06/08/2023
____________"Dengue Diet"____________
রক্তের অনুচক্রিকা বা প্লাটিলেটের পরিমাণের ওপর ডেঙ্গুর তীব্রতা নির্ভর করে না। তাই ডেঙ্গু জ্বরে প্লাটিলেটের পরিমাণ কমতে থাকলে সঠিক ডায়েটের মাধ্যমে তা বাড়ানো যায়... শুধু ডেঙ্গু নয় অন্যান্য যে কোনো শারিরীক সমস্যায় কমে যেতে পারে এই প্লাটিলেট!
"ডেঙ্গু ডায়েট" প্লাটিলেটের পরিমাণ কমতে থাকলে যা যা খাবেন...
🔰প্লাটিলেটের সংখ্যা বাড়াতে আয়রনসমৃদ্ধ খাবার খেতে হবে। পালংশাক, কলিজা, কচুশাক, মিষ্টিকুমড়া, ডালিম, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল ইত্যাদিতে প্রচুর পরিমাণ আয়রণ রয়েছে যা অনুচক্রিকা বাড়াতে সাহায্য করে।
🔰রক্তের প্লাটিলেট কমতে থাকলে পেঁপে পাতা খাওয়া যায়। কারণ পেঁপে পাতা এসিটোজেনিন, পাপাইন ও কাইমোপাপেনের মতো এনজাইম সমৃদ্ধ, যা প্লাটিলেট বাড়াতে সহায়তা করে। প্রতিদিন ২০-৩০ ml পেঁপে পাতার জুস ঘরে তৈরি করে দিন ২ বার খাওয়া যেতে পারে। কাঁচা পেঁপের সালাদও বেশ উপকারী।
🔰এছাড়া ভিটামিন সি জাতীয় খাবার রক্তে প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিক রাখতে কার্যকর। কমলা, মাল্টা, আপেল, জাম্বুরা, পেয়ারা, আমড়া, পেঁপে, আনারস, আঙুর, জাম ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেওয়া যায়।
🔰ডেঙ্গু রোগীদের ডিহাইড্রেশন ও ইলেক্ট্রোলাইটিক ইমব্যালেন্স দেখা দেয়। সে ক্ষেত্রে রোগীকে প্রতিদিন ২.৫ থেকে ৩ লিটার পানি পান করতে হবে। পাশাপাশি ডাবের পানি ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করে। প্রয়োজন বুঝে ডেঙ্গু রোগীকে ওরাল রিহাইড্রেশন সলিউশনও (ORS) দেওয়া যেতে পারে। এছাড়া স্যুপ, ডালের পানি, ফলের রস, কচি গমের রস ইত্যাদি খাওয়ানো যায়।
🔰রক্তক্ষরণ ঝুঁকি কমাতে ডেঙ্গু রোগীকে ভিটামিন বি, ই ও কে সমৃদ্ধ খাবার, যেমন: পাকা পেঁপে, বেদানা, ডাব, লেবু, আমলকী, অ্যালোভেরা, কিউইফল, ব্রোকলি, বিট ইত্যাদি দেওয়া যেতে পারে।
🔰সব শেষে প্রচুর বিশ্রাম নিতে হবে। বিশ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
©Nutritionist Sraboni Islam
Nutrition Network-পুষ্টি সমাচার
#ডেঙ্গু #ডেঙ্গুজ্বর