14/11/2025
বাবুর রাতের খাবার।।বাবুর ভেজিটেবল চিকেন পিজ্জার রেসিপি:-
✅ডো বানাতে যা যা লাগবে৩ ১/২ কাপ ময়দা, ২ চা চামচ লবন, ১ চা চামচ চিনি, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ ১/৩ কাপ হালকা গরম পানি, ১ চা চামচ ঈস্ট।গরম পানিতে ঈস্ট মিশিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট। দেখবেন ঈস্ট ফুলে উঠছে। বড় বলে ময়দা, লবন, চিনি, তেল ভালো ভাবে মিশান। গরম পানি মিশানো ঈস্ট দিন ময়দায়। ভালো ভাবে ময়ান দিন ১০ মিনিট, ডো টি বেশ আঠালো হবে। ডো এর চারিদিকে অলিভ অয়েল মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।
✅পিজ্জা সস বানাতে যা যা লাগবে(এটা বেসিক পিজ্জা সস, যেকোনো পিজ্জায় এটি দিতে পারবেন ), ১ কাপ টমেটো কুচি করে কেটে অল্প অলিভ অয়েল দিয়ে জাল দিয়ে ১/৪ কাপ করে নিন ), অরিগানো ১/ চা চামচ, রসুন কুঁচি ২ চা চামচ, লবন পরিমানমত, গোল মরিচ গুড়া পরিমানমত, চিনি এক চিমটি। সব একসাথে মিশিয়ে ২ মিনিট রান্না করুন। ঘন হলে আসলে নামিয়ে ঠান্ডা করুন।
✅পিজ্জার জন্য যা যা লাগবে চিজ এবার আপনার পছন্দমত টপিং দিন। যেমন পেয়াজ কুঁচি,মাশরুম কুঁচি, সবজি(গাজর পাতলা করে কাটা আর ক্যাপসিকাম কুচি), মুরগির টুকরা ইত্যাদি।ওভেন কে প্রি হিট করুন ৪৭৫ ডিগ্রিতে ২০ মিনিট, ভিতরে পিজ্জা স্টোন বা যেটাতে পিজ্জা বেক করবেন সেটা সহ দিন। এবার ডো কে দুইভাগ করে নিন। ময়দা দিয়ে রুটির মত করে মোটা করে বেলে নিন। বা চাইলে চিকন করেই বেলতে পারেন।এবার পিজ্জা স্টোন বের করে আগে রুটি দিন, রুটির উপর আগে টমেটো সস দিন। ২ টেবিল চামচ করে দিলেই হবে। তারপর আপনার পছন্দের টপিং আর চীজ ছড়িয়ে দিন। এবার পিজ্জা ওভেনে দিয়ে ২০ মিনিট বেক করুন। ১০ মিনিট পরে একবার পিজ্জা ঘুরিয়ে দিবেন, এতে সবদিক সমান ভাবে বেক হবে।
নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পিজ্জা।