Medi Sarcasm

Medi Sarcasm মেডিকেলের সকল ভালবাসা, দুঃখ কষ্ট সুখ সব শেয়ার করার উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা �

এসো নবীন দলে দলে ছাত্রলীগের ছায়াতলেঅত:পর:
02/08/2024

এসো নবীন দলে দলে
ছাত্রলীগের ছায়াতলে

অত:পর:

09/10/2022

একদিকে ছুটি শেষ হয়ে যাচ্ছে, বাসার মায়া কাটাতে পারতছো না বলে কান্না করতেছো। অন্যদিকে ক্যাম্পাসে রেখে আসা আরেক মায়ার সাথে অনেকদিন পর দেখা হবে বলে মনে মনে খুশিতে লাফাইতেছো।সেই খবর কি বাসায় জানে? এক মনে কত মায়া রাখো তোমরা?? জায়গা কম পড়ে না?
-সানজিদা

বলে ফেলেন!👀
03/10/2022

বলে ফেলেন!👀

নীচে উইনিং প্যারেড বাসের তিন দেশের ছবি। ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের, ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির এবং ২০২২ সাফ চ্...
21/09/2022

নীচে উইনিং প্যারেড বাসের তিন দেশের ছবি।
২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের, ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির এবং ২০২২ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের ❤️
বাস তিনটায় পার্থক্য কোথায়?
বিসিএস ক্যুশ্চেন, ঐ দুদেশে মনে হয় কোন ধন্যবাদ মাননীয় পিয়েম নাই!
- বিনিয় ভদ্র

19/09/2022

প্রফের রেজাল্টের অভিনন্দন দেখেন হতাশায় চলে গেলেন ভার্সিটির-ইঞ্জিনিয়ার ছাত্ররা🥲

প্রতিটা ব্যাচে কমপক্ষে  একটা সিউডো পোলা থাকবেই যাকে ছেলেদের সাথে কখনোই দেখবেন না। এরা মেয়েদের আচলে থাকতে বেশি পছন্দ করে!...
03/09/2022

প্রতিটা ব্যাচে কমপক্ষে একটা সিউডো পোলা থাকবেই যাকে ছেলেদের সাথে কখনোই দেখবেন না। এরা মেয়েদের আচলে থাকতে বেশি পছন্দ করে!

পিক ফর এটেনশন

01/09/2022

সুমাইয়া আর জোবায়ের হানিমুন করতে কক্সবাজার গেল।জোবায়ের ক্রিকেট প্রেমিক তাই পুরা খেলা দেখতে লাগল।আর সুমাইয়া ঘুমে মগ্ন।
খেলা দেখার পর সুমাইয়াকে দেখে জোবায়ের অনেক আফসোস করতে লাগল।

© Medi Sarcasm

30/08/2022

আপনার আশেপাশে যদি বাংলাদেশের খেলা দেখা বন্ধু বান্ধব থাকে তাহলে তাকে সময় দিন,ধারালো জিনিস থেকে তাকে দূরে রাখুন এবং একা ছাদে যেতে দিবেন না।

© Shakib

30/08/2022

দুনিয়াতে পাপ তিন রকমের:
১. পাপ
২. মহাপাপ
৩. নোয়াখাইল্যার উপকার করা.

©Dr Shahriar

সরি বাট নট সরি!😷
27/08/2022

সরি বাট নট সরি!😷

ফেল করা মানে জীবন থেমে যাওয়া নয়!
25/08/2022

ফেল করা মানে জীবন থেমে যাওয়া নয়!

24/08/2022

বাসায় ঢুকে দেখি বউ কাপ, মগ সব ভেঙে ফেলেছে!

জিজ্ঞেস করলাম কী হয়েছে?

পাগলিটা কাঁদতে কাঁদতে বললো, আমি ছাড়া আর কেউ তোমার ঠোঁট ছুঁয়ে দেখতে পারবে না! এখন থেকে তুমি আমার মুখ থেকে পানি চা কফি খাবে!

চোখে পানি চলে আসলো পাগলিটার কথা শুনে। জীবনে কোনো পুণ্য করেছিলাম বলেই এমন বউ পেয়েছি।

দুই ঘন্টা তাকে জড়িয়ে ধরে ছিলাম।

ফলাফল আমরা এখন তিনজন।

©রায়হান🤦‍♂️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi Sarcasm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share