Abul Kalam Azad

Abul Kalam Azad আমি আবুল কালাম আজাদ, আমার এই পেইজ এর মাধ্যমে সমাজের অসংগতিগুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করে যাবো।

কি বা আর ব-লা-র আছে!?এগুলোই দেখার বাকি ছিলো...!
17/05/2024

কি বা আর ব-লা-র আছে!?এগুলোই দেখার বাকি ছিলো...!

বিয়ের পরপরই বউ অনেকটা জোর করেই একটা প্লাস্টিকের ব্যাংক কিনিয়েছিল। বলেছিল প্রতিদিন অল্প হলেও যেন কিছু টাকা এই ব্যাংকে জমা...
17/05/2024

বিয়ের পরপরই বউ অনেকটা জোর করেই একটা প্লাস্টিকের ব্যাংক কিনিয়েছিল। বলেছিল প্রতিদিন অল্প হলেও যেন কিছু টাকা এই ব্যাংকে জমাই। আমি পাত্তা দেইনি খুব একটা। ভাবতাম এই ব্যাংকে আর কয় টাকাই বা জমবে। শুধু শুধু বাড়তি প্যারা। তবে বউয়ের সামনে এসব প্রকাশ করিনি। বউ কাছে থাকা অবস্থায় কিছু কিছু রাখতাম। এরপর বউ বাপের বাড়ি গিয়ে রইলো কয়েক মাস। তখন পুরোপুরিই টাকা জমানো বন্ধ ছিল। কিভাবে যেন বউ এই খবর জানতে পেরে একদিন ফোনে বকাঝকা করলো। তারপর থেকে যেদিন বাংলাবাজার যেতাম সেদিন বাসায় ফিরে কমপক্ষে দুইশত টাকা করে ব্যাংকে ফেলতাম। বউয়ের ঝাড়ি খাওয়ার পর থেকে বাংলাবাজার থেকে ফিরে কখনো টাকা রাখতে মিস হতো না। এরপর কিছুদিন ঝড়ঝাপটা গেল পরিবারের উপর দিয়ে। তাই এই সময়টুকুতে টাকা রাখা অফ ছিল। তারপর আবার রাখা শুরু করলাম। আজকে ব্যাংকের টাকা ফেলার ফাঁকটাতে চোখ লাগিয়ে দেখি ব্যাংক ভরে গেছে পুরোটাই। তাই আর দেরি না করে বাবা মা বউ সবাইকে একত্র করে ব্যাংক ভাঙলাম (আসলে কাটলাম আরকি)। ভেবেছিলাম হাজার দশেক হবে হয়তো। কিন্তু টাকা গুনে আমি পুরো অবাক। এতটুকু একটা ব্যাংকে ৩০ হাজারের উপরে যে জমতে পারে তা নিজ হাতে টাকা না গুনলে বিশ্বাসই করতাম না।
❝ ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ❞
এই কথাটার মর্ম আজ ভালভাবে উপলব্ধি করতে পারছি। যাদের বড় ধরণের সেভিংস করার সামর্থ্য এখনো হয়নি তারা চাইলে ছোট একটা মাটির বা প্লাস্টিকের ব্যাংক কিনে দিনশেষে পকেটে থেকে যাওয়া খুচরা টাকাগুলোর একটা অংশ জমাতে পারেন।ব্যাংক ভরে গেলে টাকাগুলো গুনে আপনি নিজেই অবাক হবেন। এই জমানো টাকাগুলোই হয়তো বিপদে কাজে লাগবে আপনার।

© এডমিন - রংধনু বুকশপ
সংগৃহীত


26/03/2024
26/03/2024

আহ্! আল্লাহ আমরা বেঁচে থাকতে এমন দৃশ্যও দেখতে হলো।আফসোস শত আফসোস। ইতিহাসের আয়নায় আমরা এক কলংক হয়ে থাকবো যে, আমরা কতো বিলাসী জীবন যাপন করছি আর ওদিকে আমারই ভাই খাবার না পেয়ে বনের লতাপাতা খাচ্ছে! আহ্ আফসোস এ জীবনের প্রতি।

আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকের এই দিনে আমাদের জাতির বীর সন্তানেরা স্বাধীনতার লাল সূর্য কে ছিনিয়ে আনার সংগ্রামে ঝাপিয়ে...
26/03/2024

আসসালামু আলাইকুম। শুভ সকাল।
আজকের এই দিনে আমাদের জাতির বীর সন্তানেরা স্বাধীনতার লাল সূর্য কে ছিনিয়ে আনার সংগ্রামে ঝাপিয়ে পরেছিলেন বীরদর্পে।
যুগে যুগে জারি থাকুক এ-ই ধারা!
যাতে করে ওই যালিম বা সৈর-শাসক গণ যেনো আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে!

❤️❤️ হাজারো সালাম ও শুভেচ্ছা জানাই তোমাদের হে বীর সেনানী!
দোয়া করি আল্লাহ পাক যেনো তোমাদের সকল গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করেন।।
আমিন
#স্বাধীনতাদিবস

https://youtu.be/KFWmv8kMSf4?si=mZbNnJLhd28oJ4SZআল্লাহুআকবার!আল্লাহপাক হযরতের ছাঁয়াকে দীর্ঘায়িত করুন।
19/03/2024

https://youtu.be/KFWmv8kMSf4?si=mZbNnJLhd28oJ4SZ
আল্লাহুআকবার!
আল্লাহপাক হযরতের ছাঁয়াকে দীর্ঘায়িত করুন।

#আল্লামা_মাহমুদুল_হাসান ুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দা. বা.,মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলু...

https://youtu.be/WhYMLgV63Ho?si=I6tS46_k8LWwetdx
24/01/2024

https://youtu.be/WhYMLgV63Ho?si=I6tS46_k8LWwetdx

একটা সময় তার মনে ছিল মুসলমানদের প্রতি তীব্র বি-দ্বে-ষ আর প্রবল ঘৃ-ণা। বলবীর সিং ছিলেন হিন্দু -ধ-র্মা-ন্ধ জ....

23/01/2024

সুন্দর হোক আগামীর পথ।।
01/01/2024

সুন্দর হোক আগামীর পথ।।

01/01/2024

মাশাআল্লাহ! আলাউদ্দিন হুজুরের আটরশি থেকে ইস্তফা!



#মুফতিআলাউদ্দিন
#আটরশিপীর

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Abul Kalam Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Abul Kalam Azad:

Share