
16/01/2025
900$ মিলিয়ন আয় করা Squid Game এর স্ক্রিপ্ট...
10 বছর ধরে রিজেক্টেড অবস্থায় পড়ে ছিলো!!
এখন 93 টা দেশের টপ চার্টে জায়গা করে নিয়েছে এই সিরিজ!!
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তাই না?
Squid Game এর পরিচালক ছিলেন Hwang Donghyuk
তিনি এর স্ক্রিপ্ট লিখেছিলেন ২০০৯ সালে...আজ থেকে 16 বছর আগে!!
10 বছর বিভিন্ন স্টুডিতে ঘুরে ঘুরে রিজেক্টেড হয় তার এই স্ক্রিপ্ট!!
টাকার অভাবে ল্যাপটপ বিক্রি করে দিতে হয়েছিলো তাকে!
ভদ্রলোক কিন্তু দমে যান নাই!
আজ Squid Game একটা পপুলার সিরিজ।
---
হ্যারি পটারের নাম আমরা কে না জানি?
আমরা যেটা জানি না সেটা হলো...
লেখিকার টাইপরাইটার কেনার টাকা ছিলো না!!
তাই ১ম গল্প পুরোটাই তিনি হাতে লিখে শেষ করেন!
এই বইয়ের পান্ডুলিপি ১২ টা প্রকাশনী থেকে রিজেক্টেড হয়েছিলো!!
বলা হয়েছিলো এইরকম গল্প বাজারে চলবে না!
আজ হ্যারি পটারের বই সারা বিশ্বে ৫০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে,
৮০+ ভাষায় অনুবাদ করা হয়েছে...
বিলিয়ন ডলারের ফিল্ম ফ্র্যাঞ্চাইজি হয়েছে!!
---
KFC কে তো সবাই চিনেন?
কিন্তু Colonel Sanders কে কয়জন চিনেন?
আমি নিশ্চিত আপনি এখনও ভাবছেন!
এই ভদ্রলোক তার জীবনে এত বেশী চাকরী এবং ব্যাবসায় ফেল মেরেছে...
যেটা হিসাবের বাইরে!!
ভদ্রলোকের বয়স তখন হয়ে গেছে ৬৫!!
এই বয়সে একটু ভাবেন তো....আপনার বা আমার কি অবস্থা হতো?
সে এই বয়সে এসে একটা ফ্রাইড চিকেনের রেসিপি বের করে!!
পুরো U.S. ঘুরে ঘুরে বিভিন্ন রেস্টুরেন্টেকে অফার দেয় তার রেসিপি নেবার জন্য!
১০০০+ রেস্টুরেন্ট থাকে ফিরায় দেয়!!
আজকে KFC ১৪৫+ দেশে অপারেট করে!!
দুনিয়াজুরে আছে ২৪০০০+ আউটলেটস!
আমরা যখন কোন সফলতার কথা শুনি...
তার পেছনে কষ্টের গল্পগুলো আমরা শুনি না...বা শুনতে চাই না!
দুনিয়াতে সফল হবার রাস্তাটা কখনোই সোজা ছিলো না!! কখনোই না!!
এবং ট্রাস্ট মি...
এই রাস্তাটা সোজা হলে সফল হবার কোন মূল্যই কিন্তু তখন থাকতো না!!
আপনি একটা কিছু করতে যাবেন...
দেখবেন হাজারটা সমস্যা আপনার চারপাশ থেকে জড়ো হয়ে আসবে...
আপনাকে একদম থামিয়ে দেবে....আপনার মনে হবে এই বুঝি সব শেষ!!
The Unfair Advantage বইয়ে ৪ ধরনের সফল লোকের কথা পড়েছিলাম!
এর মধ্যে এক ধরনের লোক ছিলো,
"যাদের চেষ্টা বা পরিশ্রমের ফলে তাদের একমাত্র ডেস্টিনেশনই হয়ে যায় সফল হওয়া!"
প্রশ্নটা হচ্ছে...
সফল হবার জন্য সেই পরিশ্রমটুকু করেতে আপনি রাজি আছেন তো? ⚡️
কালেক্টেড