09/01/2023
ডায়াবেটিস এখন মহামারি আকার ধারন করেছে। বিভিন্ন সংস্থার হিসাব মতে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যার মধ্যে প্রায় ৯০% মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে রাসায়নিক দিয়ে প্রস্তুতকৃত ঔষধ দিয়ে ডায়াবেটিস চিকিৎসা করা উচিত নয়। এই সমস্ত ঔষধ রক্তের ইনসুলিনকে ক্ষতিকর মাত্রায় বৃদ্ধি করে। এই অতি মাত্রার ইনসুলিনে রক্ত ঘন হয়, ঘন দুধের মতো। বিপুল পরিমাণে ইনসুলিন, শরীরের ব্যাপক ক্ষতি করে । এটি প্রকৃতপক্ষে লিভার, কিডনি এবং অন্যান্য নিষ্কাশন অঙ্গকে নষ্ট করে।
ডায়াবেটিস চিকিৎসা সবদিক বিবেচনা করে হওয়া উচিত এবং সেই ধরনের ঔষধ দিয়ে হওয়া উচিত যা শরকরার মাত্রা কমানোর পাশাপাশি শরিরের অন্য অঙ্গের নিরাপত্তা নিশ্চত করে।
ডায়াবেটিস চিকিৎসায় আপনি পিনাকল ডায়কেয়ার ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিক এন্টি ডায়াবেটিস কমপ্লেক্স এর মত সক্রিয় উপাদান দিয়ে প্রস্তুতকৃত।
পিনাকল ডায়াকেয়ার এ বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে সংগৃহিত ২৮টি ভেষজ নিরজাস রয়েছে।
পিনাকল ডায়কেয়ার এর কারযকারিতাঃ ১) ডায়াবেটিস বা বহুমুত্র নিয়ন্ত্রন করে। ২) ইন্সুলিন নিঃস্বরণে সহয়তা করে। ৩) রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। ৪) বিটাসেল রক্ষা ও পুনঃরুজ্জিবিত করে। ৫) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
পিনাকল ডায়াকেয়ার দ্বারা ৪০ জন রোগির উপর পরিক্ষা চালিয়েছিল বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সায়েন্স। এ ছাড়াও ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন কংগ্রেস ২০১৭ সালে এটির উপর পরিক্ষা চালিয়ে এটি গ্রহন করেছে।
আমরা বিক্রয়উত্তর সেবা প্রদান করে থাকি। সার্বক্ষণিক ডাক্তারের সু-ব্যবস্থা আছে। বিফলে মূল্য ফেরত। ক্যাশ অন ডেলিভারির সুবিধা। কোন ডেলিভারি চার্জ লাগবে না। মূল্য-৭০০/- (সাত শত) টাকা মাত্র।
আপনি এটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। আশাকরি ভাল ফল পাবেন। ইনশাআল্লাহ।