Mohiuddin Taha

Mohiuddin Taha Allah Is Almighty

“Prevention is better than cure"

14/12/2022

ক্যালকেরিয়া কার্বোনিকা হলো ডা.হ্যানিম্যানের অন্যতম প্রধান এন্টিসোরিক ঔষধ ৷ এটি এমন একটি পলিক্রেস্ট ঔষধ যা আমাদের দৈনন্দিন চিকিৎসাকার্যে প্রায়ই প্রয়োজন হয়৷ এটি ডা.হ্যানিম্যানের প্রতিভার এক উজ্জ্বল দৃষ্টান্ত ; অদ্রবনীয় পদার্থকে ঘর্ষণ ও মর্দনের মাধ্যমে তাদের অভ্যন্তরীণ শক্তির পুর্ণবিকাশ ঘটিয়ে ঔষধ হিসাবে চিকিৎসা কার্যে ব্যবহার করে তিনি এক অভিনব চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন করেন৷
ক্যালকেরিয়া কার্বোনিকা সালফার এবং লাইকোপোডিয়ামের সাথে স্থান পায়৷

21/11/2022

ক্যালকেরিয়া কার্ব (Calcaria Carb) হল ডা. হানেমানের অন্যতম প্রধান এন্টিসোরিক ঔষধ। এটি এমন একটি পলিক্রেষ্ট ঔষধ যা আমাদের দৈনন্দিন চিকিৎসা কার্যে প্রায়ই প্রয়োজন হয়। এটি ডা. হানেমানের প্রতিভার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অদ্রবণীয় পদার্থেক ঘর্ষণ ও মর্দনের মাধ্যমে তাদের অভ্যন্তরীণ শক্তির পূর্ণ বিকাশ ঘটিয়ে ঔষধ হিসাবে চিকিৎসা কার্যে ব্যবহার করার তিনি এক অবিনব পদ্ধতির উদ্ভাবন করেন। ঝিনুকের মধ্যবর্তী স্তরকে ঘর্ষণ ও মর্দনের মাধ্যমে তিনি এই ঔষধটি প্রস্তুত করেন।

যে ১০ টি কারনে পাকস্থলীর ক্যান্সার হতে পারে
21/11/2022

যে ১০ টি কারনে পাকস্থলীর ক্যান্সার হতে পারে

17/11/2022
Medicine No. 01 (Aconitum Napellus)Homeopathic Medicine
21/10/2022

Medicine No. 01
(Aconitum Napellus)
Homeopathic Medicine

21/10/2022

মাথা ব্যাথার হোমিওপ্যাথিক চিকিৎসা।
Homeopathic treatment of headache.

মাথা ব্যাথায় ভোগেনি এমন লোকের সংখ্যা খুবই কম। প্রত্যেক মানুষই জীবণের কোন এক সময় মাথা ব্যাথার যন্ত্রনায় ভুগেছেন। অতি তীব্র মাথার যন্ত্রনাকে মাইগ্রেন বলে।
কারো কারো সকালে,কারো দুপুরে,কারো বিকালে আবার কেউ কেউ সারাদিন মাখাব্যাথায় ভুগেন। নানা করণে মাথা ব্যাথা হয়। যেমন মানসিক চাপ,রোদে যাওয়ার কারণে,সর্দি লাগা,চোখের সমস্যার কারণে মাথা ব্যাথা হয়।
নানা কারণে মাথা ব্যাথার ভিরে টেনসনজনিত মাথা ব্যাথার অবস্হান সবার উপরে। সাইনাসজনিত মাথা বেদনায় অনেক রোগী ভোগেন।মহিলাদের মাসিকের পুর্বে কখনো কখনো মাথা ব্যাথা হয়।

স্কুলের ছেলেমেয়েদের লেখাপড়া করার সময়ও মাথা বেদনায় ভোগেন।মাথা ব্যাথার স্হান,সময় ও কারণ নির্ণয় করে লক্ষণ বিচেনায় সদৃশ ঔষধ নির্বাচন করে প্রয়োগে মাথা ব্যাথা আরোগ্য হয়।

মাথা ব্যাথার হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের লক্ষণভিত্তিক আলোচনা ঃ

Aconitine (একোনাইট): ঠান্ডা লাগিয়া তরুন শিরঃ পীড়া,মাথা ধরা বা বেদনায় রোগী অস্হির হইয়া পরে। ছট ফট করিতে থাকে।তখন এই ঔষধ অব্যর্থ।

Belledona (বেলেডোনা): সর্দি বসিয়া প্রচন্ড মাথা ব্যাথা মস্তকে রক্তাধিক্য,মাথা গরম,কপালের দুই পাশের শিরা দপদপ করিতে থাকে।চোখ,মুখ লাল হইয়া চিরিক মারা ব্যাথা।তখন এই ঔষধ উপকারী।

Bryonia (ব্রাইওনিয়া): মাথা ধরা বা বেদনা নড়াচড়া করিলে বা কথা বলিলে মাথার যন্ত্রণা বাড়ে।চুপ করিয়া থাকিলে আরাম বোধ ইত্যাদি লক্ষণে ইহা অমোঘ।

Acid Phos (এসিড ফস): অতিরিক্ত লেখাপড়ার কারণে যাহাদের মাথা ধরা বা ব্যাথা হইয়াছেেএসিড ফস তাহাদের পরম বন্ধু।

(ইথুজা): বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাথা ব্যাথার জন্য পড়া শোনার ব্যাঘাতে ইথুজা একটি প্রসিদ্ধ ঔষধ।

স্পাইজেলিয়াঃবাম দিকে আধ কপালে মাথা ব্যথা,সকালে মাথা ব্যাথা আরাম্ভ হইয়া দুপুরে বৃদ্ধি পায়।বিকালে আস্তে আস্তে উপশমিত হইয়া সন্ধা ছাড়িয়া যায়।বাম দিকে চক্ষু হইতে জল পড়ে,ইত্যাদি লক্ষণে ইহা উপকারী।

আর্সেনিক মেটঃ মাথার বাম দিকে আধ কপালে মাথা ব্যথায় এই ঔষধ উপকারী।
ল্যাকেসিসঃ রৌদ্রের তাপ লাগিয়া বা স্রাব বন্ধ হইয়া বাম দিকে আধ কপালে মাথা ব্যথা উওাপে উপশম হইলে ইহা উপকারী।

আর্জেন্টাম নাইটঃআধ কপালে মাথা ব্যথার উৎকৃষ্ট ঔষধ।বাম দিকের কপালে ভীষণ যন্ত্রণা দায়ক ব্যথা।কোন বস্তু দিয়া শক্ত করিয়া মাথা বাধিয়া দিলে বেদনার উপশম হয়।

স্যাঙ্গুনেরিয়া ক্যানঃ ডান দিকে আধ কপালে মাথা ব্যথা।সূর্য উদয় হইতে ব্যথা আরাম্ভ হইয়া বেলা বৃদ্ধির সহিত ব্যথা বাড়িতে থাকে।বিকালের দিকে কমে।সন্ধায় ছাড়িয়া যায়।

ক্যাকটস গ্রান্ডিঃ মাথার ডান দিকে শির পীড়া আলোতে গোলমালে ক্ষুধা লাগিয়া বেদনার বৃদ্ধি।মাথা অত্যন্ত ভারী বোধ,দপদপানি মাথা ব্যাথায় ইহা উপকারী।

এমিল নাইটঃ অত্যাধিক মাথা ধরা বা বেদনার সময়ইহার ২-৪ফোটা রুমালে ডালিয়া ঘ্রান নিলে মাথার তীব্র যন্ত্রণা সঙ্গে সঙ্গে আরোগ্য হয়।

চেলিডোনিয়মঃ ডান দিকের মাথা ব্যাথা,ব্যাথা ডান দিকের চোখ পর্যন্ত পরিচালিত হয়। বিছানা হইতে উঠিতে,বসা থেকে দাড়াইতে,চোখ বুজাইলে মাথা ঘুরায়।ডান কাধের নিচে ব্যাথার রোগীতে ইহা অধিক ফলদায়ক।

আইরিসঃ ডান দিকের মাথা ব্যাথা,ব্যাথার সহিত প্রায়ই বমি বা গা বমি বমি করিতে থাকে।বেদনা সন্ধ্যা কালে বৃদ্ধি,বিশ্রামে বৃদ্ধি।

গ্লোনয়িনঃ রৌদ্রে কাজ করিয়া কিংবা আগুনের উওাপে মাথা ধরা বা বেদনায় ইহা উপযোগী।মাথা ব্যাথা প্রায়ই ঘাড় হইতে আরম্ভ হইয়া সমস্ত মাথা ছাড়াইয়া পড়ে।প্রচন্ড বেদনায় মনে হয় মাথা চুর্ণ বিচুর্ণ হইয়া যাইতেছে।

ষ্ট্র্যামোনিয়মঃ রৌদ্রে ঘুরাফেরা করিবার ফলে অর্থাৎ রৌদ্রের তাপ মাথায় লাগিয়া প্রচন্ড মাথা ব্যাথা।রাত্রে শুইলে ব্যাথা বাড়ে।তাই রোগী বসিয়া থাকিতে বাধ্য হয়।

ল্যাক ক্যানঃ পার্শ্ব পরিবর্তনশীল,আধ কপালে মাথা ব্যাথা,এক বার বাম দিকে কিছু সময় বা কিছুদিন পর আবার ডান দিক।বাম দিকে ব্যাথা হইলে ডান দিকে থাকে না।আবার ডান দিকে ব্যথা হইলে বাম দিকে থাকে না।এই পরিবর্তনশীল মাথা ব্যাথায় ইহা অব্যর্থ।

এসিড পিক্রিকঃ ছাত্র,শিক্ষক,উকিল,ব্যারিষ্টার গণের মস্তিস্কের পরিশ্রমের জন্য মাথা ব্যাথায় বা মাথা ধরায় ইহা অব্যার্থ।

সিফিলিনামঃ রাত্রে মাথা ব্যাথার একটি উৎকৃষ্ট ঔষধ।বিকাল থেকে মাথা ব্যাথা বা ধরা আরাম্ভ হইয়া রাত এগারটা পর্যন্ত বাড়িতে থাকে।দিনের বেলায় বেদনা থাকে না।উপদংশ দোষ জনিত শিরপীড়ায় এই ঔষধ অব্যার্থ।


বি.দ্র: ঔষুধ ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন।
(Collected)

21/10/2022

Helminthochorton হেলমিন্থোকর্টন
পরিচয়ঃ
Main Name: Helminthochortos officinarum
Synonym: Alsidium helminthochorton, Worm-moss (ওয়ার্ম-মস)

বৈশিষ্ট্যঃ ছোট ছোট শিশুদের ক্রিমির উপদ্রবে চমৎকার কার্য্য করিয়া থাকে।

ব্যবহারস্থলঃ পেটের ক্রিমির পক্ষে একটি অদ্ভুত কার্য্যকারী ঔষধ। ক্রিমির জন্য আমরা সাধারণতঃ সিনা, ইন্ডিকা, স্যান্টোনাইন প্রভৃতি ঔষধ ব্যবহার করিয়া থাকি। কিন্ত হেলামিন্থোকর্টন ছোট ছোট শিশুদের ক্রিমির উপদ্রবে চমৎকার কার্য্য করিয়া থাকে।
বিশেষতঃ যে সকল ক্রিমি বিশৃঙ্খলভাবে বিচরণ করে।

বি.দ্র: ঔষুধ ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohiuddin Taha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram