Bangladesh all pigoen treatment

Bangladesh all pigoen treatment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh all pigoen treatment, Women's Health Clinic, Hatni, jamirta, saingair, manikganj, Dhaka.

নতুন বছরে প্রথম বাজের আক্রমন 😥 খুব পছন্দের একটা বাচ্চা আমার।
11/01/2023

নতুন বছরে প্রথম বাজের আক্রমন 😥
খুব পছন্দের একটা বাচ্চা আমার।

27/10/2022

আসসালামু আলাইকুম

যারা নতুন কবুতর পালন করেন তাদের প্রথম সমস্যা হলো কবুতর কেনো ঝুমে।

কবুতর ঝিমা নুর অনেক গুলো কারণ আছে। তার মধ্যে কয়েকটি হলো কবুতরের খাবারে ময়লা থাকলে বা খাবার ভিঝা থাকলে। এবং কি এটি ঠান্ডার কারণে ও হয়ে থাকে।আর একটি কথা যদি কবুতর খাবার টা বমি করে ফেলে দেয় তাহলে মনে করবেন কবুতরের খাবারে সমস্যা আছে। আর খাবারে সমস্যা হলে। কার মিনা ১ লিটার পানিতে ১০ এলেম করে খাওয়ালেই ইনশাআল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে। আর এই শীত এর মধ্যে কবুতরের খাবারের তালিকায় সরিষা, সূর্য মুখির বীজ, কুসুম ফুলের বীজ, বাজরা, সওয়াবিন এই খাবার গুলো রাখার চেষ্টা করবেন।আর কবুতরের খাঁচাটা খুব ভালো করে ডেকে রাখবেন যেন বাহিরের কোনো বাতাস ভিতরে প্রবেস করতে না পারে।আর এই জিনিস গুলো মেনে চল্লে ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে।
আসসালামু আলাইকুম

Fardin Hossain Fahad

শীতকালে কবুতর সুস্থ রাখার মহা ঔষধ কালা পানিশীতকাল আসলেই কবুতর প্রেমীদের চিন্তার শেষ থাকেনা! তুলনামূলক ভাবেই শীতকালে রোগ ...
25/10/2022

শীতকালে কবুতর সুস্থ রাখার
মহা ঔষধ কালা পানি

শীতকাল আসলেই কবুতর প্রেমীদের চিন্তার শেষ থাকেনা! তুলনামূলক ভাবেই শীতকালে রোগ বালাই একটু বেশিই হয়। প্রচন্ড শীতে কবুতরকে কোন ধরনের ঔষধ ছাড়াই শুধুমাত্র কালাপানি খাইয়ে কবুতরকে রাখতে পারেন গরম,সুস্থ ও সুন্দর!

কালা পানি জিনিস'টা কী ?
কালা পানি হলো বিভিন্ন মসলার স্বমনয়ে বানানো বিশেষ ধরনের এক পানি। কালা পানি সম্পূর্ন ঘরোয়া উপায়ে তৈরী বলে এর কোন পার্শ প্রতিক্রিয়া নেই!

কার্যকারীতাঃ
লিভার ভালো রাখবে, হজম শক্তি বাড়বে,
ক্ষুধা বাড়বে তাই কবুতরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।
শুধুমাত্র শীতকালে নয়,গরমের দিনেও আপনি আপনার কবুতরকে কালা পানি দিতে পারেন। হাজারো এন্টিবায়টিক এবং ঔষধের মহা ঔষধ হলো এই কালা পানি।

কবুতরের শরীর গরম রাখে, বেশী ঊড়ার কারণে শরীরে যেই ব্যাথা হয় সেটা কমায়। সব মিলিয়ে কবুতরকে চাংগা রাখে তাই কবুতর বেশী সময় ঊড়ে এবং অপেক্ষাকৃত কম অসুস্থ হয়।

উপাদানঃ
পানি ৩ লিটার
ত্রিফলা চূর্ণ এক বক্স
রসুন ২০০ গ্রাম
চিরতা ১০ গ্রাম
বেলশুট ২০০ গ্রাম
আদা ১০০ গ্রাম
মেথি ৫০ গ্রাম
এলাচ ছোট ৩০ পিস
এলাচ বড় ১০ পিস
দারুচিনি ১০০ গ্রাম
বিট লবণ ২ চামচ
তাল মিশ্রি আধা কেজি (১/২)
কারমিনা বড় একটি

সবগুলো গুড়া করে পানিতে দিলে ভালো হয়। ৩ লিটার পানি জাল দিয়ে ফুটিয়ে ২ লিটার হলে নামিয়ে ফেলবেন। নামানোর পর সম্পূর্ণ ঠান্ডা হলে তারপর তাল মিস্রি ও কারমিনা মিশাবেন।

যেভাবে খাওয়াবেনঃ
সাধারণ পানির মত কবুতরকে পরিবেশন করবেন (কুসুম গরম অবস্থায়) পাশাপাশি যেদিন প্রচন্ড ঠান্ডা পড়বে সেদিন।
যেহেতু কালা পানি একটু তিক্ত হয় তাই কবুতর স্বাভাবিক ভাবেই খেতে চাইবে না৷ এজন্য যেদিন কালা পানি খাওয়াবেন সেদিন কবুতরকে পিপাসার্ত রাখতে হবে এবং এটা কবুতরের খাবার-খাওয়ার পরে দিবেন।

গরমের দিনে সপ্তাহে ১দিন দিবেন। যেহেতু এটা খাওয়ানোর পর কবুতরের শরীর গরম হয়ে যায় সুতরাং অবশ্যই বিকালে অথবা রাতে দিবেন৷

প্রয়োগ বিধিঃ
১ এমএল ১ লিটার বিশুদ্ধ স্বাভাবিক পানির সাথে দিতে হবে(গরমকালে প্রয়োজনে ফ্রিজের ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিতে পারেন)। ২/৩ দিন গ্যাপ দিয়ে আবার ২ দিন দিবেন। বেশী ঠান্ডা পরলে ২ এমএল ১ লিটার পানিতে দিতে পারেন।
৬—৭ ঘণ্টা পর অবশিষ্ট মিশ্রন ফেলে দিবেন।

উল্লেখ্য: এই পানিটি যদি নিয়মিত খাওয়ান তবে আলাদাভাবে কোন ধরনের কৃমির কোর্স বা ঔষধ দেওয়া লাগবে না!

Farbin Hossain Fahad

বর্ষাতে আপনার কবুতরের জন্য করণীয়বর্ষাই অধিকাংশ কবুতর বিভিন্ন সমস্যায় ভুগে তার মধ্যে অন্যতমঃডাইরিয়া।চোখে ঠাণ্ডা।পা অবস...
24/10/2022

বর্ষাতে আপনার কবুতরের জন্য করণীয়

বর্ষাই অধিকাংশ কবুতর বিভিন্ন সমস্যায় ভুগে তার মধ্যে অন্যতমঃ
ডাইরিয়া।
চোখে ঠাণ্ডা।
পা অবস বা পেরালাইসিস।
কারন ছাড়া ঝিমানাে।
সর্দি, কাশি ঘরঘর করা,
মুখ হা করে শ্বাস নেয়া, ইত্যাদি। এসব সমস্যা খুবই
সাধারন, আর এতে ভয় পাওয়ার কিছু নেই।
খেয়াল রাখতে হবে যেন কবুতরের খাদ্দ্যে
পরিমান মত অর্থাৎ 5 থেকে 10 শতাংশ তেলবীজ থাকে,
যেমনঃ তিসি,সরিসা,কুসম ফুলের বিচি,,সূর্যমুখী বিচি ইত্যাদি।
খেয়াল রাখতে হবে খামার যেন শুকনাে থাকে। যদিও এই বর্ষায় এটা কঠিন কাজ, আর এই জন্য প্রয়ােজন হলে বরিক পাউডার ছিটাতে হবে, আর সম্ভব হলে ছােট এক টুকরা কাপড়, পেপার, বা চট দিতে পারেন।
নিয়মিত ক্যালসিয়াম দিতে হবে।
(৪-৫ দিন মাসে,যদি গরম বেড়ে যায় তবে
এর মাত্রা কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দেয়া যেতে পারে।)
নিয়মিত মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেলস দিতে হবে।
(৪-৫ দিন মাসে,যদি গরম বেড়ে যায় তবে এর মাত্রা কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দেয়া যেতে পারে।)

মাসে ২-৩ দিন আলাদা ভাবে রসুন বাঁটা ১ লিটার বিশুদ্ধ পানিতে ১/২ চা চামচ মিশিয়ে সাধারন পানির মত কবুতরকে পরিবেশন করতে হবে। এতে কবুতর স্যালমনেলা মুক্ত থাকবে এবং শরীরও উষ্ণ থাকবে।
যদি কৃমির ঔষধ খাইয়ে থাকেন, তাহলে মধু যােগ
করতে পারেন এর সাথে।
ভিটামিন বি দিন ৩-৪ দিন মাসে
যদি গরম বেড়ে যায় তবে
এর মাত্রা কমিয়ে দিতে হবে, বা বন্ধ করে দেয়া যেতে পারে।)
হোমিও ঔষধ
CALCERIA CURB 200
25 ফোটা 1 লিটার বিশুদ্ধ পানির সাথে মিশিয়ে দিতে হবে মাসে ১—২ বার। (প্রতিরােধ ও সর্দি কাসির জন্য)।
আক্রান্ত ক্ষেত্রে সর্দিকাশির জন্য DULKAMARA 200
4 ফোটা ঔষধ এক চামচ পানির সাথে মিশিয়ে ড্রপার দিয়ে খাইয়ে দিবেন।
দিনে ৩ বার ৭ দিন।
আক্রান্ত ক্ষেত্রে যদি সর্দিকাশির সাথে হালকা শরীর গরম
থাকে হা করে নিঃশ্বাস নেয়, তাহলে RUSH TOX 200
৪-৫ ফোটা এক চামচ পানির সাথে মিশিয়ে ড্রপার দিয়ে খাইয়ে দিবেন।
দিনে ৩ বার ৭ দিন।
সাথে নিচের নিয়মে
পানির বাটিতে স্যালাইন পানি দিয়ে রাখবেন।
1/4 চা চামচ বিট লবণ
2 চামচ দেশি চিনি
1 চামচ লেবুর রস
1 লিটার ফোটানো বিশুদ্ধ স্বাভাবিক পানির সাথে মিশিয়ে কবুতরকে সাধারণ পানির মতো পরিবেশন করতে হবে। 6 ঘন্টা পর মিশ্রণটি ফেলে দিবেন একটানা 4-5 দিন।

চোখে সমস্যার জন্য যেমনঃ চোখে পেচুটি কাটা
চোখ বন্ধ হয়ে যাওয়া
পানি পড়া ইত্যাদি
যদি পুজ জমে ও চোখ ব

Address

Hatni, Jamirta, Saingair, Manikganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh all pigoen treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram