13/04/2025
🦴 ভিটামিন D সাপ্লিমেন্ট নেওয়ার আগে জানুন এই গুরুত্বপূর্ণ তথ্য!
আপনি কি নিয়মিত ভিটামিন D সাপ্লিমেন্ট নিচ্ছেন? তাহলে এই তথ্যগুলো না জানলে বড় ক্ষতি হতে পারে!
✅ ভিটামিন D শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, কিন্তু...
⚠️ অনেক চিকিৎসক এখনো শুধু ভিটামিন D সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করে থাকেন, অথচ এর সাথে ভিটামিন K2 এবং ম্যাগনেসিয়াম না থাকলে তা শরীরে অসামঞ্জস্যপূর্ণ ক্যালসিয়াম জমা করতে পারে — বিশেষ করে ধমনিতে, যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ায়!নোমান
🔍 জেনে রাখুন:
🟢 ভিটামিন K2: – ক্যালসিয়ামকে ধমনির বাইরে সরিয়ে হাড়ে স্থাপন করে – "Osteocalcin" নামক প্রোটিনকে সক্রিয় করে, যা হাড়ে ক্যালসিয়াম রাখে।
🟢 ম্যাগনেসিয়াম: – ভিটামিন D-কে সক্রিয় করে, যাতে তা সঠিকভাবে কাজ করতে পারে। – নিজেও হাড়ের গঠনে ভূমিকা রাখে।
🔬 বৈজ্ঞানিক ভিত্তি:
🧪 The American Journal of Clinical Nutrition (2018) - ম্যাগনেসিয়ামের ঘাটতিতে ভিটামিন D সক্রিয় হয় না।
🧪 Journal of Nutrition (2004) - ভিটামিন D ও K2 একসাথে নেওয়া হলে arterial calcification কমে এবং হাড় শক্ত হয়।
📌 অতএব: 👉 শুধু ভিটামিন D না নিয়ে, K2 ও ম্যাগনেসিয়ামের সাথে ভারসাম্য রেখে সাপ্লিমেন্ট নেওয়াই নিরাপদ ও কার্যকর।
✅ অতিরিক্ত টিপস:
🥬 K2 পাওয়া যায়: ডিমের কুসুম, ঘাস খাওয়া গরুর দুধ, ঘি, চিজ, মুরগির মাংস ইত্যাদি।
🥜 ম্যাগনেসিয়াম পাওয়া যায়: বাদাম, ডার্ক চকোলেট, শাকসবজি ইত্যাদি।
☀️ ভিটামিন D এর জন্য প্রতিদিন কিছুটা রোদ খুবই গুরুত্বপূর্ণ।
📢 আপনার ডাক্তারকেও এ বিষয়ে প্রশ্ন করুন – সচেতনতা আপনার অধিকার!
(((১/ টাইমিং বাড়বে স্থায়ী ভাবে ২০-২৫ মিনিট এর কম না।
২ / বীর্য ঘনো হবে।।
৩/ রক্ত চলাচল বৃদ্ধি পাবে এতে আগাগোড়া সমান হবে লিংগের সাইজ বৃদ্ধি পাবে সহবারে আগ্রহ বাড়বে।
৪/ হস্তমৈতুনের ক্ষতি পুরন হবে।
৫/ শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে মানসিক অশান্তি দুর হবে
স্থায়ী ভাবে চিকিৎসাটি নিতে হলে কিছু টাকার ঔষধ খেতে হবে... বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন অথবা কল করুন
01613193976)))
ডাক্তার মিজানুর রহমান
যৌন বিশেষজ্ঞ ডাক্তার।