Drug and medicine

Drug and medicine Best Quality and Safety – Our Commitment

মাথা বাথ্যা হলে,,,,
17/08/2016

মাথা বাথ্যা হলে,,,,

27/07/2016

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কোমল পানীয়,
অধিক চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার, তামাকজাত
দ্রব্য এবং ফাস্টফুড খাবার ত্যাগ করতে হবে।
সুস্থভাবে জীবন যাবন করতে সঠিক খাদ্যাভাস
গড়ে তোলার সাথে নিয়মিত ব্যায়াম, হেঁটে
যাতায়াত অথবা সাইক্লিং করতে হবে।

05/07/2016

মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি
এক দিন, কাপড় চোপড় কিনে নিন, গরিব
দুঃখীর খবর নিন, দাওয়াত রইল ঈদের দিন.
“ঈদ মোবারক”

03/07/2016

সকালের ভালো খাবার আপনাকে সারাদিনের
পূর্ণতা দিবে। আপনার শরীরের যথেষ্ট পুষ্টি
সরবরাহ করবে এবং মনকে পরিতৃপ্ত করে। তাই,
সকালের খাবার অবশ্যই পুষ্টিগুণে সমৃদ্ধ হতে
হবে। সকালের খাবারে যেন আপনার শক্তি বৃদ্ধি
পায়, তাই নিম্নে একটি আদর্শ খাবারের বর্ণনা করা
হল-
১. শক্তির জন্য কার্বোহাইড্রেড:
ফল, শাকসবজি বা আপনার পছন্দের কোন খাবার
যা সারাদিন আপনার শরীরের শক্তির চাহিদা বজায়
রাখে, তাই করুন আপনার সকালের নাস্তা। আপনার
শক্তির চাহিদার অধিকাংশ যেন সকালে গ্রহণ করা
হয়, তা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সকালের
খাবারে আপনি কতটুকু ক্যালোরি গ্রহণ করছেন,
তা চিন্তা করার কোন প্রয়োজন নেই। কারন,
সকালে খাবার খাওয়ার পর সারাদিনে আমাদের
শরীরের অনেক শক্তি খরচ হয়, যার ফলে
শরীরে কোন মেদ জমে না। তাই,
নিশ্চিন্তে আপনার পছন্দমত খাবার গ্রহণ করতে
পারেন। সকালের খাবার একটু বিলাসিতা পূর্ণ হয়, তাই
অবশ্যই আপনাকে গুরুত্বের সাথে তা নিতে
হবে।
২. পুষ্টি:
রুটি ও পরোটাতে যে শর্করা রয়েছে, তা
আপনার পুষ্টির সম্পূর্ণ চাহিদা পূরণ করেন না। এর
জন্য অবশ্যই আপনার খাদ্য তালিকায় ফল
অন্তর্ভুক্ত করুন। স্ট্রবেরি, নাশপাতি, পেঁপে,
আপেল ইত্যাদি ফলে বিভিন্ন ধরণের অ্যান্টি-
অক্সিডেন্ট রয়েছে। যা স্বাস্থ্যের জন্য
অনেক উপকারী। এছাড়াও, আপনি বিভিন্ন রঙ্গিন
ফল যেমন- টমেটো খেতে পারেন। এতে
অনেক পুষ্টি রয়েছে।
৩. প্রোটিন:
সকালের নাস্তায় ডিম অথবা গ্রিল চিকেন
সবচেয়ে ভালো উৎস প্রোটিনের জন্য।
সারাদিনের কাজের চাপে অতিরিক্ত ক্যালোরি
পুড়ে যায়। তাই, আপনি ক্যালোরি সমৃদ্ধ খাবার
হতে প্রোটিন গ্রহণ করতে পারেন।
৪. চর্বি:
ডিমের কুসুমে প্রচুর চর্বি বিদ্যমান। এছাড়াও,
আপনি আপনার খাবারের তালিকায় যে কোন সময়
বেকন অন্তর্ভুক্ত করতে পারেন। সকালের
নাস্তায় দুধ অথবা দই খেলেও শরীরের চর্বির
চাহিদা পূর্ণ হয়। শরীরের চর্বি কন্টেন্ট
পূরণের জন্য সকালের নাস্তা হল শ্রেষ্ঠ সময়।
মোট কথা, সারাদিনের মাঝে সকালে সবচেয়ে
বেশি খাবার গ্রহণ করুন। তবে খাবার যা খাবেন, তা
যেন সারাদিনের কাজের চাহিদা ও শরীরের
প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারে তা লক্ষ্য
রাখুন।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।

02/07/2016

যে কাজটি করলে আর কখনোই আপনার
গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না!
আমাদের দেশে গ্যাস্টিকের সমস্যা নেই এমন
মানুষ হয়তো খুঁজে পাওয়াই যাবে না। এই সমস্যাটি
মূলত ভাজাপোড়া খাবার খেলেই বেশি হয়ে
থাকে। অনেকেরই এ সব খাবার খাওয়ার পরে
পেট ব্যথা বা বুকে ব্যথা কিংবা বদ হজম হয়।
অথচ এই সমস্যা দূর করার জন্য ওষুধ না খেয়ে
রাতে ঘুমাতে যাওয়ার আগে নিচের যেকোন
একটি নিয়ম মানলেই চলবে।
১। আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা নিন। তারপর অল্প একটু
লবন মাখিয়ে খেয়ে ফেলুন। আদা খাওয়ার
কিছুক্ষণ পর এক কাপ কুসুম গরম পানি খান। গভীর
রাতে আর গ্যস্ট্রিকের সমস্যা হবে না। অথবা
২। এক গ্লাস পানি একটি হাড়িতে নিয়ে চুলায় বসান।
এর আগে এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পানিতে দিয়ে
দিন। পানি অন্তত পাঁচ মিনিট ফুটতে দিন। তারপর
নামিয়ে আনুন। পানি ঠাণ্ডা হলে হলুদসহ খেয়ে
ফেলুন। গ্যাস্ট্রিক দৌঁড়ে পালাবে। অথবা
৩। ওপরের সমস্ত পদ্ধতি ঝামেলার মনে হলে
শুধুমাত্র এক গ্লাস পানিতে এক চা চামচ মধু মিশিয়ে
রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। কখনোই
রাতে পেট বা বুক ব্যথা করবে না।

29/06/2016

মন ভালো করার
আমাদের জীবনে এমন অনেক সময় আসে
যখন আমরা একাকীত্ব বোধ করি। নানা
কারণে আমাদের মন বিভিন্ন চাপে
আচ্ছন্ন থাকে। আমাদের মাঝে তখন
কষ্টের অনুভূতি সৃষ্টি হয়। মনের অজান্তেই
অনেক স্মৃতি আমাদের মাঝে বিভিন্ন
অনুভূতির সৃষ্টি করে। হয়ত, তার জন্য মন
আরও খারাপ হয়ে যায়।
ভয় পাবার কোন প্রয়োজন নেই। মন ভালো
করার জন্য এখানে কিছু টিপস দেয়া হল।
এগুলো অবলম্বন করলে আপনার মন ভালো
হতে বেশি সময় লাগবে না।
১. কাউকে বলুন:
আপনার যখন খারাপ লাগবে, তখন আপনার
কাছের একজন মানুষ বা আপনার বন্ধুকে
ফোন করুন। পৃথিবীতে বন্ধুর তুলনায় আর
কোন কিছু নেই, যে আপনাকে যেকোনো
মুহূর্তে খুশি করতে পারে। যদি সে আপনার
প্রকৃত বন্ধু হয়, তাহলে সে আপনাকে খুশি
করার জন্য যেকোনো কিছু করতে পারবে,
কারন সে জানে, সে যখন কষ্টে থাকবে
আপনি তাকে অবশ্যই সাহায্য করবেন।
২. এগিয়ে যান:
হালকা ব্যায়াম, হাঁটা, নৃত্য করা, কিছু সময়
দৌড়ানো ইত্যাদির সাহায্যে আপনার
মনকে পরিষ্কার করুন এবং আপনার চিন্তা-
ভাবনা রিফ্রেশ করুন। আপনি কিছু সময়ের
মধ্যে ভালো অনুভব করবেন। ব্যায়ামের
ফলে শরীর থেকে ইনডোরফিন নির্গত হয়।
যার ফলে মানুষ ভালো অনুভব করে এবং
ব্যায়ামের ফলে শরীরের এনার্জি বৃদ্ধি
পায়।
৩. বাহিরে যান:
মুক্ত বাতাস ও সূর্যের আলো শরীরের জন্য
অনেক উপকারী। গবেষণায় দেখা গেছে,
যারা অফিসে বসে বসে কাজ করে,
তাদের তুলনায় যারা বাহিরে ঘুরে ঘুরে
কাজ করে তাদের স্ট্রেস এর পরিমাণ কম।
কিছু সময় সূর্যের আলোর নীচে থাকার
ফলে আপনার শরীরে ভিটামিন –ডি এর
মাত্রা বৃদ্ধি পাবে। যা আমাদের
শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য
অনেক উপকারী।
৪. জোরে শ্বাস নিন:
প্রতিদিন কমপক্ষে একবার এক মিনিট
দীর্ঘ শ্বাস নেয়ার চেষ্টা করুন। এর ফলে
মন ভালো হবার সাথে সাথে স্বাস্থ্যের
নানা প্রকার উপকার হয়। শরীরের ৭০
শতাংশ টক্সিন দূর করে, টেনশন ও স্ট্রেস
দূর করে এবং হজমের সমস্যা দূর করে।
৫. আপনার পছন্দের খাবার খান এবং
পানি পান করুন:
দুপুরের খাবারের পূর্বে যদি আপনার
খারাপ অনুভূতি হয়, এর প্রধান কারন হতে
পারে আপনি অনেক বেশি ক্ষুধার্ত। এসময়
আপনার পছন্দমত খাবার খেয়ে নিন। এতে
আপনার মনে অনেক আনন্দের সৃষ্টি হবে।
ডিহাইড্রেশন এর প্রধান কারন হল পানির
অভাব। যার ফলে অনেক সময় মেজাজের
বিভিন্ন পরিবর্তন হয়ে থাকে। তাই,
পর্যাপ্ত পরিমাণ পানি অবশ্যই পান করুন।

28/06/2016

পেটের গন্ডগোল বলতে কি বোঝায় সেটা
ব্যাখ্যা করা বেশ কঠিন। এটা বলা যেতে পারে
কোনো শারীরিক কারনে এটা হচ্ছে না তার কারন
বেশীর ভাগ ক্ষেত্রে কোন জীবানু বা ঐ
ধরনের কিছু পরীক্ষা করে পাওয়া যায় না।
ভারতবর্ষের মত উন্নতশীল ও গরমের দেশে
যেখানে সব জায়গায় পানীয় জলের ব্যবস্থা নেই
সেখানে পেটের নানা জলবাহিত নানা পেটের অসুখ
হতে পারে। এই পেটের অসুখ বিভিন্ন কারনে
হতে পারে,যেমনঃ
১) খাবারের সাথে বা পানীয় জলের মাধ্যমে নানা
জীবানুর সংক্রমন, যেমন—
ব্যাক্টেরিয়া জনিত পেটের রোগ—কলেরা,
আন্ত্রিক রোগ ইত্যাদি
ভাইরাস জনিত পেটের রোগ—এটা বাচ্চাদের ও
বড়দের সবাইকার হতে পারে
নানারকম প্যারাসাইট জনিত রোগ—আমাশয় (জীবানুর
নাম অ্যামিবা), জিয়ারডিয়া(জীবানুর নাম জিয়ারডিয়া) ইত্যাদি।
কৃমি জাতীয় রোগের সংক্রমনঃ অনেক রকমের
ক্রিমি আমাদের অন্ত্রে থাকার জন্য ডায়রিয়া, মলের
সঙ্গে রক্ত, অ্যানিমিয়া বা রক্তশুন্যতা ইত্যাদি হতে
পারে।
২) পেটের রোগ বলতে এর মধ্যে লিভারের
নানা রোগ, পাকস্থলির রোগ, ক্ষুদ্র অন্ত্র ও বৃহৎ
অন্ত্রের নানা রোগ।

তাই মুক্তি পেতে টোটাল ফামা নিয়ে এলো

Fybogut
Fybogut Orange
high fibre drink is
an easy and
convenient way to
increase the fibre
in your diet...

পেটের গন্ডগোল বলতে কি বোঝায় সেটা
ব্যাখ্যা করা বেশ কঠিন। এটা বলা যেতে পারে
কোনো শারীরিক কারনে এটা হচ্ছে না তার কারন
বেশীর ভাগ ক্ষেত্রে কোন জীবানু বা ঐ
ধরনের কিছু পরীক্ষা করে পাওয়া যায় না।
ভারতবর্ষের মত উন্নতশীল ও গরমের দেশে
যেখানে সব জায়গায় পানীয় জলের ব্যবস্থা নেই
সেখানে পেটের নানা জলবাহিত নানা পেটে অসুখ
হতে পারে। এই পেটের অসুখ বিভিন্ন কারনে
হতে পারে,যেমনঃ
১) খাবারের সাথে বা পানীয় জলের মাধ্যমে নানা
জীবানুর সংক্রমন, যেমন
ব্যাক্টেরিয়া জনিত পেটের রোগ—কলেরা,
আন্ত্রিক রোগ ইত্যা
ভাইরাস জনিত পেটের রোগ—এটা বাচ্চাদের ও
বড়দের সবাইকার হতে পারে
নানারকম প্যারাসাইট জন রোগ—আমাশয় (জীবানুর
নাম অ্যামিবা), জিয়ারডিয়া(জীবানুর নাম জিয়ারডিয়া) ইত্যাদি।
কৃমি জাতীয় রোগের সংক্রমনঃ অনেক
ক্রিমি আমাদের অন্ত্রে থাকার জন্য ডায়রিয়া, মলের
সঙ্গে রক্ত, অ্যানিমিয়া বা রক্তশুন্যতা ইত্যাদি হতে
পারে।
২) পেটের রোগ বলতে এর মধ্যে লিভারের
নানা রোগ, পাকস্থ

Address

Dhaka

Telephone

+8801933789322

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drug and medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram