BD Grin

BD Grin BD Grin এ আপনাকে স্বাগতম। এখানে আপনি পাবেন সাধ্যের মধ্যে ভালো মানের পণ্য।

27/09/2024

ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যে ভাষণ দিলেন আমি মনে করি তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি।

১। গণতন্ত্র
২। জলবায়ু পরিবর্তন
৩। ফিলিস্তিন ইসরাইল যুদ্ধ
৪। ইউক্রেন রাশিয়া যুদ্ধ
৫। রোহিঙ্গা ইস্যু
৬। তরুণদের উদ্যোক্তা হওয়ার আহবান

এছাড়া বর্তমান বিশ্বে চলমান অনেক বিষয় নিয়েই কথা বলেছেন তিনি।

22/09/2024

২৪ এর জুলায় এবং আগস্ট মাসে যারা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব অবশ্যয় দেশের প্রধান হোক সে "প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী" তাকেই নিতে হবে। সেটা হতে পারে মাসিক অনুদান বা এককালীন অনুদান অথবা পরিবার থেকে যে কোন একজন কে চাকুরীর মাধ্যমে। চাকুরির ক্ষেত্রে অবশ্যয় তার যোগ্যতা বিচার করতে হবে এবং যোগ্যতা অনুযায়ী চাকুরী হতে হবে।

তবে এই সুযোগটা শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শহীদ পরিবারের মাত্র একজন ব্যাক্তিই পাবেন।

যদি এই সুযোগটা ছেলের জেনারেশন এবং নাতি পুতি জেনারেশন পর্যন্ত নিয়ে যেতে চান তাহলে অবশ্যয় ২৪ এর মত আরেকটা অভ্যুথান আসবে।

আহতদের ক্ষেত্রেও একই কাজ করতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যাবস্থা করতে হবে যোগ্যতা অনুযায়ী।

22/09/2024

একটা সরকার যখন ক্ষমতা থেকে চলে যায় তখন সেই সরকারের দুর্নীতির দিকটা বেশি আলোচনা হয়। আমি মনে করে উন্নয়ন এবং দুর্নীতি দুইটা নিয়েই আলোচনা হওয়া উচিত।

পদ্মা সেতু, মেট্রো রেল থেকে দেশের জনগনের অনেক সুবিধা পাচ্ছে। হতে পারে সেখানে দুর্নীতি হয়েছে কিন্তু জনগনের কাজে তো আসছে।

আবার কর্ণফুলী টানেলে দিনে আয় ৮ লাখ কিন্তু খরচ ৩২ লাখ এমন অনেক প্রকল্প আছে।

রেল প্রকল্পে উন্নয়ন কোন সরকার করতে পারবে না। সরকার করতে চাইলেও সেই সরকারের উচ্চ পর্যায়ের নেতারা করতে দিবে না।

সব বিষয় নিয়ে চর্চা হওয়া উচিত।

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Telephone

+8801789595373

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Grin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share