Polli Chikitsok Training Center

Polli Chikitsok Training Center পল্লী চিকিৎসক কোর্স করুন, শ্রেষ্ঠ পেশায় জীবন গড়ুন।

ছাত্র শিক্ষকের প্রতি এমনি সম্মান দেখাবে, এইটাই স্বাভাবিক।
24/09/2024

ছাত্র শিক্ষকের প্রতি এমনি সম্মান দেখাবে, এইটাই স্বাভাবিক।

অবশেষে হারানো ভাইকে ফিরে পেয়ে আবেগে আপ্লূত! দুই ভাইয়ের কতইনা মিল।
24/09/2024

অবশেষে হারানো ভাইকে ফিরে পেয়ে আবেগে আপ্লূত! দুই ভাইয়ের কতইনা মিল।

♦️নার্সিং ভর্তির জন্য সেরা কোচিং সেন্টার  #গার্ডিয়ান" আমাদের রয়েছে  #দীর্ঘ_১২বছরের_অভিজ্ঞতা।👉HSC-24 Advance, 2nd Time, 3...
18/09/2024

♦️নার্সিং ভর্তির জন্য সেরা কোচিং সেন্টার #গার্ডিয়ান" আমাদের রয়েছে #দীর্ঘ_১২বছরের_অভিজ্ঞতা।

👉HSC-24 Advance, 2nd Time, 3rd Time & Re-Admission ব্যাচে ৫০০০ টাকা ছাড়ে ভর্তি চলছে।

💷 #গার্ডিয়ান" এর চেষ্টা থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট করে আপনাকে ভর্তির সুযোগ করে দেওয়া।

🔊 #গার্ডিয়ান" এর সুনাম রক্ষার্থে আমাদের চেষ্টা থাকবে শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা।

📝 অন্য কোথাও ভর্তির পূর্বে আমাদের কোচিং সেন্টারে একবার ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইলো।

✅ #গার্ডিয়ান" নার্সিং থেকে ২০২৩-২৪ সেশনে সরকারি নার্সিং কলেজে জাতীয় মেধায় ১০০+ শিক্ষার্থী চান্স পেয়ে সেরা কোচিং এর সুনাম অর্জন করেছেন।

✳️ #গার্ডিয়ান" নার্সিং কোচিং এ ভর্তি প্রস্তুতি কোর্স সমূহঃ
👉বিএসসি ইন নার্সিং।
👉ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি।
👉ডিপ্লোমা ইন মিডওয়াইফারি।

✅আমরা যে কারণে সেরা:
♦️সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও পরীক্ষা।
♦️অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস প্রদান
♦️নিয়মিত ক্লাস, পরীক্ষা ও মডেল টেস্ট।
♦️ফ্রি নার্সিং ভর্তি গাইড প্রদান।
♦️গুরুত্বপূর্ণ সাজেশন বই প্রদান।
♦️ফ্রি আপডেট লেকচার শিট প্রদান।
♦️ফ্রি প্রশ্নব্যাংক বই প্রদান ব্যাখ্যা সহ।
♦️সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা।

✅কোর্সের মেয়াদকাল: নার্সিং এডমিশন পরীক্ষার পূর্ব পর্যন্ত।

✅ মৌচাক ও রামপুরা, ঢাকা শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন।
☎️যোগাযোগঃ 01602 525 890.

ছাত্রজনতার বিজয়ে সব দালালরা পদত্যাগ করলেও এখনো কিভাবে এই ম্যাসাকার দিব্বি উপস্থাপক হিসাবে প্রকাশ্য টকশো করে যাচ্ছে???  য...
12/08/2024

ছাত্রজনতার বিজয়ে সব দালালরা পদত্যাগ করলেও এখনো কিভাবে এই ম্যাসাকার দিব্বি উপস্থাপক হিসাবে প্রকাশ্য টকশো করে যাচ্ছে??? যারা তার বিষয়ে জানতে চান তারা ০৫/০৮/২০২৪ তারিখের আগের দিন গুলোর ১০থেকে ২০টা টকশো দেখলেই বুঝতে পারবেন সে যেয়ে আওয়ামীলীগের কত বড় পাচাটা দালাল ছিলো। তাই চ্যানেল আইকে আল্টিমেটাম দেয়া হোক তাকে বাদ দেওয়ার জন্য অন্যথায় ছাত্রজনতা ব্যাবস্থা নিবে। আওয়াজ তুলুন দালালদের বিরুদ্ধে, এখনি সময় দালাল মুক্ত মিডিয়া গড়ার। দালাল মুক্ত মিডিয়া দালাল মুক্ত বাংলাদেশ।

18/12/2023
21/11/2023

পল্লী চিকিৎসক ও ১/৩ বছর মেয়াদী কোর্সে ভর্তি চলছে...!
তাই যারা ভর্তি হওয়ার জন্য ভাবতেছেন তারা সময় নষ্ট না করে আজই এডমিশন নিন।

★ যারা দুরের শিক্ষার্থী তাদের কাজের অভিজ্ঞতার প্রমাণ ক্ষেত্রে ক্লাস শীতিল যোগ্য এবং কোর্স শেষে অনলাইনে রেজাল্ট চেক ও পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট কুরিয়ারের করে পাঠানোর ব্যবস্থা আছে।

বাংলাদেশ সরকার অনুমোদিত ও প্রোভাইটারস হেলথ সোসাইটি পরিচালিত Govt. Reg No. 13052, 110345 & 3130

📌 উদ্দেশ্য: বেকারত্ব সমস্যা দূর করতে ভূমিকা রাখা এবং সাধারণ মানুষের মাঝে সেবা পৌঁছাতে পারা।

♦ পল্লী চিকিৎসক কোর্স করুন,
বেকার মুক্ত জীবন গড়ুন।

♦ শুধুমাত্র পুথিঁগত বিদ্যার উপর নির্ভরতা আর নয়, পল্লী চিকিৎসক কোর্স করে নিজেকে করুন জয়।

♦ পল্লী চিকিৎসক কোর্স করুন, শ্রেষ্ট পেশায় জীবন গড়ুন।

♦ দেশের সেরা পেশা বেছে নিন, জীবনকে বদলিয়ে দিন।

★ ৬ মাস ও ১ বা ৩ বছর মেয়াদী কোর্স সমূহঃ-
Local Medical Assistant Family (LMAF) 6Month
Diploma in Medicine & Surgery (DMS) 1/3 Years
Diploma in Medical Assistant (DMA) 1/3 Years
Diploma In Medical & Family Planning (DMF) 1/3 Years
Diploma In Dental Training (DDT) 1/3 Years
Rural Medical Practitioners (RMP) 1Month
Laboratory Technology Training (LTT) 1/3 Years
Junior Nursing Training (JNT) 1/3 Years
Certificate In Paramedical (CPM) 1/3 Years
Mother & Child Health (MCH) 1/3 Month

কর্মসংস্থানঃ-

♣ ফার্মেসি, গ্রাম ডাক্তার হিসাবে চিকিৎসা প্রদান, ক্লিনিক, এবং বিভিন্ন এনজিও সংস্থাতে চাকরি করতে পারবেন।

♣ আমাদের সার্টিফিকেট সমূহ নিজস্ব অনলাইনে দেখা যাবে।

♣ আমাদের প্রতিষ্ঠান থেকে কোর্স করুন,বৈধ সার্টিফিকেট অর্জন করুন।

★ভর্তির যোগ্যতাঃ যে কনো সালে মিনিমাম S.S.C বা সমমান পাশ।

★যোগাযোগঃ- শাখা :
আইডিয়াল ফর্স্ট এইড ট্রেনিং সেন্টার ও ঢাকা ইনস্টিটিউট অব মেডিকেল & ডেন্টাল টেকনোলজি। যাত্রাবাড়ী,ঢাকা।
০১৭৫১০০৯১১১,
০১৬০২৫২৫৮৯০

17/11/2023

১৮তম শিক্ষক নিবন্ধন পরিক্ষার জন্য অনলাইনে আবেদন ফরম পুরণ করতে সহযোগিতা করি, যাদের সহযোগিতার প্রয়োজন ইনবক্স করুন।

03/12/2022

০১। মস্তিস্কের পর্দার নাম কি==মেনিনজেস
০২। হৃদপিন্ডের পর্দার নাম কি===পেরিকার্ডিয়াম
০৩। ফুসফুসের পর্দার নাম কি===প্লুরা
০৪। যকৃতের পর্দার নাম কি==গ্লিসনস ক্যাপসুল
০৫। অস্থির পর্দার নাম কি==পেরি অষ্টিয়াম
০৬। তরুণাস্থির পর্দার নাম কি ==পেরিকন্ডিয়াম
০৭। স্নায়ুতন্ত্রের গঠনের একক কি==নিউরন
০৮। রেচনতন্ত্রের গাঠনিক একক==নেফ্রন
০৯। কঙ্কালতন্ত্রের গাঠনিক একক==অস্থি
১০। যকৃতের গাঠনিক একক==হেপাটোসাইট
১১। মাংশপেশীর গাঠনিক একক===মায়োসাইট
১২। ফুসফুসের গাঠনিক একক==এলভিওলাই
১৩। মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি==হাইপোথ্যালামাস
১৪। কোন রস যা মর্করা বা আমিষ উভয়কে পারিপাক করে ==অগ্ন্যাশয় রস
১৫। মানুষের লালায় কোন রস থাকে==টায়ালিন
১৬। কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়==রেনিন
১৭। HCL কোন কোষ থেকে নিঃসৃত হয়==প্যারাইটাল কোষ
১৮। যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ
করতে সাহায্য করে ভিটামিন ‘K’ (২৬তম
বিসিএস)।
১৯। যে হরমোনের অভাবে ডায়াবেটিস
রোগ হয় ইনসুলিন (২০তম বিসিএস)।
২০। কচুশাক বিশেষভাবে মূল্যবান যে
উপাদানের জন্য লৌহ (১০তম বিসিএস)।
২১। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে
অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS )
২২। মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের
উপর মেলানিন (২৭তম বিসিএস)।
২৩। এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা
বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
২৪। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮
ইঞ্চি (প্রায়) (২৮তম বিসিএস)।
২৫। আপেলে কোন অ্যাসিড থাকে ?
==
ম্যালিক অ্যাসিড
২৬। আমলকিতে কোন অ্যাসিড থাকে ?== অক্সালিক
অ্যাসিড
২৭। কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা
বলে ? ==এবি গ্রুপ কে
২৮। আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক
করে ? ==পেপসিন
২৯। ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
অগ্নাশয়ে
৩০। কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত
দিতে পারে ? ==পুরুষ
৩১। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা
বলে ? ==ও গ্রুপ
নতুন নতুন আরো আপডেট পেতে ফলো দিয়ে সাথে থাকুন🥰

Address

Dhaka

Telephone

+8801751009111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Polli Chikitsok Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram