21/06/2025
ল্যাম্পি স্কিন ডিজিজ (L*D) মূলত একটি ভাইরাস জনিত রোগ আবার এটি একটি ছোঁয়াচে রোগ । এই রোগে আক্রান্ত গরুর সংস্পর্শে কোনো সুস্থ্য গরু গেলে সেই গরুও এই রোগে আক্রান্ত হবে যদি সেই গরুর ইমুউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে । যদি ইমুউনিটি ভালো থাকে থাকে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ্ ।
ল্যাম্পি (L*D) ভাইরাসের লক্ষণ সমূহ:
অধিকাংশ গরুর শরীরের অনেক স্থান ছোট ছোট করে ফুলে উঠে।
অনেক গরুর শরীরের বিভিন্ন স্থান না ফুলে শুধু পায়ের "গোড়ালি" ফুলে।
গরুর জ্বর আসে।
খাওয়ার রুচি কমে যায়।
শরীরের তাপমাত্রা বেড়ে যায়।
অনেক গরুর মুখ দিয়ে লালা পড়ে।
অনেক গরুর শরীরের সাথে গলা ফুলে যায়।
কিডনি ও লিভার দুর্বল হাওয়া।
ল্যাম্পি (L*D) রোগের প্রতিকার
ল্যাম্পি রোগ প্রতিকারের জন্য অবশ্যই গরুর সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে । গরুরকে নির্দিষ্ট সময়ে কৃমি মুক্ত করতে হবে, এবং গরুকে সুষম খাদ্য প্রদান করতে হবে এবং এর পাশাপাশি "৬ মাস" পরপরপর গরুকে ল্যাম্পি রোগের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে ।
ভ্যাকসিন প্রয়োগের পর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্বির জন্য atiImmu (Immunity Booster) দিতে হবে।
ল্যাম্পি (L*D) রোগের চিকিৎসা
ল্যাম্পি রোগ মূলত ভাইরাসজনিত রোগ। ভাইরাস জনিত রোগ থেকে মুক্তি পেতে প্রথমত গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে।কারণ ভাইরাস জনিত রোগের কোন নির্দিষ্ট চিকিৎসা নেই । যার ফলে ভাইরাস জনিত রোগ নিরাময়ের জন্য উপসর্গ অনুযায়ী চিকিৎসা প্রদান করতে হয় । তেমনি ল্যাম্পি ভাইরাসে গরুর মধ্যে বেশ কিছু রোগের উপসর্গ লক্ষ করা যায়, যেগুলোর উপরে নির্ভর করে মূলত গরুকে লাম্পি ভাইরাসের চিকিৎসা দিতে হয় । নিজে উপসর্গ সমূহ দেওয়া হলো:
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
জ্বর ও ব্যথা থাকে।
লিভারকে দুর্বল হয়ে খাওয়ার রুচি সমস্যা দেখা যায়।
কিডনিকে দুর্বল হয়ে গলায় ও শরীলে পানি লাগে।
দিন দিন গরু দুর্বল হয়।
শরীরের অনেক ফুলা স্থান ঘা এ রূপান্তর হয়।
পা গোড়া ফেটে ঘা হয়।
উপসর্গ অনুযায়ী চিকিৎসা
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য:atiImmu (Immunity Booster).
জ্বর ও ব্যাথার জন্য: Paracitamol, Carprofen & fenadryl টেবলেট ।
লিভার সতেজ ও খাওয়ার রুচি ঠিক রাখার জন্য:
atiLivon, atiEnzliv (এখানে আলাদা এনজাইম থাকায় atiEnzliv অধিক কার্যকরি)]
কিডনিকে সতেজ রাখা ও শরীরের পানি লাগা কমাতে: atiKid (Kidney Tonic).
স্কিনের উজ্জলতা ফিরিয়ে আনতে AtiZinko সিরাপ দিতে হবে।
দুর্বলতা দূর করার জন্য: atiAmino সিরাপ ।
ঘা শুকানোর জন্য: গরুর শরীরের ফুলা স্থান গুলো যদি ঘা এ পরিণত হয় তাহলে মাছি দূর করার ও ঘা দ্রুত শুকানোর জন্য ক্ষত স্থানে, Ati LS Sol দিতে হবে ।
ঘা দ্রুত শুকানোর জন্য "Terbinafine Hydrochloride টেবলেট" সব উপরের ঔষুধ গুলো সাথে দিতে হবে।
পায়ে ঘা হয়ে যদি পোকা ধরে তাহলে, Ati LS Sol দেওয়ার আগে Ivermactin ড্রপ দিতে হবে ।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য:
গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকরাই হচ্ছে, লাম্পি (L*D) ভাইরাসের মূল চিকিৎসা।
গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ন্যাচারাল ভ্যাকসিন হিসেবে "মধু" দেওয়া যায় এবং এর পাশাপাশি "লেবু " বা "ভিটামিন সি" জাতীয় পাউডার atiVita-C খাওয়া উত্তম । এর পাশাপাশি সর্বোচ্চ পরিমান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, "atiImmu (Immunity Booster)"