Ruqyah Guide

Ruqyah Guide রুকইয়াহ অর্থ ঝাড়ফুঁক। শরিয়তের পরিভাষায় রুকইয়াহ হল কুরআনের আয়াত্ব হাদিসে বর্ণিত দুআ দ্বারা ঝাড়ফুঁক করা

16/07/2023

জিন, জাদু, বদ নজর ও প্যারানরমাল সমস্যায় থাকলে রুকিয়া করুন।
রুকিয়া হচ্ছে ইসলাম সম্মত কুরআনি চিকিৎসা। হুজুর সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরাম এই চিকিৎসা করেছেন।

এপয়েন্টমেন্ট এর জন্য মেসেজ দিন।
অথবা কল করুন- 01817-199226

ফ্যামিলি ক্রাইসিস নাকি জাদুর প্রভাব?খুব সুখের সংসার। হঠাৎ কারণ ছাড়াই অনিহা, সম্পর্ক খারাপ দুজনার। অল্পতেই মেজাজ গরম হয়ে ...
10/07/2023

ফ্যামিলি ক্রাইসিস নাকি জাদুর প্রভাব?

খুব সুখের সংসার। হঠাৎ কারণ ছাড়াই অনিহা, সম্পর্ক খারাপ দুজনার। অল্পতেই মেজাজ গরম হয়ে যায়। হাসবেন্ড বাহিরে থাকলে ভালো লাগলেও বাসায় আসলে যেন সহ্যই হয় না। শুধুই ভুল বুঝাবুঝি। দুজনের ভিতর প্রচণ্ড সন্দেহপ্রবনতার সমস্যা। ভালো কথাবার্তাও যেন বিষের মতো লাগে। ব্যবহৃত জিনিস ও জায়গাটাও হয়ে গেছে অসহ্য। সুন্দর করে সেজে আসলেও নাক ছিটকায়। মোদ্দাকথা, অন্যদের সাথে আচরণ ভালো থাকলেও নিজদের মধ্যকার সম্পর্ক দা-কুমড়া।

এসবকিছুর পর দিনশেষে যৌক্তিক কোন কারণ খুঁজে পান না? কৃত ভুলের পর গিল্টি ফিল হলেও বারবার একই কাজ করছেন? সুখের সংসার আজ ভাঙনের পথে? হ্যা। এমন হলে আপনার সংসারে বিচ্ছেদের জাদুর প্রভাব থাকার সম্ভাবনা অনেক আছে। এরজন্য জিন ও জাদুর অন্যান্য লক্ষ্মণ সমূহ উভয়ের সাথে মিলিয়ে দেখুন। সমস্যা মনে হলে দ্রুত সুখের সংসার টিকিয়ে নিতে শরিয়াহসম্মত চিকিৎসা "রুক্ইয়া" করুন।

জিন, যাদু ও যে কোন প্যারানরমাল সমস্যার সমাধানে পরামর্শ পেতে কল করুন:- 01817-199226

18/06/2023

আপনার পরিবারের কেউ কি জিন, জাদু, বা প্যারানরমাল সমস্যায় ভুগছে? তাহলে এই ভিডিও আপনার জন্য।

হাদিসে এসেছে শেষ জামানায় বদনজরের কারণে বহু মানুষ মারা যাবে।
বর্তমানে জাদুর প্রচলন অনেক বেড়েছে। প্রতিনিয়ত মানুষ জাদুগ্রস্ত হচ্ছে। বহু চিকিৎসা করে কোন ফলাফল আসে না।

আমরা সম্পূর্ণ কোরআন ও হাদিসে বর্ণিত দুআর মাধ্যমে রুকিয়া করে থাকি। কোন গায়েবি মন্ত্র বা জিন দিয়ে কাজ করি না।

আলহামদুলিল্লাহ রুকিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষ আজ সুস্থ। যারা আগে বহু কবিরাজ ও জিন হুজুরদের কাছে প্রতারিত হয়েছে।

জিন, জাদু, বদনজর সমস্যার জন্য রুকিয়ার এপয়েন্টমেন্ট নিতে মেসেজ করুন।
অথবা কল করুন 01817-199226

13/06/2023

হাদিসে এসেছে শেষ জামানায় বদনজরের কারণে বহু মানুষ মারা যাবে।
বর্তমানে জাদুর প্রচলন অনেক বেড়েছে। প্রতিনিয়ত মানুষ জাদুগ্রস্ত হচ্ছে। বহু চিকিৎসা করে কোন ফলাফল আসে না।

আমরা সম্পূর্ণ কোরআন ও হাদিসে বর্ণিত দুআর মাধ্যমে রুকিয়া করে থাকি। কোন গায়েবি মন্ত্র বা জিন দিয়ে কাজ করি না।

আলহামদুলিল্লাহ রুকিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষ আজ সুস্থ। যারা আগে বহু কবিরাজ ও জিন হুজুরদের কাছে প্রতারিত হয়েছে।

জিন, জাদু, বদনজর সমস্যার জন্য রুকিয়ার এপয়েন্টমেন্ট নিতে মেসেজ করুন।
অথবা কল করুন 01817-199226

13/06/2023

চোখ লাগা। মুখ লাগা। নজর লাগা।

বদনজর সত্য। রাসুল সা. বলেছেন- শেষ জামানায় বদনজর মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে।

জাদুটোনা, বদনজর ও জিনের সমস্যার জন্য রুকিয়ার এপয়েন্টমেন্ট নিতে মেসেজ দিন অথবা কল করুন:- 01817-199226

13/06/2023

সুরা ইখলাস। সুরা ফালাক। সুরা নাস। এই তিনটি সুরা পড়ে রুকিয়া (ফু দেওয়া) করার গুরুত্ব।
_মিজানুর রহমান আজহারি

মুসলিমদের জাদু করা নিয়ে অভিজ্ঞতা জানালেন একজন মহিলা জাদুকর।রাশিয়ান এক জাদুকর মহিলার দেড় ঘন্টা লম্বা ইন্টারভিউ দেখছিলাম। ...
07/06/2023

মুসলিমদের জাদু করা নিয়ে অভিজ্ঞতা জানালেন একজন মহিলা জাদুকর।

রাশিয়ান এক জাদুকর মহিলার দেড় ঘন্টা লম্বা ইন্টারভিউ দেখছিলাম। মহিলার নাম Zhanna Kushnir, সেখানে সে জাদু নিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা আর কন্সেপ্ট নিয়ে কথা বলেছে।
(ভিডিও লিঙ্ক ১ম কমেন্টে)

কাদের উপর জাদু কাজ করে না এই প্রসংগে বলতে গিয়ে ১ঘন্টা ১৯ তম মিনিট থেকে পরবর্তী প্রায় দুই মিনিট যে কথাগুলো সে বলেছে তার সারাংশ অনেকটা এমন-

"(জাদু দিয়ে) মুসলিমদেরকে প্রভাবিত করা খুবই কঠিন। তারা সার্বক্ষণিক তাদের God এর সাথে কানেকটেড থাকে। তারা নিয়মিত নামাজ পড়ে। তারা অনেকটা অদৃশ্য ডোমের মধ্যে আবদ্ধ থাকে....এ কারনে একজন খাঁটি মুমিনকে প্রভাবিত করা খুবই কঠিন।"

জাদু নিক্ষেপের জন্য ভিক্টিমকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে তিনি বলেন, একজন সত্যিকারের মুসলিমের ক্ষেত্রে সে তাকে খুঁজে পায় না। তার সামনে থেকে সে অদৃশ্য হয়ে যায়।

মুসলিম কাউকে জাদু নিক্ষেপের ক্ষেত্রে সেই মহিলা আরও বল-
"আমি জাদুর সময় অনেক চেষ্টা করেও সফল হতে পারি না। কিছু একটা আছে যা আমাকে আমার জাদু সম্পন্ন করতে বাঁধা দেয়। কিছু ক্ষেত্রে এমন হয় যে আমি একজন অমুসলিমকে জাদুর মাধ্যমে খুব ভালোভাবে কল্পনায় আনতে পারি।অন্যদিকে একজন মুসলিম এর ক্ষেত্রে আমি সেটা পারি না। তার কোন ছবি যদি আমার হাতেও থাকে এবং আমি সেটা দেখে কল্পনায় আঁকতে চাই, আমি তা পারি না। তখন বুঝতে পারি এই ব্যাক্তিটি নিরাপদ।"

এরপর উপস্থাপক প্রশ্ন করলেন-এটা কি শুধুই মুসলিমদের জন্য?
উত্তরে সে বলল- হ্যা
সুবহানআল্লাহ!

*জিন, জাদু ও প্যারানরমাল সমস্যার শরিয়াহসম্মত চিকিৎসা সম্পর্কে জানতে যোগাযোগ করুনঃ ⁨+880 1817-199226⁩

কে জাদু করেছে কিভাবে বুঝবেন? প্রথমত, জাদু কে করেছে তা জেনে কোনো লাভ নাই। আইনি পদক্ষেপ গ্রহণ সম্ভব না বরং ঝগড়া-ই বেড়ে চ...
07/06/2023

কে জাদু করেছে কিভাবে বুঝবেন?

প্রথমত, জাদু কে করেছে তা জেনে কোনো লাভ নাই। আইনি পদক্ষেপ গ্রহণ সম্ভব না বরং ঝগড়া-ই বেড়ে চলবে এর জের ধরে। সমস্যা সমাধানের বদলে জাদু নবায়নের কারণে আরো বেশি সমস্যা বাড়তে থাকবে। খা

এজাতীয় গায়বি বিষয়ে জিজ্ঞাসা করা-ই গোনাহ; হাদিসে এসেছে, চল্লিশ দিনের ইবাদাত কবুল হবে না কেউ গণকের কাছে গেলে। বান্দা এমন কিছু কখখনোই জানে না। মুখে এসে জিন বললেও বিশ্বাস করা যাবে না। কারণ জিনের পক্ষ থেকে অধিকাংশ অভিযোগ থাকে মিথ্যা।

তাহলে কবিরাজ কিভাবে গায়বি বিষয় বলে? কারিন বা স্থানীয় জিন মারফত খবর নেয়। রোগী সংশ্লিষ্ট লোকের শত্রু সম্পর্কে জানে এবং সে অনুযায়ী আন্দাজে বলে দেয়। কখনো দেখা যায় তাসবিহ নাড়িয়ে এসব করতেআদতে পুরো ঘটনাটাই ভুয়া এবং অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো। মাঝেমধ্যে লেগে যায় তবে অধিকাংশ সময় তার শত্রুর নাম বলায় বিশ্বাস করে নেয়। এরবাহিরে কিছুই না ।

আমাদের করণীয়- যাদের ব্যাপারে সন্দেহ হয় বা নিশ্চিত হওয়া যায় তাদের ব্যাপারে সতর্ক থাকা। কাপড়ের অংশ, চুল, ব্যবহৃত বস্তু নিয়ে যাওয়া বা জাদুকৃত খাবার নিয়ে আসা; এসব করে থাকে। এমন হলে সতর্ক হয়ে যাবে এবং জাদুর জন্য রুকইয়াহ করবে। তাদের দেয়া খাবার খাওয়ার পূর্বে সুরা ফালাক, নাস পড়ে ফু দিয়ে খাবে। এসব করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।

Ruqyah Guide

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah Guide:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share