07/06/2023
কে জাদু করেছে কিভাবে বুঝবেন?
প্রথমত, জাদু কে করেছে তা জেনে কোনো লাভ নাই। আইনি পদক্ষেপ গ্রহণ সম্ভব না বরং ঝগড়া-ই বেড়ে চলবে এর জের ধরে। সমস্যা সমাধানের বদলে জাদু নবায়নের কারণে আরো বেশি সমস্যা বাড়তে থাকবে। খা
এজাতীয় গায়বি বিষয়ে জিজ্ঞাসা করা-ই গোনাহ; হাদিসে এসেছে, চল্লিশ দিনের ইবাদাত কবুল হবে না কেউ গণকের কাছে গেলে। বান্দা এমন কিছু কখখনোই জানে না। মুখে এসে জিন বললেও বিশ্বাস করা যাবে না। কারণ জিনের পক্ষ থেকে অধিকাংশ অভিযোগ থাকে মিথ্যা।
তাহলে কবিরাজ কিভাবে গায়বি বিষয় বলে? কারিন বা স্থানীয় জিন মারফত খবর নেয়। রোগী সংশ্লিষ্ট লোকের শত্রু সম্পর্কে জানে এবং সে অনুযায়ী আন্দাজে বলে দেয়। কখনো দেখা যায় তাসবিহ নাড়িয়ে এসব করতেআদতে পুরো ঘটনাটাই ভুয়া এবং অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো। মাঝেমধ্যে লেগে যায় তবে অধিকাংশ সময় তার শত্রুর নাম বলায় বিশ্বাস করে নেয়। এরবাহিরে কিছুই না ।
আমাদের করণীয়- যাদের ব্যাপারে সন্দেহ হয় বা নিশ্চিত হওয়া যায় তাদের ব্যাপারে সতর্ক থাকা। কাপড়ের অংশ, চুল, ব্যবহৃত বস্তু নিয়ে যাওয়া বা জাদুকৃত খাবার নিয়ে আসা; এসব করে থাকে। এমন হলে সতর্ক হয়ে যাবে এবং জাদুর জন্য রুকইয়াহ করবে। তাদের দেয়া খাবার খাওয়ার পূর্বে সুরা ফালাক, নাস পড়ে ফু দিয়ে খাবে। এসব করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
Ruqyah Guide