24/10/2022
বর্ষাতে আপনার কবুতরের জন্য করণীয়
বর্ষাই অধিকাংশ কবুতর বিভিন্ন সমস্যায় ভুগে তার মধ্যে অন্যতমঃ
ডাইরিয়া।
চোখে ঠাণ্ডা।
পা অবস বা পেরালাইসিস।
কারন ছাড়া ঝিমানাে।
সর্দি, কাশি ঘরঘর করা,
মুখ হা করে শ্বাস নেয়া, ইত্যাদি। এসব সমস্যা খুবই
সাধারন, আর এতে ভয় পাওয়ার কিছু নেই।
খেয়াল রাখতে হবে যেন কবুতরের খাদ্দ্যে
পরিমান মত অর্থাৎ 5 থেকে 10 শতাংশ তেলবীজ থাকে,
যেমনঃ তিসি,সরিসা,কুসম ফুলের বিচি,,সূর্যমুখী বিচি ইত্যাদি।
খেয়াল রাখতে হবে খামার যেন শুকনাে থাকে। যদিও এই বর্ষায় এটা কঠিন কাজ, আর এই জন্য প্রয়ােজন হলে বরিক পাউডার ছিটাতে হবে, আর সম্ভব হলে ছােট এক টুকরা কাপড়, পেপার, বা চট দিতে পারেন।
নিয়মিত ক্যালসিয়াম দিতে হবে।
(৪-৫ দিন মাসে,যদি গরম বেড়ে যায় তবে
এর মাত্রা কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দেয়া যেতে পারে।)
নিয়মিত মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেলস দিতে হবে।
(৪-৫ দিন মাসে,যদি গরম বেড়ে যায় তবে এর মাত্রা কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দেয়া যেতে পারে।)
মাসে ২-৩ দিন আলাদা ভাবে রসুন বাঁটা ১ লিটার বিশুদ্ধ পানিতে ১/২ চা চামচ মিশিয়ে সাধারন পানির মত কবুতরকে পরিবেশন করতে হবে। এতে কবুতর স্যালমনেলা মুক্ত থাকবে এবং শরীরও উষ্ণ থাকবে।
যদি কৃমির ঔষধ খাইয়ে থাকেন, তাহলে মধু যােগ
করতে পারেন এর সাথে।
ভিটামিন বি দিন ৩-৪ দিন মাসে
যদি গরম বেড়ে যায় তবে
এর মাত্রা কমিয়ে দিতে হবে, বা বন্ধ করে দেয়া যেতে পারে।)
হোমিও ঔষধ
CALCERIA CURB 200
25 ফোটা 1 লিটার বিশুদ্ধ পানির সাথে মিশিয়ে দিতে হবে মাসে ১—২ বার। (প্রতিরােধ ও সর্দি কাসির জন্য)।
আক্রান্ত ক্ষেত্রে সর্দিকাশির জন্য DULKAMARA 200
4 ফোটা ঔষধ এক চামচ পানির সাথে মিশিয়ে ড্রপার দিয়ে খাইয়ে দিবেন।
দিনে ৩ বার ৭ দিন।
আক্রান্ত ক্ষেত্রে যদি সর্দিকাশির সাথে হালকা শরীর গরম
থাকে হা করে নিঃশ্বাস নেয়, তাহলে RUSH TOX 200
৪-৫ ফোটা এক চামচ পানির সাথে মিশিয়ে ড্রপার দিয়ে খাইয়ে দিবেন।
দিনে ৩ বার ৭ দিন।
সাথে নিচের নিয়মে
পানির বাটিতে স্যালাইন পানি দিয়ে রাখবেন।
1/4 চা চামচ বিট লবণ
2 চামচ দেশি চিনি
1 চামচ লেবুর রস
1 লিটার ফোটানো বিশুদ্ধ স্বাভাবিক পানির সাথে মিশিয়ে কবুতরকে সাধারণ পানির মতো পরিবেশন করতে হবে। 6 ঘন্টা পর মিশ্রণটি ফেলে দিবেন একটানা 4-5 দিন।
চোখে সমস্যার জন্য যেমনঃ চোখে পেচুটি কাটা
চোখ বন্ধ হয়ে যাওয়া
পানি পড়া ইত্যাদি
যদি পুজ জমে ও চোখ ব