Health Help Foundation

Health Help Foundation This is a charity organization to provide health care to helpless patients

10/10/2024

বাংলাদেশে যারা ভারতীয় আধিপত্যবাদের পক্ষে তারাই প্রকৃত স্বাধীনতা বিরোধী।

09/10/2024

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) প্রধান ড্যান স্মিথের মতে, বিশ্বজুড়ে চলমান অস্থিতিশীল অবস্থার কারণে এ বছর সম্ভবত কেউই শান্তিতে নোবেল পুরস্কার পাবে না।

বন্যা দুর্গত এলাকায় খাবার পানীয় সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ১. প্রচুর ত্রাণ যাচ্ছে কিন্তু সমন্বয়ের অভাবে সবার কাছে পৌ...
25/08/2024

বন্যা দুর্গত এলাকায় খাবার পানীয় সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
১. প্রচুর ত্রাণ যাচ্ছে কিন্তু সমন্বয়ের অভাবে সবার কাছে পৌছাচ্ছেনা
২. স্থানীয় দায়িত্বশীলদের সাথে সমন্বয় না করলে অসম বন্টন হবে।
৩. শুকনো খাবারের চেয়ে এখন ভাত তরকারি বা সলিড খাবার দরকার। চাল,ডাল ও অন্যান্য সামগ্রী দেয়া বা সব কিছু নিয়ে স্থানীয়দের সহায়তায় রান্না করে ঘরে ঘরে পৌঁছানো দরকার।
৪. পানি কমে গেলে বিভিন্ন রোগ শুরু হবে। বন্যা পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নিয়ে এখনই চিন্তা করা
৫. বন্যা শেষে পূর্নর্বাসনের চিন্তা মাথায় রাখা।
সেল্ফ রেস্পন্সিবিলিটি থেকে এগিয়ে আসুন, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ি।
(ফটো: টিম উত্তরা)

14/04/2024

#ভিক্ষুক ধনী হওয়ার পরেও #ভিক্ষাবৃত্তি বন্ধ করেন কি ?

২০২৩ সালের শুরুর দিকে আমাদের ওমরাহর সাথী ছিলেন (কম-বেশি) প্রায় ৪৫ জন। এর মধ্যে বেশ কয়েকজন বয়স্ক লোক ছিলেন। ৮০ বছরের উপরে এমনকি ৯২ বছর বয়সী অবসরপ্রাপ্ত মাধ্যমিক স্কুল শিক্ষকও ছিলেন। অতি বয়স্কদের নিয়ে সে বছর উমরাহ পালন খুব কস্টকর ছিল। বিশেষ করে আমাদের মোয়াল্লেম সাহেবকে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। এর মধ্যে ঘটে গেল এক অনাকাঙ্খিত ও অপমানজনক ঘটনা, যা আমাদের পুরো কাফেলাকে বিব্রত করেছে এবং আমাদের দেশের জন্য ছিল চরম লজ্জাস্কর ও অপমানকর। মক্কায় ৮ /৯ দিন থাকার পর মদিনায় যাওয়ার দ্বিতীয় দিন মসজিদে নববীতে আছরের নামাজ শেষে মোয়াল্লেম আমাদের সবাইকে যিয়ারার উদ্দেশ্যে নিদ্দিষ্ট জায়গায় থাকতে বললেন। সবাই আসলেন কিন্তু একজন মুরুব্বি আসলেন না, তাঁকে কোথাও খুঁজে পাওয়া গেলোনা। যিয়ারাহ শেষে মাগরিব এশা শেষ করে সবাই হোটেলে আসলাম, খাওয়া দাওয়া করে রাত আনুমানিক ১১ টায় সবাই ঘুমালেন। ওই মুরুব্বির রুমমেট অন্যান্যরা জানালেন যে মুরুব্বি এখনো আসেন নি। আমাদের মোয়াল্লেম সাহেব কিছুটা টেনশান নিয়েই রাতে ঘুমালেন। তবে এই ধরণের ঘটনা প্রায়ই ঘটে, কাফেলা থেকে সাধারণত বয়স্করা প্রথমদিকে মসজিদ থেকে হোটেলে আসার সময় পথ ভুলে যায় পরে বাঙালিদের সহায়তায় পুলিশ তাদেরকে হোটেলে পৌঁছানোর ব্যবস্থা করেন, মোয়াল্লেম সাহেব বিষয়টি জানেন বিধায় অনেকটা নিশ্চিন্ত ছিলেন। আমি আর আমাদের মোয়াল্লেম ছিলাম একই রুমে। রাত আনুমানিক ১টায় মোয়াল্লেমের ফোন বেজে উঠলো। উনি আরবিতে কথা বলছেন মসজিদে নববীর পুলিশের সাথে। পুলিশ উঁনাকে ওই মুরব্বির ব্যাপারে জিজ্ঞেস করছেন আর মুরুব্বী বড় ধরনের কোন অপরাধ করছে বলে জানান এবং মোয়াল্লেমকে স্থানীয় পুলিশ স্টেশনে যেতে বলেন। এত রাতে বাহিরে যাওয়া আর মুরুব্বির অপরাধের কথা জানার পর মোয়াল্লেম উনাকে আনতে যাওয়ার ব্যাপারে আগ্রহ দেখালেন না কারণ তিনি জানতেন তিনি না গেলে পুলিশ নিজ দ্বায়ীত্বে মুরুব্বীকে হোটেলে দিয়ে যাবে। অবশেষে আরও প্রায় ঘন্টা খানেক পরে পুলিশের গাড়ি আমাদের হোটেলের সামনে মুরুব্বীকে নিয়ে আসলেন। এসে মোয়াল্লেমকে অনেক কথা শুনলেন। পুলিশের ভাবসাব দেখে মনে হলো মুরুব্বি বড় ধরনের কোন অপরাধ করে ফেলছেন। মসজিদে নববীতে উক্ত মুরুব্বি হেঁটে হেঁটে ভিক্ষা করা অবস্থায় পুলিশ তাকে হাতেনাতে ধরেছে। স্থানীয় থানায় নিয়ে তার পাসপোর্টেরকপি, ফিঙ্গারপ্রিন্ট, ছবি ইত্যাদি সংরক্ষণ করেছেন। উক্ত মুরুব্বির পকেট চেক করে ভিক্ষার কয়েকশ রিয়াল এবং বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করেছেন। এবং উক্ত মুরব্বি আর কখনো উমরাহ বা হজ্জ্বের ভিসা পাবেন না সেটা নিশ্চিত করেছেন। উক্ত ঘটনা পুরো টীমকে হতভম্ব করেছে। পবিত্র উমরাহ পালনে এসেও একজন হাজী মসজিদে নববীতে এবং মসজিদে হারামে ভিক্ষা করতে পারে বিষয়টি ছিল আমাদের চিন্তারও বাহিরে। মসজিদে হারামাইনে ভিক্ষা নিষিদ্ধ। কিছু আফ্রিকান বা রোহিঙ্গারা গোপনে মসজিদ চত্বরের বাহিরে ভিক্ষা করলেও পুলিশ দেখলে দৌড়ে পালায় বা অনেক সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আমাদের টীম এর উক্ত মুরুবীর ভিক্ষার অভ্যাস আগে থেকেই ছিল এই ব্যাপারে পরবর্তীতে কয়েকজন স্বাক্ষ্য দিয়েছেন।
এখন আমার প্রশ্ন ?
উক্ত মুরুব্বি স্বচ্ছল না হলে তো উমরায় যেতে পারতেন না। স্বচ্ছল হয়েও কেন তিনি ভিক্ষা করলেন ?
ভিক্ষুক স্বচ্ছল হওয়ার পরে ভিক্ষা ছেড়ে দিয়েছে এই ধরণের জানাশোনা ভিক্ষুক কারও পরিচিত আছে কিনা ?

Shafiq Khan
14.04.24

20/03/2024

দান পরিশোধ করুন ঋণ পরিশোধের মত। আমরা যখন কোন দান বা সাদাকাহর পরিকল্পনা করি বা ভালো কাজের পরিকল্পনা করি সেটা অনেকটা ঋণের মত হয়ে যায়। ঋণ পরিশোধে আমরা যতটা পেরেশানিতে থাকি আমাদের দান সাদাকাহগুলো পরিশোধে আমরা অনেক সময় এতটা পেরেশানিতে থাকিনা। অনেক ক্ষেত্রেই বরং উদাসীন হয়ে যাই। দান- সাদাকাহ বা যে কোন ভালো কাজের যখন নিয়ত করা হয় তখন সেটা অনেকটা ঋণের মত হয়ে যায়।

16/03/2024

ভিক্ষাবৃত্তির প্রমোশন বন্ধ করার জন্য বাসায় দান বক্স রাখুন। দিন শুরু করুন দান দিয়ে, প্রয়োজনে দিনের শেষেও দানবক্সে দান করুন। বক্স ভরে গেলে কোন এক দরিদ্রের চিকিসৎসায় দিয়ে দিন বা আপনার পরিচিত কোন এক দরিদ্রের বাসায় পৌঁছে দিন। একসাথে অনেক টাকা পেয়ে তার একটা প্রয়োজন পূরণ করতে পারবে। আর রাস্তাঘাটে প্রতিদিন ভিক্ষুক দেখে আপনার ইমোশন কাজ করবেনা। যেহেতু আপনি নিয়মিত দান বক্সে দান করছেন সেহেতু ভিক্ষুককে দেওয়ার ক্ষেত্রে আপনার উৎসাহ কাজ করবেনা। এভাবে একঢিলে আপনি তিন পাখি মারবেন।
১. নিয়মিত দাতা হিসেবে আপনি পাবেন অবারিত সওয়াব
২. আপনার দানে কোন এক দরিদ্রের বড় একটা প্রয়োজন পূরণ হবে
৩. পেশাদার ভিক্ষুকদের প্রমোশন বন্ধ হবে।
আপনি আমি পরিকল্পিত দান করলে দারিদ্রতাও দূর হবে আবার ভিক্ষাবৃত্তিও বন্ধ হবে।

Health Help Foundation

02/02/2024

আপনিই সেই সৌভাগ্যবান মানুষ যাকে আল্লাহ মানুষের কল্যানে কাজের জন্য সিলেক্ট করেছেন। সামাজিক কাজের অসংখ্য খাত আছে কিন্ত দুঃস্থ রোগীদের চিকিৎসায় কাজ করে খুব কম মানুষ, এর মধ্যে আপনি একজন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ।
১. আপনার মাধ্যমে প্রতিমাসে অন্তত ১ টি মাটির ব্যাংক বিতরণ করুন।
২. প্রতিমাসে অন্তত ১ জনকে আমাদের এই কাজের দাওয়াত দিন।
৩. প্রতিমাসে আপনার মাধ্যমে কিছু সাদাকাহ আসা উচিত।
৪. প্রতিমাসে অন্তত আমাদেরকে ১টা পরামর্শ হলেও দিন।
আপনার আন্তরিক সহযোগিতা এবং ইনভল্ভমেন্ট এই কাজকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। দুঃস্থ ও অসহায় রোগীদের চিকিৎসায় আপনার ব্যায় করা প্রতিটা মুহূর্ত সাদাকাহ হিসেবে কবুল হবে ইনশাআল্লাহ।

08/12/2023

আল্লাহ্ যদি আপনাকে ১০০ কোটি টাকা দেন, তাহলে কত টাকা তাঁর পথে দান করবেন ?

23/11/2023

অন্ধকারের এই যুগে আপনার হাতে আলো আছে সেটাই আপনার জন্য বিপদের কারণ হবে। আলো দেখেই অন্ধকারের যাত্রীরা আপনাকে চিহ্নিত করবে এবং ধ্বংস করার খেলায় মেতে উঠবে!

25/07/2023

বাসে একজন নারী দাঁড়িয়ে থাকলে— বেশিরভাগ পুরুষই উঠে সেই নারীকে জায়গা করে দেন।

লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় একজন পুরুষই বলে ওঠেন— তার পেছনের নারীটিকে অগ্রাধিকার দেওয়া হোক।

দোকানের বেশিরভাগ পুরুষ সেলসম্যান আরেকজন পুরুষকে শান্তস্বরে বলেন, 'ভাই, এই মহিলাটিকে আগে বিদায় করে দিই। আপনি একটু বসুন।'

স্কুলের যেসব শিক্ষক ছেলেদের গরু-ছাগলের মতো পেটান, সেসব শিক্ষকও মেয়েদের বেলায় সহানুভূতিশীল হন।

কোনো পুরুষকে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের কথা বলতে বললে— সেই পুরুষটি একজন নারীরই নাম বলবেন।

কিন্তু কট্টর নারীবাদ পুরুষের এই ব্যাপারগুলোকে শ্রদ্ধা করে না, বরং অস্বীকার করে। তারা ভাবে— পুরুষ মানেই ধর্ষক, নির্যাতনকারী, দেহপ্রেমী ইত্যাদি। তারা মনে করে, পুরুষ রাস্তাঘাটে বেরই হয় নারীদের ধর্ষণ করতে। এরকম একচোখা চিন্তাকে আমি মনেপ্রাণে ঘৃণা করি।

এটা ভুলে গেলে চলবে না— সব পুরুষের মধ্যেই একজন 'বাবা' বাস করেন।❤️।❤️

22/03/2023

#ধনাঢ্য_ভিক্ষুক #
নাম হাজী কামাল শেখ।
হাতে ব্যান্ডেজ। রক্ত
মাখানো। রাজধানীর
রমনা পার্কের সামনে
বসে ভিক্ষা করছিলেন।
অনেকেই তাকে ভিক্ষা দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা
গেল তার হাতে আসলে কিছুই হয় নি। পেটের দায়ে
হাতে ব্যান্ডেজ করে লাল আলতা রং মেখে ভিক্ষা
করছেন।
আগে হাত পেতে ভিক্ষা করতেন। আয় ভালো হতো না। তখন তার দৈনিক আয় ছিল ২০০-৩০০
টাকা। ব্যান্ডেজ লাগানোর পরই ভাগ্য ফিরল।
প্রতিদিন অনায়াসে দেড় থেকে দুই হাজার টাকা আয়
হয়। নতুন নতুন এলাকায় গেলে আয় বেড়ে যায়।
এক এলাকায় এক মাসের বেশি থাকেন না।
তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। বউ-
ছেলেমেয়ে সব গ্রামেই থাকেন। তার চার স্ত্রী। গ্রামের
এক বাড়িতেই থাকেন চার জন। ভিক্ষা করে প্রতি
সপ্তাহে বাড়িতে পাঁচ থেকে সাত হাজার টাকা পাঠান।
আর বাকি টাকা তিনি নিজের কাছেই রাখেন। চার
ঘরে ১০ সন্তান। ছয় ছেলে, চার মেয়ে। এর মধ্যে
চার ছেলে বিদেশে। দুই ছেলে গ্রামেই রাজমিস্ত্রির
কাজ করেন। চার মেয়েরই বিয়ে দিয়ে দিয়েছেন।
কিন্তু দীর্ঘদিন ভিক্ষা করায় এ পেশা ছাড়তে পারছেন।
না তিনি।
তার স্বপ্ন ভিক্ষা করেই ঢাকা শহরে বাড়ি করবেন। কারণ তাকে যিনি ভিক্ষা করে অধিক
উপার্জনের পথ
দেখিয়েছেন, তার এখন
ঢাকা শহরে একাধিক বাড়ি।
তাই হাজী কামাল শেখ চান ঢাকা
শহরে তার প্রতিটি ছেলের নামে একটি করে ফ্ল্যাট থাকবে। কারণ সোনাইমুড়ীর এক ভিখারি ভিক্ষা করে ধনী হয়ে ইউপি মেম্বার পদে নির্বাচন করেছেন। তিনি
দুবার হজ করেছেন। তাই নামের আগে হাজী।
দুবারই ভিক্ষার টাকায়।
সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশে ভিক্ষুকের আয় নির্ভর করে তাদের শারীরিক আবেদন ও অভিনয়ের
দক্ষতার ওপর। আপনি কোনো ভিক্ষুককে দেখবেন
না রেস্টুরেন্টে গিয়ে ডাল-ভাত খাচ্ছে। তারা মুরগি বা
গরু ছাড়া ভাত খায় না। আর আপনার-আমার মতো
সাধারণ মানুষ টাকা বাঁচানোর জন্যে কখনো কখনো।
ভাত না খেয়ে রুটি-সবজি খাই। যারা রিকশা চালক
বা দিনমজুর, তারা পাঁচ টাকার রুটি আর পাঁচ টাকার
এক কাপ চা খেয়ে সারাদিন রিকশা চালান।
ভিক্ষাবৃত্তি হলো বিনা পুঁজিতে ব্যবসা, আর কেউ
যদি হাজী কামালের মতো ব্যান্ডেজ আর লাল
আলতায় পুঁজি বিনিয়োগ করেন, তাহলে তো কোনো
কথাই নেই।
তথ্যমতে, বাংলাদেশের শতকরা ৯৮ ভাগ ভিক্ষুক
প্রতারণার আশ্রয় নিয়ে ভিক্ষা করেন। সর্বনিম্ন দুই মাস
থেকে দুই বছর পর নির্দিষ্ট এলাকা পরিবর্তন করেন।
তথ্যসূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২২ ডিসেম্বর ২০১৮

Address

Mouchak
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Help Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram