Alor Disha Homoeo Hall.

  • Home
  • Alor Disha Homoeo Hall.

Alor Disha Homoeo Hall. আলোর দিশা হোমিও হল - আপনার সুস্থ জীবনের সাথী।

Drink Warm Water Daily 🟢Drinking warm water daily can do wonders for your health. If you start your morning with a glass...
25/04/2025

Drink Warm Water Daily 🟢

Drinking warm water daily can do wonders for your health. If you start your morning with a glass of warm water on an empty stomach, it may help in the following ways:

✅ Boosts digestion
✅ Flushes out toxins from the body
✅ Helps control cholesterol
✅ Supports weight loss
✅ Relieves cough and cold
✅ Improves blood circulation

📌 Try to avoid drinking cold water right after meals or just after waking up.

💡 Stay healthy with simple habits. A little care every day goes a long way!









05/01/2025

থ্রম্বোসিস কি?
থ্রম্বোসিস (Thrombosis) হল রক্তনালী বা শিরা বা ধমনীর মধ্যে রক্ত জমাট বাঁধার একটি অবস্থা। এটি যখন ঘটে, তখন রক্তের একটি অকার্যকর জমাট বা থ্রম্ব (thrombus) তৈরি হয় যা রক্তপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এটি একটি গুরুতর মেডিকেল অবস্থা হতে পারে কারণ এটি বিভিন্ন অঙ্গের রক্তপ্রবাহে বিঘ্ন ঘটাতে পারে এবং গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।

থ্রম্বোসিসের ধরনঃ
থ্রম্বোসিসকে সাধারণত দুটি প্রধান শ্রেণিতে ভাগ করা যায়:

ভেনাস থ্রম্বোসিস (Venous Thrombosis):
এটি সাধারণত শিরায় ঘটে, যেখানে রক্ত প্রবাহ ধীরে চলে। এটি প্রায়শই গভীর শিরার থ্রম্বোসিস (Deep Vein Thrombosis, DVT) রূপে পরিচিত, যা পায়ের গভীর শিরায় ঘটে।ডিপ ভেনাস থ্রম্বোসিসের ক্ষেত্রে, রক্তপিণ্ড শিরার মধ্যে জমাট বাঁধে, যা রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করতে পারে এবং অনেক সময় এটি ফুসফুসে পৌঁছে পালমোনারি এম্বোলিজম (Pulmonary Embolism) সৃষ্টি করতে পারে।এটি সাধারণত দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা, বিশেষত বিমানযাত্রা বা দীর্ঘ বিছানায় শয্যাশায়ী থাকা ব্যক্তিদের মধ্যে দেখা যায়।

আর্টেরিয়াল থ্রম্বোসিস (Arterial Thrombosis):
এটি ধমনীর মধ্যে ঘটে, যেখানে রক্ত প্রবাহ দ্রুত চলে। এই ধরনের থ্রম্বোসিস সাধারণত হার্ট, মস্তিষ্ক বা অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে রক্তপ্রবাহ বন্ধ করে দেয়।
এটি হার্ট অ্যাটাক (Myocardial Infarction) এবং স্ট্রোক (Cerebrovascular Accident, CVA) এর প্রধান কারণ হতে পারে।

নতুন বছরের প্রথম আলোয় জেগে উঠুক এক নতুন আশা,পুরনো ব্যথা-বেদনা মুছে যাক শুরু হোক নতুন জীবনের পথচলা।স্বাস্থ্যই সম্পদ—এই বা...
31/12/2024

নতুন বছরের প্রথম আলোয় জেগে উঠুক এক নতুন আশা,
পুরনো ব্যথা-বেদনা মুছে যাক শুরু হোক নতুন জীবনের পথচলা।
স্বাস্থ্যই সম্পদ—এই বার্তা নিয়ে আসছে ২০২৫ সালের নতুন দিন।

আলোর দিশা হোমিও হল পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
আপনার সুস্থতা এবং মানসিক প্রশান্তির জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
নতুন বছরে আরও উন্নত হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা ও যত্নের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।

আপনার জীবন হোক আলোকিত, প্রতিটি দিন হোক শান্তি ও সমৃদ্ধিতে ভরা।
নতুন বছরে নতুন করে শুরু হোক আপনার সুস্থতার পথচলা।
আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন।

“আলোর পথে চলুন, হোমিওপ্যাথির সেবায় থাকুন।”
হ্যাপি নিউ ইয়ার 2025!

ডাঃ বিকাশ মাখাল
আলোর দিশা হোমিও হল
নিতাইপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

21/10/2024

দেশে এখন অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এ মৌসুমে কোনো শিশুর জ্বর হলে ডেঙ্গুর আশঙ্কা মাথায় রাখতেই হবে। কিন্তু জ্বর হলে ডেঙ্গু কি না, বুঝবেন কীভাবে? এ ভাইরাসে আক্রান্ত শিশুর লক্ষণগুলো সাধারণত তিনটি ধাপে হয়ে থাকে:

জ্বরের ধাপ

এ ধাপের মেয়াদ দুই থেকে সাত দিন। এ সময় আক্রান্ত শিশুর অনেক জ্বর হয়। পাশাপাশি মাথাসহ শরীরে অনেক ব্যথা হয়। কথা বলতে না পারা ছোট্ট শিশুরা অকারণে কাঁদতে থাকে। বমি বমি ভাব বা বমি হয়। কখনো শরীরে লালচে র‍্যাশ হতে পারে।

ক্রিটিক্যাল ধাপ

এ ধাপে শিশুর জ্বর আস্তে আস্তে কমতে থাকে এবং অনেক শিশুর নিচের লক্ষণগুলো দেখা দেয়:

খুব দুর্বল লাগে।

শরীর বেশ চুলকায়।

নাক বা দাঁতের গোড়া থেকে, প্রস্রাব বা বমির সঙ্গেও রক্ত আসতে পারে।

শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল স্পট পড়ে, রক্ত জমে কালচে দাগ হয়।

অস্থিরতা বা বিরক্তি ভাব প্রকাশ করে।

পেটে পানি আসে, পেট ফুলে যায়।

রক্তচাপ কমতে থাকে। হাত-পা অনেকটা ঠান্ডা হয়ে যায় বা ঠান্ডা লাগে। নাড়ির স্পন্দন কমে যায় ও জীবন হুমকিতে পড়ে।

সুস্থতার ধাপ

ক্রিটিক্যাল ধাপে কোনো জটিলতা না হলে শিশু পরবর্তী দুই থেকে তিন দিনে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।

জ্বর হলে করণীয়

দৈনন্দিন পরিচর্যা, গোসল, খাবারদাবার আগের মতো করবে। তবে মাছ, মাংস, ডিমের পাশাপাশি ভিটামিন সি–সমৃদ্ধ ফল, যেমন মাল্টা, কমলা একটু বেশি দেওয়ারচেষ্টা করুন।

বেশি করে তরল, যেমন পানি, ডাবের পানি, ফলের রস ইত্যাদি দিতে হবে। প্রতিদিন এক-দুই প্যাকেট খাওয়ার স্যালাইন দেওয়া খুবই জরুরি।

জ্বর কমাতে নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল দিন। কোনোভাবেই অ্যাসপিরিন, আইবুপ্রফেনজাতীয় ওষুধ দেওয়া যাবে না।

যেসব বিষয় খেয়াল রাখতে হবে

শিশুকে অনেক দুর্বল, হাত-পা ঠান্ডা বা অস্থির দেখাচ্ছে কি।

বারবার বমি হচ্ছে কি।

নিয়মিত প্রস্রাব করছে কি না। ৮ থেকে ১০ ঘণ্টার ভেতর প্রস্রাব না হলে চিকিৎসকের নজরে আনতে হবে।

নাক, দাঁতের গোড়া বা বমির সঙ্গে রক্ত আসছে কি না।

পায়খানার রং কালচে হচ্ছে।

শরীরের কোনো স্থানে রক্ত জমাট বাঁধার মতো মনে হচ্ছে কি না।

পেটব্যথা বা পেটে একটু চাপ দিলে ব্যথা পাচ্ছে।

পেট ফোলা লাগছে।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

কিশোরীদের অতিরিক্ত মাসিক হচ্ছে বা রক্ত আসছে।

শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়াতে পারছে না। দাঁড়ালেই মাথা চক্কর দিচ্ছে।

ওপরের কোনো একটা লক্ষণ যদি এখনকার জ্বরে আক্রান্ত শিশুর মধ্যে দেখা যায়, অবশ্যই দেরি না করে শিশুকে হাসপাতালে নিতে হবে।

অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, শিশুরোগ বিশেষজ্ঞ

08/10/2024
06/10/2024

Shock is a medical emergency that occurs when the body's vital organs do not receive enough blood and oxygen to function properly. There are various types of shock, each with its own distinct symptoms, causes, and treatment approaches. In this article, we will explore the most common types of first aid shock and provide insights into how to recognize and address them promptly.

There are different types of first aid shock with different underlying causes, symptoms, and treatments. Below are five types of First aid shock everyone should know:

Anaphylactic Shock: Anaphylactic shock is a rapid and severe allergic reaction that can lead to swelling of the airways, difficulty breathing, and a drop in blood pressure.
Septic Shock: Septic shock is a life-threatening condition resulting from a severe infection that triggers widespread inflammation, leading to low blood pressure and organ dysfunction.
Cardiogenic Shock: Cardiogenic shock occurs when the heart's ability to pump blood is compromised, often due to a heart attack or heart failure.
Neurogenic Shock: Neurogenic shock stems from nervous system damage, such as spinal cord injuries, resulting in low blood pressure, a slow heart rate, and potential loss of reflexes.
Hypovolemic Shock: Hypovolemic shock is caused by a severe loss of blood or bodily fluids due to factors like bleeding, dehydration, or burns.

26/09/2024

Air quality
The quality of the air we breathe, both indoors and out, plays a major role in our overall lung health.

Outdoor air quality
Air pollution is a major public health concern. More than 7 million people around the world die each year from air pollution. Air pollution can occur anywhere. Some of the most common sources of outdoor air pollution include motor vehicles, fires and industrial facilities.

Pollutants of major public health concern include particulate matter, carbon monoxide, ozone, nitrogen dioxide and sulfur dioxide. Both outdoor and indoor air pollution cause respiratory and other diseases, which can be fatal.

Indoor air quality

Everyone's health can be affected by indoor air quality problems. People with asthma, allergies or lung disease can be greatly affected by poor indoor air quality. Poor indoor air quality can affect development in children and has been linked to lung disease later in life.

26/09/2024

Pneumonia
Pneumonia (nu-MO-ne-ah) is swelling (inflammation) of one or both lungs that is usually caused by an infection. Many different germs can cause pneumonia, including bacteria, viruses, and fungi. When you breathe in these germs, they can settle in the air sacs (alveoli) of your lungs. Deep in your lungs, the germs may grow and overcome your body's normal defenses.

After the lungs become infected, the air sacs (alveoli) in the lungs fill with pus and mucus. This swelling (inflammation) of the air sacs makes them less stretchy and keeps oxygen from properly reaching your blood stream.

As you work harder to breathe and give your body oxygen, you can feel short of breath. The swelling also causes many of the other symptoms of pneumonia like cough, fever, and chest pain.

Pneumonia can be life-threatening. It's a leading cause of death and hospitalization in seniors and in people with long-term (chronic) diseases. The good news is that there are many things you can do to lower your risk of getting pneumonia.

Causes
Pneumonia has many different causes. Many different germs can cause pneumonia, including bacteria, viruses, and fungi. You can also get it from breathing in (aspirating) food, liquid, chemicals and dust.

If you have pneumonia caused by a virus it is called viral pneumonia. Many different viruses can cause viral pneumonia, including the flu (influenza) and RSV (respiratory syncytial virus), a virus that is common in children. Viral pneumonia is usually less serious than bacterial pneumonia.

Viral pneumonia can be life threatening in:

seniors and infants
people who have a weak immune system from diseases like chronic lung disease, HIV, cancer and diabetes
pregnant women
If you have pneumonia caused by bacteria it is called bacteria pneumonia. The most common type of bacterial pneumonia is Streptococcus pneumoniae (pneumococcus). Other bacteria that cause pneumonia include: mycoplasma pneumoniae, chlamydia pneumoniae and legionella pneumophila.

Bacterial pneumonia usually affects an entire lobe of the lung; doctors call this lobar pneumonia. People of any age can get it.

Other types of pneumonia include aspiration pneumonia. You can get aspiration pneumonia if you breathe (aspirate) something into your lungs, for example vomit, food or dust. Vomit is the most common cause of aspiration pneumonia. This can happen when people are unconscious or semi-conscious (knocked out) because of a stroke, accident or alcohol or drug overdose. Other things that can cause aspiration pneumonia include:

liquid (for example, water)
dust
fungus
Other types of pneumonia include pneumocystis jiroveci that is a type of fungus commonly found in the environment. It can cause pneumonia in people with weak immune systems. It is most common in people with HIV/AIDS, diabetes, sickle cell and lung disease, and in people whose immune systems are weak from taking cancer treatment. Healthy people rarely get sick from breathing in the Pneumocystis jiroveci fungus.

If you have a weak immune system because of a chronic disease (for example, lung disease or HIV) and you get a cough, fever and/or shortness of breath, call your doctor.

Risk factors that increase your chances of getting pneumonia include:

Chronic lung disease (COPD, asthma, cystic fibrosis)
Cigarette smoking
Dementia, stroke, brain injury, cerebral palsy, or other brain disorders
Immune system problem (during cancer treatment, or due to HIV/AIDS, organ transplant or other diseases)
Other serious illnesses, such as heart disease, liver cirrhosis, or diabetes mellitus
Recent surgery or trauma
Surgery to treat cancer of the mouth, throat, or neck
Prevention
Not smoking is the best thing to do to help prevent pneumonia. People who smoke are at a higher risk of getting pneumonia and children whose parents smoke are at a higher risk for pneumonia.

Some of the germs that can cause pneumonia are easily spread from person to person. They are carried in the nose and throat of an infected person. When an infected person coughs, they spray drops of infected saliva (spit) into the air around them. A person who breathes in that air can get pneumonia.

There are things you can do to reduce your risk of getting pneumonia:

Wash your hands properly and often
Throw away used tissues
Don't share cups or eating utensils with people who are sick
Stay away from people who are sick
Get your flu shot each year
Get your pneumococcal shot (some people may need it every five years — ask your doctor)
Treatment
The main treatment for bacterial pneumonia is antibiotics, rest and drinking lots of water. Most people with pneumonia will manage their condition at home with medication from their physician. Some people with severe pneumonia will need to go to the hospital to have additional support of oxygen, and medication through an IV.

People who have been admitted to the hospital with other medical conditions and develop pneumonia may become very ill and may need very powerful antibiotics.

If you are prescribed antibiotics it is important to take the medicine as your doctor prescribes, even if you start to feel better. Do not take cough medicine or cold medicine unless your doctor says it is okay.

Antibiotics do not treat viral pneumonia. Some of the treatment of viral pneumonia may include drinking lots of fluids, corticosteroid medicine, oxygen and rest.

If you have a milder pneumonia, you will usually begin to feel better within a few days or a week. If you have severe pneumonia, where you spend time in the hospital you may take a number of weeks to feel better.

Can you take Homoeopathy Treatment for Pneumonia.

দিব্যি সম্পর্কের মধ্যে আছে কিন্তু বিয়ের কথা শুনলেই আঁতকে ওঠে, প্রতিশ্রুতি দেওয়ার বেলায় পিছিয়ে যায়—এমন মানুষদের সংখ্যা নে...
26/09/2024

দিব্যি সম্পর্কের মধ্যে আছে কিন্তু বিয়ের কথা শুনলেই আঁতকে ওঠে, প্রতিশ্রুতি দেওয়ার বেলায় পিছিয়ে যায়—এমন মানুষদের সংখ্যা নেহাত কম নয়। সম্পর্কের সব নিয়মই কম–বেশি পালন করছে, কিন্তু সম্পর্কটাকে ‘নাম দিতে’, জনসম্মুখে আনতে বা স্বীকৃতি দেওয়ার বেলায় দে ছুট! এমন পরিস্থিতিতে সম্পর্কটাই টিকিয়ে রাখা বা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে অপর পক্ষের জন্য। আবার অনেক সময় অপর পক্ষ এহেন আচরণে বিরক্ত হয়ে হাল ছেড়ে দেয়। আপনি ভাবছেন, ‘আর কত? মানুষের সহ্যের তো একটা সীমা আছে!’ অথচ আপনি হয়তো জানেনই না, অপর পক্ষ বিশেষ একটা রোগে ভুগছেন। তাঁর প্রয়োজন চিকিৎসা আর কাছের মানুষের সহযোগিতা–সহমর্মিতা।

অন্যান্য ‘ফোবিয়া’র মতোই বিয়ে বা সম্পর্কে প্রতিশ্রুতি দিতে চাওয়ার যে ভয়, এর নাম গ্যামোফোবিয়া। আপনি যদি গ্যামোফোবিয়ায় আক্রান্ত হয়ে থাকেন, তাহলে বিয়ের কথা শুনলেই বা আনুষ্ঠানিকভাবে সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রস্তাবে অন্যান্য ফোবিয়ার মতোই আপনার ভেতর কিছু শারীরিক ও মানসিক লক্ষণ দেখা যেতে পারে—

১. অস্থিরতা, বুকে ব্যথা
২. নিশ্বাস নিতে না পারার অনুভূতি
৩. ঘন ঘন শ্বাস নেওয়া
৪. হৃদস্পন্দন বেড়ে যাওয়া
৫. আতঙ্কে, ভয়ে পরিষ্কারভাবে চিন্তা করতে না পারা
৬. ঠিকভাবে কথা বলতে না পারা
৭. মাথাব্যথা
৮. হুট করে রেগে যাওয়া
৯. ঘামা, পানির পিপাসা লাগা
১০. কাঁপাকাঁপি

ওপরের লক্ষণগুলো ছাড়াও গ্যামোফোবিয়ার রোগীরা বিয়ের কথা শুনলেই অনাগত ভবিষ্যতের দুশ্চিন্তায় অস্বাভাবিক আচরণ করতে পারেন। অসংলগ্ন কথাবার্তা বলতে পারেন। ওই সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য উদ্যোগী হতে পারেন। মোদ্দাকথা হলো, ‘প্যানিক অ্যাটাক’ থেকে নানা নেতিবাচক চিন্তায় ডুবে ছয় মাস পর্যন্ত হতাশা আর বিষণ্নতায় ভুগতে পারেন ওই ব্যক্তি।
কেন হয় গ্যামোফোবিয়া?

গ্যামোফোবিয়ার পেছনে ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ রয়েছে। কী সেগুলো? চলুন দেখে নেওয়া যাক।

১. অতীতের ট্রমা

ইমাদের বেলায় যেটি দেখা গেছে, বিশ্বব্যাপী গ্যামোফোবিয়ার সবচেয়ে বড় কারণ এটি-ই। অতীতের তিক্ত অভিজ্ঞতা। অনেক সময় একটা সম্পর্কে প্রতারিত হয়ে ব্যক্তির ভেতর আবারও নতুন করে সম্পর্কে প্রতারিত হবার ভয় ঢুকে যায়। আবার কিছু ক্ষেত্রে মা–বাবার বিচ্ছেদের কষ্ট বা বিষাক্ত সম্পর্ক দেখে সম্পর্কের প্রতি একধরনের নেতিবাচকতা বা ভয়ের অনুভূতি তৈরি হয়। এমনও হয়, সে হয়তো কাছ থেকে কোনো বন্ধু বা আত্মীয়কে সম্পর্কে জড়িয়ে ভুগতে দেখেছে। সেও একই অনুভূতির ভেতর দিয়ে যেতে চায় না। একই কারণে অনেকে একবার বিচ্ছেদের পর নতুন করে বিয়ে করতে চান না।

২. সম্পর্কে নিরাপত্তাহীনতা

সম্পর্কে অস্থিরতার অনুভূতি যেন বর্তমান সময়ের তরুণরা অতীতের যেকোনো সময় থেকে আরও বেশি করে অনুভব করছেন। এর অন্যতম প্রধান কারণ যোগাযোগের সহজলভ্যতা। এর ফলে তৈরি হয়েছে ‘সিচুয়েশনশিপ’, ‘ডাবলিং’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, ‘ঘোস্টিং’, ‘বেঞ্চিং’, ‘ব্রেডক্রাম্বিং’ আরও কত কী! একটা সম্পর্কে অনিরাপদ বোধ করা বা অনিশ্চয়তার অনুভূতি থেকে অনেকের ভেতর তৈরি হয় গ্যামোফোবিয়া।

৩. পরিবারের সঙ্গে বন্ধনহীনতা

সমীক্ষায় দেখা গেছে, গ্যামোফোবিয়ায় আক্রান্তদের বেশির ভাগেরই পারিবারিক বন্ধন ততটা দৃঢ় নয়। যাঁরা নিজেরা পারিবারিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ নন, তাঁদের পারিবারিক বন্ধনে আবন্ধ হওয়ার বিষয়ে একধরনের উদ্বেগ, দুশ্চিন্তা, ভয়, নেতিবাচকতা কাজ করে।
৪. জিনগত কারণ

বিভিন্ন ধরনের ফোবিয়ার পেছনে জিনগত কারণও রয়েছে। হয়তো তাঁর মা–বাবা পরিবারের কাছের কেই গ্যামোফোবিয়ায় আক্রান্ত ছিল। সেটি–ই জিনের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে পরবর্তী প্রজন্মে।

৫. সামাজিক চাপ

আমাদের সমাজে একটা সম্পর্ক ভাঙাকে স্বাভাবিক চোখে দেখা হয় না। এর ফলে অনেকে সম্পর্ক ভেঙে গেলে কী করবেন, কীভাবে সেই পরিস্থিতি সামাল দেবেন, লোকে কী বলবে—এমন সব চিন্তা থেকেও সম্পর্কে প্রতিশ্রুতি দিতে বা বিয়ে করতে ভয় পান।

কীভাবে সেরে উঠবেন?

আশার কথা হলো, গ্যামোফোবিয়ার সুচিকিৎসা রয়েছে। একজন সাইকোলোজিস্ট, সাইকিয়াট্রিস্ট ও এ রকম পেশাদারদের মাধ্যমে থেরাপি নিয়ে আপনি সহজেই এ রকম পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। সম্পর্কে থিতু হওয়ার আত্মবিশ্বাস ফিরে পাবেন। অনেক সময় আপনজনেরা, বিশেষ করে যাঁর সঙ্গে সম্পর্কে আছেন, তিনিও গ্যামোফোবিয়া কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে সবকিছুর ঊর্ধ্বে এই রোগ থেকে সেরে উঠতে আপনার আন্তরিকতা, ইতিবাচকতা ও নিরন্তর প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
সূত্র: ভেরি ওয়েল মাইন্ড

Address


1420

Opening Hours

Monday 05:30 - 22:00
Tuesday 17:30 - 22:00
Wednesday 17:30 - 22:00
Thursday 17:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801922365686

Alerts

Be the first to know and let us send you an email when Alor Disha Homoeo Hall. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alor Disha Homoeo Hall.:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram