গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা পরামর্শ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা পরামর্শ

গর্ভবতী মা  ও নবজাতকের স্বাস্থ্য সেবা পরামর্শ গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা বিষয়ে পরামর্শ দেওয়া।

গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা বিষয়ে পরামর্শ প্রদান করে দেশে মাতৃ মৃত্যু ও নবজাতক মৃত্যুর হার কমিয়ে আনাই এই পেইজের উদ্দেশ্য

✍️শিশুকে বুকের দুধ খাওয়ানোর উপকারিতা ✍️ 🖋️শিশু জন্মের পরপর দ্রুত সময়ে বুকের দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা 🍼 বুকের দুধে আছে শি...
20/09/2024

✍️শিশুকে বুকের দুধ খাওয়ানোর উপকারিতা ✍️

🖋️শিশু জন্মের পরপর দ্রুত সময়ে বুকের দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা

🍼 বুকের দুধে আছে শিশুর জন্য দরকারি সব পুষ্টি আর এন্টিবডি। স্তন থেকে প্রথম নিঃসৃত হওয়া দুধের নাম শালদুধ বা কোলোস্ট্রাম, এটা শিশুর জন্য জীবনের প্রথম টিকা হিসেবে কাজ করে বলে এটি অনেক জরুরি।
🍼 ঘন ও হলদেটে শালদুধ শিশুর শরীরে পুষ্টি জোগায় এবং শুরু থেকেই শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সুরক্ষিত রাখে।
🍼 শিশুর জন্ম থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দিন। এর পাশাপাশি অন্য কোনো কিছু খাওয়ানো যাবে না।
🍼 মনে রাখবেন, দয়া করে শিশুকে গরুর দুধ, পাউডার দুধ বা মধু অথবা চিনির পানি, এমনকি খাবার পানিও দিবেন না।

🖊️ বুকের দুধের উপকারিতা 🖊️

🍼 বুকের দুধ শিশুর জন্য সুষম ও পুষ্টিকর খাবার।
🍼 এটি শিশুর বুদ্ধিমত্তা বাড়ায়।
🍼 সবচেয়ে বড় বিষয়, বুকের দুধ খাওয়ানোর ফলে মা ও শিশুর মধ্যে উষ্ণ ভালোবাসায় ভরা বন্ধন সৃষ্টি হয়
🍼 ডেলিভারির পর পর শিশু বুকের দুধ টানলে প্রসবের পরে মায়ের রক্তক্ষরণ কম হয়।

ডেলিভারির পূর্ব প্রস্তুতি :  ডেলিভারি ডেট এর একমাস আগে থেকেই ডেলিভারির প্রস্তুতি নেওয়া প্রয়োজন প্রয়োজনীয় সকল প্রস্তুতি ক...
23/08/2024

ডেলিভারির পূর্ব প্রস্তুতি :

ডেলিভারি ডেট এর একমাস আগে থেকেই ডেলিভারির প্রস্তুতি নেওয়া প্রয়োজন
প্রয়োজনীয় সকল প্রস্তুতি কিভাবে নিবেন এবং এর জন্য কি কি প্রয়োজন হবে দেখে নিতে পারেন।

যা যা প্রয়োজন হবেঃ
- ডেলিভারির আগে হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন অথবা অ্যাম্বুলেন্সের ফোন নম্বর 🚑
- পর্যাপ্ত টাকা
- মাতৃত্ব সেবা কার্ড
- রক্তের গ্রুপসহ স্বাস্থ্য কেন্দ্রের/হাসপাতালের অন্যান্য কাগজপত্র
- আপনার নিয়মিত ঔষধগুলো

🧳এর বাইরেও আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিনঃ
- ম্যাক্সি, সালোয়ার কামিজ বা শাড়ি
- চিরুনি এবং তেল
- স্যানিটারি ন্যাপকিন
- টুথপেস্ট এবং ব্রাশ
- সাবান ও তোয়ালে/গামছা
- শিশুর জন্য কম্বল এবং কাঁথা
- শিশুর জন্য ধোঁয়া নরম সুতির কাপড়

প্রয়োজনীয় জিনিস প্রস্তুত থাকলে পরবর্তীতে কোনকিছু বাদ পড়ার সম্ভাবনা কম থাকে। তাই এখনই প্রস্তুতিগুলো নিতে শুরু করুন। 🪮🪥🧼

সবাই সময় থাকতে সাবধান হোন২০২৩ সালের এই জমানায় এসেও খোদ ঢাকা শহরের মানুষ যদি বাসায় অদক্ষ ধাই এনে ডেলিভারি করায়! সেটা আসলে...
19/08/2023

সবাই সময় থাকতে সাবধান হোন

২০২৩ সালের এই জমানায় এসেও খোদ ঢাকা শহরের মানুষ যদি বাসায় অদক্ষ ধাই এনে ডেলিভারি করায়! সেটা আসলেই মেনে নেয়া যায়না।
গতকাল শুক্রবার সকালে ইমারজেন্সিতে ডিউটি করছিলাম। ঝাঁকে ঝাঁকে জ্বরের পেশেন্ট, এদের মধ্যে ম্যাক্সিমামই ডেঙ্গি। হঠাৎ কান্না করতে করতে দুই নারী উপস্থিত। একজনের কোলে সাদা একটা বাচ্চা, আরেকজন এর হাতে নীল একটা পলিব্যাগ। দুজনের মাঝে সাদাটে একটা রশির মতো সংযোগ!
প্রথম দেখায় বুঝে উঠতে পারিনি। পরে দেখলাম বাচ্চা হওয়ার পরে প্লাসেন্টা (জরায়ু ফুল) না কেটেই নিয়ে চলে আসছে!
হিস্ট্রি নিয়ে জানলাম, বাচ্চা ডেলিভারির পরে কান্না করেনি (এটাকে মেডিকেল এর ভাষায় বলা হয় perinatal asphyxia.) এমন বাচ্চাকে নাক মুখ গলা ভালো করে পরিষ্কার (সাকশন) দিয়ে পিঠে ম্যাসাজ দিতে হয় (রিসাসিটেশন করা ... এটা জটিল ব্যাপার, অভিজ্ঞ লোক দরকার)। এগুলো ম্যানেজমেন্ট হাসপাতাল ছাড়া কখনোই কোন বাসায় সম্ভব না।
যাইহোক, বাচ্চা ডেলিভারির পরে কান্না করেনি, বাচ্চাটার কর্ড বেঁধে কেটে দ্রুত হাসপাতালে নিয়ে আসলেও হয়তো সেভ করা যেতো। কিন্তু অদক্ষ ধাই বাচ্চাটা ডেলিভারির পর কর্ডে সামান্য একটা সুতা দিয়ে ঢিলেঢালা বাঁধন দিয়ে কর্ড না কেটেই হাসপাতালে পাঠিয়েছে। এতে করে ঢিলেঢালা থাকা সুতা বাচ্চার কর্ডে চাপ প্রয়োগে ব্যর্থ হয়েছে। বাচ্চার শরীরের সমস্ত রক্ত কর্ডের মধ্য দিয়ে প্লাসেন্টা তে চলে গিয়েছে। বাচ্চা হয়ে গেছে সাদা, ফ্যাকাশে। পরিণতি যা হবার তাই, আমাদের কাছে আসার আগেই মৃত্যু।
এর পিছনে কে দায়ী?????

একটা মায়ের দীর্ঘ ৯ মাসের শারিরীক, মানসিক যুদ্ধের শেষে ফুটফুটে বাচ্চাটি পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার, সফল হওয়ার গল্প লেখার বদলে লিখতে হচ্ছে কষ্ট ও বেদনার গল্প। এর পিছনে দায়ী কারা? দোষী কারা??

দেশের প্রত্যেকটি সরকারি হাসপাতাল থেকে শুরু করে, উপজেলা হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকেও নরমাল ডেলিভারি করানো হচ্ছে প্রশিক্ষিত জনবল দিয়ে এবং বিনামূল্যে।
এরপর ও কেন মানুষ একজন গর্ভবতী নারীর জন্য এতটুকু সহানুভূতি দেখিয়ে ভালো জায়গায় ডেলিভারি করাতে নিয়ে যায়না?
এইসব ফ্যামিলি মেম্বারদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত একটা খুনের অপবাদে।
এরা খুনী। এরাই খুনী।

সময় থাকতে গর্ভবতী নারীর যত্ন নিন, দায়িত্বশীল আচরণ করুন। তাহলে মা, বাচ্চা দুজনই ভালো থাকবে।

কার্টেসি :ডা. মুমিনুর রহমান জুয়েল
কালেক্টেড

গর্ভধারণ নির্ণয় গর্ভধারণ নির্ণয় যদি ও জটিল কোনো বিষয় নয় তারপর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর কিছু লক্ষ্মণ রয়েছে #. মাসিক বন্...
16/06/2023

গর্ভধারণ নির্ণয়

গর্ভধারণ নির্ণয় যদি ও জটিল কোনো বিষয় নয় তারপর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর কিছু লক্ষ্মণ রয়েছে

#. মাসিক বন্ধ হওয়ার ইতিহাস

#. স্তন ভারী ও ব্যাথাবোধ হওয়া

#. বমি বমি ভাব এবং বিশেষ করে সকাল বেলায় ( morning sickness) বমি হওয়া

#. ক্লান্তি এবং ঝিমঝিম ভাব

#. তলপেট ( ১ম ট্রাইমেস্টারের পর) ক্রমান্বয়ে বড় হওয়া।

এই লক্ষ্মণ গুলো ছাড়াও কিছু স্পষ্ট লক্ষ্মণ ও চিহ্ন রয়েছে। যেমন -

#. গর্ভস্থ শিশুর নড়াচড়া ( ২০ সপ্তাহ পর)

#. গর্ভস্থ শিশুর হ্রদস্পন্দন শোনা ( ২৪ সপ্তাহ পর)

একজন নারী যত দ্রুত গর্ভবতী হিসেবে চিহ্নিত হতে পারবেন তার জন্য আসন্ন বিপদ অথবা জটিলতা এড়িয়ে চলা সহজ হবে।

গর্ভবতী মা, নবজাতক এবং প্রসূতি মায়েরা ভালো থাকুক
সুস্থ এবং সুন্দর পৃথিবী গড়ে উঠুক।

01/06/2023
28/05/2023

বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে গর্ভবতী মায়েদের কি কি সেবা এবং কিভাবে দেওয়া হয়
দেখুন ভিডিও তে

গর্ভবতী মা ও বোনেরা দেখে নিতে পারেন।
25/03/2023

গর্ভবতী মা ও বোনেরা দেখে নিতে পারেন।

প্রসব পরবর্তী সেবার সময়সূচি ( Postnatal Care visit Schedule)প্রসব পরবর্তী সময়ে মা এবং নবজাতকের যেকোনো ধরনের জটিলতা এবং স...
06/02/2023

প্রসব পরবর্তী সেবার সময়সূচি ( Postnatal Care visit Schedule)

প্রসব পরবর্তী সময়ে মা এবং নবজাতকের যেকোনো ধরনের জটিলতা এবং স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য মা ও নবজাতককে ৪ বার প্রসব পরবর্তী সেবা দেয়া প্রয়োজন।

প্রথম ভিজিট(First visit): জন্মের প্রথম ২৪ ঘন্টার মধ্যে

দ্বিতীয় ভিজিট( 2nd visit): জন্মের ২-৩ দিনের মধ্যে

তৃতীয় ভিজিট(3rd visit): জন্মের ৭-১৪ দিনের মধ্যে

চতুর্থ ভিজিট( 4th visit) : জন্মের ৬ সপ্তাহ অর্থাৎ ৪২ দিনের মধ্যে।

#. শিশু জন্মের সাথে সাথে সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী বা পরিবার কল্যাণ সহকারীকে খবর দিন

#. নবজাতকের অত্যাবশকীয় পরিচর্যা সম্পর্কে গর্ভবতী মা ও তার পরিবার কে সচেতন করুন।

#. গর্ভবতী মা ও নবজাতকের জটিলতা সম্পর্কে মা ও তার পরিবার কে সচেতন করুন।

#. প্রসব পরবর্তী যেকোনো জটিলতায় দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।

I've just reached 400 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
09/01/2023

I've just reached 400 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

"গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা পরামর্শ" পেইজের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আগামী দিনগুলো সবার ভালো কাটুক...
01/01/2023

"গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা পরামর্শ"

পেইজের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
আগামী দিনগুলো সবার ভালো কাটুক
প্রতিটি গর্ভধারণ ও জন্ম হোক সাফল্যমন্ডিত
মাতৃমৃত্যু কমে আসুক,
নবজাতকের সুস্থতা বাড়ুক।

অক্সিটোসিন ইনজেকশন (Oxytocin Injection) প্রসব পরবর্তী সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধে একটি কার্যকর ঔষুধ হলো অক্সিটোস...
25/12/2022

অক্সিটোসিন ইনজেকশন (Oxytocin Injection)

প্রসব পরবর্তী সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধে একটি কার্যকর ঔষুধ হলো অক্সিটোসিন। বিশ্ব এ মাতৃ মৃত্যুর একটি অন্যতম কারণ হলো প্রসব পরবর্তী সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ যা প্রতিরোধ করা সম্ভব অক্সিটোসিন ব্যবহারের মাধ্যমে।

গর্ভবতী মহিলাদের মধ্যে প্রসববেদনা এবং সন্তানের জন্মকে সহজতর করার জন্য, শিশু জন্মানোর পর রক্তপাত বন্ধ করার জন্য বাহ্যিকভাবে প্রয়োগ করা হয় অক্সিটোসিন ইনজেকশন।

অক্সিটোসিন, এটা কি?
অক্সিটোসিন নামক হরমোন মানবদেহে বিদ্যমান। এটি হাইপোথ্যালামাস দ্বারা উত্পাদিত হয়। তারপর পদার্থটি পিটুইটারি গ্রন্থিতে পাঠানো হয়, যেখান থেকে এটি এন্ডোক্রাইন গ্রন্থির নিয়ন্ত্রণে রক্ত ​​প্রবাহে প্রবেশ করে। প্রসব প্রক্রিয়ার জন্য হরমোনটি খুবই গুরুত্বপূর্ণ। এর প্রভাবে, জরায়ু আরও শক্তভাবে সংকোচিত হয়, জরায়ুর মুখ খুলে এবং সহজে ডেলিভারি হয় এবং ডেলিভারি পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধ হয়।

সময়মত প্রসবের পরে এবং গর্ভপাতের পরে, জরায়ুতে স্বরের অনুপস্থিতিতে ওষুধটি ব্যবহার করা হয়, এটি কমাতে এবং রক্তপাত রোধ করতেসাহায্য করে। এটার প্রভাবে জরায়ু ধীরে ধীরে গর্ভাবস্থার আগেরকার আকার ধারণ করে।
ওষুধটি খুব দ্রুত কাজ করে - অক্সিটোসিনের প্রয়োগের 5 মিনিট পরে জরায়ুর সংকোচন শুরু হয়। জরায়ুতে এর প্রভাব 2 থেকে 3 ঘন্টা স্থায়ী হয়।

08/12/2022

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা পরামর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা পরামর্শ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram