21/05/2025
ফেসবুক স্ক্রল করতে করতে একটা বিজ্ঞাপনে চোখ আটকে গেল, সেখানে এক রোগি এবং ডাক্তারের মধ্যে কথোপকথন ছিল।
রোগি বলতে আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক সুস্থ আছি মূলত সে একজন সেক্সুয়াল রোগি।
আগে নাকি তার ইজাকুলেশন ২-৩ মিনিটে হয়ে যেত এখন নাকি প্রায় ২০-২৫ মিনিট তিনি সহবাস করতে পারেন 🙄🙄🙄
ডাক্তার সাহেব ও বলছেন আলহামদুলিল্লাহ, তিনি তিন মাস সময় দিয়েছেন এর মধ্যে তিনি সুস্থ।
লিংকঃ https://fb.watch/nMx8kZ-fUF/?mibextid=Nif5oz
এখন আসি এই সুস্থ্যতাকে মেডিকেল এর ভাষায় কি বলে।
মেডিকেল এর ভাষায় নরমাল ইজাকুলেটরী টাইম অর্থাৎ সেক্সুয়াল টাইম ৩-৭ মিনিট ( ইন্টারকোর্স টাইম)
যদি ইহা ১৫ মিনিট এর বেশি সময় চলতে থাকে তাকে বলা হয় Delayed Ej*******on ইহা কিন্তু একটি রোগ।
কেন এই রোগ হতে পারে জানেন??
আসেন জেনে নেই
১) কেউ যদি সেক্সুয়াল উত্তেজক মেডিসিন খায় যেমনঃ সিন্ডেলাফিল, টেডালাফিল, ( যদি ও এগুল এলোপ্যাথি মেডিসিন, তবে এর বিস্তার এখন সব প্যাথিতে ধরা পরছে।
রিসেন্ট ফেসবুকে দেখলাম ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ স্যার একটু প্রেস ব্রিফিং করছেন যেখানে, কিছু ক্রিমিনাল ধরা হয়েছে তারা অর্গানিক চা বিক্রি করে যা সেক্সুয়াল ডিউরেশন বাড়ায়, পরে তদন্ত করে দেখা যায় সেখানে যৌন উত্তেজক মিক্স করা থাকে।
সুতরাং যদি কোন খাবার, বা মেডিসিন আপনাকে ইনস্ট্যান্ট সেক্সুয়াল এবিলিটি বাড়ায় তাহলে বুঝে নিবেন এর ভিতর স্টিমুলেন্ট আছে।
২) কেউ যদি ডিপ্রেশন এ থাকেন এবং এন্টিডিপ্রেসিভ ড্রাগ খেয়ে থাকেন তার এমন হতে পারে।
৩) স্ট্রেস এঞ্জাইটি।
৪) যদি কেউ প্রেসারের মেডিসিন সেবন করে থাকেন।
৫) পেলভিক নার্ভ ইঞ্জুরী
৬) প্রস্ট্রেট গ্লান্ড এ সমস্যা এবং অপারেশন এর পর।
৭) ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভ ডেমেজ,
৮) হাইপোথাইরয়েড, লো টেস্টেসটেরন
৯) অনেক সময় বীর্য বাহিরে না এসে ভীতরে চলে যায় তখন ও এমন হতে পারে।
এর জটিলতা কি কি
১) পার্টনার বিরক্ত হতে পারে।
২) সেক্সুয়াল লাইফে বিরক্ত চলে আসবে রোবটিক মনে হবে
৩) কন্সিভ এ সমস্যা হতে পারে।
৫) পেনিস ও সেক্সুয়াল অর্গানে ইঞ্জুরি হতে পারে।
পর্ন মুভি দেখে সবাইব সেক্স ফ্যান্টাসি নিতে চায় এটি আসলে একটি Taboo
ছাড়া আর কিছু না।
সচেতন হন নিজে বাচুন, সামান্য সেক্সুয়াল ফ্যান্টাসির জন্য আপনার লাইফ ঝুকিতে পড়তে পারে।
সেক্সুয়াল উত্তেজক নিয়ে একদিন লিখব ইং শা আল্লাহ
বিদ্রঃ হোমিওপ্যাথি এমন টাইম বাড়ানোর কোন মেডিসিন নেই (২৫-৩০ মিনিট) এগুলো সম্পুর্ন ভুয়া এবং ভিত্তিহীন।
হোমিওপ্যাথি আপনাকে হয়তো নরমাল সেক্সুয়াল লাইফ গঠনে সাহায্য করতে পারে, যদি আপনি সত্যিই রোগি হয়ে থাকেন কারন সেক্সুয়াল রোগিদের মধ্যে ৯০% রোগির কোন সমস্যা নেই মূলত তারা এংজাইটি থেকে নিজেকে রোগি ভাবে 😥😥😥