ইউনাইটেড হোমিও কমপ্লেক্স এন্ড আয়ুর্বেদিক কবিরাজ ঘর

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইউনাইটেড হোমিও কমপ্লেক্স এন্ড আয়ুর্বেদিক কবিরাজ ঘর

ইউনাইটেড হোমিও কমপ্লেক্স এন্ড আয়ুর্বেদিক কবিরাজ ঘর 𝒑𝒍𝒆𝒂𝒔𝒆 𝒄𝒍𝒊𝒄𝒌 : 👇

https://www.facebook.com/paponmohammadjournalist?mibextid=ZbWKwL Here are the doctors with the highest degree and experience in homeopathy.

Additional information
United Homeo Hall - Homeopathy Hospital
"Cure your disease permenanetly with our medicine"
Homeopathy is a 200-year-old alternative medicine that purports to boost the body's natural healing capacity and improve its ability to cure itself. It is a type of complementary medicine that works on the principle of treating "like with like. Our Homeopathy is a medication that has no side effects and is gentle on the body. All medicines are made from natural components, and the doses given by a qualified doctor are never more than what the patient requirements. United Homeo Hall has been providing medical services for 18 long years with a reputation. Medical services are provided for all types of complex and difficult diseases of men and women including diabetes, hemorrhoids / piles, nasal polyps, sex, cancer. Here are the doctors with the highest degree and experience in homeopathy.
➤Dr. Dr. Papon Ahmmed - DHMS
➤Dr. Dr. MA Mazed - DHMS
➤Dr. Sumaya Islam - DHMS
➤Dr. Nazrul Islam - DHMS
➤Dr. Habibur Rahman - DSMMU
➤Dr. Sharifa Nazneen - DHMS

ডায়াবেটিসের লক্ষণসমূহঃক. ঘন ঘন প্রস্রাব হওয়াখ. খুব বেশি পিপাসা লাগাগ. বেশি ক্ষুধা পাওয়াঘ. যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে ...
12/08/2025

ডায়াবেটিসের লক্ষণসমূহঃ
ক. ঘন ঘন প্রস্রাব হওয়া
খ. খুব বেশি পিপাসা লাগা
গ. বেশি ক্ষুধা পাওয়া
ঘ. যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া
ঙ. ক্লান্তি ও দুর্বলতা বোধ করা
চ. ক্ষত শুকাতে বিলম্ব হওয়া
ছ. খোস-পাঁচড়া, ফোঁড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেওয়া
জ. চোখে কম দেখা।
ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণ সমূহঃ
যে কেউ যে কোনো বয়সে যেকোনো সময় ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। তবে নিম্নোক্ত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে:
ক. যাদের বংশে বিশেষ করে বাবা-মা বা রক্ত সম্পর্কিত নিকটাত্মীয়ের ডায়াবেটিস আছে।
খ. যাদের ওজন অনেক বেশি ও যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ করেন না।
গ. যারা বহুদিন ধরে কর্টিসোল জাতীয় ওষুধ ব্যবহার করেন।
ঘ. যেসব মহিলার গর্ভাবস্থায় ডায়াবেটিস ছিল আবার যেসব মহিলা ৯ পাউন্ডের বেশি ওজনের বাচ্চা প্রসব করেছেন।
ঙ. যাদের রক্তচাপ আছে এবং রক্তে কোলেস্টেরল বেশি থাকে।
ডাঃ মোঃ পাপন আহম্মেদ
ডি ,এইচ, এম , এস
🏠 প্রবাসীদের স্বাস্থ্য পরামর্শ
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01712-358604,01713-931581
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।

ডাঃ মোঃ পাপন আহম্মেদ 🏠 প্রবাসীদের স্বাস্থ্য পরামর্শ ⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01712-358604,01713-931581বিঃ দ্রঃ আমরা পু...
12/08/2025

ডাঃ মোঃ পাপন আহম্মেদ
🏠 প্রবাসীদের স্বাস্থ্য পরামর্শ
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01712-358604,01713-931581
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।

বশিরুল ইসলাম, বয়স ৩৭ বছর, ৪ বছর যাবৎ কোমর বেদনা। বর্তমানে বিছানা থেকে উঠতে পারে না। কিছুক্ষণ হাটার পর আর হাটতে পারে না। ...
12/08/2025

বশিরুল ইসলাম, বয়স ৩৭ বছর, ৪ বছর যাবৎ কোমর বেদনা। বর্তমানে বিছানা থেকে উঠতে পারে না। কিছুক্ষণ হাটার পর আর হাটতে পারে না। কোমর থেকে বেদনা পায়ের দিকে যায়। পায়ের মাংসপেশীতে খিচুনী হয়। গরম সেক দিলে আরাম লাগে। মাইগ্রেনের সমস্যা আছে। পায়খানা কষা থাকে। হার্টের সমস্যা আছে।
রোগীর MRI রিপোর্ট:
Degenerative disc disease with lumbar spondylosis with grade 11 asterior spondylolisthesis of L5 Over S1 With posterior paseudo disc bulge causing thecal sac indentation and lilateral foraminal narrowing
এমন অবস্থা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমার থেকে প্রায় কয়েকমাস ঔষধ খেয়েছেন। আলহামদুলিল্লাহ্ তিনি এখন সুস্থ আছেন।
আাপনাদের কারো যদি এমন সমস্যা থাকে তাহলে এখনোই চিকিৎসা করুন। রোগ নিয়ে বসে থাকলে, অবহেলা করলে পরবর্তি সময়ে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে।
এইরকম সব সমস্যার একমাত্র সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা। অন্যান্য চিকিৎসায় আপনারা সাময়িক ভাবে আরোগ্য লাভ করলেও সেটি স্থায়ী হবে না।তাই স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে আপনার দরকার হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডাঃ মোঃ পাপন আহম্মেদ
ডি ,এইচ, এম , এস
ডিস্ক প্রলাপস,ডায়াবেটিস,হার্ট ব্লক,স্থুলতা বা অতি ওজন, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার , কিডনি ড্যামেজ , উচ্চ রক্ত চাপ , গ্যাসট্রিক আলসার , সন্তান না হওয়া, থাইরয়েড,হরমোন জনিত সমস্যা,
যৌন সমস্যা ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
🏠 প্রবাসীদের স্বাস্থ্য পরামর্শ এভারকেয়ার হোমিওপ্যাথি ক্লিনিক
⏰ সিরিয়াল পেতে কল করুন : ☎ 01712-358604,01713-931581
বিঃ দ্রঃ আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠায়।

আল্লাহর রহমতে পাইলস্  এর একটা  রোগী ভালো হয়েছে।মহান আল্লাহ গাছের ভিতর অনেক শেফা দিয়েছেন।
12/08/2025

আল্লাহর রহমতে
পাইলস্ এর একটা রোগী ভালো হয়েছে।
মহান আল্লাহ গাছের ভিতর অনেক শেফা দিয়েছেন।

জীবন সঙ্গী এমন নির্বাচন করুন যিনি - দুনিয়াবী ও দ্বীনি বিষয়ে যেমন সহযোগীতা করবেন,তেমনি আখিরাতের কর্মেও সহযোগীতা করবেন।
12/08/2025

জীবন সঙ্গী এমন নির্বাচন করুন যিনি - দুনিয়াবী ও দ্বীনি বিষয়ে যেমন সহযোগীতা করবেন,তেমনি আখিরাতের কর্মেও সহযোগীতা করবেন।

যে সব রোগের কারণে বীর্য পাতলা হয়ে যায়:-১. অন্ড-কোষের শিরায় ফোলাভাব থাকলে।২. হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিলে।টেস্টোস্টরেন...
12/08/2025

যে সব রোগের কারণে বীর্য পাতলা হয়ে যায়:-

১. অন্ড-কোষের শিরায় ফোলাভাব থাকলে।
২. হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিলে।টেস্টোস্টরেন হরমোন কমে গেলে।
৩. যৌ-নাঙ্গে ইনফেকশন বা ব্যথার কারণে।
৪. প্রোস্টেট গ্রন্থিতে কোনো সমস্যা দেখা দিলে।
৫. অন্ড-কোষে আঘাত পাওয়ার কারণে।
৬. অন্ড-কোষের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে।

যে ব্যক্তি দৃষ্টি হেফাজত রাখতে পারবেন,তার জন্য চরিত্রও হেফাজত রাখা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ ।
12/08/2025

যে ব্যক্তি দৃষ্টি হেফাজত রাখতে পারবেন,তার জন্য চরিত্রও হেফাজত রাখা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ ।

আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন।আমি একজন দুবাই প্রবাসী,আমার বয়স ২৭ বছর,আমি ছোটবেলা থেকে হস্ত-মৈ-থুন করতাম,তারপর সবার ম...
12/08/2025

আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন।
আমি একজন দুবাই প্রবাসী,আমার বয়স ২৭ বছর,আমি ছোটবেলা থেকে হস্ত-মৈ-থুন করতাম,তারপর সবার মুখ থেকে শুনতাম যে হস্ত-মৈ-থুন করা ভালো না,তারপর আমি হস্ত-মৈ-থুন করা বাদ দিয়া দেই,হস্ত-মৈ-থুন ছেড়ে আমি প-র্ন দেখা শুরু করি প-র্ন দেখার সময় আমার লি-ঙ্গটা অনেক শক্ত হতো এবং দাঁড়িয়ে থাকতো, এরকম এক টানা দুই তিন বছর আমি প-র্ন দেখি কিন্তু হস্ত-মৈ-থুন করিনা,আমি নিজেকে মানিয়ে নিয়েছিলাম যে আমি প-র্ন দেখব ঠিক আছে কিন্তু আমি হস্ত-মৈ-থুন করবো না, প-র্ন দেখতে দেখতে স্যার আমার এমন হয়েছে এখন আমার কোন ফিলিংস আসে না লি-ঙ্গ আগের মত শক্ত হয় না, আমি ইচ্ছা করলে লি-ঙ্গ দাড় করাতে পারি না,আমি দেশে যাই দেশে যাওয়ার পর বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেন, আমি বিয়ে করতে রাজি ছিলাম না,আমি বাজার থেকে সে-ক্সের ট্যাবলেট খেয়ে তারপর সে-ক্স করতাম তারপরও দ্রুত বী-র্যপাত হয়ে যেত,আমার স্ত্রী অনেক ভালো তার কোন অভিযোগ ছিল না কিন্তু আমি স্বামী হিসেবে তো বুঝি একজন স্ত্রী কি চায়, আমি বউ রেখে বিদেশে চলে আসি,বউকে ফোনে সময় দিচ্ছি সারাদিন কথা বলতেছি, আমার আবার স্যার মর্নিং ই-রে-ক-শ-ন হয় আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার লি-ঙ্গ দাঁড়িয়ে থাকে,আমি ঘুম থেকে যখন জাগি তখন ১০-১৫ সেকেন্ডের ভিতর আবার শুয়ে পড়ে আমি এখন কি করবো স্যার প্লিজ আমাকে একটু জানাবেন আমি অনেক চিন্তার ভিতর আছি আমার কোন কিছুই ভালো লাগেনা কাজে মন বসে না আমার সব সময় অনেক চিন্তা হয় আমি এখন কি করবো স্যার একটু জানাবেন ,আমার পরিচয়টা গোপন রাখবেন স্যার।

ওয়াআলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার সমস্যাটি খোলামেলা ভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ। মূল সমস্যাটি মূলত হয়েছে হস্ত-মৈ-থুন এবং প-র্ণ সিনেমার মত বাজে অভ্যাসের সাথে জরিত থাকার কারনে। এতে বর্তমান যুব সমাজের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে—যারা পোস্টটা পড়ছেন তারা সময়কালে সচেতন না হলে ভবিষ্যতে একই রকম জটিল সমস্যার মুখোমুখি হতে হবে।

এখন সমাধানের জন্য আপনার করণীয়ঃ

1. পর্ন থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এই জগত থেকে পুরোপুরি বেরিয়ে আসুন। ব্রেইনকে বিকৃতির দিকে নিয়ে যায়, যার ফলে প-র্ণ আসক্ত ব্যক্তি রিয়েল লাইফে ফিলিংস পায় না।

2. লাইফস্টাইল পরিবর্তন করুন
• প্রতিদিন ৬–৭ ঘণ্টা ঘুমান।
• রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান এবং সকালে উঠে হালকা ব্যায়াম ও হাঁটাহাঁটি করুন।
• মোবাইল ব্যবহার সীমিত করুন এবং যেকোনো হারাম ভিডিও বা অ্যাপ থেকে দূরে থাকুন।

বিস্তারিত এই লিংকে...
https://www.facebook.com/share/p/16tR8frWjU/

বাংলাদেশের নেতারা শিক্ষার ভিতরে পলিটিক্স ঢুকিয়ে দিছে। অথচ পলিটিক্সের ভিতরে শিক্ষা ঢুকাতে পারলো না।
12/08/2025

বাংলাদেশের নেতারা শিক্ষার ভিতরে পলিটিক্স ঢুকিয়ে দিছে। অথচ পলিটিক্সের ভিতরে শিক্ষা ঢুকাতে পারলো না।

নোবেল জ্বলছে  🔥
12/08/2025

নোবেল জ্বলছে 🔥

অথচ নিজের বিছানা ছাড়া অনেকের ঘুম আসতো না!🙂।।
11/08/2025

অথচ নিজের বিছানা ছাড়া অনেকের ঘুম আসতো না!🙂


ভালোবাসার চেয়ে ব্যথার ওজন অনেক বেশি,ব্যথা মানুষকে বদলে দেয় কি দারুণ ভয়ঙ্কর ভাবে বলদে দেয়!সেটা মনের ব্যথা হোক বা শরীরের॥©...
11/08/2025

ভালোবাসার চেয়ে ব্যথার ওজন অনেক বেশি,ব্যথা মানুষকে বদলে দেয় কি দারুণ ভয়ঙ্কর ভাবে বলদে দেয়!সেটা মনের ব্যথা হোক বা শরীরের॥

©

Address

Jamalpur Chak
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইউনাইটেড হোমিও কমপ্লেক্স এন্ড আয়ুর্বেদিক কবিরাজ ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ইউনাইটেড হোমিও কমপ্লেক্স এন্ড আয়ুর্বেদিক কবিরাজ ঘর:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category