Magnessa World of Beauty & Health Wellness BD

Magnessa World of Beauty & Health Wellness BD Magnessa A Network Marketing Health & Wellness Company

900$ মিলিয়ন আয় করা Squid Game এর স্ক্রিপ্ট...10 বছর ধরে রিজেক্টেড অবস্থায় পড়ে ছিলো!!এখন  93 টা দেশের টপ চার্টে জায়গা করে...
16/01/2025

900$ মিলিয়ন আয় করা Squid Game এর স্ক্রিপ্ট...

10 বছর ধরে রিজেক্টেড অবস্থায় পড়ে ছিলো!!
এখন 93 টা দেশের টপ চার্টে জায়গা করে নিয়েছে এই সিরিজ!!
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তাই না?

Squid Game এর পরিচালক ছিলেন Hwang Donghyuk
তিনি এর স্ক্রিপ্ট লিখেছিলেন ২০০৯ সালে...আজ থেকে 16 বছর আগে!!
10 বছর বিভিন্ন স্টুডিতে ঘুরে ঘুরে রিজেক্টেড হয় তার এই স্ক্রিপ্ট!!
টাকার অভাবে ল্যাপটপ বিক্রি করে দিতে হয়েছিলো তাকে!
ভদ্রলোক কিন্তু দমে যান নাই!

আজ Squid Game একটা পপুলার সিরিজ।

---

হ্যারি পটারের নাম আমরা কে না জানি?
আমরা যেটা জানি না সেটা হলো...
লেখিকার টাইপরাইটার কেনার টাকা ছিলো না!!
তাই ১ম গল্প পুরোটাই তিনি হাতে লিখে শেষ করেন!
এই বইয়ের পান্ডুলিপি ১২ টা প্রকাশনী থেকে রিজেক্টেড হয়েছিলো!!
বলা হয়েছিলো এইরকম গল্প বাজারে চলবে না!
আজ হ্যারি পটারের বই সারা বিশ্বে ৫০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে,
৮০+ ভাষায় অনুবাদ করা হয়েছে...

বিলিয়ন ডলারের ফিল্ম ফ্র‍্যাঞ্চাইজি হয়েছে!!

---
KFC কে তো সবাই চিনেন?
কিন্তু Colonel Sanders কে কয়জন চিনেন?
আমি নিশ্চিত আপনি এখনও ভাবছেন!
এই ভদ্রলোক তার জীবনে এত বেশী চাকরী এবং ব্যাবসায় ফেল মেরেছে...
যেটা হিসাবের বাইরে!!
ভদ্রলোকের বয়স তখন হয়ে গেছে ৬৫!!

এই বয়সে একটু ভাবেন তো....আপনার বা আমার কি অবস্থা হতো?
সে এই বয়সে এসে একটা ফ্রাইড চিকেনের রেসিপি বের করে!!
পুরো U.S. ঘুরে ঘুরে বিভিন্ন রেস্টুরেন্টেকে অফার দেয় তার রেসিপি নেবার জন্য!
১০০০+ রেস্টুরেন্ট থাকে ফিরায় দেয়!!

আজকে KFC ১৪৫+ দেশে অপারেট করে!!
দুনিয়াজুরে আছে ২৪০০০+ আউটলেটস!
আমরা যখন কোন সফলতার কথা শুনি...
তার পেছনে কষ্টের গল্পগুলো আমরা শুনি না...বা শুনতে চাই না!
দুনিয়াতে সফল হবার রাস্তাটা কখনোই সোজা ছিলো না!! কখনোই না!!
এবং ট্রাস্ট মি...

এই রাস্তাটা সোজা হলে সফল হবার কোন মূল্যই কিন্তু তখন থাকতো না!!
আপনি একটা কিছু করতে যাবেন...
দেখবেন হাজারটা সমস্যা আপনার চারপাশ থেকে জড়ো হয়ে আসবে...
আপনাকে একদম থামিয়ে দেবে....আপনার মনে হবে এই বুঝি সব শেষ!!
The Unfair Advantage বইয়ে ৪ ধরনের সফল লোকের কথা পড়েছিলাম!
এর মধ্যে এক ধরনের লোক ছিলো,

"যাদের চেষ্টা বা পরিশ্রমের ফলে তাদের একমাত্র ডেস্টিনেশনই হয়ে যায় সফল হওয়া!"
প্রশ্নটা হচ্ছে...

সফল হবার জন্য সেই পরিশ্রমটুকু করেতে আপনি রাজি আছেন তো? ⚡️

কালেক্টেড

🔴গরিব কেন সারা জীবন গরিব থাকে🔴আয় ৩ ধরনের হয় -১. একটিভ ইনকাম২. প্যাসিভ ইনকাম ৩. পোর্ট ফলিও ইনকাম🔴১. একটিভ  ইনকাম 🔴নিজের স...
05/01/2025

🔴গরিব কেন সারা জীবন গরিব থাকে🔴

আয় ৩ ধরনের হয় -
১. একটিভ ইনকাম
২. প্যাসিভ ইনকাম
৩. পোর্ট ফলিও ইনকাম

🔴১. একটিভ ইনকাম 🔴
নিজের সরাসরি পরিশ্রম ও সময় দিয়ে যা আয় হয় সেটাই এক্টিভ ইনকাম যেমন চাকরি কিংবা এমন কোন ব্যবসা যেটা আপনি যতক্ষন চালান ততক্ষন চলে। যেমন হতে পারে দোকান। বসে থাকেন ত ইনকাম হয় নইলে নাই। এক্টিভ ইনকাম সহজ ও কুইক বলে বেশিরভাগ মানুষই এই একটিভ ইনকাম এর দিকে ছোটে। নিজেকে একটা গন্ডির মধ্যে বেঁধে ফেলে। যদি একটা চাকরি পেতাম, যদি মাস এ এত টাকা ফিকস্ড স্যালারি হত! আর এই সকল মানুষ খুব কমই আছে যারা মুলত ধনী হতে পারে । কারন সে তত টুকুই আয় করে যত টুকু পরিশ্রম করে। আর একটা মানুষের পক্ষে সর্বোচ্চ ১০-১৩ ঘন্টা পরিশ্রম করার সুযোগ থাকে। এর বেশি কখোনই সম্ভব না । ফলে একটা লিমিট থাকবেই সেটা আপনি যত বড় ডাঃ ইঞ্জিনিয়র কিংবা অভিনেতা হন ।

🔴২.প্যাসিভ ইনকাম 🔴

আর যারা প্যাসিভ ইনকাম করেন তাদের কোন ইনকাম লিমিট নেই। কারন তাদের এই ইনকামটা তাকে ছাড়াই আসে। অর্থাৎ সে ঘুমে থাকলেও ইনকাম হয়। আর এই ইনকাম যারা করে তারাই মুলত এক সময় ধনী হয়ে ওঠে। কোন দিন অর্থ কষ্টে পড়তে হয় না। দোকান ভাড়া নিয়ে আবার ভাড়া দেয়া, বই লেখা, বাগান ভাড়া দেয়া, ফেসবুক, ইউটিউব বা ওয়েব সাইট থেকে আয়, আফিলিয়েট মার্কেটিং , সিপিএ এগুলো সবই প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হুট করে শুরু হয় না, এর পিছনে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করতে হয় এরপর আয় আসতে থাকে। এই কষ্টের কারনে অধিকাংশ মানুষই প্যাসিভ ইকামে আগ্রহী নয় ফলে তাদের আর ধনী হয়ে ওঠা হয় না। তাই অর্থ কষ্টে না পরতে না চাইলে এক্টিভ ইনকাম থেকে টাকা বাচিয়ে ছোট ছোট প্যাসিভ ইনকাম এর উৎস গড়ে তুলুন এক সময় পার্মানেন্ট ধনী হয়ে যাবেন।

🔴৩. পোর্ট ফলিও ইনকাম🔴

আর পোর্ট ফলিও ইনকাম হল যাদের টাকা আছে তারা সেই টাকা ইনভেস্ট করে আয় করে। এই ইনভেস্ট এ সাধানত তাদের নিজেদের কোন কাজ করতে হয় না। যেমনঃ বিজনেস ফান্ডিং, শেয়ার বাজারে কিংবা মিচুয়াল ফান্ডে বিনিয়োগ । প্রায়সকল ধনী মানুষ ই এই কাজটা করে কারন ব্যাংক এ টাকা রাখা মানে আপনার আসল দিন দিন কমবে দিনে দিনে গরিব হবেন। কারণ সময়ের সাথে অর্থের ভ্যালু কমে।

সাধারনত মানুষজন প্যাসিভ কিংবা পোর্টফ্লিও ইনকামে আগ্রহী না। এই কারনেই ২০-৮০ সিস্টেম কাজ করে। দেশের ২০ ভাগ মানুষ ধনী, সকল সম্পদই ২০ ভাগ মানুষের কাছেই। এখন যে প্রফেশনেই আছেন না কেন চেস্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে নইলে অই ৮০ ভাগ মানুষের হয়েই মরতে হবে।

উপসংহার: কষ্টের কারনে অধিকাংশ মানুষই প্যাসিভ ইনকামে আগ্রহী নয় ফলে তাদের আর ধনী হয়ে উঠা হয় না!

NEW YEAR💞🎉🎈🎁 NEW ERA💞🎉🎈 NEW BEGINING🎉🎈💞🎉🎈🎁HAPPY NEW YEAR 2025 💞🎉🎈🎁Wishing You a Prosperous Year ahead, full of blessings...
01/01/2025

NEW YEAR💞🎉🎈🎁 NEW ERA💞🎉🎈 NEW BEGINING🎉🎈

💞🎉🎈🎁HAPPY NEW YEAR 2025 💞🎉🎈🎁

Wishing You a Prosperous Year ahead, full of blessings💞

“ঢাকার বাহিরে নয়, ঢাকাতেই থাকুন”দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভার ভিউ ও DOHS সংলগ্ন এখনই বসবাস উপযোগী প্লট কিনুন ।* জিপ...
10/09/2024

“ঢাকার বাহিরে নয়, ঢাকাতেই থাকুন”

দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভার ভিউ ও DOHS সংলগ্ন এখনই বসবাস উপযোগী প্লট কিনুন ।

* জিপিও জিরো পয়েন্ট থেকে মাত্র সাত কিলোমিটার দূরত্বে প্রকল্পের অবস্থান।
* প্রকল্প সংলগ্ন পিচ ঢালাই ৮০ ফিট রাস্তা।
* সম্পূর্ণ ভরাটকৃত, নিস্কন্ঠক , নির্ভেজাল, বন্যামুক্ত, উঁচু জমি।
* এখনই ডিমার্কেশন করে হস্তান্তর যোগ্য প্লট।
* মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গেই রেজিষ্ট্রেশন।

বিস্তারিত জানতে নিন্মের 👇বাটনে ক্লিক করুন। অথবা নিন্মোক্ত নাম্বারে ফোন করুন।
+8801726921376(WhatsApp)
+8801323877871 (WhatsApp)

Address

Basabo, Sabujbag
Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magnessa World of Beauty & Health Wellness BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share