সময় বসে কাজ করেন? তাহলে আজই জেনে নিন আপনার মেরুদণ্ডের যত্নের উপায় 💺

🧍‍♂️ সোজা হয়ে বসুন — পিঠ চেয়ারে ঠেকিয়ে
💻 কম্পিউটার স্ক্রিন চোখের সমান উচ্চতায় রাখুন
🧘 প্রতি ঘণ্টায় ৫ মিনিট হাঁটুন বা স্ট্রেচ করুন
🚫 মোবাইল ব্যবহারকালে মাথা নিচু করে রাখবেন না

“সঠিক ভঙ্গি = সুস্থ মেরুদণ্ড = ব্যথামুক্ত জীবন!” 🌿

17/10/2025

হাসি আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি 😁
তাই দাঁত ও মুখের যত্নে একটু বাড়তি মনোযোগ দিন👇

✅ দিনে দুইবার ব্রাশ করুন (সকাল ও রাতে)
✅ প্রতিদিন ফ্লস করুন
✅ চিনিযুক্ত খাবার কম খান
✅ প্রতি ৬ মাসে একবার ডেন্টিস্ট দেখান

“দাঁতের যত্নে নিয়মিত থাকুন, হাসি থাকবে চিরদিন!” 🦷✨

15/10/2025

“গ্লোবাল হ্যান্ডওয়াশিং ডে” 🧼
হাত ধোয়া মানেই নিজের ও পরিবারের সুরক্ষা 🙌

🦠 দিনে কতবার হাত ধোয়া উচিত জানেন?
✅ খাবার আগে ও পরে
✅ টয়লেট ব্যবহারের পর
✅ হাঁচি-কাশির পরে
✅ বাইরে থেকে বাসায় ফিরে

সাবান ও পরিষ্কার পানিই পারে জীবাণুর সংক্রমণ ৬০% পর্যন্ত কমাতে! 🌿
“Clean hands, healthy life.”

15/10/2025

ভালো ঘুমই সুস্থ জীবনের গোপন শক্তি 🌙
কিন্তু আজকাল ঘুমের সমস্যা বেড়েই চলেছে — মোবাইল, দুশ্চিন্তা, অযথা রাত জাগা 😴

ভালো ঘুমের টিপস👇
✅ ঘুমানোর ৩০ মিনিট আগে ফোন দূরে রাখুন
✅ নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান
✅ রাতে ক্যাফেইন এড়িয়ে চলুন
✅ রুমে শান্ত পরিবেশ রাখুন

“৮ ঘণ্টার শান্ত ঘুম = ২৪ ঘণ্টার প্রাণশক্তি!” 🌿

Address

Banani
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Guide Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram