22/07/2025
আগুনে পোড়া শরীরে সরাসরি বরফ দিলে ক্ষতি হতে পারে। পোড়া স্থানে বরফ দিলে রক্তনালী সঙ্কুচিত হয়ে যায়, ফলে ক্ষত স্থানে রক্ত ও অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায়।এতে ত্বকে ফ্রস্টবাইট (ঠান্ডাজনিত জখম) হতে পারে, যা ক্ষত আরও বাড়িয়ে তোলে এবং চামড়ার টিস্যু আরও নষ্ট হতে পারে।
আক্রান্ত স্থানকে ২০ মিনিট ধরে নরমাল পানির নিচে ধরুন।তারপর জায়গাটি হালকা শুকিয়ে অ্যালোভেরা জেল বা অ্যান্টিসেপটিক লাগান। অ্যালোভেরা ত্বকে লাগালে তা ঠান্ডা অনুভূতি দেয়, যা পোড়া স্থানে তাৎক্ষণিক আরাম দেয়। এটি বরফের বিকল্প হিসেবে কাজ করে, কিন্তু ত্বকের কোনো ক্ষতি করে না। অ্যালোভেরা জেলে থাকা উপাদান যেমন: গ্লুকোমানন ও গিব্বেরেলিন নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এতে ত্বক দ্রুত সেরে ওঠে এবং দাগ হওয়ার সম্ভাবনা কমে। এটাই মূলত একমাত্র প্রাথমিক চিকিৎসা। অ্যালোভেরা বা এন্টিসেপ্টিক না থাকলে শরীরে আরও পানি ঢালতে হবে এবং যতদ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।