25/04/2022
DOCTURE PERFECTUS
an evening show
By
LEO CLUB OF SSMC
প্রথম এপিসোডে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ার পর আমরা আসছি আমাদের সান্ধ্য অনুষ্ঠান এর দ্বিতীয় পর্ব নিয়ে - ২৫ তারিখ, রাত ১০ টায়. ..
আচ্ছা, মেডিকেল মানেই কি গাদা গাদা বইয়ে ঠাসা তথ্যের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা? মেডিকেল মানেই কি সিলেবাসের আড়ালে ঢেকে ফেলা নিজের প্যাশন?? এক্সট্রাকারিকুলারে নানা অর্জনে উঠে আসা নাম 46 এর Sabit ibn Moaz ভাই এবং Tanmoy Das দাদা। আড্ডাপ্রিয় এই দুই মানুষের সিলেবাস এবং সিলেবাসের বাইরের বিভিন্ন গল্প শুনতে আমরা আসছি,
সাথে থাকছে ফিজিওলজি - গাইটনের অসামান্য ওজন, হাজার হাজার নর্মাল ভ্যালু কিংবা শত শত ফ্লোচার্ট, এসব কি এমনিতেই মনে থাকত DU এ দশম হওয়া 48 ব্যাচের Debashish দাদার। জানব কিভাবে ফিজিওলজিতে চমক দেখিয়েছ���ন Chayanika আপু এবং Km Saki ভাই।
আড্ডা হবে জমজমাট। আর সাথে সঞ্চালনায় থাকছে SS-49 এর Turib এবং Afif
প্রিয় ৫০ ব্যাচ এবার আবার তোমাদের সাগ্রহে অংশগ্রহন আর বিভিন্ন প্রশ্ন এই পর্বকেও সার্থক করে তুলবে।