Dr. Jakir Homeo Health

Dr. Jakir Homeo Health হোমিওপ্যাথি টিপস এন্ড সলিউশন

ফেসবুক স্ক্রল করতে করতে একটা বিজ্ঞাপনে চোখ আটকে গেল,  সেখানে এক রোগি এবং ডাক্তারের মধ্যে কথোপকথন ছিল।রোগি বলতে আলহামদুলি...
21/05/2025

ফেসবুক স্ক্রল করতে করতে একটা বিজ্ঞাপনে চোখ আটকে গেল, সেখানে এক রোগি এবং ডাক্তারের মধ্যে কথোপকথন ছিল।
রোগি বলতে আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক সুস্থ আছি মূলত সে একজন সেক্সুয়াল রোগি।
আগে নাকি তার ইজাকুলেশন ২-৩ মিনিটে হয়ে যেত এখন নাকি প্রায় ২০-২৫ মিনিট তিনি সহবাস করতে পারেন 🙄🙄🙄
ডাক্তার সাহেব ও বলছেন আলহামদুলিল্লাহ, তিনি তিন মাস সময় দিয়েছেন এর মধ্যে তিনি সুস্থ।

লিংকঃ https://fb.watch/nMx8kZ-fUF/?mibextid=Nif5oz

এখন আসি এই সুস্থ্যতাকে মেডিকেল এর ভাষায় কি বলে।

মেডিকেল এর ভাষায় নরমাল ইজাকুলেটরী টাইম অর্থাৎ সেক্সুয়াল টাইম ৩-৭ মিনিট ( ইন্টারকোর্স টাইম)
যদি ইহা ১৫ মিনিট এর বেশি সময় চলতে থাকে তাকে বলা হয় Delayed Ej*******on ইহা কিন্তু একটি রোগ।

কেন এই রোগ হতে পারে জানেন??
আসেন জেনে নেই

১) কেউ যদি সেক্সুয়াল উত্তেজক মেডিসিন খায় যেমনঃ সিন্ডেলাফিল, টেডালাফিল, ( যদি ও এগুল এলোপ্যাথি মেডিসিন, তবে এর বিস্তার এখন সব প্যাথিতে ধরা পরছে।
রিসেন্ট ফেসবুকে দেখলাম ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ স্যার একটু প্রেস ব্রিফিং করছেন যেখানে, কিছু ক্রিমিনাল ধরা হয়েছে তারা অর্গানিক চা বিক্রি করে যা সেক্সুয়াল ডিউরেশন বাড়ায়, পরে তদন্ত করে দেখা যায় সেখানে যৌন উত্তেজক মিক্স করা থাকে।
সুতরাং যদি কোন খাবার, বা মেডিসিন আপনাকে ইনস্ট্যান্ট সেক্সুয়াল এবিলিটি বাড়ায় তাহলে বুঝে নিবেন এর ভিতর স্টিমুলেন্ট আছে।

২) কেউ যদি ডিপ্রেশন এ থাকেন এবং এন্টিডিপ্রেসিভ ড্রাগ খেয়ে থাকেন তার এমন হতে পারে।

৩) স্ট্রেস এঞ্জাইটি।
৪) যদি কেউ প্রেসারের মেডিসিন সেবন করে থাকেন।
৫) পেলভিক নার্ভ ইঞ্জুরী
৬) প্রস্ট্রেট গ্লান্ড এ সমস্যা এবং অপারেশন এর পর।

৭) ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভ ডেমেজ,
৮) হাইপোথাইরয়েড, লো টেস্টেসটেরন
৯) অনেক সময় বীর্য বাহিরে না এসে ভীতরে চলে যায় তখন ও এমন হতে পারে।

এর জটিলতা কি কি
১) পার্টনার বিরক্ত হতে পারে।
২) সেক্সুয়াল লাইফে বিরক্ত চলে আসবে রোবটিক মনে হবে
৩) কন্সিভ এ সমস্যা হতে পারে।
৫) পেনিস ও সেক্সুয়াল অর্গানে ইঞ্জুরি হতে পারে।

পর্ন মুভি দেখে সবাইব সেক্স ফ্যান্টাসি নিতে চায় এটি আসলে একটি Taboo
ছাড়া আর কিছু না।

সচেতন হন নিজে বাচুন, সামান্য সেক্সুয়াল ফ্যান্টাসির জন্য আপনার লাইফ ঝুকিতে পড়তে পারে।

সেক্সুয়াল উত্তেজক নিয়ে একদিন লিখব ইং শা আল্লাহ

বিদ্রঃ হোমিওপ্যাথি এমন টাইম বাড়ানোর কোন মেডিসিন নেই (২৫-৩০ মিনিট) এগুলো সম্পুর্ন ভুয়া এবং ভিত্তিহীন।

হোমিওপ্যাথি আপনাকে হয়তো নরমাল সেক্সুয়াল লাইফ গঠনে সাহায্য করতে পারে, যদি আপনি সত্যিই রোগি হয়ে থাকেন কারন সেক্সুয়াল রোগিদের মধ্যে ৯০% রোগির কোন সমস্যা নেই মূলত তারা এংজাইটি থেকে নিজেকে রোগি ভাবে 😥😥😥

26/01/2025

মাদার টিংচারের এপ্লিকেশন সবচেয়ে বেশি পাওয়া যায় উইলিয়াম বোরিকের বইয়ের ভিতর,
এছাড়া ডা: ক্লার্ক তার মেটেরিয়া মেডিকাতে বিভিন্ন মেডিসিন ডেসক্রিপশন শেষে, পটেন্সী নিয়ে আলোচনার করার পাশাপাশি টিংচার ব্যবহারের কথা বলেছিলেন।
টিংচার এপ্লিকেশন পাওয়া যায় বার্নেটের কিছু এবং বার্টের বইয়ে ও টিংচারের কিছু ফিজিওলজিক্যাল একশন নিয়ে বর্ননা করা আছে।
ডা: মিলস ত টিংচারের বহুমুখী ব্যবহার দেখিয়েছিলেন তার প্রাক্টিস অব মেডিসিন বইয়ের ভিতর।

উপরোক্ত যতগুলো অথেনটিক রাইটার এবং গবেষক এর নাম বললাম তারা প্রায়
দেড়শ বছর আগে হোমিওপ্যাথি প্রাক্টিশনার ছিলেন।
তখন তারা টিংচারের ডোজ হিসেবে টিংচার ভেদে ৫ ফোটা ১০ ফোটা বা ২০ ফোটা দিসেবে টিংচার দিতে বলেছিলেন।

আসলেই কি ডোজ গুলো সঠিক??
যেহেতু টিংচার সরাসরি আমাদের ফিজিক্যাল বডিতে বা সেল ক্যামিস্ট্রির পরিবর্তন করতে পারে।
সেহেতু এর ডোজ ত মনগড়া না হয়ে সাইন্টিফিক ওয়েতে হওয়া উচিৎ।
তাই নয় কি??
একসময় এলোপ্যাথি মেডিসিন ডোজ এমন অবাস্তব ছিলো।

আজ তারা কতটা অরগানাইজ।
প্রতিটা ক্যামিকেল ড্রাগস এর ইন্ডিভিজুয়াল ডোজ তাদের ফার্মাকোপিয়াতে লিপিবদ্ধ করে নিয়েছেন।
মিনিমাম কত হবে, মেক্সিমাম কত?
সর্বোচ্চ কি পরিমান খেলে একজন মানুষের লাইফ থ্রেট হতে পারে।
যাকে ফ্যাটাল ডোজ বলে।

আপনি কি বলতে পারেন চায়না অথবা আলফাআলফার ফেটাল ডোজ কত?
সর্বোচ্চ কি পরিমান খেলে সমস্যা হবে না, বা মিনিমাম কত টুকু খেতে হবে?

পারবেন না? কারন একুরেট ডোজ নিয়ে কোন রিসার্স নাই।
না আছে কোন ফার্মাকোপিয়া।
অথচ অবাধে আমরা ব্যবহার করছি।😡😡😡😡

এলোপ্যাথির মত আমাদের মেডিসিন কম্পানির উচিৎ অন্তত একটি করে লিটেরেচার বের করা মেডিসিন এর মুড অব একশন, এবং ডোজ,

পৃথিবী আগাচ্ছে, আর আমরা পিছাচ্ছি।

10/01/2025

#পিত্তথলিতে #পাথির

অনলাইন প্রেজেন্টেশন

10/01/2025

করোনারী থ্রোম্বসিস ( হার্টের রক্ত নানীতে চর্বি বা প্লাগ জমে রাস্তা সংকোচন, RCA 60% LADA 55%) রোগিকে গত এক বছর যাবৎ চিকিৎসা করছিলা।
তার এনজিনা ছিলো,
চিকিৎসার পর থেকে আলহামদুলিল্লাহ বুকে ব্যথা ছিলো না, একটু হাটলেই হাপিয়ে যেতেন, তাও কমে যায়।

নিজ থেকেই গত সপ্তাহে এঞ্জিওগ্রাম করেন আলহামদুলিল্লাহ সেখানে কোন থ্রোম্বাস নেই।

আমি কার্ডিয়াক পেসেন্ট এর চিকিৎসার সময় হুট করে এসপিরিস বন্ধ করতে মানা করি কারন এটি MI এবং এঞ্জিনা প্রিভেন্ট করে।

রোগী ভালো ফিল করাতে নিজেই মেডিসিন বন্ধ করে দিয়েছেন।
রিপোর্ট নরমাল আসাতে নিজ থেকেই বললেন।
আমি ভালো আছি তাই এলোপ্যাথি খাই না 🤔🤔🤔🤔
আমি বললাম আমাকে বলে বন্ধ করবেন না কিছু একটা হয়ে গেলে কি হতো?
রোগির রাগান্নিত উত্তর আমার শরীর আমি ত কিছু বুঝি বাপু, আমি হোমিওপ্যাথি মেডিসিন এ ভালো আছি এলোপ্যাথি লাগবে না আমার।
দেখেন না আলহামদুলিল্লাহ রিপোর্ট ও নরমাল হয়ে গেছে আমার।
😜😜😜😜😜
কি বলব আর তাকে বলেন????
আসলেই ত রিপোর্ট নরমাল,
তার ভাস্য আমি গত ৬ বছর এইগুলো খাইছি কমে ত নাই,
এখন আমার শরীর ও ভালো রিপোর্ট ও নরমাল ❤️❤️❤️

রোগির কন্ডিশন আনুযায়ি আমি তাকে কেলি আর্স ২০০ এবং ১ এম দিয়েছিলাম এর পর আর কিছু দেওয়া লাগে নি।

সারাবছর প্লাসিবো আর ক্রেটিগাস টিংচার খাওয়াছিলাম কারন এটি Vasodiator হিসেবে কাজ করে।
অর্থাৎ রক্ত নালীকে প্রসারিত করতে সাহায্য করে।
পাশাপাশি তাকে আমি ব্রিথিং এক্সারসাইজ করতে বলেছিলাম।
দ্বির্ঘ সময় শ্বাস বন্ধ রেখে এক্সারসাইজ করলে অক্সিজেন এর ঘারতি বা Hypoxia হয় এতে রক্তনালী প্রসারিত হয়
❤️❤️❤️❤️
আলহামদুলিল্লাহ কাজে ও এসেছে।
কেস খানা রিপোর্ট সহ দ্রুত শেয়ার করব

   Q বহুল ব্যবহৃত একটি টিংচার যা হোমিওপ্যাথিতে প্রোস্টেট এনলার্জমেন্ট বা প্রোস্টেট গ্লান্ড বৃদ্ধিতে সবচেয়ে বেশী ব্যবহৃত ...
10/01/2025

Q বহুল ব্যবহৃত একটি টিংচার যা হোমিওপ্যাথিতে প্রোস্টেট এনলার্জমেন্ট বা প্রোস্টেট গ্লান্ড বৃদ্ধিতে সবচেয়ে বেশী ব্যবহৃত হয়।
সারসাপেরিলার একটি গুরুত্বপূর্ণ ব্যবহার থেকে আমরা বঞ্চিত হচ্ছি তা কি জানেন??
ডায়াবেটিস চিকিৎসায় আমার একটি পছন্দের টিংচার সারসাপেরিলা।
আমি টাইপ টু ডায়াবেটিস মেলাইটাসে সারসাপেরিলা টিংচার হরহামেশায় ব্যবহার করি।
একটু অবাক হচ্ছেন??
আসুন বিষয়টি ক্লিয়ার করি
আমরা আমরা যখন খাবার মুখে দেই তখন মুখে লালা দিয়ে ভরে যায় তাই না?
এই লালা কে মেডিকেলের ভাষায় বলা হয়, Saliva.
স্যালাইভা আমাদের মুখের তিন জোড়া লালাগ্রন্থি বা Salivary Gland থেকে বেরিয়ে আসে এগুলো হলো।
১) প্যারোটিড গ্লান্ড
২) সাব মেন্ডিবুলার গ্লান্ড।
৩) সাব লিংগুয়াল গ্লান্ড।

আল্লাহর অশেষ নিয়ামত আছে এই লালার ভিতর, তারমধ্যে অন্যতম হচ্ছে লালার ভিতর একটি এনজাইম থাকে যার নাম Ptyalin বা টায়ালাইন এটির আরেক নাম সেলিভারী আলফা এমাইলেজ,
মূলত আমরা যখন খাবার খাই তখন লালার সাথে এই টায়ালাইন চলে আসে শর্করা জাতীয় খাবার কে ভেংগে গ্লুকোজ এবং ম্যালটোজ কে আলাদা করার জন্য।
শর্করা জাতীয় খাবারের প্রায় ৫-২০% আমাদের মুখের মধ্যে হজম হয়ে যায়।
আমরা জানি যে ডায়াবেটিস রোগির ক্ষেত্রে গ্লুকোজ রিক্স।
রক্তে যত দ্রুত গ্লুকোজ চলে আসে তত বিপদ।
যদি কোন ভাবে গ্লকোজকে দেরীতে ভাংগা যায় তত মংগল।

এজন্য এলোপ্যাথি ডাক্তারগন কিছু মেডিসিন ব্যবহার করেন যেমন।
১. Voglibose বাজারে Dilitus নামে পাওয়া যায়।
২. Miglitol বাজারে Diaset নামে পাওয়া যায়।
যা মূলতো Alpha amylase এবং Alpha Glucosidase Inhibitor হিসেবে কাজ করে,
অর্থাৎ উপরোক্ত মেডিসিন গুলো আলফা এমাইলেজ এবং আলফা গ্লুকোসাইড এর নিষ্মরন এবং ফাংশন কমিয়ে, গ্লুকোজকে রক্তে আসতে বাধা দেয় ফলে রক্তে গ্লুকোজ এর মাত্রা নিয়ন্ত্রণ থাকে।

আলহামদুলিল্লাহ সারসাপেরিলা তে Alpha amylase এবং Alpha Glucosidase Inhibitor থাকায় এটি চমৎকার ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ড্রাগস হিসেবে কাজ করে।

সারসাপেরিলার আরেক নাম Hemidesmus indicus.বা H. Indicus.

নীচে Pubmed এর একটি আর্টিকেল এর স্কীনশট দেওয়া হলো।
সাথে এলোপ্যাথি ইনহেবিটর এর নাম।

আসসালামু আলাইকুম আজ একটি ক্লিনিকেল কেস নিয়ে আলোচনা করবো।রোগের কজেশন বা কারন ধরে যদি আমরা চিকিৎসা করতে আলহামদুলিল্লাহ অনে...
02/12/2024

আসসালামু আলাইকুম
আজ একটি ক্লিনিকেল কেস নিয়ে আলোচনা করবো।
রোগের কজেশন বা কারন ধরে যদি আমরা চিকিৎসা করতে আলহামদুলিল্লাহ অনেক বড় কেস খুব ইজিলি সলভ করা পসিবল ইং শা আল্লাহ ❤️❤️❤️

আসুন মূল আলোচনায় ফোকাস করি।
রোগির নাম : লোকমান হোসেন
বয়স : ৩৯
ঠিকানা: কুমিল্লা মুরাদনগর ( বাখরাবাদ)
পেশা : কৃষিকাজ এবং পশু পালন।
গত চার পাচ বছর যাবৎ তার শ্বাস কষ্টের সমস্যা হচ্ছিল।
প্রথমে স্থানীয় ফার্মেসী থেকে মেডিসিন খেয়েছেন কোন উপকার না পেয়ে উপজেলা হেলথ কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিকেল এর চিকিৎসা শেষে দেশ সেরা পালমোলজিষ্ট এর চিকিৎসা নিয়েছেন কয়েক দফায়।
তার মূল সমস্যা
Shortness of breath ( শ্বাস কষ্ট)
বিছানায় শোয়ার সাথে সাথে তার ব্রিথিং এ সমস্যা হয়, সোজা হয়ে শোয়ার পরপর তার সমস্যা শুরু হয়ে যায়।
অনিদ্রা,
ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া এবং তাৎক্ষণিক ঘুম ভেংগে যাওয়া।
ঘাড়ে এবং সোল্ডারে ব্যথা, এবং দূর্বল লাগা।
এর সাথে প্রায় তার হেচকি উঠে।
রাতে মাঝে মাঝে অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৮৫ এর আশে পাশে চলে আসে।
এজন্য তাকে অক্সিজেন সিলিন্ডার স্ট্যান্ডবাই রাখতে হয়।
এলোপ্যাথি চিকিৎসক গন তাকে xray, Pulmonary function test. Allergy panel, spirometry, Echo, এবং ব্রংকোস্কপি পযন্ত করেছেন।
দিন শেষে রেসাল্ট নরমাল 😥😥😥
তারা রোগিকে Antiasthmatic drug ( এমিনোফাইলিন, থিওফাইলিন) bronchodialetor ( sulbutamol ট্যাবলেট, ইনহ্যালার এবং নেবুলাইজেশন ফরমেট) এ দিয়েছেন।
এর সাথে প্যারালাল ভাবে ফ্লুটিকাসন প্রোপিউনেট ছিল।
কিন্তু কোন ভাবেই তার sleep apnea কোন ভাবে কমছিলো না
👉👉👉
গত ১৭/৯/২৪ তারিখ আমার চেম্বারে আসেন আমি তার সমস্ত রোগ লিপি নেওয়ার পাশাপাশি,
ক্লিনিক্যাল ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি।
হঠাৎ তিনি আমাকে একটি ইনফরমেশন দেন তা হলো গত ৬-৭ বছর আগে তিনি ধানের একটি বস্তা মাথায় নেওয়ার সময়, ঘাড়ে অঘাত পেয়েছিলেন 😥😥😥 বেশ কিছু দিন বিছানায় থাকা লেগেছিলো। ব্যাথার মেডিসিন খেয়ে অনেক দিন পর তা সহনীয় হয়।
এবং এর পর থেকে ঘাড়ে ব্যথা এবং হাতে ব্যথা।
তার কিছুদিন পর থেকে Shortness of breath এবং৷ Sleep Apnea শুরু 😥😥😥😥
আমার মাথায় হঠাৎ মনে হলো এটি Phrenic Nerve এর সমস্যা নাতো।
এখন আসি Phrenic Nerve কি?
Phrenic nerve হলো আমাদের ডায়াফার্ম কে মটর এবং সেন্সরী নার্ভ সাপ্লাই করে সেই নার্ভ।
যা আমাদের স্পাইনকর্ড বা মেরুদন্ডের সার্ভাইলের C3 ভার্টিব্রা থেকে C5 ভার্টিব্রা থেকে সম্প্রসারিত হয়ে ঘাড় এবং বুকের খাচা হয়ে ডায়াফার্মে পৌছে ডায়াফার্ম কে নার্ভ সাপ্লাই করে।
আর এই ডায়াফার্ম হলো আমাদের Chief muscle of respiration ( অর্থাৎ শ্বাস নেওয়ার প্রধান পেশী)
আর phrenic Nerve এর সমস্যা হলে ডায়াফার্মের কর্ম ক্ষমতা হ্রাস পায় এবং সম্পূর্ন বন্ধ ও হয়ে যেতে পারে।
যেহেতু রোগীর ইতিহাসে মেরুদন্ডে আঘাত আছে এবং তার প্রায় স্পেসিফিক ঘাড়ের মধ্যেই সুতরাং এটি ফ্রেনিক নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনাই বেশি
আর এর লক্ষন আমার রোগির লক্ষনের সিমিলার।
আমি কোন দিক চিন্তা না করে Mechanical Injury of spinal cord বিবেচনা করে
Hypericum 200 ৭ দিন খেতে বলি পাশাপাশি ১৪ দিনের প্লাসিবো শেষে ২১ দিন পর দেখা করতে বলি।

২১ দিন পর ফলোয়াপ আলহামদুলিল্লাহ তার শ্বাসকষ্ট প্রায় ৮০% নেই।
সাথে ঘাড়ব্যথা ও সোল্ডার পেইন নেই ❤️❤️❤️

পরবর্তীতে আরো ৭ দিনের জন্য Hypericum 1M এবং ১৪ দিন প্লাসিবো শেষে দেখা করতে বলি।

আলহামদুলিল্লাহ রোগী এখন প্রায় সুস্থ। ❤️❤️❤️

এর সাথে Yerba Sant Q ছিল।

সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হইলো
25/11/2024

সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হইলো

Address

Dhaka
1000

Opening Hours

Monday 17:00 - 20:00
Tuesday 17:00 - 20:00
Wednesday 17:00 - 20:00
Thursday 05:00 - 20:00
Friday 18:00 - 20:00
Saturday 17:00 - 20:00
Sunday 17:00 - 20:00

Telephone

+8801916039802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Jakir Homeo Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Jakir Homeo Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram